Adibasi Bhumij Joyan Gounta,West Bengal

Adibasi Bhumij Joyan Gounta,West Bengal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Adibasi Bhumij Joyan Gounta,West Bengal, Digital creator, KOLKATA.

17/07/2023
আজ ইং-16/7/2023, পশ্চিমবঙ্গ রাজ্যে র বাঁকুড়া জেলার - হিঁড়বাঁধ ব্লকের অন্তর্গত কেদিয়া গ্ৰামে ভূমিজ সমাজের রীতি রেওয়াজ...
16/07/2023

আজ ইং-16/7/2023, পশ্চিমবঙ্গ রাজ্যে র বাঁকুড়া জেলার - হিঁড়বাঁধ ব্লকের অন্তর্গত কেদিয়া গ্ৰামে ভূমিজ সমাজের রীতি রেওয়াজ পরম্পরা মেনে প্রকৃতি পূজার মধ্যে দিয়ে সামাজিক সভা ও বিভিন্ন দলের থেকে নির্বাচিত ভূমিজ জয়ী প্রার্থীদেরকে ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ , রাজ্য কমিটির নেতৃবৃন্দ ও জেলা কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন ব্লকের সকল কুটুম বন্ধু ভায়াদ সমাজ দরদী ও সমাজ বন্ধু ও সমাজ কর্মীরা।
জোহার

👉 জোহার দিশুম সমাজ কিলি কুপুল কো- ★ বিভিন্ন সময়ে বিভিন্ন চিহ্ন আসবে যাবে কিন্তু "বিদ দিরি" চিহ্ন যুগে যুগে অমর হয়ে রইবে।...
09/07/2023

👉 জোহার দিশুম সমাজ কিলি কুপুল কো-
★ বিভিন্ন সময়ে বিভিন্ন চিহ্ন আসবে যাবে কিন্তু "বিদ দিরি" চিহ্ন যুগে যুগে অমর হয়ে রইবে।।
👉 আদিবাসী ভূমিজ সমাজের "বিদ দিরি" চিহ্ন যুক্ত আদিবাসী ঘড়ি সংগ্রহের জন্য যোগাযোগ করুন - মোহিনী ভূমিজ।।
যোগাযোগ নং - 8167432104
কাশমার : চাকাডোবা : বেলপাহাড়ী : ঝাড়গ্রাম
★ BHARTIYA ADIBASI BHUMIJ SAMAJ এবং WEST BENGAL ADIBASI BHUMIJ LANGUAGE DEVELOPMENT BOARD এর পক্ষ থেকে মোহিনী ভূমিজের এই উদ্যোগকে সাধুবাদ জানাই সঙ্গে অনেক অনেক ধন্যবাদ সহ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।।
👉 আদিবাসী ভূমিজ সমাজ জিৎকার।।
👉 বিদ দিরি জিয়াদ্ গে।।
👉 ভূমিজ ভাষা জিৎকার।।

[ JOHAR ।।  JAY BHUMIJ ।।  JAY ADIBASI ]👉 আমরা অনেকেই সামাজিক বিষয় গুলিকে উপেক্ষা করে চলি। আর যার কারণেই আমরা বিভিন্ন সম...
06/07/2023

