News Bharat 24hrs

News Bharat 24hrs सत्य की खोज हर रोज
(228)

20/07/2025

একুশে জুলাই কে লক্ষ্য করে বিশাল সমাবেশ রামনগর নেতৃত্ব দেন বিধায়ক অখিল গিরি সঙ্গে ছিলেন সুপ্রকাশ গিরি বিশ্বরঞ্জন মিশ্র নিতাই চরণ স্যার উত্তম দাস অশোক চন্দ পার্থসারথি বিশ্বজিৎ জানা

20/07/2025

একুশে জুলাই প্রস্তুতি মিছিলে উত্তর কলকাতা পৌর মাতা ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায় এবং শ্রেয়া পান্ডে মুখোমুখি নিউজ ভারত ২৪ আওয়ার্স

আজ টালিগঞ্জ বিধানসভার গলফ গ্রিনে ২১শে জুলাই এর সমর্থনে এক বিশাল সমাবেশে বক্তব্য রাখেন মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস।...
20/07/2025

আজ টালিগঞ্জ বিধানসভার গলফ গ্রিনে ২১শে জুলাই এর সমর্থনে এক বিশাল সমাবেশে বক্তব্য রাখেন মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস। এই সভায় বিজেপি ও সিপিএম থেকে পঞ্চাশ জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। উপস্থিত ছিলেন পৌর প্রতিনিধি তপন দাশগুপ্ত ও সন্দীপ নন্দী মজুমদার।

নিজস্ব প্রতিনিধি(সুজাতা):ভর সন্ধ্যায় হাওড়ায় বাস দুর্ঘটনা। যাত্রীদের উদ্ধার করে পাঠানো হল স্থানীয় হাওড়া জেলা হাসপাতালে।...
20/07/2025

নিজস্ব প্রতিনিধি(সুজাতা):
ভর সন্ধ্যায় হাওড়ায় বাস দুর্ঘটনা। যাত্রীদের উদ্ধার করে পাঠানো হল স্থানীয় হাওড়া জেলা হাসপাতালে। জানা গিয়েছে, হাওড়ার পাঁচ নম্বর ফরশো রোডে ঘটে এই দুর্ঘটনাটি। শনিবার সন্ধ্যায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ল্যাম্পপোস্টে গিয়ে ধাক্কা মারে বেসরকারি মিনিবাসটি।

শনিবার সন্ধ্যায় ধর্মতলা দানেশ শেখ লেন রুটের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ল্যাম্পপোস্টে ধাক্কা মারে। দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন বলে খবর। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকার্য শুরু করে।

ঘটনাস্থলে যায় হাওড়া থানার পুলিশ। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বাসটি ব্রেক ফেল করলে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে ফরশোর রোডের একটি লেনে যান চলাচল ব্যাহত হয়।

হাওড়ার ডিসিপি ট্টাফিক সুজাতা কুমারী বলেন, ‘বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাঁদিকে একটি দোকান ও পোস্টে গিয়ে ধাক্কা মারে। অনেককেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। দু’জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের হাওড়া হাসপাতালে চিকিৎসা চলছে।’ আহত এক যাত্রী বলেন, ‘বাসটি খুব জোরে চালানো হচ্ছিল। ফোরশোর রোডে এসে একটি পোস্টে গিয়ে জোরে ধাক্কা মারে।'

সুযোগ বুঝে দুর্ঘটনার পর বাস ঘটনাস্থলেই ছেড়ে পালিয়ে যান চালক। এখনও পর্যন্ত তার হদিশ পাওয়া যায়নি। অন্যদিকে বাসের পরিস্থিতি বেহাল। অত্যাধিক গতিতে এসে ধাক্কা মারায় সামনের দিকে অংশ একেবারে ‘শেষ’ হয়ে গিয়েছে বললেই চলে।

20/07/2025

2026 নির্বাচনের আগে এগরাতে সমবায় নির্বাচনে গেরুয়া ঝড়

20/07/2025

বাংলা বিহার সীমান্তবর্তী গ্রামে বোমা বিস্ফোরন

'ডিজিটাল অ্যারেস্ট' প্রতারণায় দেশের প্রথম 'conviction' রানাঘাটে, ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডসাইবার-অপরাধের বিরুদ্ধে সারা ...
20/07/2025

'ডিজিটাল অ্যারেস্ট' প্রতারণায় দেশের প্রথম 'conviction' রানাঘাটে, ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সাইবার-অপরাধের বিরুদ্ধে সারা দেশে নজির গড়ল রানাঘাট পুলিশ জেলা। কীভাবে?

