31/10/2025
দেশাত্মবোধের বুলি আওড়ানো বিজেপি যদি ভারতবর্ষের পাশাপাশি বাংলার ভৌগোলিক মানচিত্রটা জানতো, তাহলে বলতে পারত না বাংলায় রোহিঙ্গা ঢুকেছে।
ভারতবর্ষের যে রাজ্যগুলোর সাথে মায়ানমারের বা বাংলাদেশের সীমান্ত রয়েছে তার একটাতেও SIR হল না, জারি হল শুধু বাংলায়। এখানেই স্পষ্ট বিজেপি SIR-এর নামে বাংলায় ষড়যন্ত্র করছে।