
21/09/2024
চলতি বছরের মে মাস। ব্যক্তিগতভাবে বেশ একটা টালমাটাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। সদ্য বেরিয়েছে পয়লা বৈশাখের চারটে বই, এদিকে অফিসেও ঘাড়ে এসে জুটেছে আরেকটা নতুন প্রজেক্ট। প্রিয়াঙ্কা তখন নন্টে ফন্টে কে নিয়ে ব্যাঙ্গালোরে। মাত্র চার দিনের ছুটি নিয়ে দেখা করতে যাচ্ছি ওদের সাথে।
যাওয়ার দুদিন আগে সেমিমা ফোন করে বললেন
ওনার কাছে একটি পান্ডুলিপি আছে যা গ্রাম বাংলার মুসলমান মহিলা সমাজকে নিয়ে লেখা। শুনে বেশ কৌতুহল বোধ করলাম, এপার বাংলায় নারী কেন্দ্রিক যে সমস্ত উপন্যাস পড়েছি, সুবর্ণলতা থেকে শুরু করে সাতকাহন অব্দি, সমস্তই হিন্দু নারীদের কে কেন্দ্র করে, মুসলমান নারীদের দৃষ্টিভঙ্গিতে একটি উপন্যাস কি রকম হতে পারে সেটা পড়ার জন্যেই লেখিকা কে বললাম পান্ডুলিপিটা পাঠিয়ে দিতে।
গোটা ব্যাঙ্গালোর সফর জুড়ে অল্প অল্প করে শেষ করেছিলাম পান্ডুলিপিটা। পড়ার পর মানসিক অবস্থা কি রকম হয়েছিল তা সেই সময় একটি ফেসবুক পোস্ট করে জানিয়েওছিলাম। ব্যাঙ্গালোরে থাকতে থাকতেই লেখিকাকে জানিয়ে দিয়েছিলাম এই বই আমরা করতে চলেছি।
অবশেষে আসছে সেই বই "অবনী বহিয়া যায়"। প্রি বুকিং শুরু হল গতকাল থেকে, চলবে আগামী শুক্রবার পর্যন্ত। চেষ্টা করা হবে বৃহস্পতিবার থেকেই বই ডিসপ্যাচ করার, যাতে শনিবার বই কলেজস্ট্রিট আসার আগেই প্রী বুকিং করা পাঠকদের কাছে পৌঁছে দিতে পারি।
প্রী বুকিংয়ের লিংক রইলো কমেন্টে।
Smell of Books Publication
প্রচ্ছদ: Sourav Mitra
মুদ্রিত মূল্য ₹২৪৯