Selim amini 786

Selim amini 786 ইসলামিক ভিডিও Selim Amini 786

13/03/2025

#বাংলা_ইসলামিক #তামিল_নায়ক #ইসলামগ্রহণ
#ইসলামের_বাণী #নতুন_মুসলিম #ইসলাম_ধর্ম #আলহামদুলিল্লাহ #সুবহানাল্লাহ #ইসলাম_গ্রহণ #নবজীবন #হেদায়েত #জান্নাতের_পথ #বাংলা_ওয়াজ

24/02/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

05/02/2025

ঘটনার Up বিহারের নয় , ঘটনা আমাদের #পশ্চিমবঙ্গের...!!!!!
ট্রেন নম্বর- 31918, সময়- সকাল 8.45। লোকাল ট্রেনে ভয়াবহ মবলিঞ্চিং এর শিকার পরিচিত প্রিয় রেজাউল ইসলাম ভাই। অল্পের জন্য হিন্দুত্ববাদীদের হাত থেকে বেঁচে ফিরলেন। আজ 4.2.2025 মঙ্গলবার, সকাল 8.45 গেঁদে-শিয়ালদা লোকালে বাড়ি ফিরছিলেন। সাথে কিছু লাগেজ ও ট্রলি ছিলো। লাগেজ বাঙ্কারের রেখেছিলেন।
#রানাঘাট স্টেশন থেকে ট্রেনে প্রচুর ভিড় জমতে শুরু করে। সবাই ডেলি প্যাসেঞ্জার। উঠেই দাড়ি টুপি পরিহিত রেজাউল ভাইকে দেখে 10-12 জন অকথ্য ভাষায় সাম্প্রদায়িক উস্কানিমূলক গালাগাল শুরু করে। মোল্লাদের তাড়াতে হবে, এরা জঙ্গি, এদের ধরে ধরে পিটতে হবে, মেরে ফেলতে হবে ইত্যাদি ইত্যাদি।
রেজাউল ভাই কথা ধরলেই শুরু হয় প্রচন্ড মারধর। দাড়ি, টুপি,গলার হাজি রুমাল টেনে ছিঁড়ে দিয়েছে। চলতে থাকে কিল, ঘুসি,চড়। মাথার চুল, দাড়ির চুল টেনে ছিঁড়ে দিয়েছে। এরপর সিট থেকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে ট্রেন থেকে ফেলে দেবে। কিছু যাত্রীর‌ বাঁধায় সেটা সম্ভব হয়নি।
বাকি সময়টা চলতে থাকে ইসলাম বিদ্বেষী কটুক্তি আর চুড়ান্ত মানসিক অত্যাচার। পায়রাডাঙা থেকে মদনপুর এই চার স্টেশনের মধ্যে ঘটনা ঘটে। রেল প্রশাসনের কাছে আবেদন করা হচ্ছে দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। বিষয়টা সহজে ছাড়া হবেনা।

আগামীকাল #শিয়ালদা GRP অফিসে ডেপুটেশন দেবার জন্য আলোচনা চলছে... বেশি বেশি করে শেয়ার করে অনুরোধ রইল

01/02/2025

মায়ের দোয়ায় কি না হয়!
━━━━━━ • ✿ • ━━━━━━

একদা হযরত মুসা আলাইহিস্ সালামের অন্তরে এ আকাংখা তীব্র হয়ে উঠলো যে, তাঁর সাথে যিনি জান্নাতে থাকবেন তাঁকে যেন তিনি দেখতে পান। সুতরাং তিনি এ মর্মে আল্লাহ তা'আলার দরবারে প্রার্থনা করে বললেন 'হে খোদা! আমি ঐ ব্যক্তিকে দেখতে চাই, যে আমার সাথে জান্নাতে থাকবে'। আল্লাহ তা'আলা তাঁকে বললেন, হে মূসা! তুমি অমুক জায়গায় চলে যাও। সেখানে এক কসাই আছে সে-ই তোমার সাথে জান্নাতে থাকবে।

