Smell of Books

Smell of Books Publish your creative work with us!! The best destination for your books!!���

চলতি বছরের মে মাস। ব্যক্তিগতভাবে বেশ একটা টালমাটাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। সদ্য বেরিয়েছে পয়লা বৈশাখের চারটে বই, ...
21/09/2024

চলতি বছরের মে মাস। ব্যক্তিগতভাবে বেশ একটা টালমাটাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। সদ্য বেরিয়েছে পয়লা বৈশাখের চারটে বই, এদিকে অফিসেও ঘাড়ে এসে জুটেছে আরেকটা নতুন প্রজেক্ট। প্রিয়াঙ্কা তখন নন্টে ফন্টে কে নিয়ে ব্যাঙ্গালোরে। মাত্র চার দিনের ছুটি নিয়ে দেখা করতে যাচ্ছি ওদের সাথে।
যাওয়ার দুদিন আগে সেমিমা ফোন করে বললেন
ওনার কাছে একটি পান্ডুলিপি আছে যা গ্রাম বাংলার মুসলমান মহিলা সমাজকে নিয়ে লেখা। শুনে বেশ কৌতুহল বোধ করলাম, এপার বাংলায় নারী কেন্দ্রিক যে সমস্ত উপন্যাস পড়েছি, সুবর্ণলতা থেকে শুরু করে সাতকাহন অব্দি, সমস্তই হিন্দু নারীদের কে কেন্দ্র করে, মুসলমান নারীদের দৃষ্টিভঙ্গিতে একটি উপন্যাস কি রকম হতে পারে সেটা পড়ার জন্যেই লেখিকা কে বললাম পান্ডুলিপিটা পাঠিয়ে দিতে।

গোটা ব্যাঙ্গালোর সফর জুড়ে অল্প অল্প করে শেষ করেছিলাম পান্ডুলিপিটা। পড়ার পর মানসিক অবস্থা কি রকম হয়েছিল তা সেই সময় একটি ফেসবুক পোস্ট করে জানিয়েওছিলাম। ব্যাঙ্গালোরে থাকতে থাকতেই লেখিকাকে জানিয়ে দিয়েছিলাম এই বই আমরা করতে চলেছি।

অবশেষে আসছে সেই বই "অবনী বহিয়া যায়"। প্রি বুকিং শুরু হল গতকাল থেকে, চলবে আগামী শুক্রবার পর্যন্ত। চেষ্টা করা হবে বৃহস্পতিবার থেকেই বই ডিসপ্যাচ করার, যাতে শনিবার বই কলেজস্ট্রিট আসার আগেই প্রী বুকিং করা পাঠকদের কাছে পৌঁছে দিতে পারি।

প্রী বুকিংয়ের লিংক রইলো কমেন্টে।

Smell of Books Publication

প্রচ্ছদ: Sourav Mitra

মুদ্রিত মূল্য ₹২৪৯

"ধর্ষণকাল"—ধর্ষণ, একটি ঘৃণ্য সামাজিক ব্যাধি। কালে কালে যুগে যুগে নারীর উপর জোরপূর্বক যৌন নির্যাতন চালিয়ে আসছে বিকৃত পুরু...
11/08/2024

"ধর্ষণকাল"—

ধর্ষণ, একটি ঘৃণ্য সামাজিক ব্যাধি। কালে কালে যুগে যুগে নারীর উপর জোরপূর্বক যৌন নির্যাতন চালিয়ে আসছে বিকৃত পুরুষ। যা কিন্তু অপরাধ বলেই বিবেচিত হয়। ডারউইন তাঁর ‘Origin of Species‘ গ্রন্থে স্পষ্ট বলে গিয়েছেন, মানুষ তার অতীতের বন্যদশা ঘোচাতে সক্ষম হলেও জেনেটিকভাবে সে তার বন্যদশা বা পশুত্ব ঘোচাতে পারেনি। তাই, সুযোগ পেলেই বিকৃত পুরুষ তার যৌন প্রবৃত্তি চরিতার্থ করার জন্য বন্য পাশবিক রূপ ধারণ করে। এছাড়াও, তার এই অপরাধ প্রভাব ফেলে গোটা সামাজিক জনজীবনে। ছিন্ন করে শিক্ষার আলগা সুতো। সভ্যতার এই শতকে এসেও আমরা যেন ক্রমশ হয়ে পড়ছি লাগামছাড়া। হতাশা, অপরাধপ্রবণতা, হিংস্রতার বেড়াজালের রাক্ষুসে গ্রাস যেন চক্রব্যূহে ঘিরে ধরছে এই সমাজটাকে।

