Khabor Akon

Khabor Akon midea

22/09/2025

বাপ আমার একটাই, তাপস চ্যাটার্জি বিধায়ক ভালো কাজ করছে তাই পাশে আছি: ডাম্পি মণ্ডল

22/09/2025

মহালয়া একদিন মন্ত্রী সুজিত বোসের উদ্যোগে রক্তদান শিবির।

21/09/2025

বিধান নগর পৌরনিগমের এক নাম্বার বোরো চেয়ারম্যান ডাম্পি মন্ডল এর উদ্যোগে পুরোহিতদের শুভেচ্ছা জ্ঞাপন।

20/09/2025

রাজারহাট বিষ্ণুপুর ২ নাম্বার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাদ্য সামগ্রিক বিতরণ।

19/09/2025

চিনারপার্কে AMIORA DIMOND এর শুভ সূচনায় পীরজাদা ত্বহা সিদ্দিকী।

19/09/2025

নৌকা বাঁচায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ঘুসিঘাটা( কুলটি) বিদ্যাধরি নদীতে।

17/09/2025

বিশ্বকর্মা পুজো উপলক্ষে ব্যেঁওতা- ২ নাম্বার অঞ্চলের কুলবেরিয়া নেতাজী সংঘের ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন স্থানীয় প্রধান শেখ সাবীর আলী।

16/09/2025

বেলিয়াঘাটা অঞ্চলের দুগদিয়া প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান।

16/09/2025

ভাঙ্গরের হাতিশালাতে তৃণমূলের হাতে আ.ক্রান্ত ISF কর্মী।

15/09/2025

হিডকোর জায়গা দক্ষল করে বিজেপির পার্টি অফিস ,ভাঙলো প্রশাসন।

15/09/2025

সাংবাদিকদের মুখোমুখি বিধায়ক সওকাত মোল্লা।

এবার প্রেমিকের বাড়ির সামনে ধর্না দিতে দেখা গেল স্বামীকে । স্ত্রীকে ফিরে পাওয়ার দাবিতে এই ধর্না। হাতে প্ল্যাকার্ড নিয়ে...
14/09/2025

এবার প্রেমিকের বাড়ির সামনে ধর্না দিতে দেখা গেল স্বামীকে । স্ত্রীকে ফিরে পাওয়ার দাবিতে এই ধর্না। হাতে প্ল্যাকার্ড নিয়ে বসে আছেন মাঝ বয়সি এক ভদ্রলোক, তাতে লেখা আমার স্ত্রীকে নিয়ে তৃণমূল কর্মী পালিয়ে গেছে, আমি আমি স্ত্রীকে ফেরত চাই । এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটলো ভাঙ্গরের ভুমরু গ্রামে । এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ওই এলাকায়। এলাকার তৃণমূল কর্মীর এ হেন কাজের বিরুদ্ধে সরব হয়েছেন আইএসএফ কর্মী সালাউদ্দিন মোল্লা। ফলে বিষয়টিতে শুধু পারিবারিক নয়, রাজনৈতিক রঙও লেগেছে।
ভুমরু গ্রামের বাসিন্দা সালাউদ্দিন মোল্লা স্ত্রী এবং তিন সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করেন। সালাউদ্দিনের পাশের পাড়াতেই থাকেন মোকারেম মোল্লা। দুজনেই চাষবাস করেন ,তবে রাজনৈতিক মতাদর্শ আলাদা। সালাউদ্দিন এলাকায় সক্রিয় আইএসএফের কর্মী বলে পরিচিত আর মোকারেমকে সবাই চেনেন তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে। অভিযোগ সালাউদ্দিনের স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে চলে গেছে মোকারেম মোল্লা। তিন সন্তানের বাবা সালাউদ্দিন এখন এটা নিয়েই বিপদে পড়েছেন। সমস্যা সমাধানের জন্য তিনি হাতে প্ল্যাকার্ড নিয়ে ধর্নায় বসেছেন মোকাররমের বাড়ির সামনে। স্ত্রীকে ফিরে পাওয়ার দাবিতে লাগাতার ধর্না চালিয়ে যাওয়ার কথা বলছেন তিনি।

Address

Kolkata
700135

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khabor Akon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share