শুরু থেকে শুরু করা যাক। ‘ডিজিটাল অ্যারেস্ট’, অতঃপর সেই অ্যারেস্ট-এর হাত থেকে বাঁচতে বিপুল পরিমাণ অর্থব্যয়, এবং তারপর পুলিশে অভিযোগ। গত বছরের ৬ নভেম্বর। রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত কল্যাণী সাইবার থানায় জমা পড়ে অভিযোগ। প্রতারিত ব্যক্তি জানান, মুম্বই পুলিশের এক আধিকারিকের পরিচয় দিয়ে তাঁকে ডিজিটাল অ্যারেস্ট করে এক জালিয়াত, এবং রেহাই পাওয়ার আশায় সেই ‘পুলিশ অফিসারের’ নির্দেশমতো ১ কোটি টাকা বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দেন তিনি।

এই পর্যন্ত ঘটনাবলী চেনা পথেই এগোচ্ছে, তাই তো? আপনারা প্রায় সকলেই জানেন, ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না। কিন্তু বহুল প্রচার সত্ত্বেও এই প্রতারণার ফাঁদে পড়েই চলেছেন অনেকেই। আরও অনেক মামলার মতোই এই মামলাটিও অনির্দিষ্টকাল চলতে পারত, শেষমেশ হয়তো জালিয়াতির টাকা উদ্ধারও হতো, কিন্তু শাস্তি হতো না অপরাধীদের। কারণ সাইবার জগতে অপরাধীদের ‘ট্র্যাক’ করা খড়ের গাদায় সূচ খোঁজার চেয়েও দুরূহ।

কিন্তু এখানেই বদলে গেল ছবি। তদন্তকারী অফিসার সাব-ইনস্পেকটর দেবারুণ দাস ও তাঁর টিম নামলেন ছক ভাঙার খেলায়। তদন্তে প্রকাশ পেল, যে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন এসেছিল প্রতারিতের কাছে, তার অবস্থান দক্ষিণপূর্ব এশিয়ার কাম্বোডিয়ায়। অথচ সিম কার্ড জারি করেছে একটি ভারতীয় মোবাইল পরিষেবা সংস্থা, এবং কাম্বোডিয়ায় বসেও পরিষ্কার বাংলা ও হিন্দিতে কথা বলছে ফোনের মালিক। শুধু তাই নয়, যেসব ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করেন প্রতারিত, সেগুলির মালিকও সবাই ভারতীয়।

সেই শুরু। প্রযুক্তির সাহায্যে এরপর সামনে আসে আরও অসংখ্য তথ্য, এবং এক মাসের বেশি সময় ধরে ভারতের বিভিন্ন প্রান্তে হানা দিয়ে অবশেষে মহারাষ্ট্র, হরিয়ানা, গুজরাট এবং রাজস্থান থেকে দেবারুণ ও তাঁর টিম গ্রেফতার করেন মোট ন’জন অভিযুক্তকে। জানতে পারেন, এই ন’জনের নামে জাতীয় স্তরে জমা পড়েছে ১০০-র বেশি অভিযোগ, এবং এরা জালিয়াতি করে হাতিয়ে নিয়েছে প্রায় ৮ কোটি টাকা, যার মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকেই এদের ‘রোজগার’ প্রায় ৬ কোটি!

তদন্ত চলাকালীন সংগৃহীত বিপুল পরিমাণ প্রামাণ্য তথ্য গুছিয়ে চার্জশিট দাখিল করার পাহাড়প্রমাণ কাজটিও নিখুঁতভাবে সম্পন্ন হয়। ফল – ভারতে এই প্রথম ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত কোনও মামলা পৌঁছয় আদালতে বিচারপর্ব পর্যন্ত। এবং এখানেই শেষ নয়, বিশেষ পাবলিক প্রসিকিউটর শ্রী বিভাস চ্যাটার্জির তত্ত্বাবধানে মাত্র সাড়ে চার মাসে সম্পন্ন হয় বিচারপর্ব।

মামলার রায় বেরিয়েছে আজ। শাহিদ আলি শেখ, শাহরুখ রফিক শেখ, যতীন অনুপ লাডওয়াল, রোহিত সিং, রূপেশ যাদব, সাহিল সিং, পাঠান সুমাইয়া বানু, এবং অশোক ফালদু-কে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ভারতে ডিজিটাল অ্যারেস্ট-এর মামলায় 'conviction' এই প্রথম। নজির তো বটেই!

