15/06/2025
Kadai Paneer Recipe || কড়াই পনীর রেসিপি
আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কড়াই পনীর। একটি বিখ্যাত রেসিপি। এটি পেঁয়াজ, ক্যাপসিকাম আর পনিরের এক দুর্দান্ত যুগলবন্দী। অনেকেই হয়তো হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে এই রেসিপিটা খেতে খুব পছন্দ করেন। কিন্তু বাড়িতে ঠিক মতো বানানো হয়ে ওঠে না বা বানালেও রেস্টুরেন্টের মতো স্বাদ পাওয়া যায়না। আমাদের এই রেসিপিটি ফলো করলে আপনি খুব সহজেই রেস্টুরেন্টের মতো টেস্টি কড়াই পনীর বাড়িতেই বানাতে পারবেন। তাই দেরী না করে কোনও এক ছুটির দিনে বড়িতেই বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের কড়াই পনীর। সঙ্গে রাখুন পরোটা ,নান বা ফ্রায়েড রাইস। ধন্যবাদ।