SOHEL RANA ALAM

SOHEL RANA ALAM Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SOHEL RANA ALAM, Digital creator, KOLKATA.

Founder of Orchid Foundation of India & Orchid Healthcare -5 Rs Clinic & First Low Cost Affordable Diagnostic Center | PhD Scholar in IIT Patna | Alumni of IIM Calcutta | Works at Presidency University, Kolkata

 #মুর্শিদাবাদে_মণ্ডপে_মণ্ডপে_মেডিকেল_কিট_ও_ওষুধ_বিতরণশারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে মুর্শিদাবাদের সালার তথা ভরতপুর ২ ব্লকের...
28/09/2025

#মুর্শিদাবাদে_মণ্ডপে_মণ্ডপে_মেডিকেল_কিট_ও_ওষুধ_বিতরণ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে মুর্শিদাবাদের সালার তথা ভরতপুর ২ ব্লকের কয়েকটি গ্রামের বেশ কয়েকটি #গ্রামের_পুজো_কমিটির হাতে #অর্কিড ফাউন্ডেশন এবং অর্কিড হেলথকেয়ারের তরফ থেকে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের সৌজন্যে কিছু মেডিক্যাল কিট, ইমার্জেন্সী ওষুধ, অল্প কিছু মিষ্টান্ন এবং ৫০০০ মানুষের জন্য স্বাস্থ্য পরীক্ষার ডিসকাউন্ট কুপন উপহার স্বরূপ তুলে দেওয়া হলো। অর্কিড পরিবারের তরফ থেকে সকলকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা।
🙏❤️
_
সোহেল রানা আলম

সকলকে শারদীয় দুর্গোৎসবের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। 🙏🏻❤️৫০ টি পুজো কমিটিকে মেডিক্যাল কিট এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়...
26/09/2025

সকলকে শারদীয় দুর্গোৎসবের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। 🙏🏻❤️
৫০ টি পুজো কমিটিকে মেডিক্যাল কিট এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হবে। সাথে ৫০০০ সাধারণ মানুষের জন্য ৬০% ডিসকাউন্টের স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য কুপন দেওয়া হবে।
Orchid Foundation of India
Orchid Healthcare

25/09/2025
25/09/2025
আজকের "সংবাদ প্রতিদিন" এবং দুদিন আগের "The Statesman" এর খবর...Murshidabad District Police এর সাহায্যে এবং  Orchid Found...
17/09/2025

আজকের "সংবাদ প্রতিদিন" এবং দুদিন আগের "The Statesman" এর খবর...
Murshidabad District Police এর সাহায্যে এবং Orchid Foundation of India এর উদ্যোগে ভোপালে আটক মুর্শিদাবাদের ৩ নাবালক আজ ছাড় পেয়েছে। তারা ট্রেনে বাড়ি ফিরছে, আগামীকাল রাত্রে জেলায় পৌঁছাবে। #এসপি #কুমার_সানি_রাজ সাহেব, অ্যাডিশনাল এসপি রাষ্প্রিত সিং সাহেব , সাব ইন্সপেক্টর সোমা বল ম্যাডাম এবং অন্যান্য সকল আধিকারিক ও সাহায্যকারীদের অনেক অনেক ধন্যবাদ। তাদের সাহায্য ছাড়া এই কাজ কোনো ভাবেই সম্ভব হতনা।🙏🏻🇮🇳

মুর্শিদাবাদের সালার ব্লকের (ভরতপুর-২) গ্রামে গ্রামে  #অর্কিডের  #স্বাস্থ্য_সচেতনতা_ক্যাম্প। সাথে মানুষকে ৫ টাকার ক্লিনিক...
04/09/2025

মুর্শিদাবাদের সালার ব্লকের (ভরতপুর-২) গ্রামে গ্রামে #অর্কিডের #স্বাস্থ্য_সচেতনতা_ক্যাম্প। সাথে মানুষকে ৫ টাকার ক্লিনিক এবং স্বল্প মূল্যের ডায়াগনস্টিক সেন্টার সম্পর্কে অবগত করা হচ্ছে।করোনা কালে Orchid Foundation of India এর মাধ্যমে কাজ করার সময় অনেক মানুষ চিকিৎসা পরিষেবার জন্যে সাহায্য চাইতেন। যেহেতু অর্কিড ফাউন্ডেশন স্বাস্থ্য পরিষেবা নিয়ে কাজ করতনা আমরা অন্য সংস্থাকে অনুরোধ করতাম। চেষ্টা করে কখনও সফল হয়েছি, কখনও ব্যর্থ। ইচ্ছে ছিলো একদিন নিজের আর একটি সংস্থা শুরু করবো যেখানে সকল সাধারণ মানুষকে অল্প খরচে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। ৫ টাকায় ডাক্তার দেখানো যাবে। বহু বাধা বিঘ্ন পেরিয়ে ২০২৫ সালের মার্চ মাসে শুরু হয় স্বল্প মূল্যের ডায়াগনস্টিক সেন্টার Orchid Healthcare যেখানে বাজারমূল্য থেকে ৫০% কম মূল্যে সবরকমের পরীক্ষা করা হয়। সাথে ৫ টাকার সাপ্তাহিক ক্লিনিক যেখানে মাত্র ৫ টাকায় ডাক্তার দেখাতে পারবেন। গ্রামে গ্রামে গিয়ে অর্কিড হেলথকেয়ার এর সদস্যরা স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প করছেন, মানুষকে বেসিক কিছু পরিষেবা বিনামূল্যে দিচ্ছেন। তাদেরকে আমাদের সকল পরিষেবা সম্পর্কে অবগতও করা হচ্ছে। অর্কিড হেলথকেয়ার আপনাদের দুয়া আশীর্বাদ নিয়ে পশ্চিমবঙ্গের গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির লক্ষ্যে আরো এগিয়ে যাবে। 🙏🇮🇳

