Riya Rofik Vlog

Riya Rofik Vlog আমাদের বাড়ি মুর্শিদাবাদ good
(4)

20/09/2025
নিয়ে নিলাম ✅ছবি তুলতে আসিও গরিবেরা 😎
19/09/2025

নিয়ে নিলাম ✅
ছবি তুলতে আসিও গরিবেরা 😎

♦ মুর্শিদাবাদ শহরকে কেন লালবাগ বলা হয়? জানুন লালবাগ নামের পিছনে আসল ইতিহাস!♦ মুর্শিদাবাদ শহরকে অধিকাংশ মানুষ লালবাগ নামে...
19/09/2025

♦ মুর্শিদাবাদ শহরকে কেন লালবাগ বলা হয়?
জানুন লালবাগ নামের পিছনে আসল ইতিহাস!
♦ মুর্শিদাবাদ শহরকে অধিকাংশ মানুষ লালবাগ নামেই বেশী চেনেন।
♦ নবাবি আমলের সেই ঐতিহ্য আজও মহকুমার নামের সঙ্গে বেঁচে আছে।
★ লালবাগ নামের উৎস
♦ একসময় নবাবদের একটি প্রাসাদ ছিল এখানে। সেই প্রাসাদের ফুলবাগানে লাল ফুল এত ঘন ঘন ফুটত যে পুরো বাগান লাল আভায় রাঙিয়ে উঠত। তাই তার নাম হয় লালবাগ। উত্তর ভারতের বহু নবাবি শহরে যেমন “লালবাগ” পাওয়া যায়, তেমনি মুর্শিদাবাদেও এটি ছিল এক ঐতিহাসিক নিদর্শন।
★ বাগ-বাগিচার শহর মুর্শিদাবাদ
♦ মুর্শিদাবাদে ছিল অসংখ্য বাগ ও গঞ্জ। নবাব নাজিম বা তাঁদের আত্মীয়-স্বজন যেখানে প্রাসাদ, বাড়ি বা বাগান নির্মাণ করতেন, সেখানকার নামের সঙ্গে যুক্ত হত “বাগ” বা “গঞ্জ”। ফলে সৃষ্টি হয় নামের এক অনন্য ঐতিহ্য।
আজও আমরা পাই—
• গোলাপবাগ
• ফয়েজবাগ
• গৌরীবাগ
• আবদুলবাগ
• দিলফরবাগ
• নাগিনাবাগ
• এনাতলীবাগ
• সাদকবাগ
• ফৌজবাগ
• মুকুন্দবাগ
• ফররাবাগ
• রোশনীবাগ
• খোসবাগ
যদিও এখন অনেক বাগ-বাগিচা বিলীন হয়ে গিয়েছে, বেঁচে আছে কেবল নাম।
★ লালবাগ কুঠি ও কোর্টকাছারির ইতিহাস
♦ লালবাগের প্রাসাদ ভেঙে পড়লে সেখানে তৈরি হয় কুঠি। সেই কুঠিতে নদীপথে ব্যবসা-বাণিজ্যের নৌকা থেকে শুল্ক আদায় করা হতো। ইংরেজ আমলেও এই প্রথা চালু ছিল। পরে ঘাটি কলকাতায় সরিয়ে নেওয়া হলে ব্রিটিশ সরকার কুঠিকে রূপান্তর করে মহকুমা শাসকের কোর্ট ও কাছারীতে। সেই ঐতিহ্য আজও লালবাগে টিকে আছে।
★ লালবাগ প্রাসাদে ফররুখসিয়ারের আশ্রয়
♦ লালবাগ শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক নাটকেরও কেন্দ্র ছিল। এখানে নবাব মুর্শিদকুলি খাঁ আশ্রয় দিয়েছিলেন নাবালক সাহজাদা ফররুখসিয়ার-কে, যিনি পরবর্তীতে দিল্লির সম্রাট হন। তাঁর সঙ্গে ছিলেন মা, আজিম-উস-সানের বেগম। সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর দিল্লির সিংহাসন নিয়ে শুরু হয়েছিল উত্তরাধিকারের লড়াই। আওরঙ্গজেবের ছেলে মোয়াজ্জেম (বাদশাহ বাহাদুর শাহ) দিল্লির মসনদে বসেন। তাঁর এক পুত্র আজিম-উস-সান ছিলেন বাংলার সুবাদার। কিন্তু বাংলার দায়িত্ব পরে চলে যায় মুর্শিদকুলি খাঁর হাতে, আর আজিম-উস-সানকে পাঠানো হয় বিহারে। বিদায়ের সময় তিনি তাঁর ছেলে ফররুখসিয়ারকে বাংলায় রেখে যান। ইতিহাস সাক্ষী—আজিম-উস-সান দিল্লির সিংহাসনে বসতে পারেননি, কিন্তু তাঁর পুত্র ফররুখসিয়ার পরবর্তীতে দিল্লির সম্রাট হয়েছিলেন।
★ লালবাগ তাই শুধু একটি মহকুমা শহরের নাম নয়, এটি মুর্শিদাবাদের রাজনৈতিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক ইতিহাসের এক অমূল্য অধ্যায়।
#লালবাগ #মুর্শিদাবাদ #ইতিহাস #মানচিত্র

