Pappu Roy cyclist

Pappu Roy cyclist ফেসবুকে ভালো কিছু শেয়ার করি। বই পড়ি, পড়াই। মাঝেমধ্যে লেখালেখি করি।Cyclist who travel throughout India, Nepal and Bangladesh with a single speed bicycle.
(66)

Writer of many travel stories in Bengali language. Content creator and Vlogger of Bengal.

পড়াশোনায় পিছিয়ে পড়া, অমনোযোগী এক ছেলে—ক্লাসে কেউ তার সঙ্গী ছিল না। পেছনের বেঞ্চই ছিল তার জায়গা। একমাত্র সঙ্গী ছিলেন তাঁর...
09/10/2025

পড়াশোনায় পিছিয়ে পড়া, অমনোযোগী এক ছেলে—ক্লাসে কেউ তার সঙ্গী ছিল না। পেছনের বেঞ্চই ছিল তার জায়গা। একমাত্র সঙ্গী ছিলেন তাঁর মা, আর সুরের মায়া জড়ানো বেহালা।
সেই বেহালা ছিল সারাজীবনের বন্ধু।

আইনস্টাইনের শৈশব কেটেছিল মিউনিখে। ইহুদি পরিবারে জন্ম হলেও স্কুলে তাঁকে মানতে হতো ক্যাথলিক নিয়ম। মন ভরে উঠেছিল দর্শনের বইয়ে—কান্ট, স্পিনোজা, ইউক্লিড—সবই পড়ে ফেলেছিলেন পনেরো বছর বয়সে। অবসর পেলে বাজাতেন বিঠোফেন ও মোৎসার্টের সুর।

পরিবারের ব্যবসায় মন্দা দেখা দিলে সবাই চলে গেল মিলানে, কিন্তু আইনস্টাইন রয়ে গেলেন পড়াশোনার টানে। পরবর্তীতে সুইজারল্যান্ডের পলিটেকনিক স্কুলে ভর্তি হন এবং পদার্থবিদ্যা ও গণিতে দক্ষতা অর্জন করেন।

তাঁর উদ্ভাবিত আপেক্ষিকতার তত্ত্ব এবং ভর-শক্তি সমতুল্য সূত্র (E=mc²) তাঁকে অমর করেছে।
১৯২১ সালে পেয়েছিলেন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার, আলো-তড়িৎ সম্পর্কিত গবেষণার জন্য।

কিন্তু আইনস্টাইন শুধু বিজ্ঞানী ছিলেন না — তিনি ছিলেন একজন মানবতাবাদী মনীষী। দরিদ্র ও নির্যাতিত মানুষের প্রতি তাঁর সহানুভূতি ছিল অসীম। জীবনের শেষ পর্যন্ত তিনি কাজ করেছেন মানবকল্যাণ ও বিশ্বশান্তির জন্য।

তাঁর জীবন আমাদের শেখায় — প্রতিভা কখনও জন্মগত নয়, একাগ্রতা ও ভালোবাসাই তাকে গড়ে তোলে।

প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, বন্ধুদেরও জানতে দিন এই মহান বিজ্ঞানীর গল্প।

"ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য কখনও অস্ত যায় না" — কথাটার পেছনের ইতিহাস। এই উক্তিটা শুধু কবিতা নয়, একসময় ছিল বাস্তব সত্য!ক...
09/10/2025

"ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য কখনও অস্ত যায় না" — কথাটার পেছনের ইতিহাস।
এই উক্তিটা শুধু কবিতা নয়, একসময় ছিল বাস্তব সত্য!
কারণ ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার ছিল এতটাই বিশাল—
বিশ্বের প্রায় এক-চতুর্থাংশ ভূমি ও জনসংখ্যা তাদের শাসনের অধীনে।

যখন ভারতে সূর্য অস্ত যেত 🌅,
ঠিক তখনই কানাডা বা অস্ট্রেলিয়ায় 🌄 দিন শুরু হতো!
তাই বলা হতো —
“The Sun Never Sets on the British Empire.”

🔹 ১৬০০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্ম থেকে শুরু করে
🔹 ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধ
🔹 ১৮৩৭–১৯১৯ সালের ‘স্বর্ণযুগ’
🔹 আর ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা—
সব মিলিয়ে চার শতাব্দীরও বেশি সময়জুড়ে ছিল এই সাম্রাজ্যের রাজত্ব!

