LF Books India

LF Books India Felicitated by India Post for outreach.

LF Books India is a bilingual (English & Bengali) publisher of experimental literature—known for works on Subimal Mishra, Kamalkumar Majumdar, and the suspense series Shihoron & annual Suspense Barshiki.

04/08/2025

🔍📘 প্রকাশিত হল — সাসপেন্স বার্ষিকী ৫!
সব বয়সের পাঠকদের জন্য একমাত্র রহস্য-রোমাঞ্চ ৫ম বর্ষ সংখ্যা!
রহস্য, থ্রিলার আর চমকে ভরা একগুচ্ছ লেখা — শুধুই পাঠকের জন্য! 💥

📍 প্রাপ্তিস্থান:
📌 এলএফ বুকস ইন্ডিয়া আউটলেট – সাহা বুক স্টল (জয়ন্ত সাহা)
📍 (১ নম্বর সূর্য সেন স্ট্রিটের বিপরীতে)

🌐 অর্ডার অনলাইনে:
👉 lfbooksindia.com

📦 ম্যাগাজিন ডিস্ট্রিবিউটররা:
📌 রবি সাহা (ডেকার্স লেন)
📌 পাতিরাম (কলেজ স্ট্রিট)
📌 শ্যামল বুক স্টল (টেমার লেন)
📌 পারশ কেশরী (আসানসোল)

📚 কলেজ স্ট্রিটে বুক ডিস্ট্রিবিউটর:
দে বুক স্টোর (দীপু দা), দে’জ (চিরঞ্জিত), জানকী বুক ডিপো, অভিযান বুক ক্যাফে, গল্পগুচ্ছ, বইবন্ধু পাবলিশার্স, দাস বুক স্টল, অরণ্যমন, বুক ফ্রেন্ড, শব্দ প্রকাশন, প্ল্যাটফর্ম, ব্লিজ, ধ্যানবিন্দু, প্রণব বুকস ও অন্যান্য।

🛒 অনলাইন বুক সেলার:
রিড বেঙ্গলি বুকস, বুক টক, স্মেল অফ বুকস, বই বিশ্ব ডট ইন, বুক লুক, ওপারের বই, প্রিয় গ্রন্থ দ্বীপ, কলকাতা বুক সেলফ, বই সোপান, কেতাবি, বিবলিওফাইল বুক স্টোর, ভেস্ট পকেট, বই হাট, বই পিয়ন, নির্মল সাঁতরা, বইওয়ালা এক্সপ্রেস, বই ভূত, চক্রবর্তী বুক স্টল, অনিকেত বই মহল, ধাত্রী অনলাইন বুক শপ, কথক (বারাসত)

🌍 বাংলাদেশে পাওয়া যাচ্ছে:
বাতিঘর, রকমারি ডটকম, তক্ষশীলা, অক্ষর, সাজাহান বুকস, প্রথমা, বুক চয়েস, বিশ্বসাহিত্য, এক্স ওয়াই জেড, ইন্দো-বাংলা বুক শপ ও আরও।

📣 এবার রহস্য, উত্তেজনা আর চমকে ভরপুর এক পাঠ-অভিজ্ঞতা!
আজই সংগ্রহ করুন!

 #শিহরন_৪।  #প্রমোশন_৩২।🪄 জাদুকর সত্যচরণ এবং মাতঙ্গীর প্রসাদ✍️ হিমাদ্রিকিশোর দাশগুপ্তভোরবেলা হাঁটতে বেরিয়ে চন্দনের হঠাৎ ...
03/08/2025

#শিহরন_৪। #প্রমোশন_৩২।

🪄 জাদুকর সত্যচরণ এবং মাতঙ্গীর প্রসাদ
✍️ হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

