20/10/2025
চীনে মানুষ শুধু মাছ বা মুরগি নয়, কুমিরও চাষ করে! কারণ এখানে কুমিরের মাংস খুব জনপ্রিয়, আর এর চামড়া দিয়ে তৈরি হয় দামী Luxury প্রোডাক্ট। রাতে জঙ্গল থেকে ছোট কুমিরছানা ধরে এনে ফার্মে বড় করা হয়, তারপর সেগুলো বিক্রি করে লাখ লাখ টাকা আয় করে।