১৯২১ সালে এর আয়তন ছিল প্রায় ৩ কোটি ৫৫ লক্ষ বর্গ কিমি,
যা পৃথিবীর মোট ভূমির প্রায় ২৪%! 🌏

১৯৯৭ সালে হংকং হস্তান্তরের মধ্য দিয়ে শেষ হয় সেই সাম্রাজ্যের যুগ।
আজ ব্রিটেনের হাতে রয়েছে মাত্র ১৪টি ছোট্ট বিদেশি অঞ্চল।

তবু ভাষা, প্রশাসন, আইন—সবেতেই আজও রয়ে গেছে সেই সাম্রাজ্যের ছাপ।

আমি তবু বোকাই রব, এটাই আমার এম্বিশন।
09/10/2025

আমি তবু বোকাই রব, এটাই আমার এম্বিশন।

শুভ সকাল 🥀
09/10/2025

শুভ সকাল 🥀

এক রবিবার সকালে নিজের বাড়ির সামনের বাগানে কাজ করছিলেন বিদ্যাসাগর মশায়।এমন সময় মেদিনীপুর থেকে চারজন অতিথি এলেন তাঁর সঙ...
08/10/2025

এক রবিবার সকালে নিজের বাড়ির সামনের বাগানে কাজ করছিলেন বিদ্যাসাগর মশায়।
এমন সময় মেদিনীপুর থেকে চারজন অতিথি এলেন তাঁর সঙ্গে দেখা করতে।

তাঁরা ভাবলেন—
‘ইনি নিশ্চয়ই বাগানের মালি!’

তাই জিজ্ঞাসা করলেন,
— “বিদ্যাসাগর মশায় কি বাড়ি আছেন?”

হেসে তিনি বললেন,
— “তিনি একটু ব্যস্ত। আপনারা বসুন।”

অতিথিরা আবার বললেন,
— “ওহে, একটু তামাক খাওয়াতে পারো?”
— “আজ্ঞে, পারি।”

তামাক সাজিয়ে নিজে হাতে খাওয়ালেন তাঁদের।
একটু পর অতিথিরা অধৈর্য হয়ে বললেন,
— “বড্ড দেরি হচ্ছে। দ্যাখো না, বিদ্যাসাগর মশায় কোথায়?”

তখন তিনি শান্ত গলায় উত্তর দিলেন—
“আমিই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।”
তাঁদের মুখে তখন শুধু বিস্ময় আর লজ্জার হাসি!

পোস্ট ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন 🙏 Pappu Roy cyclist
#ঈশ্বরচন্দ্রবিদ্যাসাগর #বিনয় #মানবিকতা #বাংলাঐতিহ্য #অনুপ্রেরণা

বদলে যাচ্ছে মানব সভ্যতা 😥
08/10/2025

বদলে যাচ্ছে মানব সভ্যতা 😥

স্কেলিটন কোস্টের গুপ্তধন — বালুর নিচে কুবেরের খনি! ঊষর বালুর নিচে কয়েক শতাব্দী ধরে নিস্তব্ধ ছিল কুবেরের ধন!নামিবিয়ার ব...
08/10/2025

স্কেলিটন কোস্টের গুপ্তধন — বালুর নিচে কুবেরের খনি! ঊষর বালুর নিচে কয়েক শতাব্দী ধরে নিস্তব্ধ ছিল কুবেরের ধন!
নামিবিয়ার বিখ্যাত স্কেলিটন কোস্ট — আফ্রিকার পশ্চিম উপকূলের সেই ভয়াল অঞ্চল, যেখানে একসময় অগণিত জাহাজ হারিয়ে গিয়েছিল সমুদ্রের অতলে।

২০০৮ সালে এখানকার বালুর স্তরের নিচে খনিশ্রমিকেরা হঠাৎই পেলেন কাঠ ও ধাতুর টুকরো। প্রথমে মনে হয়েছিল সাধারণ জঞ্জাল, কিন্তু প্রত্নতাত্ত্বিকদের চোখে পড়তেই উন্মোচিত হলো ইতিহাসের এক রোমাঞ্চকর অধ্যায়।