[ JOHAR ।। JAY BHUMIJ ।। JAY ADIBASI ]
👉 আমরা অনেকেই সামাজিক বিষয় গুলিকে উপেক্ষা করে চলি। আর যার কারণেই আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। তাই যুব সমাজ সহ প্রত্যেকেই নিম্নলিখিত কিছু বিষয় উত্থাপন করে জানানোর প্রচেষ্টা।।
আপনি যদি বিষয় গুলি জেনে থাকেন তবে খুবই ভালো আর যদি না জেনে থাকেন তবে আশা রাখছি উপকৃত হবেন।।
তাই মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইল.............
১) আমরা ভূমিজ, আমরা আদিবাসী। আমরা হিন্দু নই।
আমাদের ধর্ম সারনা।।
২) নিজের মাতৃভাষা " ভূমিজ ভাষা " জানা একান্ত আবশ্যক। কেননা মাতৃভাষাই নিজের আত্মপরিচয় প্রকাশ করে, এছাড়া সমাজের ধারক এবং বাহক। আমাদের লিপির নাম- অল অনল। লিপির আবিষ্কারক- উড়িষ্যা নিবাসী মাননীয় মহেন্দ্রনাথ সর্দার।।
৩) স্বগোত্রের মধ্যে বিবাহ সম্পন্ন হয় না। পাত্র যে গোত্রের হয় সেই গোত্রের পাত্রীকে বিয়ে করা বা একি গোত্রে বিয়ে দেওয়াও সামাজিক দণ্ডনীয় অপরাধ।।
৪) স্বজাতির মধ্যে বিবাহ সম্পন্ন হয়। ভূমিজ জাতির ছেলে/ মেয়েরা অন্য জাতির মেয়ে / ছেলেরাকে বিবাহ করতে পারে না, করলে সামাজিক দণ্ডনীয় অপরাধ হয়।।
৫) মূর্তি পূজা করা, মন্দিরে পুজো দিতে যাওয়া আমাদের সংস্কার নয়। কারণ আমরা প্রকৃতির পূজারি, সিং বোঙ্গা - মারাং বুরু আমাদের উপাস্য দেবতা।।
৬) আমাদের অস্থি (জাং বাহা) গঙ্গা বিসর্জন হয় না। নিজেদের নিদির্ষ্ট শ্মাশন ( কিলি উকশ্মাশন) এ স্থাপন করা হয়। যা সাধারণত সবাই এই ব্যবস্থাকে " হাড়শালি " বলে জানে।।
৭) আমাদের পূজাপাঠ-
☞ কারাম বোঙ্গা - করম পূজা
☞ হাদী বোঙ্গা - শারুল পূজা
☞ মাঘবুরু বোঙ্গা - মাঘী পূজা
☞ সেঁন্দরা বোঙ্গা - শিকার পূজা
☞ লুতুর তুকুজ বোঙ্গা - কান ছেদন পূজা
☞ হাপাড়োম বোঙ্গা - ইষ্ট দেবতা পূজা ইত্যাদি।।
৮) আমাদের মূখ্য পূজারি - লায়া (নায়া বাবা)।।
৯) আমাদের সমাজের মোড়ল (গ্রাম প্রধান), নায়া বাবা (লায়া), কোটাল (ডাকুয়া), পানিগিরাই ও জান গুরু - এই পঞ্চজন গ্রাম ব্যবস্থা কে বজায় রাখে এবং এরাই হলেন স্ব-শাসন ব্যবস্থার মূল খুঁটি।।
১০) আমাদের সামাজিক সংস্কৃতি-
☞ কারাম সুসুন দুরাং - কারাম নৃত্যগীত
☞ হাদী সুসুন দুরাং - শারুল নৃত্যগীত
☞ মাঘবুরু সুসুন দুরাং - মাঘী পূজার নৃত্যগীত
☞ আঁড়াদি সুসুন দুরাং - বিবাহের নৃত্যগীত
☞ কৃপাড় সুসুন - ফিরকাল নৃত্য।
☞ সুকু দুখু দুরাং - সুখ দুঃখের গান।।
১১) আঁড়াদি (বিবাহ) তে বিশ্বস্ত " ডাঁড়িয়া " ( আগুয়ানদার) অবশ্যই প্রয়োজন। যাতে প্রতারণার স্বীকার না হতে হয়।।
১২) নিজের বাড়িতে তীর-ধনুক, টাঁগি, তরোয়াল ( আঃ সার, কাপি, তরোয়াড়ি) রাখা আবশ্যক। যা আমাদের আদিবাসীদের জাতীয় অস্ত্র সহ আমাদের ভূমিজ সমাজের জন্ম, বিবাহ, মৃত্যুতে এ গুলোর গুরুত্ব অপরিসীম।।
১৩) নিজেদের বাড়িতে আমাদের শহীদ বীরদের ছবি রেখে অবশ্যই শ্রদ্ধা জ্ঞাপন করুন। যা আপনার শক্তি বা সাহসের যোগান দিবে। অপরপক্ষে নিজেদের ইতিহাস সম্পর্কে পরিবারের সবাই ওয়াকিবহাল হবে।।
১৪) আমাদের শুভ নববর্ষের দিন- আখ্যান যাত্রার দিন। অর্থাৎ মাঘ মাসের প্রথম দিন।।
১৫) আমাদের আদিবাসী ভূমিজ সমাজে বাবার সম্পত্তির অধিকারী হয় প্রধানত ছেলেরা। মেয়েরা তখনই বাবার সম্পত্তির ভাগ পায় যখন অবিবাহিত অবস্থায় বাড়িতে থেকে যায়।।
১৬) বেদ,উপনিষৎ,রামায়ণ,মহাভারত আদিবাসী ভূমিজ সমাজে মূল্যহীন - বি.আর. আম্বেদকরের সংবিধান সহ নিজ সমাজের বিভিন্ন বই-ই সামাজিক জ্ঞানের জ্ঞান ভাণ্ডার।।
১৭) কেক কেটে 'হ্যাপি বার্থডে টু ইউ'/ হ্যাপি নিউ ইয়ার/ খ্রিস্টমাস ডে / হ্যাপি হোলি - আমাদের সংস্কার নয়, যতটা পারেন এড়িয়ে চলেন নিজেদের অস্তিত্বকে রক্ষা করেন।।
১৮) আমাদের আদিবাসী ভূমিজ সমাজের পারম্পরিক বাদ্যযন্ত্র-
☞ মাদড় - মাদোল
☞ নাগরা - ধমসা
☞ বানাম -কেঁন্দরি
☞ রুতু - বাঁশি
☞ চড়চড়ি - রেগড়া
☞ ঝারম- ঝুমরি/ ঝুনঝুনি
☞ করতাল - করতাল
☞ ঘণ্টী - ঘন্টা
☞ শাকঙ্বা - শঙ্খ
১৯) আদিবাসী ভূমিজ সমাজের পরম্পরা পোষাক-
পুরুষ- সাদা ধুতি আর গেঞ্জি বা জামা।
মহিলা- লাল পাড় সাদা শাড়ি।
★ বিবাহ বাড়ির ক্ষেত্রে মহিলাদের লাল পাড় হলুদ শাড়ি।।
২০) আদিবাসী ভূমিজ সমাজের দুটি বিদ্রোহ-
চূয়াড় বিদ্রোহ - মহানায়ক শহীদ বীর রঘুনাথ সিং (ভূমিজ)
ভূমিজ বিদ্রোহ- মহানায়ক শহীদ বীর গঙ্গানারায়ণ সিং (ভূমিজ)
👉 মনযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ ও জোহার।।

