
28/09/2025
#মুর্শিদাবাদে_মণ্ডপে_মণ্ডপে_মেডিকেল_কিট_ও_ওষুধ_বিতরণ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে মুর্শিদাবাদের সালার তথা ভরতপুর ২ ব্লকের কয়েকটি গ্রামের বেশ কয়েকটি #গ্রামের_পুজো_কমিটির হাতে #অর্কিড ফাউন্ডেশন এবং অর্কিড হেলথকেয়ারের তরফ থেকে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের সৌজন্যে কিছু মেডিক্যাল কিট, ইমার্জেন্সী ওষুধ, অল্প কিছু মিষ্টান্ন এবং ৫০০০ মানুষের জন্য স্বাস্থ্য পরীক্ষার ডিসকাউন্ট কুপন উপহার স্বরূপ তুলে দেওয়া হলো। অর্কিড পরিবারের তরফ থেকে সকলকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা।
🙏❤️
_
সোহেল রানা আলম