Chayan Dutta

Chayan Dutta অতীত, অধ্যায় ও আলোচনা

Happy birthday Magician ! ❤খুব ভালো থাকুন । সুস্থ থাকুন । কলম ও হাসি দীর্ঘজীবি হোক । অসংখ্য মণিমুক্ত পাক সাহিত্য! 🌸🌼
18/06/2023

Happy birthday Magician ! ❤

খুব ভালো থাকুন । সুস্থ থাকুন । কলম ও হাসি দীর্ঘজীবি হোক । অসংখ্য মণিমুক্ত পাক সাহিত্য! 🌸🌼

🌼 বাটানগর ও রাজা প্রতাপাদিত্য বাটানগর। ভারি সুন্দর এ জায়গা । ছোট্ট একখণ্ড শহর । ছিমছাম । গাছগাছরায় ভরা । প্রকৃতি ও প্র...
20/02/2023

🌼 বাটানগর ও রাজা প্রতাপাদিত্য

বাটানগর। ভারি সুন্দর এ জায়গা । ছোট্ট একখণ্ড শহর । ছিমছাম । গাছগাছরায় ভরা । প্রকৃতি ও প্রযুক্তি , যেন পাশাপাশি অবস্থান করে এখানে ।
অবস্থান করে - ইতিহাস।

শহরের পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা । স্রোতস্বিনী । আজকের বাটা কোম্পানির আঁতুড়ঘর এই জায়গাটি , আগে ছিল 'মীরপুর' নামে খ্যাত । বাংলায় তখন বারো ভুঁইয়াদের যুগ । দিল্লিতে আকবর অসীন । রাজধানী শান্ত থাকলেও, বাংলা তখন সরগরম। একদিকে দুর্ধর্ষ পাঠান , মোঘল ঘোর-সাওয়ার বাহিনী । অন্যদিকে বিচ্ছিন্ন দ্বীপের মত গড়ে ওঠা স্থানীয় নানান শক্তিকেন্দ্র। সেই সঙ্গে, ছিল জলদস্যুরা । সাংঘাতিক তাদের প্রকোপ !

পর্তুগিজ এই হার্মাদরা , একপ্রকার যেন অতিষ্ঠ করে তুলেছিল সকলকে । প্রভাবিত করেছিল সমাজ । মানব । সভ্যতা । গ্রামকে গ্রাম নিশ্চিহ্ন করত তারা । লুন্ঠিত করতো দেশের সম্পদ । বহু মানুষকে ধরে আনত । স্ত্রী, পুরুষ, আবালবৃদ্ববনিতা নির্বিশেষে । এরপর ত্রীতদাস করে বেচে দেওয়া হতো । এহেন আন্তর্জাতিক বাণিজ্য দ্বারা বিপুল মুনাফা করতেন সকলে ।

তৎকালীন বঙ্গের ত্রাস , এই জলদস্যুদের ঠেকাতে, প্রতাপাদিত্য মোতায়েন করেছিলেন Naval wing । নৌবহর ।' মীরবহর ' নামে খ্যাত এই পুলিসি জাহাজ, প্যাট্রোলিং চালাত গোটা অঞ্চল । তেমনই একটি ' মীরবহর' বা সেনা ঘাঁটি থেকে অনেকে মনে করেন , এই ' মীরপুর ' শব্দটির উৎপত্তি । পরে বাটা কোম্পানি এলে , নতুন নাম পায় স্থানটি।

সারা বাংলা জুড়ে ছড়িয়ে আছে এমনই অসংখ্য ইতিহাস। টুকরো কথা । মণিমানিক্য । যার সাথে অবগত হলে, অবাক হতে হয় । ভাবতে হয় । শান্ত হতে হয় । দু-দণ্ড...

🌼 গায়েনবাড়ি ও এক আশ্চর্য ফটক ধান্যকুড়িয়া । অদ্ভুত এই জায়গা । এই গ্রাম । কলকাতা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অব...
12/02/2023

🌼 গায়েনবাড়ি ও এক আশ্চর্য ফটক

ধান্যকুড়িয়া । অদ্ভুত এই জায়গা । এই গ্রাম । কলকাতা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত এই জনপদ, বসিরহাট মহকুমার অন্তর্ভুক্ত। এখানে আসতে হলে, ধরতে হবে হাসনাবাদগামী ট্রেন । এরপর 'কাঁকড়া-মির্জানগর' স্টেশন থেকে ৮ কিমি মতো । টোটো, অটো সবরকমেরই ব্যবস্থা বিদ্যমান ।

এ যেন অলীক এক দেশ । বাংলার মাটিতে একখণ্ড যুরোপ । এখানে এলেই প্রথমেই যেটি চোখে পড়বে তা হলো একটি ফটক । আশ্চর্য জিনিস মশাই । দুপাশে স্তম্ভ। মাঝে আর্চ। স্তম্ভের গা জুড়ে আঁকাবাঁকা, নানান গবাক্ষ। রকমারি জানালা । দেখে খানিকটা Ochterlony Monument র কথা মনে পড়ে যায় ।

আর্চের ঠিক মাথায় , চলছে এক ভয়াবহ যুদ্ধ। ক্রুদ্ধ সিংহ বনাম দুজন ইয়রোপীয় যোদ্ধা । হাতে ছোরা নিয়ে , তারা প্রায় বশীভূত করে এনেছে সিংহটিকে। ফটকটিতে তালা ঝোলানো ছিল । অবহেলার চিহ্ন চারদিকে । কোথাও খসে গেছে ইঁট । তো কোথাও আবার ভেঙে পড়ছে , সার সার পলেস্তরা।

গেট পেরিয়ে আগাছার জঙ্গল । জলাশয় । আর তার ঠিক সামনেই , দাড়িয়ে রয়েছে বাড়িটি। একা । সম্পূর্ণ একা । নিঃসঙ্গ...

ইয়োরপীয় শৈলীতে রচিত এই স্থাপত্যটি ছিল গায়েনদের বাগানবাড়ি । ইতিহাস অনুসারে , আনুমানিক ২৩০ বছর আগে এই দুর্গ বাড়িটি নির্মাণ করেন , জমিদার মহেন্দ্রনাথ গায়েন । দোরদোণ্ডপ্রতাপ জমিদার । বিরাট পাটের ব্যাবসা ছিল তাঁর । কোম্পানীর কর্মীদের সাথে নিত্যনৈমিত্তিক চলতো ওঠাবসা । শোনা যায় নানান সভা নাকি বসতো এই নাচঘরে । আয়োজিত হতো রঙিন মেহেফিল। নূপুরের রোল মুখরিত করতো বাতাস । প্রাঙ্গন । ভূমি । ও না জানি কত হৃদয়পুর।

সে সব আজ অতীত । খাঁ খাঁ করে গায়েনবাড়ি । প্রতিটা ইঁট । যেন এক অতিকায় বৃদ্ধ দিন গুনছে তার । ফুরিয়ে আসার । ক্রমশ, জুড়িয়ে আসার...

ধান্যকুড়িয়া , '২৩ 🍂

Address

Kolkata
700003

Telephone

+917980388593

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chayan Dutta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chayan Dutta:

Share