Aaling do Bhumij, Aaling do Adibasi.Aalinga Mai Aadang - Bhumij Bhasa, Aalinga Gorob.Bhumij Bhasa Chedepe Odoh Ata Hodo ...
02/07/2023

Aaling do Bhumij, Aaling do Adibasi.
Aalinga Mai Aadang - Bhumij Bhasa, Aalinga Gorob.
Bhumij Bhasa Chedepe Odoh Ata Hodo koke ched kope.
◑ Johar - Bhumij Bhasa Jitkar.
আমি ভূমিজ, আমি আদিবাসী।
আমার মাতৃভাষা - ভূমিজ ভাষা, আমার গর্ব।।
ভূমিজ ভাষা শিখুন এবং অপরকে শেখান।
◑ জোহার - ভূমিজ ভাষা জিৎকার।।

মাতৃভাষা মানে মায়ের ভাষা, যা তার বিকাশ জন্য মায়ের মতই গুরুত্বপূর্ণ। ভাষার মাধ্যমে একটি গোষ্ঠী মানুষ নিজেদের মধ্যে ভাবে...
29/06/2023

মাতৃভাষা মানে মায়ের ভাষা, যা তার বিকাশ জন্য মায়ের মতই গুরুত্বপূর্ণ। ভাষার মাধ্যমে একটি গোষ্ঠী মানুষ নিজেদের মধ্যে ভাবের বিনিময় করে। একটি ভাষা একটি গোষ্ঠীর মানুষ ব্যবহার করে থাকে। একটি নির্দিষ্ট ভাষা কে প্রথম ভাষা হিসেবে ব্যবহার কারী জনগোষ্ঠীর কে বলা হয় ভাষা সম্প্রদায় বেঁচে থাকে। ভাষা সম্প্রদায় বেঁচে থাকলে সেই সম্প্রদায়ের সংস্কৃতি, পরম্পরা, রীতি - রেওয়াজ, আচার - আচরণ, বিধি - বিধান, ধর্মীয় আচরণ গুলিও বেঁচে থাকবে। ভাষা বাঁচলে একটি জাতির আত্মপরিচয় বেঁচে থাকবে।।

Aaling do Bhumij, Aaling do Adibasi.
Aalinga Mai Aadang - Bhumij Bhasa, Aalinga Gorob.
Bhumij Bhasa Chedepe Odoh Ata Hodo koke ched kope.
◑ Johar - Bhumij Bhasa Jitkar.

