Best of best.

Best of best. reels. reels.personal vlog.https://youtube.com/channel/UCMZdPEwUa5TAwpOtPpr-gfg please subscribe and like me ��

বাঁধল তোমার ছন্দ, যেদিন তুমি অগ্নিবেশে ,সব কিছু মোর নিলে এসে ।সেদিন আমি পূর্ণ হলাম,ঘুচলো আমার দ্বন্দ্ব ।।দুঃখ-সুখের পারে...
12/07/2025

বাঁধল তোমার ছন্দ,
যেদিন তুমি অগ্নিবেশে ,
সব কিছু মোর নিলে এসে ।
সেদিন আমি পূর্ণ হলাম,
ঘুচলো আমার দ্বন্দ্ব ।।
দুঃখ-সুখের পারে পেয়েছি আনন্দ ।।

🌿🌾🌿🌾🌿🌾🌿🌾🌿🌾🌿

🧡💚 হরে কৃষ্ণ 💚🧡

জয় জগদ্বন্ধু হরি 🙏🌺🙏
02/07/2025

জয় জগদ্বন্ধু হরি 🙏🌺🙏

HARE Krishna
19/06/2025

HARE Krishna

Big shout out to my newest top fans! 💎 Amit Baran Raksh*t, Dijottom Chatterjee, Bijoy Das, Ruma Talukder, Dev Teachers P...
04/06/2025

Big shout out to my newest top fans! 💎 Amit Baran Raksh*t, Dijottom Chatterjee, Bijoy Das, Ruma Talukder, Dev Teachers Point

Drop a comment to welcome them to our community,

ভগবান বলেছেন ,তুমি যা হারিয়েছো তার জন্য ।আফসোস করো না ,সেটা যদি তোমার হতো তাহলে তা। হারানোর সাধ্য ছিল না....♥️♥️♥️♥️♥️র...
04/06/2025

ভগবান বলেছেন ,
তুমি যা হারিয়েছো তার জন্য ।
আফসোস করো না ,
সেটা যদি তোমার হতো তাহলে তা।
হারানোর সাধ্য ছিল না....♥️♥️♥️♥️♥️
রাধে রাধে 🙏❤️
শুভ রাত্রি 🙏🙏🙏🙏❤️❤️

✡️সঞ্জয়✡️সঞ্জয় ছিলেন মহাভারতে বর্ণিত রাজা ধৃতরাষ্ট্র-এর রথের সারথি এবং ব্যাসদেব-এর শিষ্য।সারথি হলে ও তিনি ছিলেন একজন সৎ...
23/05/2025

✡️সঞ্জয়✡️
সঞ্জয় ছিলেন মহাভারতে বর্ণিত রাজা ধৃতরাষ্ট্র-এর রথের সারথি এবং ব্যাসদেব-এর শিষ্য।সারথি হলে ও তিনি ছিলেন একজন সৎ ও ন্যায়পরায়ন মানুষ।হস্তিনাপুরের তৎকালীন মহারাজ ধৃতারাষ্ট্রের প্রিয় সারথি ছিলেন তিনি।সঞ্জয় ছিলেন সূত-(সারথি) বংশজাত।শ্রীমদ্ভাগবত গীতার (০১/১৩/৩২) এখানে সঞ্জয়কে গাবল্গন বলা হয়েছে অর্থাৎ সূত গাবল্গন হচ্ছেন সঞ্জয়ের পিতা।অর্থাৎ তিনি গবল গনের পুত্র ছিলেন।

এই বিদ্বান ও স্পষ্টবক্তা সঞ্জয় আবার ছিলেন জন্মান্ধ রাজা ধৃতরাষ্ট্রের অন্যতম মন্ত্রীও।ধৃতরাষ্ট্র কে তিনি সব সময়েই সৎ পরামর্শ দিয়েছেন। ব্যাসদেবের প্রসাদে সঞ্জয় দিব্য দৃষ্টি লাভ করে ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্র যুদ্ধের বিবরণী শুনিয়েছেন।কারন তিনি তাঁর গুরু ব্যাসদেবের কৃপায় যুদ্ধ ক্ষেত্রে উপস্থিত না-থেকেও দিব্য চোখে সব দর্শন করতে পারতেন।এই সময় ধৃতরাষ্ট্র নিজের বা কৌরবদের পক্ষ নিয়ে কোনও অসত্য উক্তি করলে, তিনি কঠোর ভাবে তার সমালোচনা করেছেন।