ভোরবেলা হাঁটতে বেরিয়ে চন্দনের হঠাৎ দেখা সেই পুরনো জাদুকর সত্যচরণের সঙ্গে। পুরোনো পোশাকে, পুরোনো অভ্যেসে, কিন্তু আজ তাঁর চোখে এক নতুন আলো। এক অদ্ভুত সাদা ভেড়া যেন বারবার টেনে আনছে তাঁর অতীতকে। আর চায়না টাউনের এক গা-ছমছমে রেস্তোরাঁয় মুখোমুখি বসে চন্দন জানতে পারল—সত্যচরণ কেন কোনওদিন ভেড়ার মাংস খান না।

এই কি নিছকই এক ভোরবেলার পুনর্মিলন? না কি এই গল্পের গায়ে জড়িয়ে আছে অতীতের কোনো অদ্ভুত, অলৌকিক, অশরীরী অধ্যায়?

📖 পড়ুন জাদুকর সত্যচরণ এবং মাতঙ্গীর প্রসাদ – এক অসম্ভবকেও সম্ভব করে তোলা রোমাঞ্চে মোড়া জীবন-গাথা।

#হিমাদ্রিকিশোর #ভেড়ারস্বপ্ন #রহস্যগল্প



📚 LF Books-এর ২০২৫ বর্ষসংখ্যার প্রি-বুকিং চলছে!

📖 সাসপেন্স বার্ষিকী ৫ (৪ আগস্ট)
📖 শিহরন ৪ (৭ আগস্ট)

🔗 এখনই বুক করুন:
👉 https://lfbooksindia.com/prebooking-2025/

📞 WhatsApp অর্ডারের জন্য পিং করুন:
👉 9073872878

03/08/2025
03/08/2025

‘সাসপেন্স বার্ষিকী ৫’: বড়োগল্প/নভলেট
সম্পাদক : অনিন্দ্য ভুক্ত

স্বনামধন্য লেখকদের নির্বাচিত নভলেট—জটিল গল্প-জালে হারিয়ে যেতে প্রস্তুত তো?
এই সংখ্যার পাতা উল্টালেই পাবেন অজানা রহস্য, শিউরে ওঠা ভৌতিক গল্প এবং শ্বাসরুদ্ধকর সাসপেন্স—প্রতিটি গল্পে নতুন টানাপোড়েন, নতুন মোড়।

#সাসপেন্সবার্ষিকী২০২৫
#অনিন্দ্যভুক্ত
#রহস্যগল্প
#ভৌতিকগল্প
#নভলেট
#বড়োগল্প


#বাংলালিতেরাতুরে

#গল্পেরগহিন
#পাঠকেরজন্য

 #শিহরন_৪।  #প্রমোশন_৩১।🕯️ বেসিল নেদারবি✍️ এ সি বেনসন | অনুবাদ: অভিষ্যন্দা লাহিড়ী দেব"ভিভয়েন এই চিঠিটা তোমার কাছে নিয়ে য...
02/08/2025

#শিহরন_৪। #প্রমোশন_৩১।

🕯️ বেসিল নেদারবি
✍️ এ সি বেনসন | অনুবাদ: অভিষ্যন্দা লাহিড়ী দেব

"ভিভয়েন এই চিঠিটা তোমার কাছে নিয়ে যাবে... তুমি এস, আর মনে রেখো, আমি কিন্তু তোমায় ডাকিনি, তুমি এমনিই এসেছো।"

এক পাদরির হাতে অদ্ভুতভাবে পৌঁছনো একটি চিঠি...
এক বন্ধুর আকস্মিক আর্তি, যা চিঠির এক কোণে আঁকা ‘হোলি ক্রশ’-এর থেকেও ভয়ংকর সংকেত হয়ে ওঠে...

এই গল্পে সংগীত, নিঃসঙ্গতা, আর এক অজানা আতঙ্ক ছায়ার মতো ঘিরে ধরে পাঠককে।

📩 আপনি কি সাহস করবেন ট্রেহেল–এ পা রাখতে?



