
23/09/2025
জলমগ্ন গোটা শহর! সাবধানতা বজায় রাখুন!
মাত্র পাঁচ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৩৩২ মিলি মিটার। এবং আরো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শহরের একাধিক রাস্তা জলমগ্ন। টালিগঞ্জ, গড়িয়া এবং শহরের অন্যান্য জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা*রা গেছেন বহু মানুষ। তাই যতটা দরকার আজকে অন্তত বাড়িতেই থাকুন এবং দরকার ছাড়া রাস্তায় বেরোবেন না। অনেক এলাকাতেই বিদ্যুৎ বিচ্ছন্ন আছে। বইপাড়া আজ জলের তলায়। সব থেকে বেশি চিন্তা যারা ডেলিভারি সার্ভিস-এ আছে। তারা সাবধানতা বজায় রাখুন। আগে নিজের জীবন। আর পোষ্যদের জন্যে পারলে একটু খাবারের ব্যবস্থা করে দিন বা বাড়ির সামনে কোনো শুকনো জায়গা থাকলে, তাদের থাকার ব্যবস্থা করুন।