ˢᵘᵏʰᵉ ᵈᵘᵏʰᵉ ᵐⁱˢʰᵗⁱ ᵐᵘᵏʰᵉমিঠাই

  • Home
  • ˢᵘᵏʰᵉ ᵈᵘᵏʰᵉ ᵐⁱˢʰᵗⁱ ᵐᵘᵏʰᵉমিঠাই

ˢᵘᵏʰᵉ ᵈᵘᵏʰᵉ ᵐⁱˢʰᵗⁱ ᵐᵘᵏʰᵉমিঠাই Ajab Prem Ki Ghazab Kahani🦋
I Hate Sweets To I Love You Mithai❤️
The Journey_04.01.2021-09.06.2023🍁

ঘরে শ্রী নীপাকে শান্ত করার চেষ্টা করছে..সে সময়ে মিঠাই আর স্যান্ডি ঘরে আসে..শ্রী নীপা ওরা যাই বলুক..মিঠাই কিন্তু সিদ্ধার...
18/11/2023

ঘরে শ্রী নীপাকে শান্ত করার চেষ্টা করছে..সে সময়ে মিঠাই আর স্যান্ডি ঘরে আসে..
শ্রী নীপা ওরা যাই বলুক..মিঠাই কিন্তু সিদ্ধার্থকেই দায়ী করছে আজকের ঘটনার জন্য..আর তাকে উদ্দেশ্য করে খোঁচা মেরে কিছু কথা বলছে..
কেউ না বুঝুক স্যান্ডি ঠিকই মিঠাই কে সাবধান করে..এই খোঁচা মারা কথা গুলো যদি সিদ্ধার্থর কানে যায় তাহলে আরেক চোট শুরু হবে..একচোট তো সকালবেলা ফোনে ফোনেই হয়ে গেছে..
মিঠাই আবার খোঁচা দিয়ে কথা বলা শুরু করে..আর ঠিক সেই সময়ে সিদ্ধার্থ সেই ঘরের সামনে দিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছিল..মিঠাইয়ের কথা শুনে সে রেগে গিয়ে সেখানে দাঁড়িয়ে পড়ে..
আর সেই মুহূর্তেই মিঠাই কথা বলতে বলতে পিছনে ঘুরতেই সিদ্ধার্থর রাগি মুখ টা দেখে থমকে যায়..
তারপরের মুহূর্তেই একটা ছুতো দিয়ে সেই ঘর থেকে বেড়িয়ে যেতে চায়..কিন্তু মিঠাই বেরোনোর আগেই সিদ্ধার্থ তাকে আটকে দেয়...

সিদ্ধার্থ স্পষ্ট করে কিছু না বলে গেলেও কাকাই ঠিকই বলেন.. সিদ্ধার্থর কথায় চিরে ভেজেনি...কাকিমা কিছুতেই মানতে চায়না সুস্...
18/11/2023

সিদ্ধার্থ স্পষ্ট করে কিছু না বলে গেলেও কাকাই ঠিকই বলেন.. সিদ্ধার্থর কথায় চিরে ভেজেনি...
কাকিমা কিছুতেই মানতে চায়না সুস্মিতা এমনটা করবে..
সে পিপি কে বলে রাজিব কে একবার ফোন করে খবর নিতে..
ওদিকে শ্রী দেখে নীপা ভেঙে পড়ছে আবার..সে নীপাকে ভুলিয়ে ভালিয়ে সেলফি তোলার জন্য মানানোর চেষ্টা করতে থাকে..
তবে নীপা ভালই বুঝতে পেরেছে রাতুলের মায়ের রাগ পড়েনি..
সে কষ্ট পেয়ে ওপরে চলে যায় ছুটে পিছনে শ্রীও যায়..
মিঠাই দাদুকে বলে কাজের কাজ কিছুই হয়নি বুঝলে..আমরা তো ফোন করেছিলাম..
আমি তো বলেছিলাম তোমার নাতি একা গিয়ে কিছু করতে পারবেনা..মিঠাই ইস্টুপিড কিনা কেউই তো মিঠাই এর কথা শোনেনা..এখন দেখো নীপা দিদি আবার কান্নাকাটি শুরু করলো..

