বাংলায় জানুন

বাংলায় জানুন India to Bangladesh cash on delivery

বাংলা ভাষায় দুনিয়ার বিভিন্ন অজানা তথ্য জানার এবং দেখার জন্য আমাদের page টিকে Follow করে রাখবেন। আর আমাদের কোনো ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও তে একটা লাইক করবেন এবং দয়া করে আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না।

21/09/2025

লবস্টারের পাশাপাশি এখন মানুষ খেতে শুরু করেছে এক ভয়ঙ্কর চেহারার সামুদ্রিক প্রাণী – জায়ান্ট আইসোপড।
👉 এরা সমুদ্রের গভীরে পচাগলা লাশ খেয়ে বেঁচে থাকে।
👉 দেখতে বিশাল এক পোকামাকড়ের মতো হলেও, এতে লবস্টারের থেকেও বেশি প্রোটিন আর খুব কম ফ্যাট রয়েছে।
তবে এতটাই দুষ্প্রাপ্য ও দামী যে, সবার পক্ষে এটি খাওয়া সম্ভব নয়।

20/09/2025

জাপানের সুমো রেসলাররা জন্ম থেকেই মোটা নয়।
👉 তাদের দিনে প্রায় ৭-১০ হাজার ক্যালোরি খেতে হয় আর ইচ্ছে করেই অতিরিক্ত ঘুম নিয়ে ওজন বাড়াতে হয়।

বাইরে থেকে তারা শক্তিশালী আর সুস্থ-সবল দেখালেও, ভেতরে শরীর মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
⚠️ এ কারণেই অনেক রেসলার ৫০ বছর বয়সও পার করতে পারেন না।

19/09/2025

আপনি নিশ্চয়ই দেখেছেন, অনেক মিষ্টির ওপরে সোনা বা রুপোর পাত লাগানো থাকে।
প্রশ্ন হলো—এটা কি আসলেই সত্যিকারের সোনা-রুপো? 🧐

👉 আসলে হ্যাঁ! ছোট ছোট সোনা বা রুপোর টুকরো চামড়ার পাতের মাঝে রেখে ঘণ্টার পর ঘণ্টা হাতুড়ি দিয়ে পেটানো হয়। এতে এগুলো এতটাই পাতলা হয়ে যায় যে ছুঁলেই ভেঙে যায়।
সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো—এটা শরীরের কোনো ক্ষতি করে না, তাই খাওয়ার জিনিসে ব্যবহার করা হয়।

#সোনারপাত #রুপোরপাত

18/09/2025

ভাবতে পারেন, সমুদ্র থেকে হঠাৎ মাছের বৃষ্টি হচ্ছে? 😱
এমন সময় জেলেদের সাধারণ জাল বা ফিশিং রড কোনো কাজেই আসে না। তখনই ব্যবহার করা হয় বিশাল মনস্টার নেট—যা দেখতে কাপড়ের মতো হলেও আসলে high density পলিথিন ও নাইলন দিয়ে তৈরি। এই জাল হাজার হাজার টন মাছের ওজন পর্যন্ত সহ্য করতে পারে! 🐟⚡

প্রকৃতির এমন দৃশ্য সত্যিই অবিশ্বাস্য!

#মনস্টারনেট #সমুদ্রেররহস্য

17/09/2025

😱 ভাবুন তো… যদি আজও পৃথিবীতে ঘুরে বেড়াতো ভয়ঙ্কর স্যাবার-টুথ টাইগার, বিশাল মেগালোডন হাঙর বা দৈত্যাকার ম্যামথ!
এরা একসময় বাস্তবেই ছিল এবং তাদের শক্তি কাঁপিয়ে দিত পুরো দুনিয়া।
কিন্তু কীভাবে এরা বিলুপ্ত হলো? কেন এরা ইতিহাসের পাতায় বন্দি হয়ে গেল?

🔥 ভিডিওতে দেখুন পৃথিবীর ৫টি সবচেয়ে ভয়ঙ্কর বিলুপ্ত প্রাণীর চমকপ্রদ কাহিনি!

👉 আপনার মতে কোন প্রাণীটি সবচেয়ে ভয়ঙ্কর? কমেন্টে জানাতে ভুলবেন না।

#বাংলা_ভিডিও #ভয়ঙ্কর_প্রাণী

17/09/2025

Facebook Caption:
অনেকে ভাবেন সমুদ্রের লবণ তুলে খাওয়া স্বাস্থ্যকর। কিন্তু আসলে এটা প্রাণঘাতী হতে পারে! 😱
সমুদ্রের কাঁচা লবণে থাকে অতিরিক্ত খাঁড়া স্বাদ, ব্যাকটেরিয়া আর বিষাক্ত রাসায়নিক। সরাসরি খেলে পেটে সমস্যা তো হবেই, প্রাণহানির ঝুঁকিও থাকে। তাই এই লবণ ফিল্টার না করে খাওয়া একদম উচিত নয়!
স্বাস্থ্য নিয়ে খেলবেন না—প্রকৃত সত্য জেনে সাবধানে থাকুন। 🌊⚠️

