Sambad Darpan সংবাদ দর্পণ

  • Home
  • Sambad Darpan সংবাদ দর্পণ

Sambad Darpan    সংবাদ দর্পণ সঠিক খবর, নিরপেক্ষ খবরের প্রতিচ্ছবি

চিত্র পরিচালক তপন সিংহ-এর ৯৯তম জন্মদিন।
02/10/2023

চিত্র পরিচালক তপন সিংহ-এর ৯৯তম জন্মদিন।

আপনাদের জানিয়েছি এই profile টা সংবাদ দর্পণ ব্যবহার করছে না।আসল এটা
08/05/2023

আপনাদের জানিয়েছি এই profile টা সংবাদ দর্পণ ব্যবহার করছে না।
আসল এটা

21/03/2023

সংবাদ দর্পণ পেজ দেখুন

আনন্দ সংবাদ------‐---------------------  শারদীয়   সংবাদ দর্পণ  ১৪৩০ প্রকাশিত হবে ।শারদীয় সংবাদ দর্পণ-এর জন্য  কবিতা, ছ...
17/03/2023

আনন্দ সংবাদ
------‐---------------------
শারদীয় সংবাদ দর্পণ ১৪৩০ প্রকাশিত হবে ।

শারদীয় সংবাদ দর্পণ-এর জন্য কবিতা, ছোটগল্প, প্রবন্ধ,নিবন্ধ, উপন্যাস, রম্য রচনা,ভ্রমণ(ছবি সহ ) , ফ্যাশন বিষয়ক মৌলিক লেখা পাঠান ।
ইউনিকোড টাইপ করে Mail করুণ ।
[email protected].

কাগজে লেখা গ্রহণ যোগ্য নয়।

*আগামী ১৫ আগস্টের মধ্যে লেখা পাঠাতে হবে ।*
------------------------------------------------------------------------
তারপর কোন লেখা গ্রহণ করা হবে না ।
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
লেখা নির্বাচনের সিদ্ধান্ত সম্পূর্ণ কার্যকরী সমিতির।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
বিস্তারিত তথ্য জানতে 8910388675 নম্বরে What's app করুন, ফোন করবেন না ।

বি.দ্র : কোনরূপ সৌজন্য সংখ্যা দেওয়া বাধ্যতামূলক নয়।
ডাকযোগেও গ্রহণ করতে পারেন। ডাক মাশুল নিজস্ব।

15/03/2023

মানবিক পদক্ষেপ নিলেন বিজেপি বিধায়ক শীতল কপাট
নিজস্ব প্রতিনিধি,ঘাটাল:মানবিকতার পরিচয় দিলেন বিজেপি বিধায়ক শীতল কপাট। পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক শিশুসহ দু’জন। আহতদের দেখতে পেয়ে নিজের গাড়িতে করে নিয়ে গেলেন হাসপাতালে।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার বিশালাক্ষ্মী মন্দির এলাকায়। জানা গিয়েছে, বিকেল নাগাদ ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের বিশালাক্ষ্মী মন্দির এলাকায় রাস্তা বেরোচ্ছিল শিশু সহ এক পথচারী। সেই সময় একটি টোটো গাড়ি পথচারীকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হয় শিশুসহ টোটো চালক এবং টোটোর মধ্যে থাকা এক যাত্রী।
ওই টোটো চালকের নাম শক্তিপদ মণ্ডল। ঠিক সেই সময় ঘাটালের দিকে আসছিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। পথ দুর্ঘটনায় আহতদের দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বিধায়ক নিজের গাড়ি থামিয়ে নিজেই গাড়ির মধ্যে তাঁদের তুলে নেন। চিকিৎসার জন্য নিয়ে য়ায় ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে। দুর্ঘটনায় গুরুতর যখন হন শিশুসহ টোটো চালক ভর্তি রয়েছে ঘাটাল মহাকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে। মানবিক ঘাটালের বিজেপি বিধায়ক শীতলকপাট। বিধায়কের এরূপ ভূমিকা দেখে খুশি ঘাটালবাসী।
শীতল কপাট বলেন, “রাস্তা দিয়ে যাচ্ছিলাম। কীভাবে দুর্ঘটনা ঘটেছে বলতে পারব না। সেই সময় গাড়ি ছিল না। আমি দেখতে পেয়ে আমার গাড়িত করে তুলে নিয়ে গেলাম। মানুষ পরিষেবা পাক।”