এইসব মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, রাজনৈতিক প্রভাব ও চলমান এই ধর্ষণধারার প্রতিবাদ খতিয়ানই— 'ধর্ষণকাল'

দময়ন্তী ম্যাডামের কলমে- টাকা পয়সা যত নষ্টের মূল~~~~~~~~~~~~~~~~আমার ছোটবেলায় বাড়ি থেকে পই পই করে শেখানো হয়েছিল টাকাপয়সার...
13/07/2024

দময়ন্তী ম্যাডামের কলমে-
টাকা পয়সা যত নষ্টের মূল
~~~~~~~~~~~~~~~~
আমার ছোটবেলায় বাড়ি থেকে পই পই করে শেখানো হয়েছিল টাকাপয়সার প্রতি আসক্তি খুব খারাপ, যত অন্যায় কাজের মূল। আসলে কোনকিছুর প্রতি অতি আসক্তিই ক্ষতিকর, কিন্তু গুরুজনেরা টাকাকেই মূল ভিলেন ঠাউরে রেখেছিলেন। তা তাঁদের খুব দোষও দেওয়া যায় না, সেই সময়েই কাগজের পাতাজুড়ে বেরোত সঞ্চয়িতা কেলেঙ্কারীর নানা খবর। গরীব বা মধ্যবিত্তের সামান্য সঞ্চয় হাওয়ায় উবে যাওয়ার খবর।
বড় হতে হতে দেখে ফেললাম আরো নানা ধরণের তহবিল তছরূপের খবরাখবর। হর্ষদ মেহতা থেকে লেম্যান ব্রাদার্স হয়ে সারদা রোজভ্যালি পিয়ার্লেস। এতদিনে জেনে গেছি হ্যুইসল ব্ল্যোয়ারদের কথা এবং তাদের অনেকেরই করুণ পরিণতির কথাও। সত্যেন্দ্র দুবে থেকে জন স্নোডেন, জুলিয়ান অ্যাসাঞ্জে, পরিণতি খুব ভাল নয়।
ইতোমধ্যে দীর্ঘকাল কর্পোরেটে চাকরি করায় অ্যাডমিনের ক্যান্টিন স্ক্যাম বা এইচ আরের ক্যান্ডিডেট স্ক্যামের কথাও শোনা হয়ে গেছে। আর বরাবরের রহস্য সমাধান, মূলত হুডানিট ঘরানার গল্পের প্রতি আকর্ষণ থেকে অনেকসময় ভেবেওছি এরকম কিছু সমাধানের গল্প পড়তে পেলে মন্দ হত না।
তা কয়েকমাস আগে স্বাতী খবর দিল এরকমই একটা বইয়ের। রনি আর হরি দুই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তাদের কোম্পানির কর্পোরেট অডিটার, বিভিন্ন বিভাগে অডিট করে বেড়ায় আর অডিটে গন্ডগোল পেলেই একেবারে মেটিক্যুলাসলি কাগজপত্র দেখে সমস্ত লেনাদেনা মিলিয়ে অপরাধী ধরে। এদের অপরাধী ধরার আটখানা গল্প নিয়ে বই 'অর্থম অনর্থম'।
প্রথম ছয়টি গল্প রনি আর হরির 'অ্যালবার্ট ডেভিডসনে' চাকরি করার সময়ের আর শেষ দুটি এদের 'ফিয়ারলেস ফাইনান্সে' কর্মরত অবস্থায়। নামগুলো কাল্পনিক, তবে গল্পগুলো অতি বাস্তব। সজাগ পাঠক বেশ কয়েকটা ঘটনার আভাষ ঈঙ্গিত দিব্বি ধরতে পারবেন। ওই যে বললাম না কর্পোরেট ফ্রড এই বাক্যবন্ধের সাথে আমরা আজকাল খুবই পরিচিত। রনি আর হরির প্রতিদিনের কাজ হল এই কর্পোরেট ফ্রডদের ধরা।
