দিদি

দিদি মা ,মাটি ,মানুষের জয়🙏❤️সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ🙏❤️

26/06/2025

ভাবুন ভাবা practice করুন,ধর্ম রাজনীতির বিষ থেকে দূরে থাকুন।।🙏🏼

26/06/2025

BJP এর ধর্ম রাজনীতি থেকে নিজেকে বাঁচান , যে বিষ এরা ছড়াচ্ছে তাহা বাংলার জন্য বিপদ সংকেত।।

23/06/2025

ভাবুন, ভাবা practice করুন।।

18/06/2025
বাংলা থেকে দিল্লি পর্যন্ত মানুষের জন্য, মাননীয়া সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...
18/06/2025

বাংলা থেকে দিল্লি পর্যন্ত মানুষের জন্য, মাননীয়া সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যে লড়াই করেছি আমরা, তা আজ মান্যতা পেল।

জয় বাংলা!

12/06/2025

Stunned and profoundly shocked to know of the most tragic Air India plane crash at Ahmedabad today. It is a most sad news for all of us, even while we anxiously wait for survivors details and pray for survival of all. The crash during take- off of the London- bound plane has shaken and saddened me at my core. While we do not know exact figures, media reports indicate that there were 242 passengers in the plane. I am praying to God at this moment.

চাকরিহারা ভাইবোনদের পাশে রাজ্য সরকার সর্বদা রয়েছে। আমরা চাই সবাই চাকরি ফিরে পান। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমাদের কাজ...
27/05/2025

চাকরিহারা ভাইবোনদের পাশে রাজ্য সরকার সর্বদা রয়েছে। আমরা চাই সবাই চাকরি ফিরে পান। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমাদের কাজ করতে হবে। আইন লঙ্ঘন করে কাজ করলে জটিলতার সৃষ্টি হবে। আমরা কোর্টে রিভিউ পিটিশন করেছি। আজ নবান্নের সাংবাদিক সম্মেলনে কোর্টের আইন মেনেই দুটি বিকল্প পদক্ষেপ করার সিদ্ধান্ত জানালাম। আগামী ৩০ মে, ২০২৫ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরইসঙ্গে জানালাম যে, গ্রুপ-সি এবং গ্রুপ-ডির নিয়োগের বিজ্ঞপ্তির তারিখ কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে। শিক্ষক-শিক্ষাকর্মী মিলিয়ে মোট ৪৪ হাজার ২০৩টি শূন্যপদ। সুপ্রিম কোর্টের শুনানির আগে, আগের নির্দেশ কার্যকর না করলে সবটাই বাতিল হয়ে যাবে। তাই আইন মেনে কোর্ট যে আদেশ দিয়েছে তার নোটিফিকেশন প্রকাশ করব। এছাড়াও রাজ্য সরকার যে রিভিও পিটিশন করেছে সেই রিভিউ পিটিশনের রেজাল্ট যদি ভালো হয়, তবে তা অনুসরণ করা হবে।
আজ সকলের কাছে আবেদন রেখেছি যে, কেউ নেতিবাচক প্রচার করবেন না। আমরা চাই সসম্মানে কাজ করুন, যাতে সমাজ উপকৃত হতে পারে। শিক্ষকতায় এত দিন পর্যন্ত যাঁরা চাকরি করতেন, তাঁদের জন্য বয়সের ছাড়ও দেওয়া হবে। বাতিল প্যানেলের সঙ্গে অতিরিক্ত শূন্যপদ যুক্ত করা হবে। গ্রুপ-সি এবং গ্রুপ-ডির ক্ষেত্রে শিক্ষা দপ্তর ছাড়াও অতিরিক্ত দপ্তরে তাঁদের নিয়োগের সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। নভেম্বরের মধ্যেই সম্পন্ন হবে রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া।
রাজ্যকে কালিমালিপ্ত করতে যারা অপপ্রচার করছেন তাঁদের মনে রাখতে হবে এটি স্পর্শকাতর বিষয়। নিজেদের স্বার্থ চরিতার্থে চাকরিহারা ভাইবোনদের নিয়ে রাজনীতি করবেন না। তাঁরা অর্থাৎ শিক্ষকরা সমাজের মেরুদণ্ড। পিতা মাতার পরেই তাঁরা আমাদের সমাজের শিক্ষাগুরু। ত্রিপুরা রাজ্যে ১০ হাজার শিক্ষক ছাঁটাই হওয়ার পরে তাঁদের উপর নির্মমভাবে অত্যাচার করেছিল তৎকালীন সরকার। উত্তরপ্রদেশ রাজ্যেও ৬৯ হাজার, তাঁরা কেউ সুবিচার পাননি। কারও চাকরি চলে যাক আমরা বলিনি। বাংলায় আমরা সবসময় শিক্ষকদের পাশে রয়েছি। সুবিচারের জন্য সুপ্রিম কোর্টে বারবার আবেদন করছি। রাজ্য সরকারের উপর ভরসা রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
copied.

20/05/2025

আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের মাননীয়া সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় প্রতিনিধিদলের জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মনোনীত করেছেন, যিনি বিশ্বের সামনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় অংশগ্রহণ করবেন।

যখন সারা বিশ্বের একত্রিত হয়ে সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকির মোকাবিলা করা প্রয়োজন, তখন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্ভুক্তি স্পষ্টতই দৃঢ় পদক্ষেপ।

তাঁর উপস্থিতি শুধু বাংলার সন্ত্রাসবিরোধী কঠোর অবস্থানকে তুলে ধরবে না, বরং আন্তর্জাতিক মঞ্চে ভারতের সম্মিলিত কণ্ঠকে আরও জোরদার করবে।

Address

Kolkata

Telephone

+918910491018

Website

Alerts

Be the first to know and let us send you an email when দিদি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share