
22/05/2024
হয়তো এই বারই তার শেষ আইপিএল... কিন্তু মানুষটা ছিল অন্যরকম আজ তার ছেড়ে যাওয়াতে এত কেনো কান্না মানুষের..? হয়তো সে সাধারণ একটা মানুষ কিন্তু তার সাধারণের মধ্যেই অসাধারণ কিছু লুকিয়ে আছে..
আর কখনোই হয়তো মাহি মাহি বলে চেঁচিয়ে উঠতে পারব না..1 রান এর জন্য সেই বড় ছয়টা দেখতে পাবনা, দেখতে পাবনা সেই হেলিকপ্টার শট..! যতই নতুন ক্যাপ্টেন হোক না কেনো তোমার ক্যাপ্টেনশিপ ছিল অন্যরকম.
আর বলতে পারবো না হলুদ জার্সি তে 7 নম্বর মানুষ টা আমাদের মাহি..
ভালো থেকো তুমি ও তোমার পরিবার
তোমার এই শূন্যতা আর কাউকে দিয়ে পাবেনা পূর্ণতা😌