আটটি গল্পই সুলিখিত, মুচমুচে, একবার শুরু করলে শেষ না করে রাখা মুশকিল। Na2O চুরি আর প্ল্যাটিনাম চুরি ধরার গল্পদুটো ব্যক্তিগতভাবে আমার বেশী ভাল লেগেছে। একেবারে অজানা সমস্যা ও ধৈর্য ধরে কাগজপত্র দেখে গোড়া খুঁজে বের করাটা দুর্দান্ত। তুলনামূলকভাবে ফিয়ারলে ফাইনান্সের গল্পদুটো একটু নীরেস। হয়ত এগুলো হামেশাই হতে দেখি বলেই তেমন টানে নি।
বইটার মুদ্রণ পারিপাট্য ভালই। বেশ কিছু বানান ভুল আছে। সবচেয়ে বড় কথা বইয়ের নাম 'অর্থমনর্থম' হলে মনে হয় ভাল হত ব্যকরণের খাতিরে। তবু এই খুচখাচ ব্যপারগুলো বাদ দিলে বেশ অন্যরকম একটা বই। লেখকের কাছে এরকম আরো গল্পের আশা রাখি।
বই - অর্থম অনর্থম
লেখক - সোমনাথ সেনগুপ্ত
প্রকাশক - স্মেল অব বুকস
দাম - ৩৪৯/-

May Lord Jagannath bring the best colors of success, prosperity, and happiness to your life. Wishing you and your family...
07/07/2024

May Lord Jagannath bring the best colors of success, prosperity, and happiness to your life. Wishing you and your family a blessed Rath Yatra!

– সীমা !- কোন সীমা? কীসের সীমা ?– তোমার সীমা, তোমার সীমাবদ্ধতা !- আমার সীমাবদ্ধতা ! এখানে, এই বিদঘুটে পরিবেশে এমন হাড়হি...
06/07/2024

– সীমা !

- কোন সীমা? কীসের সীমা ?

– তোমার সীমা, তোমার সীমাবদ্ধতা !

- আমার সীমাবদ্ধতা ! এখানে, এই বিদঘুটে পরিবেশে এমন হাড়হিম করা পরিস্থিতিতে আমার সীমাবদ্ধতা দিয়ে আমার কী হবে ?

― - জানবে, অনুভব করবে।

কী জানব, কী অনুভব করব ?

— নিজেকে জানবে, নিজেকে অনুভব করবে!

– কী জানার আছে, কী অনুভব করার আছে?

– সীমাবদ্ধতা।

– কীসের সীমাবদ্ধতা?

– মানুষের সীমাবদ্ধতা।

— কোথায় মানুষের সীমাবদ্ধতা ?

— সর্বত্র।

- সর্বত্র বিস্তৃত সীমাবদ্ধতা দিয়ে আমায় কী করতে হবে?

- সংযত হবে।

– কী সংযত করব?

- আকাঙ্ক্ষা, বাসনা।

মানুষ কি চায়? কি উদ্দেশ্যে মানুষ বাঁচে? কি তার স্বপ্ন? কি তার বাসনা ? আমরা কেন স্বপ্ন দেখি? আমাদের স্বপ্নের জীবন কতোটা দীর্ঘ? নাকি সমগ্র জীবন এক অতি দীর্ঘ স্বপ্নের খেলা? আমাদের চারপাশে ছড়িয়ে পড়া আলো কি অন্ধকারের নামান্তর? মানুষের সম্ভাবনা কতোটুকু? কোথায় তার সীমাবদ্ধতা? আমরা তা জানি না কিন্তু তা জানতে চাই। “সময় সীমা দশ সেকেণ্ড” আমাদের জানার পথে একটি সামান্য পদক্ষেপ হলেও হতে পারে।

কিছু কিছু বই প্রকাশ করতে পেরে প্রকাশক হিসেবে গর্ব হয়, মনে হয় এই বই সমস্ত বাংলা সাহিত্যেপ্রেমিকে পড়তে বলি। সবাই জানুক কিছু লেখক কিভাবে সবার আড়ালে বাংলা সাহিত্যেকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।

