The Masala Trails

The Masala Trails জীবন একটাই, যত ইচ্ছে ঘুরে নাও, নতুন নতুন জায়গার খোঁজ আমরা দেবো! নতুন ভিডিও প্রতিদিন! Business : [email protected]
(2)

30/06/2025

1200/- টাকায় নাকি ন্যাচারাল সুইমিংপাইল তাও আবার পাহাড়ে?😱 নতুন অফবিট ডেস্টিনেশনের খোঁজ!😱

😃বর্ষায় এবারের গন্তব্যস্থল জয়পুর ফরেস্ট!🌳🌧️✅কয়েকদিন আগেই এক অসাধারণ রোডট্রিপ করে ফিরলাম জয়পুর - বিষ্ণুপুর - মুকুটমণি...
29/06/2025

😃বর্ষায় এবারের গন্তব্যস্থল জয়পুর ফরেস্ট!🌳🌧️

✅কয়েকদিন আগেই এক অসাধারণ রোডট্রিপ করে ফিরলাম জয়পুর - বিষ্ণুপুর - মুকুটমণিপুর - ঝিলিমিলি থেকে! সবটা শেয়ার করব তোমাদের সাথে! কোথায় থাকলাম, কি খেলাম, কোনটা বেস্ট রুট ছিলো সেই সব নিয়ে ভিডিও আসছে খুবই তাড়াতাড়ি!

তার আগে জানাও, ছবি গুলো কেমন হয়েছে?!😍

20/06/2025

কলকাতা থেকে শিলিগুড়ি মাত্র ১৫০০/- টাকার প্লেন এ চেপে চলে এলাম!😱✈️

😱কালিম্পং এর প্রথম স্কাইওয়াক (Skywalk)!!😍🫶🏼ডাবলিং ভিউ পয়েন্ট, কালিম্পঙের এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের স্থান, যেখানে ...
17/06/2025

😱কালিম্পং এর প্রথম স্কাইওয়াক (Skywalk)!!😍

🫶🏼ডাবলিং ভিউ পয়েন্ট, কালিম্পঙের এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের স্থান, যেখানে আপনি পাহাড়ের চূড়াগুলির মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন।😍

💕এই স্থানে অবস্থিত ডাবলিং স্কাইওয়াক, স্বচ্ছ কাচের পথ দিয়ে আকাশের মাঝে হাঁটার অভিজ্ঞতা প্রদান করে, যা অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য এক অনন্য আকর্ষণ। পাহাড়ি ঠান্ডা হওয়া উপভোগ করতে করতে গরম কফি তে চুমুক আর সাথে প্রিয়জন. এক আলাদাই অনুভূতি.🥰✨

✅কিভাবে যাবেন?✅

😃⛰️প্রাইভেট গাড়ি বুক করলে লাভা, লোলেগাঁও, কাফের সাইটসিইং করলে ডাবলিং ভিউ পয়েন্ট ও এরই মধ্যে থাকবে! 😇

✅শেয়ারিং এ কিভাবে আসবেন?✅

💕শিলিগুড়ি থেকে কালিম্পং আসতে হবে শেয়ারগাড়ি করে। সেখান থেকে ডাবলিং যাওয়ার শেয়ার গাড়ি একটাই ছাড়ে, সকালে। সেটাতে করে চলে আসতে হবে এই গ্রামে। ✨

😃Homestay ও গড়ে উঠেছে কয়েকটা এরই পাশে। তবে আমি বলব, লাভা লোলেগাঁও বা চারখোলে স্টে করে সাইটসিইং এ রাখতে পারো এই দারুণ জায়গা! 🥰

🌿 মাত্র ৪৫ মিনিটে পৌঁছন মাত্র ১০৫০/- টাকা তেই! কলকাতার একদম কোল ঘেঁষে এই দারুণ রিসোর্ট! 🛶 গ্রাম্য প্রকৃতির মাঝে Royal Lu...
15/06/2025

🌿 মাত্র ৪৫ মিনিটে পৌঁছন মাত্র ১০৫০/- টাকা তেই!
কলকাতার একদম কোল ঘেঁষে এই দারুণ রিসোর্ট!
🛶 গ্রাম্য প্রকৃতির মাঝে Royal Luxury Experience!

