
24/04/2025
LEH LADAKH ゚
লাদাখ—শান্তির শিখরে
উঁচু পাহাড়ের কোলে এক শহর, নাম তার লাদাখ,
নীলাকাশে ভাসে মেঘ, যেন স্বপ্নের পাখ।
তুষার ঢাকা চূড়ো গুলো—শান্তির প্রতিমা,
হিমালয়ের বুকে যেন নিরবতার সুরলিপি লেখা।
ছোট ছোট গাঁ, বৌদ্ধ স্তূপ, প্রার্থনার ধ্বনি,
মনে জাগায় এক অচেনা, মায়াবী জীবনী।
প্যাংগং লেকের নীল জল, আয়নার মত নীরব,
দেখে মনে হয় প্রকৃতি এঁকেছে আপন ছবি একরকম।
মেঠো পথ বেয়ে বাইক ছুটে যায় রে লম্বা দূর,
পিছনে উড়ে আসে ধুলো, সামনে শুধু নীল ভুবন সূর।
কারগিলের গল্প, যুদ্ধের ধ্বনি, ইতিহাসের ছোঁয়া,
তবু আজ সে শহর শান্ত, যেন সাধকের মোহনা।
লেহ্ শহরের অলিতে গলিতে, আছে পুরনো ঘ্রাণ,
চা আর মোমোর দোকানে মিশে অচেনা প্রাণ।
যেখানে হৃদয় পায় বিশ্রাম, ক্লান্তি খুঁজে ঘর,
লাদাখ শহর বলে—“এসো, হারাও এই প্রহর।”