24/05/2023
সত্যি কথা
আজকাল প্রায় ৮০% মেয়ের Profile এ দেখি সবাই ব্যাঙ্গালোরে নার্সিং পড়ছে।
ভালো কিন্তু সাবধান থাকাটা খুব প্রয়োজন।
""*ব্যাঙ্গালোরে নার্সিং পড়া আসলে বাঙালির মরণফাঁদ*""
একট নতুন ট্রেন্ড হয়েছে উচ্চমাধ্যমিক পাস করেই ব্যাঙ্গালোর বা তার আশেপাশের শহর গুলোতে নার্সিং পড়তে যাওয়া! সেই প্রসঙ্গেই একটা ব্যাপার পরিষ্কার বলতে চাই। যেহেতু আমার পরিবার এর ভুক্তভোগী তাই আমি এর সব বিষয়েই জানি।
1- প্রথমত, ব্যাঙ্গালোরের ৯০ % নার্সিং কলেজের INC অ্যাপ্রোভাল নেই। ফলে ওইসব কলেজ থেকে GNM/BSC নার্সিং কমপ্লিট করে বাংলায় ফিরে আসলেও সরকারি চাকরি পাওয়া যাবে না।
🌟🌟 দ্বিতীয়ত, ওইসব কলেজে প্রাকটিক্যাল হয়না বললেই চলে ফলে বাংলার প্রাইভেট নার্সিং হোম গুলোও ওদের চাকরি দিতে চায়না,, আর বেতন তো দূরের কথা বিনে পয়সায় কাজ করবে বলে অনুরোধ করলেও কাজ দেয়না, কারণ ব্যাঙ্গালোর এর স্টুডেন্ট গুলোর প্রাকটিক্যাল জ্ঞান শূন্যের কাছাকাছি।
🌟🌟 আর ব্যাঙ্গালোরের পরিবেশ খুব খারাপ, অনেক ভালো পরিবারের ছেলে মেয়ে সেখানে গিয়ে শুধু প্রেম নয় অনেক অবৈধ সম্পর্কে লিপ্ত হয় অহরহ।
🌟🌟 এছাড়াও ওখানে পড়াশুনা করতে হয়না, পরীক্ষার সময় ৮০০০ টাকা এক্সট্রা দিতে হয়, তারপর প্রশ্নপত্র দিয়ে একজন মাস্টার বই খুলে এক এক করে উত্তর বলে দেয় আর সবাই শুনে শুনে লিখে। ফলে সারাবছর পড়াশুনা করার প্রয়োজন হয়না। প্রাকটিক্যাল এর সময় ১০০০০ টাকা দিতে হয়। এমন অনেক সময় বেআইনি ভাবে অনেক টাকা ইনস্টিটিউট গুলোকে দিতে হয়, না দিতে চাইলে নানা সমস্যার সামুক্ষীন হতে হয়। আর টাকা দিলেই নিশ্চিত পাস।।
🌟🌟 এবার আসি আরেকটা ধোঁকার খবর নিয়ে, আপনার বাড়ির আশেপাশের অনেকেই দালাল সেজে ব্যাঙ্গালোরে নার্সিং এ ভর্তি হতে বলবে, সব ব্যবস্থা ওরা করে দিবে, বলবে INC আছে, আপনাকে কর্নাটকা নার্সিং কলেজে ভর্তি করে দিবে, যেহেতু সেটার INC আছে তাই আপনি রাজি হয়ে যাবেন। আপনাকে প্রথমে কর্ণাটকা কলেজে ভর্তির একটা অরিজিনাল স্লিপ ও দিবে। আপনি কর্ণাটকা কলেজেই ক্লাস করবেন কিন্তু সে আপনাকে ভর্তি করবে কর্নাটকা গ্রুপ ও নার্সিং ইনস্টিটিউট এ, এর আন্ডারে অনেক গুলো কলেজ আছে, একটারও INC নেই। আর যখন আপনি ৬ মাস পর সেমিস্টার এর পরীক্ষা দিতে বসবেন তখন জানতে পারবেন আপনার ভর্তি অন্য কলেজে হয়েছে। তার আগে জানতেই পারবেন না। তখন টাকা গেছে সময় গেছে দালাল কথা শুনছে না, এমন পরিস্থতিতে আর কিছুই করতে পারবেন না।