মহাযুদ্ধের শেষদিনে সাত্যকির হাতে সঞ্জয় বন্দী হন,কিন্তু ব্যাসদেবের হস্তক্ষেপে তিনি মুক্তি পান।এরপর ধর্মপুত্র মহারাজ যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজসিংহাসনে বসলে তিনি সঞ্জয়কে বহুবিধ গুরুত্বপূর্ণ কর্মের দায়িত্ব দেন।যুধিষ্টিরের রাজ্য শাসনের পনেরো বৎসর পরে যখন মহারাজ ধৃতরাষ্ট্র নিজ পত্নী রানী গান্ধারীকে নিয়ে বানপ্রস্থে চলে যাচ্ছেন।তখন মহামতী বিদুর ও পান্ডবজননী রানী কুন্তির সঙ্গে সঞ্জয়ও তাঁদের সাথী হন।তারপর কঠোর তপস্যায় বিদুরের আত্মত্যাগের পর যখন মহারাজ ধৃতরাষ্ট্র,রানী গান্ধারীও রানী কুন্তি তপস্যারত অবস্থায় অরণ্যের দাবনলের অগ্নিতে নিজেদের আহুতি দেন, তখন ধৃতরাষ্ট্রের নির্দেশে সঞ্জয় তাঁদের ছেড়ে হিমালয়ে পর্বতের দিকে।তারপর তিনি হিমালয়ে গমন করেন এবং সেখানেই তাঁর জীবনাবসান ঘঠে।

🕉️🙏হরে কৃষ্ণ🙏🕉️

21/05/2025

কৃষ্ণময় শুভরাত্রি

সকাল সকাল যার দর্শনে মন শান্ত আর পবিত্র হয়। সকলের দিন মঙ্গলময় হোক। জয় রাধে শ্যাম🙏🌹
18/05/2025

সকাল সকাল যার দর্শনে মন শান্ত আর পবিত্র হয়। সকলের দিন মঙ্গলময় হোক। জয় রাধে শ্যাম🙏🌹

🍂 শ্রী নবদ্বীপ ধামে থাকাকালীন শ্রী শ্রী প্রভু নিত্য গঙ্গাস্নান করিতেন। নামটা অনেক সময় বড়ালঘাটে করেন। স্নানের পূর্বে শু...
17/05/2025

🍂 শ্রী নবদ্বীপ ধামে থাকাকালীন শ্রী শ্রী প্রভু নিত্য গঙ্গাস্নান করিতেন। নামটা অনেক সময় বড়ালঘাটে করেন। স্নানের পূর্বে শুষ্ক বস্ত্র লইয়া ভুবন দাঁড়াইয়া থাকে। স্নানান্তে সিক্ত বসন লইয়া ভুবন সঙ্গে সঙ্গে ঘুরে। ভুবনকে সঙ্গে লইয়া প্রাণারাম প্রভু অনেক বেড়ান, অনেক দেখান। অপরাহ্ণে শ্রীবাস অঙ্গনের ঘাটে গঙ্গা দর্শন করেন। দক্ষিণে বেড়ান। বনচারী বাগান মনিপুর পর্যন্ত যান। ওদিকে তখন বসতি নাই। জঙ্গলপূর্ণ। নির্জন, তাই নিঃসংকোচে বেড়ানো হয়। কোন সময় সন্ধ্যায় গঙ্গাস্নান করিয়া চড়ায় বেড়ান। এখন সেই চড়াকে রানীর চড়া বলে। বসতি হইয়া গিয়াছে। তখন ছিল না। ওদিকে বেড়াইতে গিয়ে প্রাচীন মায়াপুরের দিকে অগ্রসর হন। " এখানে মহাপ্রভুর আবির্ভাব পীঠ ছিল। এখানে শ্রীবাসের অঙ্গন ছিল। এখন সবই গঙ্গা গর্ভে অন্তর্দ্ধান করিয়াছেন" --- এইসব বলেন, দেখান, দণ্ডবৎ করেন। ভুবন আত্মহারা হইয়া দেখে, ধুলায় গড়ায়, কান্দে।

🪷 শ্রী শ্রী প্রভু শ্রীধাম বর্ণনায় পদ লিখিয়াছেন ----

🌻" সলিল নদিয়া পুরি, সরস রস-মাধুরী,
মরি মরি তদুপরি, বিরাজেন গৌরহরি,
বাম ভাগে প্রিয় গদাধর।।"