😭
11/09/2025

😭

মানুষের জীবনের সবচেয়ে বড় ব্যথা হলো টাকার অভাবে আপনজনকে হারানো। যার হাতে টাকা নেই, তার কণ্ঠস্বরও যেন কারও কানে পৌঁছায় না।...
06/09/2025

মানুষের জীবনের সবচেয়ে বড় ব্যথা হলো টাকার অভাবে আপনজনকে হারানো। যার হাতে টাকা নেই, তার কণ্ঠস্বরও যেন কারও কানে পৌঁছায় না। দারিদ্র্য শুধু ক্ষুধার যন্ত্রণা নয়, এটি সামাজিক অবহেলারও আরেক নাম। অনেক সময় দেখা যায়, যখন কারও হাতে টাকা থাকে তখন চারপাশে ভিড় জমে যায়—আত্মীয়, বন্ধু, সমাজের মানুষ সবাই তার খোঁজখবর নেয়। অথচ সেই মানুষটিই যখন অর্থহীন হয়ে পড়ে, তখন একে একে সবার মুখোশ খুলে যায়।

টাকা যেন আজকাল সম্পর্কের মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে। রক্তের সম্পর্ক, বন্ধুত্ব কিংবা আত্মীয়তা—সব কিছু টাকার সাথে মাপা হয়। যে মানুষটি একসময় সবার প্রিয় ছিল, সে হঠাৎ করেই বোঝে, টাকা ফুরোলেই ভালোবাসা-স্নেহও ফুরিয়ে যায়। তখন একাকীত্ব তাকে গ্রাস করে, অথচ তার অন্তরে চিৎকার থাকে—“আমি কি শুধু টাকার জন্যই আপন ছিলাম?”

আসলেই এটাই জীবনের নিষ্ঠুর বাস্তবতা। যার টাক কম, তার আপন মানুষও কম। তাই জীবনের শেষ সত্য হলো—টাকা নেই, তো মানুষও নেই; কেবল নিজের ছায়াটুকুই তখন আপন হয়ে থাকে।

লেখা- আরিফুল হাসান

👉যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নি🤔আমি মনে করি এটা সেরা খবর 👌👇👇👇গুরুত্বপূর্ণ খবর এসেছে Facebook Creators দের জন্য, Glen Da...
05/09/2025

👉যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নি🤔
আমি মনে করি এটা সেরা খবর 👌👇👇👇

গুরুত্বপূর্ণ খবর এসেছে Facebook Creators দের জন্য, Glen Dave-এর মাধ্যমে।
👉 ৩১ আগস্ট, ২০২৫ থেকে Facebook তার বর্তমান mon£tization program বন্ধ করে একটি নতুন Content Mon€tization Program চালু করতে যাচ্ছে।

আমার প্রিয় মানুষজন, পরিবর্তনগুলো হচ্ছে—

1. আগের মতো ১০,০০০ ফলোয়ার লাগবে না, এখন থেকে মাত্র ৫,০০০ ফলোয়ার থাকলেই মোনেটাইজ করা যাবে।

2. Fact-checker সিস্টেম থাকবে না: মানে আর কোনো কনটেন্ট ফ্যাক্ট-চেক টুল দিয়ে রিমুভ হবে না। আমি এইটার জন্য অনেক খুশি, কারণ এই ফ্যাক্ট-চেকাররা অযথা কনটেন্ট নামিয়ে দিত। বিশেষ করে নাইজেরিয়ানরা কাজ করত, এখন তারা চাকরিহীন হয়ে যাবে।