মূসা (আঃ) বড়ই আশ্চর্য হলেন। ভাবলেন, কসাই বেচারা এমন কি আমল করে যার বদলে সে আমার সাথে জান্নাতে থাকার সৌভাগ্য লাভ করেছে! তাঁর মনে বিরাট কৌতূহল জাগলো। তাই তিনি কসাইর খোঁজে বাড়ী থেকে বেরিয়ে পড়লেন এবং অনেক তালাশ করে তাঁর দোকানে গিয়ে পৌঁছলেন। তিনি কসাইর নিকট স্বীয় পরিচয় না দিয়ে দিনভর কসাইর যাবতীয় কাজকর্ম গভীর ভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন।

এভাবে সারাদিন চলে গেল। কিন্তু হযরত মূসা (আঃ) কসাইর মধ্যে এমন কোন অতিরিক্ত আমল দেখলেন না যার কারণে সে এত বড় মর্যাদা লাভ করতে পারে।

সন্ধ্যা হতেই কসাই বেচারা বাড়ীর দিকে রওয়ানা হল। হযরত মূসা (আঃ)ও তাঁর পিছনে পিছনে রওয়ানা হলেন। উদ্দেশ্য হল কসাইর সেই বিশেষ আমল সম্পর্কে অবগত হওয়া। কসাই ঘরে পৌঁছে স্বীয় বিবি ও সন্তান-সন্ততির সাথে কথা বলার পূর্বেই বৃদ্ধ মায়ের সেবা-যত্ম শুরু করে দিল। প্রথমে সে তার হাত মুখ ধুয়ে দিল তারপর চামচ দিয়ে মার মুখে খাবার তুলে দিতে লাগল।

হযরত মূসা (আঃ) কসাইকে জিজ্ঞাসা করলেন, এই বৃদ্ধা কে? কসাই জবাব দিল, ইনি আমার সম্মানিত আম্মাজান।"

এদিকে বৃদ্ধা খানা খাওয়া শেষ করেই হাত উঠিয়ে কায়মনোবাক্যে খোদার দরবারে দোয়া করতে লাগলো, "হে আল্লাহ! আমার এই ছেলেকে তুমি দুনিয়াতে শান্তিতে রেখো এবং আখেরাতে হযরত মূসা (আঃ)-এর সাথে জান্নাতে স্থান দিও।"

হযরত মূসা (আঃ) কসাইকে জিজ্ঞাসা করলেন, তোমার মা তোমার জন্য যে দোয়া করেন, তা কি কবুল হয়? কসাই জবাবে বলল, আমার তো মনে হয় আমার মা আমার জন্য যে দোয়া করেন তার এক অংশ কবুল হয়েছে। কেননা আল্লাহ তা'য়ালা দুনিয়াতে আমাকে সব ধরণের সুখ দিয়েছেন এবং মহাশান্তিতে রেখেছেন। আর দোয়ার দ্বিতীয় অংশ কবুল হয়েছে কি-না জানিনা। কারণ-আমার জানা নেই যে, জান্নাতে হযরত মূসা (আঃ) এর সাথে আমার স্থান হবে কি-না।

হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে পূণ্যবান ভাই! খুশি হও এবং সুসংবাদ গ্রহণ কর- আমিই মূসা (আঃ)। আল্লাহ তায়ালা তোমার মায়ের দোয়ার দ্বিতীয় অংশও কবুল করেছেন। জান্নাতে তুমি আমার সাথেই স্থান পাবে।

প্রিয় পাঠকবৃন্দ, উল্লেখিত ঘটনা পাঠ করে এখন থেকেই আমরা এই প্রতিজ্ঞা করে নিতে পারি যে, আমরা সর্বদা পিতা-মাতার সেবা করব। তাদের মুখে হাসি ফুটাব। কখনো তাদেরকে কষ্ট দিব না। তাঁদের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মেনে চলবো। এতে তারা আমাদের প্রতি খুশি হয়ে হয়তো আল্লাহর দরবারে দোয়া করবেন। হতে পারে তাদের এ দোয়াই আমাদের নাজাতের ওসীলা হবে এবং আমরা জান্নাতের উঁচু মাকাম লাভ করতে পারব।
©️.....