ঠিকানা : সালার কলেজ রোড, ইলেক্ট্রিক অফিসের বিপরীতে, পোস্ট অফিসের নিচে, মুর্শিদাবাদ।

SOHEL RANA ALAM

31/08/2025
অর্কিড হেলথকেয়ার, পশ্চিমবঙ্গের প্রথম স্বল্প মূল্যের ডায়াগনস্টিক সেন্টার ও ৫ টাকার ক্লিনিক।মুর্শিদাবাদের সালার থানার কা...
21/08/2025

অর্কিড হেলথকেয়ার, পশ্চিমবঙ্গের প্রথম স্বল্প মূল্যের ডায়াগনস্টিক সেন্টার ও ৫ টাকার ক্লিনিক।
মুর্শিদাবাদের সালার থানার কাঁদরা গ্রামে অর্কিড হেলথ কেয়ারের ক্যাম্প অনুষ্ঠিত হলো। গ্রামে গ্রামে গিয়ে মানুষকে কিছু বেসিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে, স্বাস্থ্য সম্পর্কিত অনেক তথ্য দেওয়া হচ্ছে এবং সাথে ৫ টাকার ক্লিনিক ও অর্কিডের পরিষেবাগুলি সম্পর্কে মানুষকে ওয়াকিবহাল করা হচ্ছে।
অর্কিড হেলথকেয়ার, স্বল্প মূল্যের ডায়াগনস্টিক সেন্টার ও ৫ টাকার ক্লিনিক,
ঠিকানা : সালার কলেজ রোড, ইলেক্ট্রিক অফিসের বিপরীতে। (এখানে বাজার মূল্য থেকে ৫০% কম মূল্যে সমস্ত রক্ত পরীক্ষা করা হয়। সপ্তাহে একদিন ৫ টাকার দুঃস্থ ক্লিনিক। বাকি দিন গুলিতে ফিস দিয়ে ডাক্তার দেখাতে পারেন।)
যোগাযোগের নম্বর: 8100421426

পার্ট টাইম বা ফুল টাইম কাজ খুঁজছেন? আজকেই যুক্ত হন Netamatrix এর সাথে। এটি একটি নতুন অ্যাপ, দেশের একমাত্র  #পলিটিকাল_রিস...
18/08/2025

পার্ট টাইম বা ফুল টাইম কাজ খুঁজছেন? আজকেই যুক্ত হন Netamatrix এর সাথে। এটি একটি নতুন অ্যাপ, দেশের একমাত্র #পলিটিকাল_রিসার্চ #প্লাটফর্ম যাহা #নেতা, কর্মী এবং দেশের জনগণকে একটি প্ল্যাটফর্মে যুক্ত করবে। নেতাদের #প্রোফাইল বানিয়ে জনসংযোগে সাহায্য করবে। সাধারণ মানুষ নেতাদের সাথে এই #অ্যাপের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আরো অনেক পরিষেবা এই অ্যাপের মাধ্যমে দেওয়া হবে।
এই #অ্যাপের #মার্কেটিংয়ের জন্য #জেলায় জেলায়, গ্রামে #গ্রামে এবং ব্লকে #ব্লকে বহু #চুক্তিভিত্তিক লোক নেওয়া হবে। #ফিক্সড
#ডিউটি #নেই, স্বাধীন ভাবে নিজের সময় মতো কাজ করবেন। প্রথম ১ বছর সবাইকে চুক্তিভিত্তিক নেওয়া হবে এবং পারফরমেন্স অনুযায়ী ভালো #ইনসেনটিভ পাবেন, যারা ভালো কাজ করবেন তাদের পরে ভ্যাকানসি অনুযায়ী ফিক্সড সালারির কাজ দেওয়া হবে।
নূন্যতম যোগ্যতা মাধ্যমিক পাশ। স্মার্ট ফোন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। মার্কেটিং বা রাজনৈতিক কনসালট্যান্সির কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।

যারা যুক্ত হতে ইচ্ছুক বায়োডাটা/CV পাঠাতে পারেন, খুব শীঘ্রই ইন্টারভিউয়ের জন্য কল পাবেন। :- [email protected]
মনে রাখবেন এখানে চাকরির জন্য কোথাও #কোনো_টাকা_দিতে_হয়না। কেও চাকরির নামে টাকা চাইলে আমাদেরকে অভিযোগ জানাবেন।

#হোয়াটসঅ্যাপ_গ্রুপে যুক্ত হতে এই লিংকে ক্লিক করুন:
https://chat.whatsapp.com/H4JceFGHYNWC8AIcl5iVQO?mode=ac_t

**Executive Program in Public Policy and Management ,IIM CALCUTTA**We have completed our second campus immersion at the ...
29/04/2024

**Executive Program in Public Policy and Management ,IIM CALCUTTA**
We have completed our second campus immersion at the Indian Institute of Management, Calcutta.
3 more months to complete the Executive course on Public Policy and Management. We learned a lot from the professors of IIM Calcutta and retired Bureaucrats. My batchmates come from diverse backgrounds and have a wealth of experience. I had the wonderful chance and honor of learning from them as well. All in all, it was fantastic and amazing.

,

01/02/2024

আমার জেলা মুর্শিদাবাদে...

Pursuing PhD in Management from IIT PATNA | Founder of Orchid Foundation of India (NGO) | MBA (HR), BBA | Studied Public Policy & Management from IIM Calcutta | Works at Presidency University, Kolkata

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when SOHEL RANA ALAM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SOHEL RANA ALAM:

Share