🚗কলকাতা থেকে গাড়ি করে বাসন্তী Highway ধরে, অথবা বাস বা অটো করে বারুইপুর হয়ে চম্পাহাটি পেরিয়ে ঘটকপুকুর এর দিকে যেতেই রাস্তার উপরে পড়বে এই দারুণ জায়গা!

✅শুরুতে ঢুকতেই হাতে পেয়ে যাবেন ওয়েলকাম ড্রিংকস! ঠান্ডা ওয়েলকাম ড্রিংকস এ গলা ভিজিয়ে রিসেপশন এ চেকইন এর সব প্রসেস সেরে চলে যেতে হবে রুম এ। এই রিসোর্টে রুমস এর স্টার্টিং প্রাইস ৩২০০/- টাকা থেকে। ফ্রেশ হয়ে চাইলে সুইমিং পুলেও নেবে যেতে পারো, আবার খিদে পেলে পেট ভরে খাওয়াদওয়া করতে পারো ওদের বনভোজ রেস্টুরেন্ট এ!

✅আমরা খেয়েছিলাম ভাত, ডাল, সব্জি, বেগুনি, পাবদার ঝাল, চিকেন ডাকবাংলো, চিংড়ি মালাইকারি, ঠাকুরবাড়ির Mutton আরও কত কিছু!
খাবারের টেস্ট ছিলো একদমই দুর্দান্ত! এই কষা মাংস এখনো মুখে লেগে আছে!
😍আর পমফ্রেটটা ছিল যেন একদম জলের মধ্য থেকে তুলেই এনেছে—একেবারে ফ্রেশ! খেতে একেবারে বাড়ির রান্নার স্বাদ, নতুন কিছু না—নস্টালজিক!

🫶🏼দুপুরের পেটপূজোর পর ঘুরে দেখলাম রিসর্টের চারদিক—সবুজ ঘাসের মাঝে বসে চোখ বন্ধ করলেই মন যেন গ্রামবাংলার এক কবিতা হয়ে যায়!😍

🥰ছোটো থেকে বড়, সবার জন্যে এই জায়গা একদমই সুইটেবেল। পার্ক, প্লেগ্রাউন্ড, দোলনা, আরাম করার জায়গা, বসার জায়গা, বোটিং, ফিশিং সবি পাবে এখানে! Dayouting হোক অথবা Nightstay, একটা দিন এমনিই জমে যাবে! 😋

💕বিশেষ কোনো দিন সেলিব্রেট করতে চাইলে ওরা খুব অল্প খরচে কাস্টম সেলিব্রেশন অ্যারেঞ্জ করে দেয়—এই তো বাঙালির আতিথেয়তা!

🤩ডিনারে খেলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিলি ফিশ—
আর পরের দিন সকালে বনভোজের আনলিমিটেড ব্রেকফাস্ট বুফে! যারা রুম নেবে, তাদের জন্য একেবারে ফ্রি!

ব্রেকফাস্ট বুফে-তে ছিলঃ
🍹 ফ্রুট জুস, সিরিয়ালস
🍛 সাউথ ইন্ডিয়ান আইটেম
🥐 পেস্ট্রি, ব্রেড-বাটার
🥚 সেদ্ধ ডিম এবং আরও অনেক কিছু!

খুবই হেলদি & টেস্টি—পেটুক বাঙালির অপরাধ হবে এখানে ব্রেকফাস্ট মিস করা!

:
🏞️ প্রকৃতির কোলে বিশাল রিসোর্ট!
✔️ শারি শারি গাছপালা
✔️ চারিদিকে পাখির কলরব
✔️ শান্ত, সবুজ পরিবেশ 🌿
✔️ হাঁটতে হাঁটতে হারিয়ে যাওয়ার মতো বড় এলাকা

🏡 থাকার সুব্যবস্থা যেগুলো এক কথায় রাজকীয়:
🌴 Tree House
🏠 Mud Houses
🏘️ Cottages
🏰 Arabian Themed Royal Rooms
🏊 Swimming Pool + Poolside Villa
📶 Free Wifi

🎣 Activities & Fun Zone:
🚣‍♀️ Boating
🎣 Fishing
🏸 Playground for Kids
☕ Cafeteria for Quick Bites
📸 Perfect for Photography!

🍽️ তোমার পেটও পাবে পূর্ণ শান্তি!
😋 Dupurer khete:
🍛 ভাত, ডাল, বেগুনী
🐟 পাবদা সর্ষে
🍤 চিংড়ি মালাই কারি
🥩 ঠাকুরবাড়ির কষা মাংস
🐓 চিকেন ডাকবাংলো
এবং আরও অনেক কিছু – Bonobhoj Restaurant এ!

