Couple in the Clouds

Couple in the Clouds Life lasts just four days, and today is the fourth.
(1)

ইতিহাস ❤️
23/07/2025

ইতিহাস ❤️

বরফের দেশে এক অলৌকিক নীল জাদু

সিকিমের উত্তর প্রান্তে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত নীলাভ হ্রদ।
সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭,৮০০ ফুট ওপরে, এই হ্রদ যেন আকাশকে ছুঁয়ে থাকে।
কিন্তু এর নীলজলে লুকিয়ে আছে শতাব্দীর পুরনো এক অলৌকিক গল্প।

লোককথায় শোনা যায়, ৮ম শতকে এখানে এসেছিলেন আধ্যাত্মিক গুরু প্যাডমসম্ভবা।
গভীর তপস্যার পর তাঁর আশীর্বাদে হ্রদের একাংশ চিরকাল বরফমুক্ত হয়ে থাকে।
সেই থেকেই স্থানীয় বৌদ্ধরা এই হ্রদকে পবিত্র বলে মানে।

কিন্তু এখানেই শেষ নয়, আরেকটি কিংবদন্তিও শোনা যায়।
১৫১৬ সালে সিকিমে এসেছিলেন শিখ ধর্মের প্রথম গুরু, গুরু নানক দেবজী।
তীব্র শীতে স্থানীয়রা পানীয় জলের জন্য কষ্ট পাচ্ছিল।
গুরু নানক তাঁর লাঠি দিয়ে হ্রদের বরফ স্পর্শ করেন।
এবং বিস্ময়করভাবে বরফ গলে যায়, সেই অংশের জল আজও জমে না।
শিখ সম্প্রদায় তাই এই হ্রদকে গুরু নানকের পবিত্র আশীর্বাদের প্রতীক মনে করে।

বৌদ্ধ ও শিখ, দুই ধর্মের কিংবদন্তি একসাথে বাঁচিয়ে রেখেছে এই হ্রদের মহিমা।
কিন্তু ১৯৯০-এর দশকে গুরুদ্বারা নির্মাণ নিয়ে কিছু বিরোধ সৃষ্টি হয়।
সিকিম সরকার পরে ঘোষণা করে যে হ্রদটি প্রাচীন বৌদ্ধ ঐতিহ্যেরও অংশ।
আজও দুই ধর্মের মানুষ এই হ্রদকে সমানভাবে শ্রদ্ধা করে।

গুরুদংমার হ্রদ শুধু প্রকৃতির বিস্ময় নয়, এটি দুই ধর্মের মিলনের এক আধ্যাত্মিক প্রতীক।
বরফে ঢাকা পাহাড়ের মধ্যে এই নীলজল যেন চুপচাপ বলছে—
বিশ্বাসের গল্প কখনও সময়ের সঙ্গে হারায় না।

তথ্যসূত্র:
Sikkim Govt. – Ecclesiastical Affairs Department

Wikipedia – Gurudongmar Lake

Times of India – Gurudongmar Lake Legend

#গুরুদংমারহ্রদ #সিকিমভ্রমণ #পর্যটনগল্প

#গুরুদংমারহ্রদ #সিকিমভ্রমণ #পর্যটনগল্প #ভ্রমণকাহিনী #পর্যটনস্পট #ট্রাভেলস্টোরি #হিমালয়যাত্রা #পর্যটনভারত #ভ্রমণতৃষ্ণা #ট্রাভেলবাংলা

22/07/2025

১১টি পাহাড়ের কোলের আঁচলে লুকিয়ে আছে আমাদের ছোট্ট গ্রাম – পাস্টিং।
প্রকৃতি যেন এখানে নিজের সমস্ত রঙ, সৌন্দর্য আর শান্তি একসাথে উজাড় করে দিয়েছে। দিগন্ত ছুঁয়ে যাওয়া ভুটান আর চায়নার পাহাড়, ঝর্ণার মিষ্টি সুর, আর পাহাড়ি নদীর কলকল ধ্বনি – কী নেই এই ছোট্ট স্বর্গে?

যখন সন্ধ্যা নামে, পাস্টিং বদলে যায় স্বপ্নে।
চারদিকে নেমে আসে এক অদ্ভুত নীরবতা, পাখিদের কিচিরমিচির, ঝিঁঝিঁ পোকার ডাক আর ভুটান-চায়নার গ্রামগুলোর মিটিমিটি আলো একসাথে মিলেমিশে আপনার হৃদয়ে জাগাবে এক অদ্ভুত প্রশান্তি।

পাস্টিং থেকে শুরু হতে পারে আপনার সিল্করুটের গল্প।
বাবা হরভজন সিং মন্দির, থাম্বি ভিউ পয়েন্ট, অথবা পুরো সিল্করুটের জাদুকরী দৃশ্য—সবকিছুই এখানে থেকে ঘুরে দেখা সম্ভব। আর চাইলে কাটিয়ে দিতে পারেন ২-৪ রাত নিজের মতো, প্রকৃতির কাছাকাছি, অফবিট গ্রামজীবনের স্বাদ নিয়ে।