প্রকাশক : স্মেল অফ বুকস
মুদ্রিত মূল্য: ₹২৯৯

লেখক Monjit Gaine এর শুভ জন্মদিনে Smell of Books Publication   জানায় অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন 💐💐স্মেল অফ বুকস থেকে প্...
02/07/2024

লেখক Monjit Gaine এর শুভ জন্মদিনে Smell of Books Publication জানায় অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন 💐💐

স্মেল অফ বুকস থেকে প্রকাশিত "চন্দ্রকেতুগড়ে চাঞ্চল্য" এবং "জাদুকর রহস্য" বইদুটি পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিটে সর্বত্র।

মানুষের আদিপাপ বলে যদি কিছু থাকে তবে সে হচ্ছে লোভ । এই লোভের প্রকারের যেমন শেষ নেই তেমনি এর মাত্রারও সীমা নেই। সেই সঙ্গে...
25/06/2024

মানুষের আদিপাপ বলে যদি কিছু থাকে তবে সে হচ্ছে লোভ । এই লোভের প্রকারের যেমন শেষ নেই তেমনি এর মাত্রারও সীমা নেই। সেই সঙ্গে এর কোনো শ্রেণিবিশেষও নেই । প্রতিটি মানুষ তার অন্তশ্চেতনায় একে লুকিয়ে রেখে যেন পরম যত্নে লালন করে। বাইরে থেকে অনেক সময়ই তা বুঝে-ওঠা যায় না। তাই হদ্দ গরিব মফিজ, যে কি না নিতাই কুণ্ডুর ‘বলদ’ নামে গ্রামের লোকের কাছে অভিহিত, কুণ্ডুর পুকুরে মাছ ধরতে গিয়ে হাতিমার্কা একটা প্রাচীন মুদ্ৰা পেয়ে স্বপ্ন-বাসনার বিরাট ইমারত গড়ে তুলেছিল । কিন্তু তার চকচকে শাণিত অস্ত্রের মতো লোভ শেষাবধি অন্য লোভাতুর মানুষের হাতে তার ট্রাজিক বিনাশ ঘটায়। কুণ্ডুর পুকুরে মহার্ঘ্য মুদ্রা পাওয়ার খবর চাউর হলে রাতের অন্ধকারে গ্রামের হতদরিদ্র মানুষ দলে দলে নিবারণ হয়ে শীতের বরফঠাণ্ডা পানিতে নামে পালট মুদ্রা পাওয়ার আশায় । এই আশা আসলে সেই লোভ। অন্যদিকে মকবুল আর পরান কুণ্ডুর বাড়িতে চুরি করতে গিয়ে এক বস্তা চালে সন্তুষ্ট না হয়ে যে-ই দ্বিতীয় বস্তায় হাত বাড়ায় অমনি তাদের বিপদ ঘটে। এই সব লোভের ঘটনাপরম্পরায় লড়াই শুরু হয়। কুণ্ডুপক্ষের সঙ্গে সর্বহারা শ্রেণির। সেই লড়াইয়ের এক ইতিবাচক ইঙ্গিতধর্মী কাহিনি রূপায়িত হয়েছে শাহযাদ ফিরদাউসের পালট মুদ্রা উপন্যাসে।

আসছে Smell of Books Publication থেকে

Smell of Books Publication  আয়োজিত বইলুঠ ২০২৪ এর আর শেষ দুদিন। অফলাইন : স্মেল অফ বুকস এর কলেজ স্ট্রিট বিপণী অনলাইন :  w...
19/06/2024

Smell of Books Publication আয়োজিত বইলুঠ ২০২৪ এর আর শেষ দুদিন।