*ইসলামিক গ্রূপ লিংক* ♈
https://chat.whatsapp.com/C5AJcPSIHYYGiWjZrC7Y4v

আসসালামু আলাইকুম Selim amini ৭৮৬ এই পেজটা কপিরাইট স্টাইক 😭 এর জন্য বন্ধ হয়ে গিয়েছে সকল বন্ধুদের কাছে অনুরোধ আমার নতুন ...
31/01/2025

আসসালামু আলাইকুম
Selim amini ৭৮৬ এই পেজটা কপিরাইট স্টাইক 😭 এর জন্য বন্ধ হয়ে গিয়েছে সকল বন্ধুদের কাছে অনুরোধ আমার নতুন পেজে ফলো করার জন্য
এটা আমার নতুন পেজ সবাই ফলো করবেন। 👇 পেজটি বেশি বেশি করে শেয়ার করবেন নতুন
পেজের লিংক 👇
https://www.facebook.com/share/15ja63Vr7d/

31/01/2025

*চাঁদ 🌙 দেখার দুআ*
اللَّهُمَّ أَهِلَّهُ علَيْنَا بِالأَمْنِ والإِيمَانِ، وَالسَّلامَةِ والإِسْلامِ، رَبِّي ورَبُّكَ اللَّه، هِلالُ خَيْرٍ و رُشْدٍ.
*উচ্চাঃ-* আল্লা-হুম্মা আহিল্লাহু আলাইনা- বিল আমনি অল ঈমা-ন, অসসালা-মাতি অল ইসলা-ম, রব্বী ও রব্বুকাল্লা-হ। হেলালু খাইরিন অ রুশদিন।
*অর্থঃ-* হে আল্লাহ! বরকতময় মাহে শা'বানের এই চাঁদকে আমাদের জন্য উদয় করো-দেখাও, (সার্বিক অশান্তি,ক্ষয় ক্ষতি ও মুসিবত থেকে) নিরাপত্তা ,শান্তিময় ও অবিচল ঈমানের সহিত। আর দ্বীন ও দুনিয়ার ক্ষয় ক্ষতি ও মুসিবত থেকে) নিরাপত্তা ও আত্মসমর্পণ আনুগত্যার সহিত। *হে চাঁদ 🌙!* আমার পালনকর্তা এবং তোমার পালনকর্তা *আল্লাহ!* এই মাসটি মঙ্গলময় ও হিদায়াতের মাস।
عن أنس بن مالك رض قال : كانَ رسولُ اللَّهِ ﷺ إذا دخلَ رجبٌ قال اللَّهمَّ بارِكْ لنا في رجبٍ و شعبانَ و بلِغْنا رمضانَ
হযরত আনাস রাযিয়াল্লাহু আনহু বলেন; যখন মাহে রজব শুরু হত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অ সাল্লাম বলতেন,
اللَّهمَّ بارِكْ لنا في رجبٍ و شعبانَ و بلِغْنا رمضانَ
*হে আল্লাহ!* মাহে রজব ও শা'বানে বরকত দেও এবং অতি বরকতময় মাহে রমাযান আমাদেরকে পাইয়েও দেও।

আসসালামু আলাইকুম সামনে আসছে রমজান মাস অগ্রিম জানালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই রোজায় থাকবেন ইনশাল্লাহ
31/01/2025

আসসালামু আলাইকুম
সামনে আসছে রমজান মাস
অগ্রিম জানালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই রোজায় থাকবেন ইনশাল্লাহ

27/02/2024

মাওলানা আরব আলী 📞+91 85148 53854 #ওয়াজ_মাহফিল

10/01/2024

2024 সরদার আটি থেকে সরাসরি লাইভ 🛑 আব্দুল মান্নান সাহেব

Address

Kolkata
743445

Alerts

Be the first to know and let us send you an email when Selim amini 786 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Selim amini 786:

Share

Category