🍃 শ্রীধামের ওই স্বরূপটি ভুবনের হৃদয়ে অংকন করিয়া দিয়া একদিন তাহা নাম রাখিলেন শ্রী নবদ্বীপ দাস। বালককে সাধক করিয়া চির অঙ্গীকার করিলেন। আদর করিয়া ডাকিতেন নবদ্বীপ, কখনো নব, নবী, নবাও বলিতেন। কোনও সময় পূর্ব্ব নাম বলিতেন ও লিখিতেন ---- ভুবন, ভুবনা, ভোমনা । কখনো বৈরাগী, বরেগীও বলিতেন। কত রকম করিয়াই যে বলা লেখা চলিত , আজও বহু চিঠিপত্র তাহার সাক্ষ্য বহন করিয়া রসময়ের রসস্বরূপতার পরিচয় দেয়।

💌 যখন যাহা বলেন, যখন যাহা লিখেন, যেথায় যেমন করিয়া চলেন, যে কাজ যেমন করিয়া করেন সবই মধুময়। যেসব ভাগ্যবান কৃপা সিদ্ধজন সে মধুব্রহ্মের মধুসঙ্গ পাইয়াছেন , তাহারাও কিছু বলিতে পারেন না। শুধুই বলেন---- মধুসিক্ত ভক্তের মধুপম ভাষায়----

🍀 " বচনং মধুরং চরিতং মধুরং
বসনং মধুরং বলিতং মধুরম।
চলিতং মধুরং ভ্রমিতং মধুরং
মধুরাধিপতেরখিলং মধুরম।।" 🍀

---- শ্রী শ্রী বন্ধুলীলা তরঙ্গিনী হইতে 🍃🙏

🎍জয় জগদ্বন্ধু হরি 🙏
🎍 জয় শিশুরাজ 🙏 সংগৃহীত।

🦚🌸🦚কৃষ্ণের কৃপাকিরণ যতদূর থাকে মায়ার ক্লেশ তার মধ্যে প্রবেশ করতে পারে না। ভগবান তো সব সময় আসেন না- তাই তাঁর অভিন্নস্বরূপ...
12/05/2025

🦚🌸🦚কৃষ্ণের কৃপাকিরণ যতদূর থাকে মায়ার ক্লেশ তার মধ্যে প্রবেশ করতে পারে না। ভগবান তো সব সময় আসেন না- তাই তাঁর অভিন্নস্বরূপ কতকগুলি বস্তু তাঁর নাম রূপ গুণ লীলা এ জগতে সাধুদের দ্বারা নামিয়েছেন। এদের সঙ্গে যদি জীবের সকৃৎ সম্পর্ক ঘটে তাহলে তাকে আর মায়ার দুঃখ ভোগ করতে হয় না -এটি সুনিশ্চিত। পরশমণির স্পর্শে যেমন লোহা সোনা হয়- তেমনি ভগবৎ সম্পর্ক মাত্রে মায়ার ক্লেশ চলে যায়। ভগবান এবং তাঁর নাম রূপ গুণ লীলা-তার কোনটিই এ জগতের বস্তু নয়- ভগবানকে তাই নিত্যধাম ছেড়ে এই মায়ার জগতে আসতে হয়- এবং লীলা প্রকাশ করতে হয়। জীবের কানে বচনে এবং মনে যখন এই লীলাকথা প্রকাশ পাবে তখন আর তাদের উদ্ধারের দেরী হবে না। 🦚🌸🦚

📖 অধ্যাপিকা রমা বন্দ্যোপাধ্যায় রচিত 'কে আমি'সংগৃহীত।

" প্রভু কহিলেন, কোন শাস্ত্রে ইহা কয়। নববিধা ভক্তিই সাধন শ্রেষ্ঠ হয়।।শ্রবণ - কীর্তন দ্বারা কৃষ্ণ প্রেম পাই।যার পরে আর কিছ...
10/05/2025

" প্রভু কহিলেন, কোন শাস্ত্রে ইহা কয়।
নববিধা ভক্তিই সাধন শ্রেষ্ঠ হয়।।
শ্রবণ - কীর্তন দ্বারা কৃষ্ণ প্রেম পাই।
যার পরে আর কিছু চাহিবার নাই।।"

রাধে 🙏 রাধে শুভ সন্ধ্যা✨ বহু জন্মের পরে হরি ভজিবার তরে।পৃথিবীতে আসে জীব মনুষ্য আকার ধরে।তাই আসুন নাম ভজি নাম জপি নাম করি...
06/05/2025

রাধে 🙏 রাধে
শুভ সন্ধ্যা✨

বহু জন্মের পরে
হরি ভজিবার তরে।
পৃথিবীতে আসে জীব
মনুষ্য আকার ধরে।

তাই আসুন নাম ভজি
নাম জপি নাম করি সার।
কৃষ্ণ ছাড়া এ জগতে কেহ
নাই আর।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।

Address

Dum Dum

Alerts

Be the first to know and let us send you an email when Best of best. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Best of best.:

Share