এখানে মিলবে ৪ বেলার সাদাসিধে অথচ হৃদয় ছোঁয়া খাবার:

সকালের জলখাবার: রুটি-সবজি / লুচি-সবজি / ম্যাগি + চা

দুপুরের খাবার: ভাত, ডাল, ভাজি, ডিম/চিকেন কারি, স্যালাড

বিকেলের জলখাবার: ভেজ পকোড়া + চা

রাতের খাবার: রুটি/ভাত, সবজি, চিকেন কারি

তাহলে আর দেরি কেন?
যদি আপনার মনে হয় কিছু সময় কাটাতে চান এই পাহাড়ি নীরবতায়, তাহলে যোগাযোগ করুন—
📱 WhatsApp: 091637 46574
📞 Call: 9163746574
🌐 Website: tourkeytravels.com

#পাস্টিং #পাহাড়েরডাক #ভুটানচায়না_ভিউ #পাহাড়েবাড়ি #ভ্রমণেরডায়েরি #পাহাড়িপথ

Another dream of mine fulfilled. Another new feather added to my wings.🧿♥️At our new homestay, Kalimpong. 🏠🌄🏞️We invite ...
08/07/2025

Another dream of mine fulfilled. Another new feather added to my wings.🧿♥️

At our new homestay, Kalimpong. 🏠🌄🏞️

We invite everyone to come any day with family, friends🙏☺️


#বর্ষারকালিম্পং


#কালিম্পং_ভ্রমণ

View from my bed🤭
30/06/2025

View from my bed🤭

আমাদের কালিম্পং এর বাড়ির কাছেই এই তীর-ধনুক নিয়ে চর্চা চলে প্রতিবিকেলে☺️মধ্যাহ্নভোজ শেষ করে আমরা টুক করে চলে আসি দেখতে..খ...
30/06/2025

আমাদের কালিম্পং এর বাড়ির কাছেই এই তীর-ধনুক নিয়ে চর্চা চলে প্রতিবিকেলে☺️
মধ্যাহ্নভোজ শেষ করে আমরা টুক করে চলে আসি দেখতে..খুব ভালো লাগে। চাইলে আপনারাও আসতে পারেন আমাদের বাড়িতে আর এভাবেই তীর-ধনুক চর্চা দেখার সুযোগ পাবেন। কলকাতাতে সচরাচর দেখা যায় না তাই বেশ ভালোই লাগে বিকেলটা এখানে কাটাতে। খুব মজা করেন ওনারা❤️





🌻
30/06/2025

🌻

Cost Rs.900/- P.P
26/06/2025

Cost Rs.900/- P.P

24/06/2025

গত ৮দিনের ঠিকানাকে বিদায় জানিয়ে আজ যাবো আবার এক নতুন ঠিকানার উদ্দেশ্যে😊

🌿 পর্ব ১: কালিম্পং বর্ষার বুকে"বৃষ্টিভেজা ডেলো টপে দাঁড়িয়ে, হঠাৎ মনে হলো... কুয়াশা যেন আমার ফেলে আসা দিনগুলোকে ঢেকে রেখ...
20/06/2025

🌿 পর্ব ১: কালিম্পং বর্ষার বুকে

"বৃষ্টিভেজা ডেলো টপে দাঁড়িয়ে, হঠাৎ মনে হলো... কুয়াশা যেন আমার ফেলে আসা দিনগুলোকে ঢেকে রেখেছে!"

বর্ষার দিনে কালিম্পং যেন এক অন্য দুনিয়া।
মেঘ নেমে আসে হোমস্টের দরজায়।
রাস্তার পাশের চা দোকানে ধোঁয়া ওঠা কাপটা হাতে নিয়ে,
দূরে তাকিয়ে দেখলে, শুধু সবুজ আর মেঘ—
একটা শব্দ নেই, শুধু "প্রকৃতি" কথা বলে।

ঘুরে দেখুন:

ডেলো পার্ক (Delo Hill)

লাভা, লোলেগাঁও

হনুমান টক, যোলং ঝর্ণা

সাইলেন্স ভ্যালি

🌧️ বর্ষায় কালিম্পং-এর সৌন্দর্য
কালিম্পং মানেই কোলাহলহীন শান্তি।
বর্ষায় এখানে যাওয়া মানে,
নিজেকে আবার খুঁজে পাওয়া।

#হ্যাশট্যাগ:
#বর্ষারকালিম্পং #বৃষ্টি #মেঘেরদুপুর #কালিম্পং_ভ্রমণ

Address

Baghajatin Road
Kolkata
700131

Website

Alerts

Be the first to know and let us send you an email when Couple in the Clouds posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share