আমি ভূমিজ, আমি আদিবাসী।।
আমার মাতৃভাষা - ভূমিজ ভাষা, আমার গর্ব।।
ভূমিজ ভাষা শিখুন এবং অপরকে শেখান।।
◑ জোহার - ভূমিজ ভাষা জিৎকার।।

★ WEST BENGAL ADIBASI BHUMIJ LANGUAGE DEVELOPMENT BOARD - এর দ্বিতীয় বর্ষ পূর্তিতে প্রত্যেকেই  জানাই জোহার, প্রীতি, শুভে...
27/06/2023

★ WEST BENGAL ADIBASI BHUMIJ LANGUAGE DEVELOPMENT BOARD - এর দ্বিতীয় বর্ষ পূর্তিতে প্রত্যেকেই জানাই জোহার, প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।।
👉 আদিবাসী ভূমিজ সমাজের মাতৃভাষা - " ভূমিজ ভাষা "। ভূমিজ ভাষার শিক্ষা প্রতিষ্ঠান গুলির সঙ্গে সঙ্গে ভূমিজ ভাষায় পরিচালিত সাংস্কৃতিক দলগুলি পরম্পরাগত সাংস্কৃতিক রক্ষনাবেক্ষণ সহ ভূমিজ ভাষার প্রচার প্রসারে বিশেষ ভূমিকা পালন করে চলেছে....তাই সেই সমস্ত সাংস্কৃতিক দলগুলিকে বোর্ডের পক্ষ থেকে শংসাপত্র দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
👉 তালিকাভুক্ত সাংস্কৃতিক দলগুলির নাম, ঠিকানা নিম্নে দেওয়া হইল-
1) MACHKANDNA ADIBASI BHUMIJ SUSUN DURANG GOUNTA.
Team Manager - Nityalal Sing
ADDRESS = Vill- Machkandna, P.O- Thakuranpahari, P.S- Belpahari, Dist - Jhargram.
2) AGUIBIL SHAHID GANGANARAYAN SING BHUMIJ SUSUN DURANG GOUNTA.
Team Manager - Jalim Sing
ADDRESS = Vill- Aguibil, P.O- Aguibil, P.S- Belpahari, Dist - Jhargram.
3) CHANDANPUR GIDIGHATI ADIBASI BHUMIJ SUSUN DURANG GOUNTA.
Team Manager - Gobardhan Sardar
ADDRESS = Vill- Gidighati , P.O- Bhulaveda, P.S- Belpahari, Dist - Jhargram.
4) TALPUKURIA ADIBASI BHUMIJ SUSUN DURANG GOUNTA.
Team Manager - Makar Sardar
ADDRESS = Vill- Talpukuria, P.O- Charakpahari, P.S- Belpahari, Dist - Jhargram.
5) JHOLDA SHAHID DURJAN SING SUSUN DURANG GOUNTA.
Team Manager - Kartik Sing Sardar
ADDRESS = Vill- Jholda, P.O- Shaldiha, P.S- Indpur, Dist - Bankura .
6) JHOLDA SHAHID RANI SHIROMANI SING SUSUN DURANG GOUNTA.
Team Manager - Biplab Sing Sardar
ADDRESS = Vill- Jholda, P.O- Shaldiha, P.S- Indpur, Dist - Bankura .
7) DUDHKUNDI ADIBASI BHUMIJ SUSUN DURANG GOUNTA.
Team Manager - Dipak Sing
ADDRESS = Vill- Dudhkundi, P.O- Dudhkundi, P.S- Jhargram, Dist - Jhargram.
8) SHALDIHA SHAHID RAGHUNATH SING SUSUN DURANG GOUNTA.
Team Manager - Laxmi Sing Sardar
ADDRESS = Vill- Shaldiha, P.O- Shaldiha, P.S- Indpur, Dist - Bankura .
9) AHIRA ADIBASI BHUMIJ SUSUN DURANG GOUNTA.
Team Manager - Jiten Sing
ADDRESS = Vill- Ahira, P.O - Kultikri, P.S- Sankrail, Dist - Jhargram.
10) KHAYERDUNGRI ADIBASI BHUMIJ SUSUN DURANG GOUNTA.
Team Manager - Rajkummar Sardar
ADDRESS = Vill- Khayerdungri, P.O- Shiromanipur, P.S- Raipur, Dist - Bankura.
11) GHURAGARI DURJAN SING SUSUN DURANG GOUNTA.
Team Manager - Tapan Kumar Sardar
ADDRESS - Vill- Ghuragari, P.O - Pali
P.S - Barikul, Dist - Bankura.
12) KALAPATHAR ADIBASI BHUMIJ SUSUN DURANG GOUNTA.
Team Manager - Anil Sing Sardar
ADDRESS = Vill- Kalapathar, P.O- Dundar, P.S- Raipur, Dist- Bankura.
13) DHAJURI SUNDAR NARAYAN SING SUSUN DURANG GOUNTA.
Team Manager - Mahit Sardar
ADDRESS = Vill- Dhajuri, P.O - Barikul, P.S - Barikul, Dist - Bankura.
14) PUKURIA ADIBASI BHUMIJ SUSUN DURANG GOUNTA.
Team Manager - Subhas Sardar
ADDRESS = Vill- Pukuria, P.O - Charakpahari, P.S- Belpahari, Dist - Jhargram.