#সমুদ্রেরলবণ #স্বাস্থ্যঝুঁকি #খাদ্যসতর্কতা #দাংেরউস্ফুদ

16/09/2025

একটা মাছের মুখ খুলতেই বের হচ্ছে অনেক ছোট ছোট মাছ! 😮
এটা কোনো ম্যাজিক নয়—এটি অ্যারোয়ানা মাছের আশ্চর্য মাতৃত্ব। ডিম পাড়ার পর সে নিজের মুখের ভেতর ডিমগুলো লুকিয়ে রাখে যাতে শিকারিদের হাত থেকে বাঁচাতে পারে। ডিম ফুটে বাচ্চারা বের হলে সে তাদের মুখ দিয়ে বাইরে ছেড়ে দেয়!
প্রকৃতির মা হওয়ার এ এক অনন্য দৃশ্য! 🐟❤️

#অ্যারোয়ানা #মাছেরমুখেডিম #প্রকৃতিররহস্য #মাতৃত্ব

15/09/2025

উটপাখির ডিম পাড়ার আগে থেকেই কীভাবে বুঝে ফেলেন কৃষক? 🤯
ডিম পাড়ার সময় মাদি উটপাখির শরীরের ভঙ্গি বদলে যায় – বারবার মাটিতে বসে অস্থির হয়। তখনই কৃষক তার পেছনে দাঁড়িয়ে ডিম ধরার জন্য প্রস্তুত থাকে, যাতে মাটিতে পড়ে ভেঙে না যায়!
প্রকৃতির আচরণ বোঝার এই দক্ষতা সত্যিই আশ্চর্য! 🌾🐣

#উটপাখি #ডিমপাড়া #কৃষকেরদক্ষতা #প্রকৃতিররহস্য #পাখিরআচরণ

“হাঙরের ঘুমও যেন দুর্ভাগ্যের! পুরো শরীর জেগে রেখেই সারাক্ষণ সাঁতার কাটতে হয়—না হলে শ্বাস বন্ধ হয়ে যাবে! ভাবতেই হাসি পা...
15/09/2025

“হাঙরের ঘুমও যেন দুর্ভাগ্যের! পুরো শরীর জেগে রেখেই সারাক্ষণ সাঁতার কাটতে হয়—না হলে শ্বাস বন্ধ হয়ে যাবে! ভাবতেই হাসি পায়, আবার প্রকৃতির এই অদ্ভুত নিয়ম শুনে অবাকও হতে হয় 🦈💤🌊”

14/09/2025

শুনলে অবাক হবে! 🐪 উটের কুঁজ থেকে যে তেলচিটচিটে মাংস বের হয়, সেটা মরুভূমির সেখেদের সবচেয়ে প্রিয় খাবার।
তারা প্রতিদিন এত চর্বি খেয়ে থাকে! কিন্তু কেন? 🤔
মরুভূমিতে খাবার কম, ঠান্ডা আর গরমে শরীরের জন্য শক্তি ধরে রাখা কঠিন।
এই চর্বি তাদের শরীরকে দীর্ঘ সময় ধরে শক্তি জোগায়, যাতে তারা কঠিন পরিবেশেও টিকে থাকতে পারে।
প্রকৃতির এভাবে বেঁচে থাকার কৌশল সত্যিই বিস্ময়কর! 🌍🔥

#উট #মরুভূমিরজীবন #চর্বিমাংস #প্রকৃতিররহস্য #শক্তিরউৎস #অদ্ভুতখাবার

13/09/2025

দেখতে কত সুন্দর! 💕 ছোট ছোট গোলাপি ডিম — কিন্তু এগুলো মোটেই নিরাপদ নয়!
এগুলো হলো অ্যাপল স্নেইলের ডিম, যেগুলো দেয়াল বা গাছের উপর রাখা হয় যাতে শিকারীদের হাত থেকে বাঁচতে পারে।
তাদের উজ্জ্বল রং কোনো সৌন্দর্য নয়, বরং সতর্কবার্তা: “আমাকে ছুঁয়ো না!” 🚫
ভুল করে ছুঁলে চুলকানি, জ্বালা এমনকি বমির মতো সমস্যা হতে পারে। তবুও অনেকে এগুলো চূর্ণ করতে ভালোবাসে!

প্রকৃতির এমন অদ্ভুত বিষাক্ত রহস্যগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন!

#অ্যাপলস্নেইল #বিষাক্তডিম #প্রাণীররহস্য #প্রকৃতিরগোপনতা #সতর্কবার্তা

12/09/2025

ঘোড়ার শরীর থেকে যদি হঠাৎ সাদা ফেনা বের হতে শুরু করে, তাহলে তৎক্ষণাৎ দূরে সরে যাও! ⚠️🐎
এটা কোনো সাধারণ ফেনা নয়—ঘোড়ার অতিরিক্ত ঘাম, স্ট্রেস আর অতিরিক্ত দৌড়ের কারণে শরীরে থাকা প্রোটিন ফেনা হয়ে বেরিয়ে আসে।
এই সময় ঘোড়া নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং আক্রমণাত্মক আচরণ করতে পারে। কাছে গেলে লাথি বা কামড়ে গুরুতর আঘাত হতে পারে।
প্রকৃতির এমন অদ্ভুত ঘটনাগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন!

#ঘোড়ারফেনা #অদ্ভুততথ্য #প্রাণীরগোপনতা #ঘোড়ারস্বাস্থ্য

Address

Bongaon
Kolkata
773235

Telephone

+919907669180

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলায় জানুন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category