21/09/2025
লবস্টারের পাশাপাশি এখন মানুষ খেতে শুরু করেছে এক ভয়ঙ্কর চেহারার সামুদ্রিক প্রাণী – জায়ান্ট আইসোপড।
👉 এরা সমুদ্রের গভীরে পচাগলা লাশ খেয়ে বেঁচে থাকে।
👉 দেখতে বিশাল এক পোকামাকড়ের মতো হলেও, এতে লবস্টারের থেকেও বেশি প্রোটিন আর খুব কম ফ্যাট রয়েছে।
তবে এতটাই দুষ্প্রাপ্য ও দামী যে, সবার পক্ষে এটি খাওয়া সম্ভব নয়।