Edanings

Edanings UTSHAHS ভারতে আপনার মোট তথ্যের পৃষ্ঠা

23/06/2025

উন্নয়নের রাস্তা না নদী আপনি ধরতে পারবেন না🥱
অনুলিয়া,রানাঘাট... Mamata Banerjee

23/06/2025
23/06/2025

সবাই পরিবর্তন চায়, কিন্তু কেউ নিজের অভ্যাস বদলাতে চায় না।

20/06/2025

KYC Update Scam – "আপনার SIM বন্ধ হয়ে যাবে!

আপনার SIM KYC না করলে সিম বন্ধ হয়ে যাবে' – এরকম ফোন বা মেসেজ পেয়েছো?

স্টপ! এটা একটা স্ক্যাম!
তারা একটা লিঙ্ক পাঠাবে, তাতে ঢুকলেই তোমার ফোন হ্যাক হয়ে যাবে।
তোমার ব্যাঙ্ক অ্যাপ, OTP – সব চলে যাবে স্ক্যামারের হাতে!
KYC লাগলে নিজে গিয়ে অপারেটর অফিসে করো।
ভুয়া ফোনে ভুল করেও ক্লিক কোরো না!

Share করে সবাই কে
⚠️ জানাও, বাঁচাও!

20/06/2025

বিপদে পড়লে দোষ না দিয়ে শিক্ষা নাও, কারণ দোষারোপ বদল আনে না, বরং নিজের উন্নতিতে মন দাও।

যারা তোমাকে কষ্ট দেয়, তাদেরও দোষ দিও না— হয়তো তারাও কারো কষ্টের শিকার।

জীবনে ভুল হবে, মানুষ ঠকাবে, কিন্তু শেখো ক্ষমা করতে, কারণ শান্তি প্রতিশোধে নয়, মুক্তিতে আছে।

18/06/2025

জীবনে কখনো কোনো মানুষকে দোষারোপ করো না, কারণ প্রতিটা মানুষ তার নিজস্ব লড়াইয়ের মধ্য দিয়ে যায়, যা তুমি দেখতে পাও না।

QR Code স্ক্যাম! সাবধান হন আজইআপনি হয়তো ভাবছেন QR কোড মানেই নিরাপদ? ভুল ভাবছেন!দেখুন স্ক্যাম কিভাবে হয়?স্ক্যামাররা ভুয...
16/06/2025

QR Code স্ক্যাম! সাবধান হন আজই

আপনি হয়তো ভাবছেন QR কোড মানেই নিরাপদ? ভুল ভাবছেন!

দেখুন স্ক্যাম কিভাবে হয়?

স্ক্যামাররা ভুয়া QR কোড বানিয়ে দোকান, দেওয়াল বা WhatsApp-এ শেয়ার করে। আপনি স্ক্যান করলেই খুলে যায় একটা ফেক পেমেন্ট লিঙ্ক – আর আপনি টাকা পাঠিয়ে দেন স্ক্যামারের অ্যাকাউন্টে!

ফেক lottery, job offer, rent booking, even donation-এর নামে QR পাঠিয়ে টাকা নিয়ে নিচ্ছে! এমনকি Paytm-এর মতো দেখতে QR-এও ফাঁদ থাকতে পারে!

এই scam থেকে বাঁচার উপায়

"কখনো স্ক্যান করবেন না অপরিচিত QR! শুধু দোকানদার বা সত্যিকারের সাইটের QR স্ক্যান করুন। আর পেমেন্ট আগে করবেন না– বুঝে শুনে তারপর পেমেন্ট করুন।

QR স্ক্যামে বাঁচতে হলে সাবধান হতে হবে আপনাকেই। বন্ধুদের সাথে শেয়ার করুন – সাবধান হোক সবাই!

15/06/2025

বাবার টাকা না বাবা থাকাটাই গুরুত্বপূর্ণ ।

Happy Father's Day

15/06/2025

আপনি যত ফেক হবেন আপনার সার্কেল তত বড় হবে।

15/06/2025

#দেশে_কি_হচ্ছে_এসব?

প্রতিদিনই কোনো না কোনো ভয়াবহ খবর! কোথাও প্লেন ভেঙে পড়ছে, কোথাও হেলিকপ্টার দুর্ঘটনা, তো আবার ট্রেন লাইনচ্যুত।
সেতু ভেঙে পড়ছে, উৎসব-মেলায় প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ।
খেলার মাঠেও ঘটছে দুর্ঘটনা।
আরেক দিকে, দেশের ভেতরে ঢুকে জঙ্গিরা হামলা চালাচ্ছে—নিরাপত্তা বাহিনীও আজ আর নিরাপদ নয়!

এই সবকিছু দেখে মনে প্রশ্ন জাগে—আমরা কি সত্যিই সুরক্ষিত?
দেশবাসীর জীবন এতো অনিশ্চিত কেন?

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Edanings posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Edanings:

Share