এই ধ্বংসাবশেষ ছিল ১৫৩৩ সালে নিখোঁজ হওয়া পর্তুগিজ জাহাজ ‘বোম জিসাস’ (Bom Jesus)-এর।
‘বোম জিসাস’ — যার অর্থ পবিত্র যিশু — ভারত অভিমুখে যাত্রা করেছিল এক নৌবহরের অংশ হিসেবে, কিন্তু ঝড়ে পড়ে নিখোঁজ হয়।

উদ্ধার হয়েছে-
প্রায় ২,০০০ স্বর্ণমুদ্রা।
রুপো, তামা ও হাতির দাঁতের বিশাল ভাণ্ডার।
জাহাজের অংশ, নৌযান সরঞ্জাম।
এমনকি ৫০০ বছরের পুরনো বন্দুকও!

প্রত্নতাত্ত্বিকেরা জানান, জাহাজের ভারী কাঠামোর নিচে চাপা পড়ে থাকায় এই ধনরাশি অক্সিজেন ও আবহাওয়ার ক্ষয় থেকে রক্ষা পায়, ফলে আজও সোনার মুদ্রাগুলি ঝকঝক করছে ঠিক প্রথম দিনের মতো।

স্কেলিটন কোস্ট — নামিব মরুর অংশ, যা নামিবিয়া, অ্যাঙ্গোলা ও দক্ষিণ আফ্রিকা মিলিয়ে প্রায় ২০০০ কিমি দীর্ঘ এক মৃত্যুউপকূল।
এখানেই ছড়িয়ে আছে শত শত জাহাজডুবির চিহ্ন — সমুদ্রের গর্জন আর ইতিহাসের নিঃশব্দ প্রতিধ্বনি।

সুত্র : আনন্দবাজার ওনলাইন

এটা কার কার হোম স্টেশন? আসুন পরিচিত হই।
08/10/2025

এটা কার কার হোম স্টেশন?
আসুন পরিচিত হই।

অযোধ্যা পাহাড় যুব আবাস (Ayodhya Pahar Yuba Abas) পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় অঞ্চলে অবস্থিত একটি জনপ্রিয় য...
08/10/2025

অযোধ্যা পাহাড় যুব আবাস (Ayodhya Pahar Yuba Abas) পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় অঞ্চলে অবস্থিত একটি জনপ্রিয় যুব হোস্টেল। এটি মূলত এটি পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া এবং যুব দপ্তর দ্বারা পরিচালিত থাকার জায়গা, যেখানে ভ্রমণকারীরা অযোধ্যা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসে রাত্রে থাকতে পারবেন।

অযোধ্যা পাহাড়ের মাঝামাঝি উচ্চতায় এই যুব আবাসটি অবস্থিত। চারপাশে ঘন বন, ছোট ছোট পাহাড়, ঝরনা ও পাখির ডাক মিলে পরিবেশটা বেশ শান্তিপূর্ণ ও প্রকৃতিনির্ভর।

এখানে সাধারণত ২ থেকে ৪ বেডের কক্ষ, ডরমিটরি (ছাত্র বা ব্যাক প্যাকারদের জন্য), এবং বাথরুম-সহ সব ধরনের সুবিধা পাওয়া যায়।
কিছু কক্ষ থেকে পাহাড় ও সূর্যাস্তের দৃশ্যও দেখা যায়।

একমাত্র এই যুব আবাসেই বাঙালি ঘরোয়া খাবার পাওয়া যায়।
পাশেই স্থানীয় গাইডদের সাহায্যে পাখি দেখা, ট্রেকিং, ঝরনা দর্শন বা মায়াবরী, বামনি ফলস, বুরুদিহা ড্যাম ইত্যাদি দর্শনীয় স্থান ঘোরা যায়।

পশ্চিমবঙ্গ যুব হোস্টেল বা পুরুলিয়া ট্যুরিজম অফিসের ওয়েবসাইটে বা ফোনে যোগাযোগ করে বুকিং করা যায়।
অনলাইন বুকিং এর জন্য yuba abas ওয়েবসাইট দেখুন।

অক্টোবর থেকে মার্চ — এই সময়টাই সবচেয়ে উপযুক্ত। গরমকালে আবহাওয়া তুলনামূলক রুক্ষ।

