বাংলায় জানুন

বাংলায় জানুন India to Bangladesh cash on delivery

বাংলা ভাষায় দুনিয়ার বিভিন্ন অজানা তথ্য জানার এবং দেখার জন্য আমাদের page টিকে Follow করে রাখবেন। আর আমাদের কোনো ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও তে একটা লাইক করবেন এবং দয়া করে আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না।

20/10/2025

চীনে মানুষ শুধু মাছ বা মুরগি নয়, কুমিরও চাষ করে! কারণ এখানে কুমিরের মাংস খুব জনপ্রিয়, আর এর চামড়া দিয়ে তৈরি হয় দামী Luxury প্রোডাক্ট। রাতে জঙ্গল থেকে ছোট কুমিরছানা ধরে এনে ফার্মে বড় করা হয়, তারপর সেগুলো বিক্রি করে লাখ লাখ টাকা আয় করে।

20/10/2025

কখনও ভেবে দেখেছো, যেভাবে জেলেরা প্রতিদিন হাজার হাজার মাছ ধরে — যদি একদিন সমুদ্রে আর কোনো মাছই না থাকে তাহলে কী হবে? ঠিক এই কারণেই এখন করা হচ্ছে Artificial Fish Farming, যেখানে মাছের পেট থেকে ডিম বের করে ল্যাবে পুরুষ মাছের শুক্রাণুর সঙ্গে মেশানো হয়। কিছুদিন পর সেখান থেকেই জন্ম হয় হাজার হাজার ছোট মাছের বাচ্চা, আর একটু বড় হলেই তাদের নদী ও পুকুরে ছেড়ে দেওয়া হয়।

20/10/2025

🐥 জানেন কেন মুরগির এই ছোট্ট ছানাগুলোকে এমন অদ্ভুত মেশিনের মধ্যে ঢোকানো হয়?
আগে হাতে হাতে হরমোন ইনজেকশন দেওয়া হতো, কিন্তু এখন পৃথিবীতে নন-ভেজ খাবারের চাহিদা এত বেড়েছে যে, লাখ লাখ ছানাকে হাতে ইনজেকশন দেওয়া সম্ভব নয়। তাই দ্রুত বড় করার জন্য ব্যবহার করা হয় এই বিশেষ মেশিন।

19/10/2025

ওরা কি শুধু খালি কাঠের তীর মারেই শিকার করে? না! 😮
কিছু আদিবাসী গোষ্ঠী বিশাল শক্তিশালী প্রাণীও দমিয়ে রাখতে পারে—কারণ তাদের তীরের ওপর থাকে বিশেষ গাছের বিষ। আর তীরটাতে বিষ লাগানোর আগে তারা নিজের হাতেই মাটি মেখে নেয়, যাতে বিষের বাষ্প বা ছোঁয়া তাদের প্রভাবিত না করে। 🌿🧑‍🌾

19/10/2025

সমুদ্রের পানির নিচ থেকে যখন লোকটা একটা বড় কাঠ টেনে তুলল, প্রথমে বুঝতেই পারেনি ভেতরে কী আছে। কিন্তু কাছ থেকে দেখতেই চমকে উঠল! কাঠের গায়ে অসংখ্য ছোট ছোট ছিদ্র, আর তার ভেতর থেকে বেরিয়ে এলো লম্বা লম্বা জোখের মতো worms! 🪱
এই প্রাণীগুলো কাঠকে ভেতর থেকে পুরোপুরি খোকলা করে দেয়। কিন্তু অবাক করা বিষয় হলো—এই ঘৃণাজনক দেখানো প্রাণীগুলোর শরীরে থাকে প্রচুর প্রোটিন!
এই কারণেই কোরিয়া ও চীনের অনেক মানুষ এই worms খুঁজে খুঁজে খায়!

19/10/2025

তুমি বিশ্বাসই করবে না, সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে এই লোকটা কী ভুল করল! এক স্কুইড ধরে সে তার ইঙ্ক বের করে দুই হাতে বডি লোশনের মতো মাখতে শুরু করল। 😳
ওর ধারণা ছিল, পানি দিয়ে ধুলেই উঠে যাবে… কিন্তু না! কয়েক মাস কেটে যাওয়ার পরও সেই কালো দাগ হাত থেকে উঠল না।
প্রকৃতির সাথে মজা করতে গেলে এমনই খারাপ পরিণতি হতে পারে!