 #সাসপেন্স_বার্ষিকী_৫।  #প্রমোশন_৩১🧠 অংশুলা দাশগুপ্তর “সাইকোপ্যাথি”কেন সিরিয়াল কিলারদের গল্প আমাদের এত টানে?মস্তিষ্কের ‘...
01/08/2025

#সাসপেন্স_বার্ষিকী_৫। #প্রমোশন_৩১

🧠 অংশুলা দাশগুপ্তর “সাইকোপ্যাথি”

কেন সিরিয়াল কিলারদের গল্প আমাদের এত টানে?
মস্তিষ্কের ‘নভেল্টি বায়াস’, আবেগহীন আকর্ষণ আর গোপন শ্যাডো সেলফ—সব মিলিয়ে এর উত্তর লুকিয়ে আছে সাইকোলজির অদ্ভুত জগতে।

👉 পড়ুন এই বৈজ্ঞানিক ফিচারধর্মী লেখা, যেখানে অপরাধ নয়, আলোচনায় মানুষের মন।



 #সাসপেন্স_বার্ষিকী_৫।  #প্রমোশন_৩০ 🐟 🦴 আবীর গুপ্তর “মাছ-মল জীবাশ্ম রহস্য”ফসিল মানেই হাড়–খুলি? নাহ! কোটি বছরের পুরোনো ইত...
01/08/2025

#সাসপেন্স_বার্ষিকী_৫। #প্রমোশন_৩০

🐟 🦴 আবীর গুপ্তর “মাছ-মল জীবাশ্ম রহস্য”
ফসিল মানেই হাড়–খুলি? নাহ! কোটি বছরের পুরোনো ইতিহাস লুকিয়ে থাকতে পারে মলের জীবাশ্মেও।
প্রাগৈতিহাসিক মাছ ও হাঙরের কপ্রোলাইট থেকে উঠে আসে বিস্ময়কর বৈজ্ঞানিক তথ্য—খাদ্যাভ্যাস, পরিবেশ আর জীবনের লুকোনো ক্লু।

👉 পড়ুন এক অভিনব সায়েন্স ফিচার, যেখানে রহস্য মিলেছে জীবাশ্মবিদ্যার সঙ্গে।



📢 গুরুত্বপূর্ণ ঘোষণা – লেখক/লেখিকাদের জন্য১ আগস্ট ২০২৫ থেকে LF Books India-র গ্রন্থ পরিকল্পনার (যেমন শিহরন, সাসপেন্স ইত্...
01/08/2025

📢 গুরুত্বপূর্ণ ঘোষণা – লেখক/লেখিকাদের জন্য

১ আগস্ট ২০২৫ থেকে LF Books India-র গ্রন্থ পরিকল্পনার (যেমন শিহরন, সাসপেন্স ইত্যাদি) জন্য প্রেরিত যেকোনো পাণ্ডুলিপির সঙ্গে নিম্নলিখিত তথ্যগুলি অবশ্যই সংযুক্ত করতে হবে:

✅ লেখক/লেখিকার ফোন নম্বর
✅ সম্পূর্ণ ঠিকানা (ইংরেজিতে লেখা)
✅ ছবি-সহ সংক্ষিপ্ত পরিচিতি (জন্মতারিখ ও পেশা উল্লেখ করতে হবে)

🔴 পূর্ব প্রকাশিত বিজ্ঞপ্তিগুলিতে বার বার বলা সত্ত্বেও এখনও অনেকেই প্রয়োজনীয় তথ্য, যেমন সম্পূর্ণ ঠিকানা, ফোন নম্বর বা পরিচিতি, যথাযথভাবে পাঠাচ্ছেন না। তাই এই নিয়ম সকলের ক্ষেত্রেই বাধ্যতামূলকভাবে প্রযোজ্য হবে।
উল্লিখিত তথ্য না থাকলে পাঠানো পাণ্ডুলিপি মনোনয়নের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে না এবং তা বাতিল বলে গণ্য হবে।

👉 বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটের “Publish With Us” বিভাগ অথবা হোয়াটসঅ্যাপ করুন: ৯০৭৩৮৭২৮৭৮

📚 LF Books India – লেখার পাশে, লেখকের পাশে।

31/07/2025

সাসপেন্স বার্ষিকী ৫ : উপন্যাস
রহস্য, থ্রিল আর অপ্রত্যাশিত মোড় —
এবারের উপন্যাসে জমে উঠেছে সাসপেন্সের আসর!