মিঠাই ইশারা করে দাদুকে সিদ্ধার্থের দিকে তাকাতে বলে...সবাই দেখে সিদ্ধার্থ এসে গেছে..কাকি, কাকাই  সিদ্ধার্থ কে জিজ্ঞাসা কর...
18/11/2023

মিঠাই ইশারা করে দাদুকে সিদ্ধার্থের দিকে তাকাতে বলে...
সবাই দেখে সিদ্ধার্থ এসে গেছে..
কাকি, কাকাই সিদ্ধার্থ কে জিজ্ঞাসা করে ও বাড়িতে কি হলো..সুস্মিতা কি বলল..
নীপা ছুটে গিয়ে তার দাদাভাই কে জিজ্ঞাসা করে সুস্মিতা খুব রেগে আছে কিনা..উনি কিছু বলেছেন কিনা..
সবাই তখন উদ্বেগে ভুগছে..
তবে সিদ্ধার্থ ধীরস্থির ভাবে নীপাকে বলে,"তুই চিন্তা করিস না নীপা..আমার জন্য তোর কখনো কোনো ক্ষতি হবেনা.."
একথা বলে সিদ্ধার্থ ওপরে চলে যায়..

সন্দীপ কে বকা না খেতে দেবে বলে মিঠাই মুখ বুঝে অতগুলো অপমান সহ্য করলো..দাদাই মিঠাই কে বলে তাকে সিদ্ধার্থর যোগ্য হয়ে উঠতে...
14/11/2023

সন্দীপ কে বকা না খেতে দেবে বলে মিঠাই মুখ বুঝে অতগুলো অপমান সহ্য করলো..
দাদাই মিঠাই কে বলে তাকে সিদ্ধার্থর যোগ্য হয়ে উঠতেই হবে..যাতে কেউ কখনো তাকে অপমান করতে না পারে..
মিঠাই কে কথা দিতে হবে যে সে দাদাই,ঠাম্মা আর এবাড়ির সকলে যারা তাকে ভালোবাসে সেই সকলের জন্য মিঠাই সিদ্ধার্থের যোগ্য হয়ে উঠবে...

কথায় কথায় পিপি কাল রাতে মিঠাইয়ের সিদ্ধার্থ কে message করার কথাটা উত্থাপন করে...সমরেশ বাবু তো মিঠাই কে অনেক বকাঝকা করে...
14/11/2023

কথায় কথায় পিপি কাল রাতে মিঠাইয়ের সিদ্ধার্থ কে message করার কথাটা উত্থাপন করে...সমরেশ বাবু তো মিঠাই কে অনেক বকাঝকা করেছে সেই জন্য..অথচ দেখো তোর্সাই সত্যিকারের দায়ী ওই জঘন্য ঘটনার জন্য...
মিঠাই পিপি কে থামিয়ে দিতে চায়..
দাদাই তো ওই ঘটনার সময় ছিলেন না..
তানাহলে তিনি বলতেন...মিঠাই নয় বরং তিনি নিজেই স্যান্ডি কে দিয়ে মিঠাইয়ের ফোন থেকে সিদ্ধার্থ কে message করতে বলেছিল..
সবার অবাক হওয়াটাই স্বাভাবিক..সাথে সিদ্ধার্থও অনেকটাই অবাক হয়..
তারপর সন্দীপ আরও পরিষ্কার করে বলে যে সিদ্ধার্থ রেগে গেলেও বাড়ি ফিরে আসবে তাড়াতাড়ি সেই কথা ভেবেই..সে মিঠাই এর ফোন থেকে message গুলো করেছিল..
কিন্তু শ্রী তো সে সময়ে ছিলো আর সে সমস্ত ঘটনা জানা সত্ত্বেও কেনো বড়বাবুর সামনে সবটা পরিষ্কার করেনি..
শ্রী বলে মিঠাই তাকে বারন করেছিল সত্যিটা বলতে..

পিপি নিচে নেমে আসে মিঠাই কে সবটা জানানোর জন্য,শ্রী পিপি কে সামলাতে পারেনি...পিপির গলার আওয়াজ পেয়েই ঠাম্মা তাকে বলে দোধ...
08/11/2023