07/03/2023

First lady bus driver in kolkata

আজ আন্তর্জাতিক নারী দিবস

হাজার হাজার মানুষের জীবন তার হাতে, স্বপ্ন পূরণের অঙ্গীকার কল্পনার

সৌরভ দত্ত : জীবন আর পাঁচটা সাধারণ মেয়ের মতো নয়। এই বয়সের মেয়েদের হাতে যেখানে থাকে বই, স্টাডি মেটেরিয়াল বা দামি মোবাইল ফোন,সংসার জীবনের চিন্তা, সেখানে কল্পনার হাতে বাসের স্টিয়ারিং। সদ্য একুশ পেরোনো কল্পনা বই, খাতা ছেড়ে আপন করে নিয়েছেন নোয়াপাড়া – ধর্মতলা রুটের ৩৪সি বাসকে।
নোয়াপাড়া মেট্রো স্টেশন এর কাছে থাকেন কল্পনা মন্ডল। তার বাবা ছিলেন ৩৪সি বাস রুটের চালক। বছর দুয়েক আগে একটি দুর্ঘটনা পায়ে চোট পান তিনি। তারপর থেকে আর বাস চালাতে পারেন না। কিন্তু অনেক আগেই বাবার কাছে বাস চালানো শিখে নিয়েছিল কল্পনা। সেই শেখা যে এরকম ভাবে কাজে আসবে তা কোনদিন ভাবতেও পারেনি সে। বাবা, মা, দিদি ও দুই দাদাকে নিয়ে সংসার কল্পনা মন্ডলের। বাবার দুর্ঘটনার পর সংসারে শুরু হয় অনটন। সংসারের হাল ধরতে পরিবারের সব থেকে ছোট মেয়ে হওয়া সত্বেও বাস চালানোকে তার পেশা হিসেবে বেছে নেয় কল্পনা।
কিন্তু শুরুটা মোটেও সহজ ছিল না তার জন্য। মেয়ে হওয়ায় তাকে বাস ভাড়া দিতে চাননি অনেক বাস মালিক। সেই অর্থে পরিবার ছাড়া আর কাউকে পাশে পাননি কল্পনা। কিন্তু নিজের অদম্য জেদ কে কাজে লাগিয়ে বাস তথা সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি।
সকল বাধা বিপত্তিকে পেরিয়ে গত ছয় বছর ধরে নিজের যোগ্যতা প্রমাণ করে চলেছেন কল্পনা। লক্ষ লক্ষ মেয়েদের অনুপ্রেরণা তিনি। কল্পনাকে নিয়ে গর্বের শেষ নেই বাবার। তার ছোট মেয়ে যেভাবে কাজ করছে তা এক দৃষ্টান্ত। সগর্বে সে কথা জানান গর্বিত বাবা।
কল্পনার ইচ্ছে আগামীদিনে অনেক বাসের মালিক হবে , বাবার সংসার দেখভাল করাই তার একমাত্র জীবন।

06/03/2023

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রেখে যাওয়া বিগ্রহের মহাভিষেক মায়াপুর ইসকনে

নিজস্ব প্রতিনিধি : ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের ৫৩৭ তম আবির্ভাব তিথি উপলক্ষে দোলের দিন বিশেষ পুজো। ওইদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রেখে যাওয়া বিগ্রহে বিশেষ পুজো করা হবে।
দোলের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রেখে যাওয়া বিগ্রহের মহাভিষেক সম্পন্ন হবে মায়াপুর ইসকন মন্দিরে।
পুজোয় উপস্থিত থাকবেন হেভিওয়েটরা দোলের দিন বিশেষ পুজোয় সেদিন রাজ্য তথা জেলার একাধিক মন্ত্রী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন মায়াপুর ইসকনে।
২০১৯ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মায়াপুর দর্শন এসেছিলেন। মায়াপুর ইসকন থেকে মুখ্যমন্ত্রীকে গৌড় নিতাই এর বিগ্রহ স্মৃতি হিসেবে দিয়েছিল ইসকন কর্তৃপক্ষ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বিগ্রহ ইসকনের নতুন বৈদিক মন্দির প্রতিষ্ঠার সময় প্রতিষ্ঠা করবেন বলে মায়াপুর ইসকনেই রেখে যান। সেই থেকে প্রতিবছর দোলের দিন অভিষেক করা হয় মুখ্যমন্ত্রী রেখে যাওয়া বিগ্রহের।
এবারে ও সাড়ম্বরে পালিত হবে সেই বিগ্রহের মহাভিষেক অনুষ্ঠান। সেই বিগ্রহকে মহা অভিষেক করার যাবতীয় প্রস্তুতি চলছে ইসকনের তরফ থেকে।
গৌড় পূর্ণিমা উৎসব উপলক্ষে এবছর প্রায় ১০০ দেশের ৫ হাজার বিদেশি ভক্ত সহ হাজার হাজার দেশি ভক্তের সমাগম ঘটেছে ।