3. বেশি স্বাধীনভাবে কথা বলা যাবে: আগের মতো 'keel', 'tif' এর মতো শব্দ ব্যবহার করতে ভয় পেতে হবে না। আগে ভয়ে লিখতাম না, যাতে রেস্ট্রিক্ট না খাই। এখন থেকে অনেকটা স্বাধীনভাবে কথা বলা যাবে।

4. আরও অনেক টপিক নিয়ে আলোচনা করা যাবে: এখন রাজনীতি আর ধর্ম সম্পর্কিত বিষয় নিয়েও কথা বলা যাবে, আর মোনেটাইজেশন হারানোর ভয় থাকবে না।

5. পুরনো রেস্ট্রিকশন তুলে নেওয়া হয়েছে: আগে যেসব কনটেন্টকে “not mon£tizable” বলা হয়েছিল, সেগুলোও এখন থেকে পেমেন্টের জন্য যোগ্য হবে (যদি না ডিলিট করে ফেলো)।

6. সর্বমোট কম রেস্ট্রিকশন: Facebook এখন ক্রিয়েটরদের জন্য গ্রো করা আর আয় করা সহজ করে দিচ্ছে।
👉 তাই ৩১ আগস্ট, ২০২৫ থেকে তোমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে নতুন গাইডলাইন চেক করতে পারবে।

আমিঃ এটা আমাদের কনটেন্ট ক্রিয়েটরদের জন্য কনটেন্ট তৈরি অনেক সহজ করে দেবে 👌
সকলকে বলছি, এই সুযোগের সঠিক ব্যবহার করো, অপব্যবহার করো না 👌

Copy from fesbook

স্কুলের মিড ডে মিলে পাওয়া ডিম ছেলে লুকিয়ে নিয়ে আসে অসুস্থ মাকে খাওয়ানোর জন্য।রাঁচির সরকারি স্কুলে ক্লাস থ্রি তে পড়া...
15/08/2025

স্কুলের মিড ডে মিলে পাওয়া ডিম ছেলে লুকিয়ে নিয়ে আসে অসুস্থ মাকে খাওয়ানোর জন্য।

রাঁচির সরকারি স্কুলে ক্লাস থ্রি তে পড়া ছোট্ট অমিত কোড়া জানেনা মাদার্স ডে কাকে বলে। কিন্তু এই ৯ বছরের বাচ্চাটি এটুকু জানে ওর মায়ের জন্য ডিম খাওয়া খুব দরকার।
টিবি রোগে অসুস্থ ওর মা সবিত্রীর আর্থিক ক্ষমতা এতো নয় যে পুষ্টিকর খাবার খেতে পারে। কিন্তু ডাক্তার খেতে বলেছেন। মায়ের এমন অবস্থায় অমিত স্কুলের মিড
ডে মিলে পাওয়া ডিম লুকিয়ে মায়ের জন্য নিয়ে
আসাটাই ঠিক মনে করেছে।

সোমবার, বুধবার আর শুক্রবার অমিত ডিম নিয়ে আসে মায়ের জন্য। "যখন মা ঠিক হয়ে যাবে তখন আমি আবার ডিম খাব।"
৯ বছরের এই অভিভাবক বাচ্চাটির এখন একটাই চিন্তা যে তার মা যেন ডিম খেয়ে টিবি রোগ থেকে তাড়াতাড়ি সেরে ওঠে, যাতে সারা জীবন মা তাকে আগলে রাখে।
ওর কথায়, "যদি মা-ই না থাকে তবে আমাকে রোজ স্কুলে কে পাঠাবে? মা ঠিক হয়ে গেলে আমি আবার ডিম খাবো।

আমার মা ডিমের অর্ধেকটা আমাকে খাওয়ানোর জন্য জোর করে কিন্তু আমি খাই না। ডাক্তারবাবু
যে মা কে ডিম খেতে বলেছেন। খেতে না
পেলে মা ভালো হবেনা যে।"

পোষ্ট ভালো লাগলে পেজটি ফোলো করে পাশে থাকবেন।

Copy from : bastobik golpo

Address

Murshidabad

Alerts

Be the first to know and let us send you an email when Riya Rofik Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share