Khabor Akon

Khabor Akon midea

09/07/2025

মাদ্রাসা ভোটে প্রার্থীই দিল না বিরোধীরা, ছয় টি আসনেই মনোনয়ন তৃণমূলের।

09/07/2025

পথ নিরাপত্তা সপ্তাহের কর্মসূচি অংশগ্রহণ বিধাননগর কমিশনারেটে পুলিশের নিউটাউনে একটি মেগা সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত হল৷

07/07/2025

সন্দেশখালি বিধানসভায় সন্দেশখালি ২ নাম্বার ব্লকের বেরমজুর ২ নাম্বার অঞ্চলে ১৫৪-১৫৫ নাম্বার বুথে তৃণমূল কংগ্রেসের কার্যালয় শুভ সূচনা করেন স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো।

অসুস্থ রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জী।  হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। অ্যাপেলো হাসপাতালে তাপস চ...
06/07/2025

অসুস্থ রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জী। হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। অ্যাপেলো হাসপাতালে তাপস চ্যাটার্জীকে দেখতে যান দমকল মন্ত্রী সুজিত বসু। রাজারহাট নিউটাউন সহ বিভিন্ন এলাকার মানুষ তাঁর সুস্থতা কামনা করছেন। আমরাও তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।

06/07/2025

সন্দেশখালি বিধানসভার বেরমজুর দুই নাম্বার অঞ্চলের ১৫৪ - ১৫৫ নাম্বার বুথের তৃণমূল কংগ্রেসের কার্যালয় উদ্বোধনে বক্তব্য রাখছেন স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো ও বেড়মজুর দুই অঞ্চলের সভাপতি রফসের মোল্লা।

05/07/2025

বিধান নগর পৌরনিগমের 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর পিতা আজিজুল হোসেন মন্ডল এর উদ্যোগে উল্টো রথযাত্রা।

04/07/2025

গোষ্ঠীদ্ব.ন্দ্বের জেরেই তালা সূত্রের খবর। যদিও গোষ্ঠীদ্ব.ন্দ্ব মানতে নারাজ তৃণমূল।

03/07/2025

নিউটাউন সার্বজনীন দুর্গোৎসব সমিতির খুঁটি পুজোতে রেডিও উপস্থাপক আর যে প্রবীণ ও অরিত্র।

02/07/2025

রাজারহাট চৌমাথায় প্রাইভেট চারচাকা গাড়ি ভাঙচুর। বাস লাঠি ইট দিয়ে ভাঙচুর করা হয় গাড়িটি। এই ঘটনায় গ্রেপ্তার সাতজন।গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ।

30/06/2025

তৃণমূল নেত সৃজন কান্তি নাথের ব্যবস্থাপ্নায় রবীন্দ্র -,নজরুল সন্ধ্যা।

28/06/2025

বিধান নগর পৌরনিগমের 12 নাম্বার ওয়ার্ডের রথযাত্রা।

27/06/2025

ভাঙ্গড়ে ভোজের হাটে ভাটিপোতে আকরাম মোল্লার ফ্যান ক্লাবের উদ্যোগে ঘোড়া দৌড় প্রতিযোগিতা।

Address

Kolkata
700135

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khabor Akon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share