05/03/2023

বর্ণময় ঋতু উৎসব, ‘বসন্তের উৎসব’
নিজস্ব প্রতিবেদন:
একশো বছর আগে, ১৯২৩ সালে, প্রথম বার শান্তিনিকেতনে বসন্তের আসর বসেছিল। ফাল্গুনী পূর্ণিমায় আশ্রম-সম্মিলনীর অধিবেশনে বসন্তোৎসবের আয়োজন হয়েছিল। এর আগে এমন আসরের কথা আর জানা যায় না, যদিও বসন্তের গান গাইতে গাইতে আশ্রম পরিক্রমার রেওয়াজ ছিল তার আগেও। কিন্তু নিয়মিত ভাবে ফাল্গুনী পূর্ণিমার আয়োজনের শতবর্ষ পূর্ণ হল, বললে ভুল হবে না। এই অবকাশে আর এক বার পুরনো প্রশ্নের উত্তরটি ঝালিয়ে নেওয়া দরকার। বসন্তোৎসব, দোল ও হোলি কি সমার্থক? আপাত ভাবে তা-ই। অথচ নিহিতার্থটি আলাদা, অনেকখানি আলাদা। হোলির সঙ্গে হোলিকা দহনের কাহিনি মিশে আছে। হোলিকা নামের অসুর-রমণীকে দহন করার অর্থ অশুভ শক্তির বিনাশ। অশুভকে বিনাশ করে রঙের উৎসব শুরু করা হয়। হোলিকা নাশের গল্প থেকে হোলি উৎসবের উৎপত্তি। আর দোলের মধ্যে মিশে রয়েছে বৈষ্ণবতা। বৃন্দাবনে কৃষ্ণ, রাধা ও অপর গোপীদের সঙ্গে রং খেলতেন— সেই রং খেলার রীতি সমাজ-সংস্কৃতিতে দোল উৎসব হয়ে ওঠে। দোল ফাল্গুনী পূর্ণিমার উৎসব। দোল আর হোলির সেই যুগল ঐতিহ্যকে রবীন্দ্রনাথ বসন্তোৎসবের মধ্যে শ্রীময় ও সুসংস্কৃত করে তুলেছিলেন। তা হয়ে উঠেছিল বর্ণময় ঋতু উৎসব, ‘বসন্তের উৎসব’। তাই প্রচলিত পাঁজির দিনের সঙ্গে শান্তিনিকেতনের বসন্তোৎসবের দিনক্ষণ অনেক সময়েই মিলত না। বাইরে যে দিন দোল বা হোলি নয়, সে দিন হয়তো শান্তিনিকেতনে বসন্তোৎসব। রবীন্দ্রনাথ তাঁর ‘বসন্ত ও বর্ষা’ নিবন্ধে লিখেছিলেন, “বসন্ত উদাসীন, গৃহত্যাগী। ...বসন্ত আমাদের মনকে চারিদিকে বিক্ষিপ্ত করিয়া দেয়, ...বসন্তে আমাদের মন অন্তঃপুর হইতে বাহির হইয়া যায়, বাতাসের উপর ভাসিতে থাকে, ফুলের গন্ধে মাতাল হইয়া জ্যোৎস্নার মধ্যে ঘুমাইয়া পড়ে; আমাদের মন বাতাসের মতো, ফুলের গন্ধের মতো, জ্যোৎস্নার মতো, লঘু হইয়া চারিদিকে ছড়াইয়া পড়ে। বসন্তে বহির্জগৎ গৃহদ্বার উদ্ঘাটন করিয়া আমাদের মনকে নিমন্ত্রণ করিয়া লইয়া যায়।” যে বসন্তকালে আমাদের মন বহির্জগতে ছড়িয়ে পড়ে— সেই ছড়িয়ে পড়া মনের জন্যই বসন্তোৎসব। গৃহবাসীকে ‘খোল্ দ্বার খোল্’ বলা কেবল ধ্বনিমাধুর্যের রেশ নয়, গানের অলঙ্কার নয়, তার মধ্যে একটি বার্তা আছে। দুয়ারের সঙ্গে সঙ্গে গৃহ, গৃহের সঙ্গে অন্তরটিকে খোলার বার্তা।

