15/08/2025
🇮🇳 ১৯৪৭ সালের ১৫ আগস্ট — ভারতের প্রথম স্বাধীনতা দিবসের পূর্ণ ইতিহাস 🇮🇳
১৯৪৭ সালের ১৫ আগস্ট—ভারতের ইতিহাসে এমন একটি দিন, যা শুধু একটি দেশের জন্য নয়, বিশ্বের রাজনৈতিক ইতিহাসেও এক অনন্য অধ্যায়। এই দিনেই ব্রিটিশ সাম্রাজ্যের দীর্ঘ ২০০ বছরের শাসনের অবসান ঘটে, এবং ভারত একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।
১৮৫৭ সালের প্রথম সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন, অসহযোগ, অসহকার, ভারত ছাড়ো আন্দোলন—অসংখ্য সংগ্রাম, আন্দোলন ও ত্যাগের ফল ছিল এই স্বাধীনতা। লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামী তাদের জীবন উৎসর্গ করেছেন এই স্বপ্ন বাস্তবায়নের জন্য।
তবে স্বাধীনতার এই আনন্দের মাঝেই ছিল গভীর বেদনা—ভারত ও পাকিস্তানের বিভাজন। ব্রিটিশ নীতির ফসল হিসেবে এই বিভাজন কোটি মানুষের জীবনকে ওলটপালট করে দেয়। লাখো মানুষকে গৃহহারা হতে হয়, এবং communal সহিংসতায় অসংখ্য প্রাণহানি ঘটে।
১৯৪৭ সালের ১৪ আগস্ট মধ্যরাত পেরিয়ে যখন নতুন সূর্যোদয়ের অপেক্ষা, তখনই ভারতের গণপরিষদ ভবনে (বর্তমান সংসদ ভবন) জওহরলাল নেহেরু তাঁর বিখ্যাত “Tryst with Destiny” ভাষণ দেন। তিনি বলেন—
> "At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom..."
এই ভাষণ শুধু স্বাধীন ভারতের ঘোষণা নয়, বরং ছিল নতুন যুগের প্রত্যাশা ও দায়িত্বের অঙ্গীকার।
১৫ আগস্ট সকালে দিল্লির ঐতিহাসিক লালকেল্লা প্রাঙ্গণে প্রথমবারের মতো ভারতের ত্রিবর্ণ পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নেহেরু। সেই মুহূর্তে উপস্থিত ছিলেন হাজারো মানুষ—সকলের চোখে ছিল গর্ব, আনন্দ আর অশ্রুভেজা আবেগ। পতাকা উত্তোলনের পর বাজতে থাকে জাতীয় সঙ্গীত, আর আকাশে উড়তে থাকে অসংখ্য ত্রিবর্ণ পতাকা।
সেদিন গোটা দেশে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। কলকাতা, মুম্বাই, মাদ্রাজ, লাহোর, করাচি—সব বড় শহরে রাস্তায় মানুষের ঢল নামে। স্কুল, কলেজ, সরকারি দপ্তর ও স্থানীয় সংগঠনগুলোতে পতাকা উত্তোলন, শোভাযাত্রা, কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। গ্রামাঞ্চলেও মেলা, গান, নাটক, কবিতা আবৃত্তির মাধ্যমে স্বাধীনতার আনন্দ ছড়িয়ে পড়ে।
যদিও দিনটি ছিল আনন্দের, কিন্তু পাকিস্তান-ভারত বিভাজনের ফলে শুরু হওয়া শরণার্থী স্রোত ও সহিংসতা সেই আনন্দকে ছাপিয়ে যায় অনেক জায়গায়। ট্রেনভর্তি লাশ, পুড়ে যাওয়া গ্রাম, পরিত্যক্ত ঘরবাড়ি—এই দৃশ্যগুলো মনে করিয়ে দেয় স্বাধীনতার মূল্য কতটা কঠিন ও রক্তক্ষয়ী ছিল।
১৫ আগস্ট ১৯৪৭-এ ভারত আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। লর্ড মাউন্টব্যাটেন হন ভারতের শেষ ভাইসরয় ও প্রথম গভর্নর জেনারেল, আর জওহরলাল নেহেরু হন দেশের প্রথম প্রধানমন্ত্রী। গণতান্ত্রিক শাসনব্যবস্থার ভিত্তি গড়ে ওঠে, এবং একটি নতুন সংবিধান রচনার কাজ শুরু হয়।
এই দিন শুধু একটি রাজনৈতিক স্বাধীনতার প্রতীক নয়, বরং এক দীর্ঘ সংগ্রামের ফসল, যেখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান—সব ধর্মের মানুষ একসঙ্গে লড়েছে। এটি প্রমাণ করে, ঐক্য ও দৃঢ় সংকল্প থাকলে কোনো শাসনই চিরস্থায়ী হতে পারে না।
১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে—
একদিকে আনন্দ, স্বাধীনতার গর্ব, অন্যদিকে বিভাজনের বেদনা।
কিন্তু সবকিছুর ঊর্ধ্বে ছিল একটি সত্য—ভারত অবশেষে নিজের ভাগ্য নিজের হাতে তুলে নিয়েছে।
#১৫আগস্ট১৯৪৭ #স্বাধীনতা #ভারতেরপ্রথমস্বাধীনতাদিবস