অফলাইন : স্মেল অফ বুকস এর কলেজ স্ট্রিট বিপণী

অনলাইন : www.smellofbooks.in

ডিসকাউন্ট ডিটেলস প্রথম কমেন্টে।

বইলুঠ কিন্তু চলছে রমরমিয়ে। আর মাত্র কটা দিন। আজ শনিবার আসছেন তো ??Smell of Books Publication   Smell of Books
15/06/2024

বইলুঠ কিন্তু চলছে রমরমিয়ে। আর মাত্র কটা দিন।

আজ শনিবার আসছেন তো ??

Smell of Books Publication Smell of Books

অবশেষে সেই বাৎসরিক মাহেন্দ্রক্ষণ। Smell of Books Publication  এবং বইবাড়ী আয়োজিত বইলুট ২০২৪। চলবে আগামী ১০ই জুন থেকে ২০...
09/06/2024

অবশেষে সেই বাৎসরিক মাহেন্দ্রক্ষণ। Smell of Books Publication এবং বইবাড়ী আয়োজিত বইলুট ২০২৪। চলবে আগামী ১০ই জুন থেকে ২০শে জুন অব্দি।

এই উপলক্ষে স্মেল অফ বুকস পাবলিকেশনের যাবতীয় বই পেয়ে যাবেন ৩০% অফে। শুধু তাই নয়, বইবন্ধু, প্রজ্ঞা, খোয়াই, শপিজেন, বৃতি, এবারত, কল্পবিশ্ব সহ আরো অনেক প্রকাশনীর বই পেয়ে যাবেন দুর্দান্ত ছাড়ে।
ডিটেলস দেওয়া রইল নিচের ছবিটিতে।

নিয়মাবলী:

১. এই ছাড় কেবলমাত্র প্রকাশনীর স্টকে থাকা বইয়ের ওপরে প্রযোজ্য।

২. বইলুঠের এই অফার কেবলমাত্র প্রযোজ্য স্মেল অফ বুকসের কলেজস্ট্রিট বিপণী, আমাদের ওয়েবসাইট এবং বইবাড়ি পেজ থেকে।

৩. যদি কোন বিশেষ বই আমাদের ওয়েবসাইটে খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে নিচের ছবিতে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করুন।

৪. যে সমস্ত পাঠকেরা অনলাইনে বই নিচ্ছেন তাদের বইয়ের শিপমেন্ট করতে দু থেকে তিন দিন সময় লাগবে। অনলাইন অর্ডারের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি প্রযোজ্য নয়।

তাহলে আর অপেক্ষা কিসের। কাল থেকে শুরু হয়ে যাক বইলুঠ। মনে রাখবেন স্মেল অফ বুকস এর এই অফার কিন্তু বছরে মাত্র একবার ই আসে।

মিশন ২০২৫ শুরু হয়ে গেছে Smell of Books Publication এ। এই বছর প্রতিষ্ঠিত লেখক লেখিকাদের পাশাপাশি আমরা আমাদের সাথে পেতে চ...
06/06/2024

মিশন ২০২৫ শুরু হয়ে গেছে Smell of Books Publication এ। এই বছর প্রতিষ্ঠিত লেখক লেখিকাদের পাশাপাশি আমরা আমাদের সাথে পেতে চাই তরুণ প্রতিভাবান লেখক লেখিকাদের। নিয়মাবলী সব নিচে দেওয়া রইলো:

Address

90/6A MG Road
Kolkata
700007

Alerts

Be the first to know and let us send you an email when Smell of Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Smell of Books:

Share

Category