18/10/2025

তুমি ভাবছো এরা সত্যিই বরফের নিচ থেকে মাছ ধরছে? 😲 না ভাই, সবই ক্যামেরার কৌশল! 🎥
এরা আগেই বরফে গর্ত করে মাছ ঢুকিয়ে রাখে 🐟, তারপর ভিডিও চালিয়ে সেটাই “ধরা” দেখায়।
দেখলে বাস্তব মনে হয়, কিন্তু পুরো ব্যাপারটাই অভিনয়! 😅

18/10/2025

তুমি বিশ্বাসই করতে পারবে না 😲 — পাকিস্তানের কিছু মানুষ পুরনো মোবাইল ফোন থেকে আসল সোনা বের করে! 🔥
প্রথমে ফোনের মেটাল অংশ পুড়িয়ে ছাই বানানো হয়, তারপর সেই ছাই গলিয়ে 💧 ফিল্টার করলে বেরিয়ে আসে খাঁটি সোনা ✨
এভাবেই ফেলে দেওয়া ফোন থেকেও লাখ লাখ টাকা উপার্জন করে তারা! 💵

18/10/2025

ভাবতে পারো, কেউ যদি জীবনে প্রথমবার আয়নায় নিজেকে দেখে — তার প্রতিক্রিয়া কেমন হতে পারে? 😯
এই আদিবাসী মানুষটি যখন প্রথমবার নিজের মুখ আয়নায় দেখল, তখন ভয় আর অবাক দুটোই মিশে গিয়েছিল তার চোখে। সে ভেবেছিল, “এই ভয়ংকর জিনিসটা কে?” 😨
কিন্তু যখন বুঝল যে এটাই তার নিজের প্রতিচ্ছবি, তখন এতটাই লজ্জা পেল যে মুখ ঢেকে ফেলল — যেন কোনো নববধূ! 🥹
আর যখন সে অন্য একজনকে আয়নায় দেখাল, তখন সেই লোকটি নিজেকেই হিরো মনে করতে শুরু করল!

17/10/2025

দেখলে অবাক লাগতে পারে — একজনকে উটনি দুধ দিতে গিয়ে লাথি মারতেই পারে! 😳
কারণ উটনিরা সবার কাছে দুধ দেয় না—শুধু তাদের সঙ্গে আবেগগতভাবে (emotional) সংযুক্ত যে ব্যক্তিটি তাকে চেনে ও বিশ্বাস করে, সেই লোকটিই নিরাপদে দুধ পেতে পারে। অন্য কেউ কাছে গেলে উটনি নিরাপত্তার স্বার্থে আক্রমণাত্মক হয়ে উঠতে পারে।

আর হ্যাঁ, যদি কখনো আপনার রান্নায় তেল বেশি হয়ে যায়, তাও চিন্তা করার কিছু নেই — এই লোকটির মতোই টিস্যু/কাগজি তোয়ালে দিয়ে অতিরিক্ত তেল চেপে ধরে সহজেই বের করে ফেলতে পারেন। ছোট্ট ট্রিক কিন্তু কাজে বেশ লাগে! 👍

17/10/2025

অনেকে বরফের ওপর গর্ত করে মাছ ধরাকে রোমাঞ্চ মনে করে, কিন্তু এটা হতে পারে জীবনের সবচেয়ে বিপজ্জনক সিদ্ধান্ত। কারণ হ্রদের বরফ উপরে থেকে শক্ত দেখালেও ভিতরে থাকে ফাঁপা ও দুর্বল স্তর। একবার ভেঙে পড়লে ঠান্ডা পানিতে শরীর কয়েক সেকেন্ডেই অবশ হয়ে যায়, এবং তখন বাঁচার সুযোগ প্রায় থাকে না।

17/10/2025

প্রথমে এই আদিবাসী ভাবছিল — জঙ্গলের মৌমাছিরা তো তাকে চেনে, তাই কামড়াবে না। কিন্তু ধোঁয়ার প্রভাব কেটে যেতেই তারা তাকে দেখিয়ে দিল আসল শক্তি! আসলে মৌমাছিরা যতক্ষণ ধোঁয়ায় থাকে, ততক্ষণ শান্ত থাকে, কিন্তু ধোঁয়া কেটে গেলেই তারা একযোগে আক্রমণ শুরু করে। 🌿🔥

Address

Bongaon
Kolkata
773235

Telephone

+919907669180

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলায় জানুন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category