সন্ধ্যার পর রিসোর্ট – যেন রূপকথার জগৎ!
💡 আলোকসজ্জা আর নরম হাওয়ার মাঝে রিসোর্ট পায় এক নতুন রূপ!
📍 Banabithi Resort – প্রকৃতি আর বিলাসিতার নিখুঁত মিশেল!

☎️Contact : 99 07 32 9221/87 68 12 6884

03/06/2025

কলকাতার কাছে সবুজে মোড় এই গ্রামবাংলা রিসোর্টে ১০৫০/- টাকায় করলাম দারুন মজা!😋

😱মাত্র ১২০০ টাকায় দার্জিলিং-এর এই ভাইরাল অফবিট গ্রামে চারবেলা এলাহী খাওয়াদাওয়ার সাথে যদি করতে চাও প্রাকৃতিক সুইমিং পুল...
18/05/2025

😱মাত্র ১২০০ টাকায় দার্জিলিং-এর এই ভাইরাল অফবিট গ্রামে চারবেলা এলাহী খাওয়াদাওয়ার সাথে যদি করতে চাও প্রাকৃতিক সুইমিং পুলে একদম ফ্রি তে স্নান, তাহলে কেমন হবে বলো তো?😘

✅Sittong এর যোগীঘাট কিন্তু এখন বাঙালিদের মধ্যে সবচেয়ে ভাইরাল অফবিট ডেস্টিনেশন!😋
🫶🏼নদী আর পাহাড়ে ঘেরা এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যেন একেবারে পোস্টকার্ডের মতো!🏔️🚞

✅এখানে পাবে –
• হোমস্টের গা দিয়ে বয়ে যাওয়া এক বিশাল নদী 🏞️
• মন ভালো করে দেওয়া ভিউ পয়েন্ট🙏
• সারি সারি কমলালেবুর বাগান🍊
আর এর বাইরেও আছে একটা বিশেষ আকর্ষণ – যা শুধু এখানেই পাবে!

sittong এর পুরনো হোমস্টে-তে মাত্র ১২০০ টাকায় -
• থাকো আরামদায়ক রুমে😃
• খাও চারবেলার এলাহী খাবার – চিকেন থালি, এগ থালি, মোমো, চাইনিজ আর কত কী!🫶🏼

কিন্তু সবচেয়ে স্পেশাল হল –
যোগীঘাট হ্যাংগিং ব্রিজ, নদীর ধারে পা ভিজিয়ে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা আর লোকালদের সঙ্গে ন্যাচারাল সুইমিং পুলে স্নান — একদম Must Try!❤️✨

হোমস্টের কাছেই পাবে:
• আহালদারা ভিউ পয়েন্ট⛰️
• লেপচা ফলস💧
• রডোডেনড্রন পার্ক✅
• লেপচা মনাস্ট্রি🤩✅
আরও অনেক কিছু!

এই হোমস্টের নাম – মুখিয়া হোমস্টে
আর বাকি সব তথ্য জানতে এক্ষুনি কমেন্ট চেক করো!❤️

ঘুরতে ভালোবাসো? তাহলে Sittong এখনই তোমার লিস্টে রাখো!

Mukhiya Homestay, Jogighat.
☎️Contact For Booking : 97332 83984☎️

13/05/2025

৩৭৯৯/- টাকায় সিকিম ঘুরে বরফ দেখে ফাটিয়ে দিলাম!😍😱.. -3° তে যা হলো! অসাধারণ Experience!😇

🤩বাসের মধ্যে প্রাইভেট টিভি? এটাও কি সম্ভব?🤔😃✨যুদ্ধর খবর আর IPL দেখতে দেখতে চলে এলাম শিলিগুড়ি তাও আবার বাস এ! 🇮🇳🥰এই গরমে...
12/05/2025

🤩বাসের মধ্যে প্রাইভেট টিভি? এটাও কি সম্ভব?🤔
😃✨যুদ্ধর খবর আর IPL দেখতে দেখতে চলে এলাম শিলিগুড়ি তাও আবার বাস এ! 🇮🇳

