15/06/2025
🌿 মাত্র ৪৫ মিনিটে পৌঁছন মাত্র ১০৫০/- টাকা তেই!
কলকাতার একদম কোল ঘেঁষে এই দারুণ রিসোর্ট!
🛶 গ্রাম্য প্রকৃতির মাঝে Royal Luxury Experience!
🚗কলকাতা থেকে গাড়ি করে বাসন্তী Highway ধরে, অথবা বাস বা অটো করে বারুইপুর হয়ে চম্পাহাটি পেরিয়ে ঘটকপুকুর এর দিকে যেতেই রাস্তার উপরে পড়বে এই দারুণ জায়গা!
✅শুরুতে ঢুকতেই হাতে পেয়ে যাবেন ওয়েলকাম ড্রিংকস! ঠান্ডা ওয়েলকাম ড্রিংকস এ গলা ভিজিয়ে রিসেপশন এ চেকইন এর সব প্রসেস সেরে চলে যেতে হবে রুম এ। এই রিসোর্টে রুমস এর স্টার্টিং প্রাইস ৩২০০/- টাকা থেকে। ফ্রেশ হয়ে চাইলে সুইমিং পুলেও নেবে যেতে পারো, আবার খিদে পেলে পেট ভরে খাওয়াদওয়া করতে পারো ওদের বনভোজ রেস্টুরেন্ট এ!
✅আমরা খেয়েছিলাম ভাত, ডাল, সব্জি, বেগুনি, পাবদার ঝাল, চিকেন ডাকবাংলো, চিংড়ি মালাইকারি, ঠাকুরবাড়ির Mutton আরও কত কিছু!
খাবারের টেস্ট ছিলো একদমই দুর্দান্ত! এই কষা মাংস এখনো মুখে লেগে আছে!
😍আর পমফ্রেটটা ছিল যেন একদম জলের মধ্য থেকে তুলেই এনেছে—একেবারে ফ্রেশ! খেতে একেবারে বাড়ির রান্নার স্বাদ, নতুন কিছু না—নস্টালজিক!
🫶🏼দুপুরের পেটপূজোর পর ঘুরে দেখলাম রিসর্টের চারদিক—সবুজ ঘাসের মাঝে বসে চোখ বন্ধ করলেই মন যেন গ্রামবাংলার এক কবিতা হয়ে যায়!😍
🥰ছোটো থেকে বড়, সবার জন্যে এই জায়গা একদমই সুইটেবেল। পার্ক, প্লেগ্রাউন্ড, দোলনা, আরাম করার জায়গা, বসার জায়গা, বোটিং, ফিশিং সবি পাবে এখানে! Dayouting হোক অথবা Nightstay, একটা দিন এমনিই জমে যাবে! 😋
💕বিশেষ কোনো দিন সেলিব্রেট করতে চাইলে ওরা খুব অল্প খরচে কাস্টম সেলিব্রেশন অ্যারেঞ্জ করে দেয়—এই তো বাঙালির আতিথেয়তা!
🤩ডিনারে খেলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিলি ফিশ—
আর পরের দিন সকালে বনভোজের আনলিমিটেড ব্রেকফাস্ট বুফে! যারা রুম নেবে, তাদের জন্য একেবারে ফ্রি!
ব্রেকফাস্ট বুফে-তে ছিলঃ
🍹 ফ্রুট জুস, সিরিয়ালস
🍛 সাউথ ইন্ডিয়ান আইটেম
🥐 পেস্ট্রি, ব্রেড-বাটার
🥚 সেদ্ধ ডিম এবং আরও অনেক কিছু!
খুবই হেলদি & টেস্টি—পেটুক বাঙালির অপরাধ হবে এখানে ব্রেকফাস্ট মিস করা!
:
🏞️ প্রকৃতির কোলে বিশাল রিসোর্ট!
✔️ শারি শারি গাছপালা
✔️ চারিদিকে পাখির কলরব
✔️ শান্ত, সবুজ পরিবেশ 🌿
✔️ হাঁটতে হাঁটতে হারিয়ে যাওয়ার মতো বড় এলাকা
🏡 থাকার সুব্যবস্থা যেগুলো এক কথায় রাজকীয়:
🌴 Tree House
🏠 Mud Houses
🏘️ Cottages
🏰 Arabian Themed Royal Rooms
🏊 Swimming Pool + Poolside Villa
📶 Free Wifi
🎣 Activities & Fun Zone:
🚣♀️ Boating
🎣 Fishing
🏸 Playground for Kids
☕ Cafeteria for Quick Bites
📸 Perfect for Photography!
🍽️ তোমার পেটও পাবে পূর্ণ শান্তি!
😋 Dupurer khete:
🍛 ভাত, ডাল, বেগুনী
🐟 পাবদা সর্ষে
🍤 চিংড়ি মালাই কারি
🥩 ঠাকুরবাড়ির কষা মাংস
🐓 চিকেন ডাকবাংলো
এবং আরও অনেক কিছু – Bonobhoj Restaurant এ!
সন্ধ্যার পর রিসোর্ট – যেন রূপকথার জগৎ!
💡 আলোকসজ্জা আর নরম হাওয়ার মাঝে রিসোর্ট পায় এক নতুন রূপ!
📍 Banabithi Resort – প্রকৃতি আর বিলাসিতার নিখুঁত মিশেল!
☎️Contact : 99 07 32 9221/87 68 12 6884