15) SIMLA SHAHID GANGANARAYAN SING BHUMIJ SUSUN DURANG GOUNTA.
Team Manager - Chaitan Sing Sardar
ADDRESS = Vill- Simla, P.O- Shaldiha, P.S - Indpur, Dist - Bankura.
16) ORALI ADIBASI BHUMIJ SUSUN DURANG GOUNTA.
Team Manager - Satrughan Bhumij
ADDRESS - Vill- Orali, P.O- Orali, P.S - Belpahari, Dist - Jhargram.
17) SARBERIA SHAHID GANGANARAYAN SING BHUMIJ SUSUN DURANG GOUNTA.
Team Manager - Milan Sing
ADDRESS = Vill- Sarberia, P.O- Sarberia, P.S- Barabazar, Dist - Purulia.
18) MUKUNDAPUR SHAHID JILPA SING BHUMIJ SUSUN DURANG GOUNTA.
Team Manager - Santu Sing Sardar
ADDRESS = Vill- Mukundapur, P.O -Sarberia, P.S- Barabazar, Dist - Purulia.
19) MITHAM SHAHID GANGANARAYAN SING BHUMIJ SUSUN DURANG GOUNTA.
Team Manager - Sunil Sardar
ADDRESS = Vill- Mitham, P.O - Mitham, P.S - Ranibandh, Dist - Bankura.
20) SHAHID BAIDYANATH SING ADIBASI BHUMIJ SUSUN DURANG GOUNTA.
Team Manager - Shyamal Kumar Sardar
ADDRESS = Vill- Domohani, P.O- Bhuyakana, P.S- Hirbandh, Dist - Bankura.
21) GIDIGHATI RANI SHIROMANI SING SUSUN DURANG GOUNTA.
Team Manager - Bijay Sardar
ADDRESS = Vill- Gidighati, P.O- Bhulaveda, P.S- Belpahari, Dist - Jhargram.
22) TENTLO GANGANARAYAN SING BHUMIJ SUSUN DURANG GOUNTA.
Team Manager - Gambhir Sing Sardar
ADDRESS = Vill- Tentlo, P.O- Bandowan, P.S- Barabazar, Dist- Purulia.
23) KUSUMTHIKRI JILPA LAYA BHUMIJ SUSUN DURANG GOUNTA.
Team Manager - Sunil Sing Sardar.
ADDRESS = Vill- Kusumthikri, P.O -Bandowan, P.S- Barabazar, Dist - Purulia.
24) SINDRI ADIBASI BHUMIJ SUSUN DURANG GOUNTA.
Team Manager - Jabarani Sing Sardar
ADDRESS = Vill- Sindri, P.O - Fatehpur, P.S - Barabazar, Dist - Purulia.
25) KURMASHOLE ADIBASI BHUMIJ SUSUN DURANG GOUNTA.
Team Manager - Sarbeswar Sing Sardar
ADDRESS = Vill- Kurmashole, P.O- Kuda, P.S- Kenda, Dist - Purulia.
26) NAPARA ADIBASI BHUMIJ SUSUN DURANG GOUNTA.
Team Manager - Bhutnath Sing Sardar
ADDRESS = Vill- Napara, P.O - Napara, P.S- Puncha, Dist - Purulia.
27) MAHESHPUR SHAHID DURJAN SING BHUMIJ SUSUN DURANG GOUNTA.
Team Manager - Ranjit Sardar
ADDRESS = Vill- Maheshpur, P.O - Dabri, P.S- Ranibandh, Dist - Bankura.
28) GUNDLIGORA ADIBASI BHUMIJ SUSUN DURANG GOUNTA.
Team Manager - Nandini Sardar
ADDRESS = Vill- Gundligora, P.O - Gundligora, P.S- Arsha, Dist - Purulia.
29) MAMRO ADIBASI BHUMIJ SUSUN DURANG GOUNTA.
Team Manager - Chitta Sing Sardar
ADDRESS = Vill- Mamro, P.O- Mamro, P.S- Boro, Dist - Purulia.
30) MADHUBAN ADIBASI BHUMIJ SUSUN DURANG GOUNTA.
Team Manager - Jaydeb Sing
ADDRESS = Vill- Madhuban, P.O- Dhadka, P.S - Bandowan, Dist - Purulia.
31) MURGUMA BEER SHAHID RAGHUNATH SING BHUMIJ SUSUN DURANG GOUNTA.
Team Manager - Manindra Mura
ADDRESS = Vill - Murguma, P.O - Murguma, P.S - Kotshila, Dist - Purulia.
32) DANGARSAI ADIBASI RAGHUNATH SING BHUMIJ SUSUN DURANG GOUNTA.
Team Manager - Chandan Sardar
ADDRESS = Village - Dangarsai, P.O - Satpata, P.S - Raipui, Dist - Bankura...................................
( বিঃ দ্রঃ - শংসাপত্র প্রদানের তারিখ এবং স্থান যথাসময়ে জানানো হইবে)
👉 আদিবাসী ভূমিজ সমাজ জিৎকার।।
👉 ভূমিজ ভাষা জিৎকার।।