অভূতপূর্ব এই সাফল্যের জন্য স্যালুট রানাঘাট পুলিশ জেলার সাইবার সেলের সমস্ত সহকর্মীকে। অভিনন্দন এবং শুভেচ্ছা বিভাসবাবুকে।

Ranaghat Police District - Kalyani

'মোদির বিজেপি-কে প্রয়োজন নেই, বিজেপি-র মোদিকে প্রয়োজন, নইলে ১৫০ আসনও আসবে না', দলেরই সাংসদ নিশিকান্ত দুবের বিস্ফোরক মন্ত...
20/07/2025

'মোদির বিজেপি-কে প্রয়োজন নেই, বিজেপি-র মোদিকে প্রয়োজন, নইলে ১৫০ আসনও আসবে না', দলেরই সাংসদ নিশিকান্ত দুবের বিস্ফোরক মন্তব‍্যে তব্রী চাঞ্চল‍্য

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): নরেন্দ্র মোদির উপস্থিতি ছাড়া বিজেপির পক্ষে ১৫০টি আসন জেতাও সম্ভব নয় - দলেরই এক সাংসদের মুখে এমন বিস্ফোরক মন্তব্য ঘিরে তীব্র চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের দাবি, বিজেপিকে মোদির নয়, বরং বিজেপির ই মোদিকে প্রয়োজন। ২০২৯ সালের লোকসভা নির্বাচনেও মোদির নেতৃত্বেই বিজেপিকে লড়াই চালাতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে দলের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়েই এই ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখেন ঝাড়খণ্ডের গোদ্দা লোকসভা কেন্দ্রের সাংসদ নিশিকান্ত দুবে। যদিও এখনও পর্যন্ত সম্পূর্ণ সাক্ষাৎকার প্রকাশ হয়নি, তবে যে অংশ সামনে এসেছে, তা ইতিমধ্যেই রাজনৈতিক অন্দরে ঝড় তুলেছে।
নিশিকান্ত বলেন, "দিল্লিতে আগামী ১৫-২০ বছর কোনও জায়গা নেই। মোদিজি যদি আমাদের নেতা না থাকেন, তবে বিজেপির পক্ষে ১৫০টি আসনও পাওয়া মুশকিল। ২০২৯-এর নির্বাচনে মোদির নেতৃত্ব ছাড়া লড়াই অসম্ভব।"
এই মন্তব্য যে শুধু বিরোধী শিবিরের নয়, বিজেপির অন্দরেও আলোড়ন তুলেছে, তা বলাই বাহুল্য। কারণ বিজেপির অঘোষিত উত্তরসূরি হিসেবে যে নামটি বারবার উঠে আসে - যোগী আদিত্যনাথ, তার ভবিষ্যৎ নিয়েও কার্যত প্রশ্ন তুলে দিয়েছেন নিশিকান্ত। এর আগেও তিনি যোগীকে ঘিরে একাধিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তার মতে, "এই মুহূর্তে দিল্লিতে কোনও জায়গা খালি নেই।"
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অভ্যন্তরীণ নিয়ম অনুযায়ী, ৭৫ বছর বয়স হলেই নেতৃত্ব ছাড়তে হয়। মোদির বয়স ইতিমধ্যেই ৭৪ পেরিয়েছে। সম্প্রতি সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের বক্তব্যেও অবসরের বার্তা স্পষ্ট ছিল বলে গুঞ্জন শুরু হয়েছিল। সেই সূত্র ধরে নিশিকান্ত বলেন, "এই নিয়ম মোদিজির ক্ষেত্রে খাটে না। কারণ বিজেপিকে ওর প্রয়োজন। মানুন বা না মানুন, আজকের দিনে রাজনৈতিক দলগুলি এক একটি কাল্ট পার্সোনালিটির উপর নির্ভরশীল হয়ে পড়েছে।"
তার এই মন্তব্যে বিজেপির অন্দরেই জোর চর্চা শুরু হয়েছে। যদিও বিজেপির তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, তবে দলের নিচুতলার কর্মী থেকে উচ্চ নেতৃত্ব - সকলের কাছেই এই বার্তা একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে।
নিশিকান্তের মতো নেতার মুখে এমন 'মন্তব্য' যে বিজেপির আগাম ভবিষ্যতের ছায়াচিত্রকে ঘিরে সন্দেহ তৈরি করছে, তা নিয়ে কোনও দ্বিমত নেই রাজনৈতিক বিশ্লেষকদের। এখন দেখার, এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া আসে কিনা দলের অন্দর থেকেই।