পিপি নিচে নেমে আসে মিঠাই কে সবটা জানানোর জন্য,শ্রী পিপি কে সামলাতে পারেনি...
পিপির গলার আওয়াজ পেয়েই ঠাম্মা তাকে বলে দোধিকর্মার আয়োজন শুরু করতে তবে তার আগেই পিপি মিঠাই কে রান্নাঘর থেকে ডেকে সকলের সামনে থেকে টেনে নিয়ে গিয়ে মা সরস্বতীর সামনে দাড় করায়..
আর প্রতিজ্ঞা করতে বলে পড়াশোনা শিখে সিদ্ধার্থের যোগ্য হওয়ার..
দাদাই পিপি কে বাধা দেন,জানতে চান কি হয়েছে...
শ্রী পিপি কে শান্ত হতে বলে,বারণ করে মিঠাইয়ের সামনে সবকিছু বলতে..
তবে পিপি সকলের সামনেই দাদাই কে জানায়, তোর্সা কাল রাতের ঘটনা গুলো ইচ্ছে করে ঘটিয়েছে..তোর্সা নিজে মুখে বলেছে..
এই সময় সিদ্ধার্থ বাড়িতে ঢোকে..
পিপি আরও বলে,যে তোর্সা ওদের দুজনকে একসাথে সহ্য করতে পারে না.. স্বামী স্ত্রী হিসেবে ওরা পাশাপাশি দাড়াবে সুস্মিতার সামনে এই দৃশ্য যাতে ওকে সহ্য করতে না হয় তাই তোর্সা সিদ্ধার্থ কে বাধ্য করেছে ড্রিংক করতে..

পিপি ব্রেকফাস্ট নিয়ে ঘরে ঢুকতেই দেখতে এবং শুনতে পায় তোর্সা কিভাবে কাল রাতে সিদ্ধার্থর ওপর প্রভাব খাটিয়েছিল..তোর্সা ঠি...
08/11/2023

পিপি ব্রেকফাস্ট নিয়ে ঘরে ঢুকতেই দেখতে এবং শুনতে পায় তোর্সা কিভাবে কাল রাতে সিদ্ধার্থর ওপর প্রভাব খাটিয়েছিল..
তোর্সা ঠিক সেই সময়ে পিছনে ঘুরতেই দেখতে পায় পিপি আর শ্রী কে..
মুহূর্তেই তোর্সা চুপ হয়ে যায়..
ফোন টা তার থেকে কেরে নেয় পিপি..
রেবতীর সাথে একটা ছোটখাটো কথা কাটাকাটির সৃষ্টি হয়..
রেবতী স্পষ্ট জানায় সমরেশ বাবু তাদের বাড়িতে গিয়েছিলেন তোর্সার কাছে সাহায্য চাইতে..মিঠাই আর সিদ্ধার্থের ডিভোর্স এর ব্যপারে..
উনি চাইছেন সিদ্ধার্থ আর মিঠাইয়ের ডিভোর্স টা হয়ে যাক..
আর সিদ্ধার্থ কে একজন বন্ধু হিসেবে happy দেখতে চায় টেস..তাই..
আর একটা সম্পর্ক ভাঙলে যদি একটা মানুষ happy থাকতে পারে তাহলে তা করাই যায়..
মিঠাইয়ের সাথে তো সিদ্ধার্থ কখনোই happy থাকবেনা,হতেই পারেনা..
পিপি রেবতী কে বলে আপনিও নিশ্চই চাইছেন সিদ্ধার্থের ডিভোর্স টা হয়ে যাক,তাহলেই তো নিজের মেয়ের সাথে আপনি সিডের বিয়েটা দিতে পারবেন..
একটা সংসার ভেঙে কিন্তু আরেকটা সংসার সুখের হতে পারেনা..কখনোই,
আপনি একজন উকিল আপনার মতো গুছিয়ে কথা আমি বলতে পারিনা..
মিঠাই আর সিদ্ধার্থর মাঝে আসবেন না..
মিঠাইয়ের সাথে এই অন্যায় টা করবেন না আর একটা বিবাহের সম্পর্ক ভাঙার আগে দুবার ভেবে দেখবেন..
পিপি কথাগুলো বলার সময় ভীষণ উত্তেজিত ভাবে আবেগী হয়ে পড়েছিল তাই শ্রী তাকে টেনে তোর্সার ঘরের বাইরে নিয়ে যায়...

পিপি, শ্রী এর সাথে ঘর থেকে বেরিয়ে ব্যালকনিতে এসে বলে সিদ্ধার্থ ওই বাড়ি থেকে বেরিয়ে পড়েছে..আর কোনো কাজও হয়নি..তোরা ভ...
08/11/2023