05/03/2023

ভেষজ রঙ ও আবীর শরীরের পক্ষে নিরাপদ
নিজস্ব প্রতিবেদন:বসন্তের উৎসব হোলি ঘিরে শহর কলকাতা জুড়ে উন্মাদনার ছবি ধীরে ধীরে প্রকট হচ্ছে। তবে তারই মাঝে অ্যাডিনো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জার মতো সমস্যা মাথাচাড়া দিতে শুরু করেছে। এছাড়াও কোভিড পরবর্তী ঠাণ্ডা লাগার সমস্যা, কিম্বা জ্বর সর্দির ঘটনা ঘরে ঘরে লেগে রয়েছে এই মরশুম বদলের কালে। এমন পরিস্থিতিতে শহর কলকাতা জুড়ে হোলির আগে হু হু করে বাড়ছে হার্বাল রঙের চাহিদা। এমনকি অর্গানিক ফুলের রঙে হোলি খেলার ট্রেন্ড দেখা যেতে শুরু করেছে।
লখনউয়ের ‘ইন্ডাস্ট্রিয়াল টক্সিকোলজি রিসার্চ সেন্টার’ এর গবেষণা বলছে, হোলির সময় ব্যবহৃত জনপ্রিয় স্কারলেট রঙে রোডামাইন বি নামক একটি রঞ্জক রয়েছে যা এর কার্সিনোজেনিক বৈশিষ্ট্যের কারণে অনেক দেশেই প্রসাধনী ও খাবারে ব্যবহার করা নিষিদ্ধ হয়েছে। সেই জায়গায় কাঁচা হলুদ, সবুজ পাতা এছাড়াও বিভিন্ন ফল, সবজি থেকে আসা রঙকে অনেকেই বহু গুণে নিরাপদ বলে মনে করেন।
হোলিতে সিন্থেটিক রঙের ক্ষেত্রে ডার্মাটোসেস, ঘর্ষণ, বিবর্ণতা,কনট্যাক্ট ডার্মাটিসিসের মতো রোগ সমস্যা ত্বককে ঘিরে দেখা যায়। এছাড়াও চুলের প্রবল শুষ্কভাব, বহু গুণে চুল পড়ার মতো সমস্যাও দেখা যায়। তবে সেই দিক থেকে ভেষজ আবির অনেকটাই নিরাপদ। এতে সেভাবে কোনও সমস্যা ত্বক বা চুলকে ঘিরে হয় না।
সাধারণত যে পোশাক ফেলনা হয়ে গিয়েছে বা খুব পুরনো, তা পরে হোলি খেলার রীতি প্রচলিত। ভেষজ আবির নিয়ে রঙ খেললে সেই সমস্যা নেই। এতে পোশাকের ওপরেও কোনও খারাপ প্রভাব পড়ে না।

Sambad Darpan YouTube channel সাবস্ক্রাইব করুন
05/03/2023

Sambad Darpan YouTube channel সাবস্ক্রাইব করুন

02/03/2023

সদ্যোজাত থেকে ২ বছর বয়সী বাচ্ছাদের ঘর থেকে বের না করার পরামর্শ মমতার

নিজস্ব প্রতিবেদন: অ্যাডিনো-নিউমোনিয়ার জোড়া ফলায় জেরবার বাংলা। ক্রমশ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে সাংবাদিক বৈঠক থেকে রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিসংখ্যান তুলে ধরে দাবি করলেন, এখনও পর্যন্ত রাজ্যে অ্যাডিনোর বলি ২ শিশু।
বৃহস্পতিবার দুপুরে মুখ্যসচিবকে সঙ্গে নিয়ে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানেই মুখ্যমন্ত্রী বলেন, এখনও পর্যন্ত জ্বর-সর্দি নিয়ে হাসপাতালে ভরতি থাকা ১২ টি শিশুর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ২ জনের শরীরে অ্যাডিনোর অস্বিত্ব মিলেছে। বাকি ১০ শিশুর কো-মর্বিডিটি ছিল। যার জেরে মৃত্যু বলেই দাবি। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে অযথা আতঙ্ক না করে সাবধান থাকার কথা বলেন। প্রয়োজন ছাড়া সদ্যোজাত থেকে ২ বছর বয়সী বাচ্ছাদের ঘর থেকে বের না করার পরামর্শও দেন। জানান, রাজ্য প্রস্তুত রয়েছে। ৫০০০ বেড ও ৬০০ শিশু চিকিৎসক তৈরি রয়েছেন। ফলত পরিস্থিতি জটিল হলেও রাজ্য তা মোকাবিলা করতে পারবে বলেই আশাবাদী মুখ্যমন্ত্রী।

Address


Telephone

+918910388675

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sambad Darpan সংবাদ দর্পণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sambad Darpan সংবাদ দর্পণ:

  • Want your business to be the top-listed Media Company?

Share