
12/06/2025
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।😭
আজ হৃদয়টা ভেঙে গেল। যে মানুষটি কয়েকদিন আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে হজে গিয়েছিলেন, যাকে বারবার প্লেন ফিরিয়ে দিচ্ছিল — অনেকেই বলেছিলেন, “হয়তো তার যাওয়ায় আল্লাহর রহমত আছে”, আজ খবর এলো — তিনি আর নেই।
তিনি ফিরে গেলেন, তবে পৃথিবীর কোনো বন্দরে নয় — ফিরে গেলেন তাঁর প্রভুর সান্নিধ্যে।💔
কি অদ্ভুত এক ইশারা ছিল সেটা! আল্লাহ যেন নিজ হাতে তাঁর এই বান্দাকে ডাকছিলেন। হয়তো তাঁর প্রতি ছিল এক বিশেষ রহমত, এক অদ্ভুত ভালোবাসা।
যিনি হজে যাচ্ছিলেন, বারবার ফিরে আসছিলেন — হয়তো এভাবেই তাঁর পাপ মোচনের দরজা খুলে যাচ্ছিল। আজ তিনি পৃথিবীর মায়া কাটিয়ে চিরশান্তির পথে যাত্রা করলেন।🥺
হে মহান আল্লাহ, এই প্রিয় মানুষটিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। তাঁর যাবতীয় গুনাহ ক্ষমা করে দিন। তাঁর পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দিন।
তুমি চলে গেলে, কিন্তু তোমার প্রতি আল্লাহর এই রহস্যময় আহ্বান চিরকাল মনে থাকবে আমাদের।
আল্লাহ্ মহান। আল্লাহ্ এক ও অদ্বিতীয়। কোনো সন্দেহ নেই। 😭
Copy post 🤍