🥰এই গরমে যারা পাহাড় যেতে চাও, কিন্তু ট্রেনে 🚃টিকিট পাচ্ছ না, আজকে তাদের জন্য এনেছি একটা দারুণ খবর! যেখানে তোমরা মাত্র ₹১৫০০/- টাকা থেকে পেয়ে যাবে ফ্লাইটের🛩️ মজা! সঙ্গে নরম বিছানা আর পার্সোনাল টিভিও! তাও আবার কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে!⛰️✅

😱কয়েকদিন আগেই প্ল্যান করি পাহাড়ে যাওয়ার, চলে যাইও, কিন্তু ফেরার ট্রেনের টিকিট লাস্ট মোমেন্টে ক্যানসেল হয়ে যায়! 😍তাই বেশি চাপ না নিয়ে আমি বুক করে ফেলি এই বিশাল সুপার লাক্সারিয়াস বাসের টিকিট! ✨😃যেটা বাইরে থেকে দেখতে যতটা ইউনিক, ভিতর থেকে ততটাই লাক্সারিয়াস! রয়েছে সফট ও কমফর্টেবল বেড, বালিশ, কম্বল, এসি ভেন্টস, রিডিং ল্যাম্প, ফোন চার্জিং পোর্টস, এমার্জেন্সি সিটস, টিভি রিমোট, পর্দা, জলের ব্যবস্থা!🚌🚎

✨রাতে ডালখোলা আর কৃষ্ণনগর এ বাস দাড়ায়ে রাতের ডিনার আর ওয়াশরুম এর জন্যে! এ ছাড়াও রয়েছে Wifi🛜, GPS & Live Tracking এর ব্যবস্থা! 🫶🏼

🧿তবে আমাদের নজর কেড়েছে এই পার্সোনাল টিভি, 📺আর এই বিশাল হেডসেটগুলো! জার্নি করতে করতে বাসের মধ্যে প্রিয় মানুষের সঙ্গে পার্সোনাল টিভি দেখার মজাই আলাদা, কী বলো? অনেকটা মজা, সঙ্গে খাওাদাওয়া করে নিরাপদে কিন্তু এক রাতের মধ্যেই কলকাতায় ফিরে এলাম!✅

😱আমাদের এক্সপেরিয়েন্স কিন্তু শ্যামলী পরিবহনের সঙ্গে সত্যিই দারুণ! তোমরাও যদি বাকি ডিটেইলস জানতে চাও, তাহলে এখনই কমেন্টস চেক করো!✨🥰❤️

07/05/2025

৮০০/- টাকায় কলকাতার কাছে Maldives Vibes সাথে প্রাইভেট সুইমিংপুলে ব্রেকফাস্ট আবার হেরিটেজ রুমে মজা😍💕

20/04/2025

মাত্র ১২০০/- টাকায় খোঁজ পেলাম নদীর ধারে এই দারুণ হোমস্টের😱 থাকছে ন্যাচারাল সুইমিংপুল আর Orange Garden!😍

পাহাড়ে ন্যাচারাল সুইমিং পুলে স্নান করেছো আগে কোনদিন?😱কালিম্পং এর লোলে খাসমহল থেকে ২০ মিনিটের দূরত্বে রয়েছে এই দারুণ জা...
13/04/2025

পাহাড়ে ন্যাচারাল সুইমিং পুলে স্নান করেছো আগে কোনদিন?😱

কালিম্পং এর লোলে খাসমহল থেকে ২০ মিনিটের দূরত্বে রয়েছে এই দারুণ জায়গা যেখানে পাহাড়ি ঝরনার জলকে আটকে বানানো হয়েছে ন্যাচারাল সুইমিং পুল যেখানে স্নান করতে কোনও টাকা লাগেনা!
রয়াছে চেঞ্জিং রুমস, টয়লেটস, ক্যাফে, বসার জায়গা, চাইলে ক্যাম্পিং ও করতে পারবে নদীর ধারে!

তবে পাহাড়ি ঝর্ণার ঠান্ডা জলে এই গরমে স্নান করার মজাই কিন্তু আলাদা যাই বল!🫶🏼⛰️

লোকেশন জানতে চাও? বা জানতে চাও এক্সাক্ট কোন জায়গাই আছে এই সুইমিং পুল! তাহলে কমেন্টস এ এখুনি জিজ্ঞেস কর! আমি সব ডিটেইলস বলে দেবো!💕✅

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when The Masala Trails posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Masala Trails:

Share