পিপি, শ্রী এর সাথে ঘর থেকে বেরিয়ে ব্যালকনিতে এসে বলে সিদ্ধার্থ ওই বাড়ি থেকে বেরিয়ে পড়েছে..আর কোনো কাজও হয়নি..তোরা ভিডিও কল এ দেখেছিস
সবটার জন্য তোর্সাই দায়ী,কাল রাতে ইচ্ছা করে ও সিদ্ধার্থ কে আটকে রেখেছিল..
শ্রী বলে,তোর্সা দি যতদিন এই বাড়িতে থাকবে ততদিন এই ঝামেলা চলতেই থাকবে,এর solution টা কি বলতে পারো পিপি,একটা মানুষ কতটা নির্লজ্জ হলে এতটা নিচে নামতে পারে..
এর মধ্যেই শ্রী এর চোখে পরে মিঠাই ব্রেকফাস্ট নিয়ে ওপরে আসছে..
সে পিপি কে বলে,মিঠাই কে দেখো এতকিছুর পরেও তোর্সা দির জন্য breakfast নিয়ে যাচ্ছে..
পিপি সাথেসাথে মিঠাই কে গিয়ে আটকায়..সে মিঠাই কে বলে,লক্ষ্মীর মা কোথায় তুই কেনো এসব করছিস..?
মিঠাই বলে লক্ষ্মীর মা তো বাসন মাজছে,একটু পরেই তো দধিকর্মা..তাই আমি খাবারটা নিয়ে যাচ্ছিলাম..নাহলে দেরি হলে বড়বাবু বলবে বাড়ির গেষ্ট এর যত্নআত্তি হয় না আর ঝামেলা শুরু..আমার বাপু ভালো লাগেনা এতো অশান্তি..
যখন প্রথমবার এ বাড়িতে এসেছিলাম কত্ত হইচই কত মজা,মনে হয়েছিল গোপাল আমাকে এক্কেবারে ঠিক জায়গায় এনে ফেলেছে,কিন্তু তারপর সব যেনো কেমন একটা হয়ে গেলো..
সব আমার জন্য..গোপাল যে কেনো এরকম ঘটালো কে জানে...
পিপি জোর করে মিঠাই এর হাত থেকে খাবারটা নিয়ে নেয় তোর্সা কে দেবে বলে..মিঠাই গেলে তো আবার ওকে পাঁচ কথা শোনাবে তোর্সা যেটা তার ভালো লাগবেনা..
তাই পিপি শ্রী কে নিয়ে খাবারটা তোর্সার ঘরে দিতে যায়..
মিঠাই বলে,গোপাল তুমি আমাকে এত ভালোবাসো , পিপি শ্রীতমা দিদি কত ভাবে মিঠাইয়ের সন্মানের কথা,মিঠাই যেনো এইবারির হাসিটা ফিরিয়ে আনতে পারে ,গোপাল যেনো তাকে এইটুকু হেলেপ করে..

ওদিকে সকাল সকাল তোর্সা তার মা কে ফোন করে বলে যে মনোহরায় সে ভালো নেই কারণ সে যেমনটা ভেবেছিল সেরকম কিছুই হয়নি..কাল রাতে ...
08/11/2023

ওদিকে সকাল সকাল তোর্সা তার মা কে ফোন করে বলে যে মনোহরায় সে ভালো নেই কারণ সে যেমনটা ভেবেছিল সেরকম কিছুই হয়নি..
কাল রাতে সরস্বতী পূজো ছিলো আর নীপার হবু শাশুড়ি এসেছিলেন সিদ্ধার্থ আর মিঠাই কে একসাথে আশীর্বাদ করতে..
সিদ্ধার্থ আর মিঠাই একসাথে couple হিসেবে প্রণাম করবে..নীপার হবু শাশুড়ি ওদের একসাথে আশীর্বাদ করবে..এইসব সে নিজের চোখে দেখবে..? সহ্য করবে?
তোর্সা তার মা কে জানায় এমনটা সে হতে দেয়নি..
রেবতী আন্দাজ করে তোর্সা কে বলে, তুমি নিশ্চই কায়দা করে সিড কে অন্য কোথাও সরিয়ে নিয়ে গিয়েছিলে..

মিত্র বাড়ির দুই ভাই এর তরফ থেকে মনোহরার মিঠাই আর দুই ভাই বোনের কাছে খবর যায় সিদ্ধার্থ কে সুস্মিতা কামান দেগেছে.. পরিস্...
01/10/2023