#অযোধ্যা_পাহাড় #পুরুলিয়া_ভ্রমণ

লাট্টু পাহাড়ে একা একা ভবঘুরে আমি আর তিনি।বিহারের লাট্টু পাহাড়ের পথে একা একা ঘুরছি — যেন এক ভবঘুরে আত্মা। শিমুলতলা রেলস্ট...
08/10/2025

লাট্টু পাহাড়ে একা একা ভবঘুরে আমি আর তিনি।
বিহারের লাট্টু পাহাড়ের পথে একা একা ঘুরছি — যেন এক ভবঘুরে আত্মা। শিমুলতলা রেলস্টেশনের আশেপাশে সারি সারি পরিত্যক্ত বাড়ি, সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। একসময় এই অঞ্চলকে বলা হতো “বাঙালির পশ্চিম”। এখানের জল-হাওয়া, পাহাড়-জঙ্গল আর নিস্তব্ধ প্রকৃতি আজও তেমনি সুন্দর ও নির্মল।

এই সতেজ বাতাসেই এক সময় বাঙালিরা “হাওয়া বদল” করতে আসতেন। অনেকে কয়েক মাস থেকে যেতেন, কেউ কেউ গড়ে তুলেছিলেন নিজেদের দ্বিতীয় ঠিকানা। শিমুলতলায় আজও প্রায় চারশো বাঙালি বাড়ির ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে — কেউ জঙ্গলের ভেতরে, কেউ পাহাড়ের চূড়ায়।

সবচেয়ে বিশাল যে বাড়িটি, সেটাই নলডাঙা রাজবাড়ি। এখন সেটি ভগ্নস্তূপ— ছাদ উধাও, দেওয়াল খসে পড়ছে। তবু এর আনাচে-কানাচে ঘুরে বেড়াতে এক অদ্ভুত টান অনুভব করি।

এমন সময় দেখি, একটি টোটো থেকে নামছেন এক দম্পতি ও কয়েকজন তরুণ। রাজবাড়ি দেখে ফেরার পথে ভদ্রলোক হাসিমুখে জিজ্ঞেস করলেন,
— “আপনি বাঙালি?”
উত্তর দিতে না দিতেই আলাপ জমে গেল। বিদায়ের সময় উনি আমার নাম্বার চাইলেন, কিন্তু নেটওয়ার্ক না থাকায় আমি তাঁর নাম্বারটাই ফোনে সেভ করলাম।

বাড়ি ফিরে মেসেজ পাঠাতেই রিপ্লাই এলো। তিনি নিজের ফেসবুক লিঙ্ক পাঠালেন — দেখলাম ভদ্রলোক একজন লেখক, নাম অমিত কুমার দে, ফেসবুকে তাঁর পেজ অমিত বোহেমিয়ান নামে পরিচিত। উপজাতি জীবনের ওপর ভ্রমণবিষয়ক একাধিক বই লিখেছেন তিনি।

অচেনা এক পাহাড়ি এলাকায় ঘুরতে এসে এমন এক গুণী মানুষের সঙ্গে হঠাৎ দেখা হওয়া— এ যেন ভ্রমণের এক অতিরিক্ত পুরস্কার।
এই অজানা সাক্ষাৎ আমার যাত্রাকে করে তুলল আরও মায়াময়, আরও অর্থপূর্ণ। রাজবাড়ীর সিঁড়িতে দাঁড়িয়ে আছেন অমিত বোহেমিয়ান। ইনসেটে লেখকের লেখা দুটি বইয়ের মলাট দিলাম।

#শিমুলতলা #লাট্টুপাহাড় #বিহারভ্রমণ #ভ্রমণদিনলিপি #নলডাঙারাজবাড়ি #বাংলাভ্রমণ #ভবঘুরে #অমিতবহেমিয়ান #ট্রাভেলস্টোরি

Tapas Dey দাদা আমাকে ২ +২ ষ্টার দিয়েছেন 💞 Thankyou for the stars...
08/10/2025

Tapas Dey দাদা আমাকে ২ +২ ষ্টার দিয়েছেন 💞 Thankyou for the stars...

শুভ সকাল 🌹🌹
08/10/2025

শুভ সকাল 🌹🌹

Address

Piali Road
Kolkata
700140

Telephone

+918981842881

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pappu Roy cyclist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pappu Roy cyclist:

Share