ruchi_leekha

ruchi_leekha মাটিতে দাঁড়িয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখি 😍✨

Happy Makar Sankranti 🌼
14/01/2025

Happy Makar Sankranti 🌼

06/12/2023

December vibes

😀
29/11/2023

😀

29/11/2023
দোষটা আমাদের ছিলো না ??আমরা প্রায় সবাই তো এইসব দৃশ্যগুলোতে হেসেছিলাম, তাই না ??থ্রি ইডিয়টস, মুন্নাভাই এমবিবিএস কিংবা হাল...
24/08/2023

দোষটা আমাদের ছিলো না ??

আমরা প্রায় সবাই তো এইসব দৃশ্যগুলোতে হেসেছিলাম,

তাই না ??

থ্রি ইডিয়টস, মুন্নাভাই এমবিবিএস কিংবা হালের হোস্টেল ডেজ বেশিরভাগ ক্ষেত্রেই র‍্যাগিংকে গ্লোরিফাই করে দেখানো হয়েছে।

বোঝানো হয়েছে, র‍্যাগিং না করলে স্টুডেন্টরা ইঞ্জিনিয়ারিং বা মেডিক্যাল কলেজে চার পাঁচ বছর ধরে সারভাইব করতে পারবে না। আমরা শুধুমাত্র সেটুকুই বুঝেছি এবং উপভোগ করেছি। বাস্তবতার ধারেকাছে ঘেঁষার চেষ্টাও করিনি। সারভাইব করার প্যারামিটারগুলোই যে আমাদের সিলেবাসের বাইরে।

আমরাই আসল হিপোক্রিট।

আমরা উপভোগও করি, আবার প্রতিবাদও করি।

শাড়ি পরলেই সশক্তিকরণ হবে? আর যাঁরা ভারতীয় পোশাক ছেড়ে প্যান্ট সার্ট পরে রয়েছেন?একটা অনুষ্ঠানে শাড়ি পড়লেই তাঁদের জীবনের সব...
22/07/2023

শাড়ি পরলেই সশক্তিকরণ হবে? আর যাঁরা ভারতীয় পোশাক ছেড়ে প্যান্ট সার্ট পরে রয়েছেন?

একটা অনুষ্ঠানে শাড়ি পড়লেই তাঁদের জীবনের সবটা জানা হয় না। ইংরেজি না পড়ে ইজরোর বিজ্ঞানী হয়েছেন এমন উদাহরণ নেই।

হিজাব পরে হেলিকপ্টার চালালে তা হিজাবের গুণে নয়।
প্রশ্নটা কাউকে শাড়ি বা জিন্স পরতে বাধ্য করা উচিৎ নয়।

নারীদেরই কেন টার্গেট করা হচ্ছে? পুরুষদের কেন বলা হচ্ছে না?

আর উলঙ্গ করে যেখানে নারীকে অপমান করা হচ্ছে সেখানে এত কথা অবান্তর! 😔

22/04/2023

😍✨

01/04/2023

❤️❤️✨

25/03/2023

বাড়ির গাছের আম পেয়ারা ❤️😍

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when ruchi_leekha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share