মিত্র বাড়ির দুই ভাই এর তরফ থেকে মনোহরার মিঠাই আর দুই ভাই বোনের কাছে খবর যায় সিদ্ধার্থ কে সুস্মিতা কামান দেগেছে.. পরিস্থিতি সামাল দেয়া যায়নি..
মিঠাই ও পাল্টা জানায় সে বলেছিল তাকে সঙ্গে করে নিয়ে যেতে কিন্তু কি আর করা যাবে উচ্ছে বাবু কিনা মিষ্টি ব্যাপারটাই বোঝেনা..
ইতিমধ্যেই সিদ্ধার্থ মিত্র বাড়ির সেই নির্দিষ্ট ঘরে পৌঁছায় যেখানে হল্লা পার্টি খবর আদান প্রদান করছিলো ফোনে ফোনে..আর ফোন ছিলো speaker এ যেখান থেকে মিঠাই এর গলার শব্দই আসছিল..
ফোন কেড়ে নিয়ে সিদ্ধার্থ মিঠাই কে বলে সকাল থেকে তোমায় কিছু বলিনি বলে..ভেবোনা কিছু বলবোনা..
স্যান্ডি তাকে কিছু বলতে গেলে সিদ্ধার্থ তাদের বাজে কৌতূহল দেখাতে বারণ করে....
ফোন কেটে যায় দু তরফ থেকেই..
মিঠাই নিচে নিজের কাজ করতে যাওয়ার আগে বলে উচ্ছে বাবু কাজের কাজ কিছুই করতে পারেনি শুধু শুধু নিজের রাগ টা মিঠাইয়ের ওপর ফলালো..

মনোহরা থেকে মিঠাই রাতুল কে ফোন করে ওদিককার খবর নেওয়ার সিদ্ধান্ত নেয়... জয় গোপাল বলে ফোন করে ফেলে রাতুল কে...অন্যদিকে ...
16/09/2023

মনোহরা থেকে মিঠাই রাতুল কে ফোন করে ওদিককার খবর নেওয়ার সিদ্ধান্ত নেয়... জয় গোপাল বলে ফোন করে ফেলে রাতুল কে...
অন্যদিকে tension এ নীপা নিচে চলে যায় স্বরস্বতী ঠাকুরের সাথে selfie তোলার জন্য..তার এতো tension নিতে আর ভালো লাগছেনা..

সুস্মিতা সিদ্ধার্থ কে সাফ জানায় যদি সিদ্ধার্থ নীপা আর রাতুলের বিয়েটা না ভাঙার কথা বলতে এসে থাকে তাহলে তার কথাটা সুস্মি...
16/09/2023

সুস্মিতা সিদ্ধার্থ কে সাফ জানায় যদি সিদ্ধার্থ নীপা আর রাতুলের বিয়েটা না ভাঙার কথা বলতে এসে থাকে তাহলে তার কথাটা সুস্মিতার পক্ষে রাখা সম্ভব নয়..
অন্যদিকে সিদ্ধার্থ কালকের ঘটনার জন্য সুস্মিতা কে sorry বললেও সুস্মিতা নিজের সিদ্ধান্তে অনড় থাকে..তাতে অনিমেষ বাবু আর রাজিব দা মিলে সুস্মিতার মন ঘোরানোর চেষ্টা করতে থাকে..
রাতুল সবার সামনে থেকে উঠে চলে যায়..পিছনে রাজীব ও যায়..
সুস্মিতার সমস্যাটা এটা নয় যে সিদ্ধার্থ drunk অবস্থায় বাড়ি ফিরেছে..সমস্যাটা হলো তোর্সার সাথে কেনো আসলো..
সিদ্ধার্থ যখন নীপার চিন্তায় চিন্তিত তখন সুস্মিতা তাকে মনে করিয়ে দেয় রাতুলের সাথে নীপার বিয়ে ভাঙায় নীপা যা না দুঃখ পেয়েছে তার থেকে বেশি দুঃখ মিঠাই পেয়েছে সিদ্ধার্থর আচরণে...
তবে সিদ্ধার্থ বিরোধিতা করে বলে,মিঠাই মনোহরায় ভালো আছে..ওর কোনো সমস্যা নেই...সুস্মিতা জিজ্ঞাসা করে নিতেই পারে মিঠাই কে..
সুস্মিতা সহমত পোষণ করে বলে, তবে তাই হোক..মিঠাই কে নিয়ে সিদ্ধার্থ কে আগামীকাল মিত্র বাড়িতে আসতে হবে..সে মিঠাই কে জিজ্ঞাসা করে দেখবে মিঠাই আদতেই কতটা ভালো আছে আর তার ওপরই রাতুল আর নীপার বিয়েটা নির্ভরশীল..

Address


Alerts

Be the first to know and let us send you an email when ˢᵘᵏʰᵉ ᵈᵘᵏʰᵉ ᵐⁱˢʰᵗⁱ ᵐᵘᵏʰᵉমিঠাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share