25/06/2023

✅ আদিবাসী ভূমিজ সমাজে পূজাপাঠ প্রকৃতির পূজা , নিরাকার দেব দেবীর পূজাপাঠ হয়ে থাকে, উপরোক্ত দেবদেবীর সংক্ষিপ্ত পরিচয় -
👇🏾👇🏾👇🏾👇🏾

🌳🪨 🌳🪨🪨🌳🪨🌳

1. সিঁগী বোঙ্গা - সূর্য দেবতার পূজা প্রকৃতির সর্ব শক্তিমান আধার।

2. মারাং বুরু বোঙ্গা - পাহাড় দেবতার পূজা পাঠ।

3. মাঘ বুরু বোঙ্গা - ১ লা মাঘ আখান দিনে মাঘ বুরু এই পূজা হয়, আদিবাসীদের নতুন বর্ষ।

4. হাদি বোঙ্গা - শারুল বা শাল গাছের নতুন ফুল আসলে এই পূজা হয়, ফাল্গুন মাস থেকে বৈশাখ মাস পর্যন্ত।

5. আষাঢ়ী বোঙ্গা - আষাঢ় মাসে আষাঢ়ী পূজা হয়ে থাকে।

6. জানতাড় বোঙ্গা - আষাঢ় মাসে পূজা হয়।

7. জুগনী বোঙ্গা - ফাগুন মাস থেকে বৈশাখ মাসে এ পূজা হয়ে থাকে।

8. গোড়া বোঙ্গা - গোয়াল পূজা, পরিবারিক পূজা যা বাঁধনা পূজাও বলে থাকে প্রকৃতির পূজাপাঠ।

9. কারাম বোঙ্গা - প্রকৃতির পূজা, করম গাছের ডাল কে দেবী রুপে পূজাপাঠ করা হয়, ধনসম্পদের, সুখশান্তি আরাধনা করা হয়।