এস এস সি- র নিয়োগ প্রক্রিয়ায় হাইকোর্টের ক্লিনচিট মিললেও যে সব কাঁটার উপর দাঁড়িয়ে চাকরিহারারা, তার সুরাহার জন‍্য দ্বারস...
20/07/2025

এস এস সি- র নিয়োগ প্রক্রিয়ায় হাইকোর্টের ক্লিনচিট মিললেও যে সব কাঁটার উপর দাঁড়িয়ে চাকরিহারারা, তার সুরাহার জন‍্য দ্বারস্থ হচ্ছেন সুপ্রীম কোর্টের

নিজস্ব প্রতিনিনি(রজত রায়): হাইকোর্টে সব জট কেটে গিয়েছে। স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়ায় আর কোনও বাধা নেই। ২০২৫-এ তৈরি করা এসএসসি-র রুলকেই মান্যতা দিয়েছে কলকাতা হাইকোর্ট। সব ঠিক থাকলে সেপ্টেম্বরেই পরীক্ষা হবে বলে সূত্রের খবর। তবে এখনও অনেক জট রয়ে গিয়েছে। চাকরিহারারা এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন।
তাঁদের দাবি, নতুন রুলে এমন অনেক বিষয় আছে, যার জেরে এবার পরীক্ষাতেই বসতে পারবেন না ‘যোগ্য’ চাকরিহারারাও।
চালে-কাঁকরে মিশে যাওয়ায় যোগ্য-অযোগ্য় সবার চাকরিই বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। গত ৩ এপ্রিল যে নির্দেশ দেওয়া হয়, তাতে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী মিলিয়ে প্রায় ২৬০০০ জনের চাকরি বাতিল হয়ে যায়। এর মধ্যে শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হলেও শেষ পর্যন্ত আদালত এসএসসি-কে ক্লিনচিট দিয়েছে। তারপরও রয়ে গিয়েছে বেশ কিছু জট।

এসএসসি-র বিজ্ঞপ্তিকে মান্যতা দিয়েছে হাইকোর্ট:-

মূলত কয়েকটি বিষয় নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। প্রথমত, চিহ্নিত অযোগ্য বাদে বাকিদের বয়সে ছাড় দেওয়া নিয়ে আপত্তি ছিল চাকরিপ্রার্থীদের একাংশের। দ্বিতীয়ত, শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার কথা বলা আছে রুলে। সেটা নিয়েও আপত্তি ওঠে।
সুপ্রিম কোর্টের অর্ডারে স্পষ্ট বলা আছে যে, চিহ্নিত অযোগ্য বাদে বাকিদের বয়সে ছাড় দিতে হবে। এসএসসি-র বিজ্ঞপ্তিতেও সেটা স্পষ্টভাবে লেখা আছে। অন্যদিকে, অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার ক্ষেত্রেও হাইকোর্ট কোনও আপত্তি জানায়নি। মূলত ২০১৬-র প্যানেলে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা দাবি করেছিলেন, তাঁরা ওই ১০ নম্বর থেকে বঞ্চিত হবেন। তবে রাজ্য তথা এসএসসি-র যুক্তি ছিল, যে কোনও চাকরিতেই অভিজ্ঞতার দাম দেওয়া হয়। সেই কারণেই ১০ নম্বর দেওয়ার কথা বলেছে সরকার। আর সেই রুলকেই মান্যতা দেয় হাইকোর্ট।

চিহ্নিত অযোগ্যদের সুযোগ বাতিল হয়েছে ইতিমধ্যেই:-

অন্য একটি মামলায় হাইকোর্টের রায়ে নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন চিহ্নিত অযোগ্যরা। নতুন করে নিয়োগের জন্য এসএসসি-র যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, সেখানে যোগ্যতা, বয়স, আবেদনের নিয়ম সহ সবটাই উল্লেখ করা আছে। সেই বিজ্ঞপ্তিতে যোগ্য বা অযোগ্যদের কথা উল্লেখ করা নেই। প্রশ্ন ওঠে, এ ক্ষেত্রে চিহ্নিত অযোগ্যরা সুযোগ তো পাবেনই, সেই সঙ্গে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য ১০ নম্বর গ্রেসও পেয়ে যাবেন। সেই মামলায় রাজ্য ও এসএসসি অযোগ্যদের পাশে দাঁড়িয়ে সওয়াল করলেও হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় দুর্নীতি করে যাদের চাকরি হয়েছে, তাদের নিয়োগে সুযোগ দেওয়া যায় না।