#সাসপেন্সবার্ষিকী


#বাংলা_উপন্যাস


#রহস্যউপন্যাস



#সাসপেন্স_উপন্যাস


#পাঠকেরজন্য



 #শিহরন_৪।  #প্রমোশন_৩০।🕯️ দেবী✍️ অভীক দাস১৯৭০ সালের অবিভক্ত দিনাজপুর। কৃষ্ণকালী মন্দিরের পুরোহিত ঘোষাল ঠাকুর ও তাঁর মেয়...
31/07/2025

#শিহরন_৪। #প্রমোশন_৩০।

🕯️ দেবী
✍️ অভীক দাস

১৯৭০ সালের অবিভক্ত দিনাজপুর। কৃষ্ণকালী মন্দিরের পুরোহিত ঘোষাল ঠাকুর ও তাঁর মেয়ে ‘দেবী’। কথা বলতে না পারা, কিন্তু চঞ্চল ষষ্ঠ ইন্দ্রিয়সম্পন্ন দেবীর মধ্যে কি সত্যিই লুকিয়ে ছিল কোনও দেবীসত্তা?

এক আষাঢ় অমাবস্যা রাতে ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনার প্রেক্ষিতে তৈরি হয় এক গভীর গোপন ইতিহাস… আর পাঁচ বছর পর সেই ইতিহাসই যেন ফিরে আসে প্রতিশোধের দাবিতে!

💀 মূর্তি ডাকাতি,
🔥 চণ্ডীকালিকা মন্দিরের অগ্নিদাহ,
👻 অতীতের পাপের ছায়ায় বর্তমানের পুনর্জন্ম।

ভয়, রহস্য আর অলৌকিকতায় মোড়া এক রুদ্ধশ্বাস উপাখ্যান— ‘দেবী’।

📖 পড়ুন শিহরন ২০২৫।

#অলৌকিক #বাংলাগল্প

 #শিহরন_৪।  #প্রমোশন_২৯।📚 কৃষ্ণপুরের কৃষ্ণধন✍️ বিপ্লব নসিপুরী"রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি সত্যিই ভারতের একমাত্র সরকারি...
30/07/2025

#শিহরন_৪। #প্রমোশন_২৯।

📚 কৃষ্ণপুরের কৃষ্ণধন
✍️ বিপ্লব নসিপুরী

"রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি সত্যিই ভারতের একমাত্র সরকারি ব্যাংক? আর বিশ্বব্যাংকের সঙ্গে জগৎশেঠের কী সম্পর্ক?"

কলকাতার এক শান্ত অ্যাপার্টমেন্টে চায়ের কাপ ঘিরে শুরু হয়েছিল নিস্পৃহ এক আলোচনামাত্র। কিন্তু আলোচনার সূত্র ধরে খুলে গেল ইতিহাসের এক বিস্মৃত দরজা। এক অজানা গ্রামের দিকে পা বাড়াল অনিমেষ ও দীপ্ত। সেখানে আছে এক শতবর্ষীয় পুজো, এক প্রাচীন পরিবার, আর কিছু অলৌকিক রহস্য...

🕵️‍♂️ যদি ব্যাংকের হিসেব থেকে ইতিহাসের ধুলো ঝেড়ে, রহস্যের আঁধারে একবার ডুব দিতে চাও—তবে এই গল্প তোমার জন্যই।

#বাংলা_গল্প #রহস্য_রোমাঞ্চ #বিপ্লবনসিপুরী #বাংলাসাহিত্য

Address

Opp Of 1 Surya Sen Street
Kolkata
700073

Alerts

Be the first to know and let us send you an email when LF Books India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to LF Books India:

Share

Category