10. সেন্দরা বোঙ্গা - শিকার পূজা, বছরের একটি দিন শিকারে যাওয়ার জন্য পূজাপাঠ করা হয়। পারস্পরিক বীরত্বের প্রদর্শন শিকারের মাধ্যমে শিকারে পূজা।

11. ছাতু কুঁড়া বোঙ্গা বা হাতু পরব - চৈত্র সংক্রান্তি তে ছাতু কুঁড়ার পূজা হয়, সঙ্গে আম, মহুল ইত্যাদি।

12. গরাম বোঙ্গা - প্রায় প্রতিটি ভূমিজ গ্রামে গরাম থান আছে, ঐ গ্রামে সুখ-শান্তি, দুখে - বিপদে, মঙ্গলকামনায় ঐ গ্রামে লায়া পূজা করে থাকেন।

13. পাটগাঠ বোঙ্গা - পাট ও ঘাট দেবদেবীর পূজা হয়ে থাকে...
যেমন - ১. কাপড়গাদীঘাটি মা রঙ্কিনী দেবীর পূজা।
২. পাখনাপাঠ দেবতার পূজা করা হয়।

14. হাল টাঁগা বোঙ্গা - জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি তে করা হয়।

15. রোহিনী বোঙ্গা - জ্যৈষ্ঠ মাসের দিন ১৩ তারিখে রোহিনী বা গুরুচেলা আসর আয়োজন করা হয়।

16. ভেজা তুঞ বোঙ্গা - তির বিঁধা বা ছোঁড়া মকর সংক্রান্তি হয়, তীর ধনুক পারস্পরিক অস্ত্র আদিবাসীদের তাই শেষ বছরের শেষ দিনে পারস্পরিক অস্ত্রের সম্মান দেওয়া হয়।

17. এরে সাব বোঙ্গা - শুভ বিবাহের জন্য এই পূজা করা হয়। অথাৎ বিবাহের দোষ- ত্রুটি, বাধা -বিঘ্ন, দুর করা হয়, এই পূজা মাধ্যমে নিদির্ষ্ট করে বলে দিতে পারেন পারেন প্রথম সন্তান না কন্যা হবে।

18. লুতুর তুকুজ্ বোঙ্গা - ভূমিজদের মধ্যে পরিবারের নব সদস্যদের কান ছিদ্র করার পূজা হয়ে থাকে। কান ফুটার মাধ্যমে সমাজের পারস্পরিক নাগরিক ধরা হয় এবং কান বিন্দা না হলে বিবাহ করা যায় না।

19. দানারোম বোঙ্গা - ভূমিজ পরিবারের নতুন বাচ্চা জন্মালে এই পূজা ঐ পরিবারের করা হয়।

20. কুনটাম বোঙ্গা - ভূমিজ পরিবারের কোনো মেয়ের বিবাহ হলে ঐ মেয়ে পরিবার করে থাকে।

21. বাবা মুট বোঙ্গা - হীতাবাব বা বীজ ধান চারা ফেলার সময় এই পূজা করা হয়।

22. নামা জম বোঙ্গা - নতুন ধানের চাল কে পূজা করে রান্না করা হয়, একে নামা জম বা লুয়াই বা নতুন খাওয়া বলে।

23. উলী মাতকম বোঙ্গা - নতুন আম এবং মহুল ফুলের পূজা হয়।

24. খেত আউ বোঙ্গা - ধান খেত থেকে নিয়ে আসার পর দুতিন গাছি দান রেখে দেওয়া হয়, পরে সেই তিন গাছি দান মাথায় বয়ে নিয়ে আসা হয়।

25. আড়া মাটা বোঙ্গা - নতুন শাকের পূজা অনেকেই করে থাকে।

26. হাপড়ম বোঙ্গা - ভূমিজ পরিবারের যারা জীবিত নেই মৃত সেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে যে পূজা দেওয়া হয়। বিশেষ বিশেষ দিনে বা পূজা পার্বনে মৃত সদস্যদের উদ্দেশ্যে দান করা হয়।

✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾
তথ্যসূত্র -
তনল : আড়াঙ্গ বাঁদি (শব্দ বন্ধন)
অনোলিয়া : তপন কুমার সর্দার।
সুগুম সিবিল জোহার.. 🙏🏾

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adibasi Bhumij Joyan Gounta,West Bengal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share