এই দুই মামলার পরও এসএসসি-তে রয়ে যাচ্ছে জট:-

৫০ শতাংশ নম্বর নিয়ে প্রশ্ন
হাইকোর্ট জানিয়ে দিয়েছে, ২০২৫-এর রুল অনুযায়ীই পরীক্ষা দেবেন চাকরিপ্রার্থীরা। আর সেই রুলে বলা আছে, শিক্ষাগত যোগ্যতা হল স্নাতকে ৫০ ন্যুনতম শতাংশ। অর্থাৎ ৫০ শতাংশ না পেলে পরীক্ষা বসতে পারবেন না প্রার্থীরা। এদিকে, ২০১৬-র রুলে বলা ছিল, ৪৫ শতাংশ পেলেই প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন। সে ক্ষেত্রে ২০১৬-য় যাঁরা যোগ্য হিসেবে চাকরি পেয়েছিলেন, তাঁদের অনেকেই এবার আর আবেদন করতে পারবেন না।
যাঁরা ২০১৬-র রুল অনুযায়ী ৪৬ বা ৪৭ শতাংশ পেয়েই চাকরিতে যোগ দিয়েছিলেন, তাঁদের ক্ষেত্রে এবার বাধা থাকবে। অর্থাৎ যোগ্যতাতেই আটকে যেতে পারেন ‘চাকরিহারা যোগ্যরা’। এই বিষয়ে হাইকোর্টে সওয়াল করার সুযোগ পাননি বলে দাবি চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডলের। তিনি জানিয়েছেন, এই বিষয়ে সুপ্রিম কোর্টে কথা বলবেন তাঁরা।

বিএড নিয়েও প্রশ্ন:-

২০২৫-এর রুলে বলা আছে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন থেকে অনুমোদনপ্রাপ্ত কোনও প্রতিষ্ঠান থেকে বি এড কোর্স করতে হবে। প্রশ্ন হল, ২০১৬ সালে চাকরি পাওয়া অনেকেই রিহ‍্যাবিলেশন কাউন্সিল অব ইন্ডিয়া থেকে স্পেশাল বিএড করেছিলেন। এসএসসি-র নতুন বিজ্ঞপ্তিতে তাদের পরীক্ষায় বসার কথা উল্লেখ নেই। সে ক্ষেত্রে কী হবে, যোগ্য হিসেবে আদৌ তাঁরা বিবেচিত হবেন কি না, তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

কী বলছে এসএসসি?:-

স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য, হল কারা চাকরিতে যোগ্য হিসেবে বিবেচিত হবে, সেটা রাজ্যই ঠিক করবে। রাজ্য যে প্রার্থীকে সেরা বলে মনে করবে, সেই প্রার্থীকেই নেবে। সেটা ভেবেই এই রুল তৈরি করা হয়েছে। এসএসসি-র আইনজীবী কল্য়াণ বন্দ্যোপাধ্যায় বলেন, “নতুনদের কথাও ভাবতে হবে। পুরনোদের জন্য ১০ নম্বরের ছাড় তো আছেই। নতুনদের মধ্যে থেকেও নিয়োগ করতে হবে।”

20/07/2025

মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১২ নম্বর ওয়ার্ডে একুশে জুলাই এর প্রস্তুতিতে নিউজ ভারত ২৪ আওয়ার্স এর মুখোমুখি বিধায়িকা সুপ্তি পান্ডে

নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): আজ রবিবার,২০২৫ সালের ২০জুলাই, সাপ্তাহিক ছুটির দিন। আপনি আপনার রাশিফল দেখে দিনটি সম্পর্কে জানু...
20/07/2025

নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): আজ রবিবার,২০২৫ সালের ২০জুলাই, সাপ্তাহিক ছুটির দিন। আপনি আপনার রাশিফল দেখে দিনটি সম্পর্কে জানুন:

১. মেষ রাশি :- আজ অযথা কোনো ঝামেলায় জড়াবেন না। আজ ব্যবসায় কোনো প্রকার বিবাদ থেকে সাবধান থাকুন। প্রেমের সম্পর্ক উন্নতি হবে। আজ কোনো নতুন প্রেমের প্রস্তাবে রাজি না হওয়াই ভালো হবে।
কাজে অনীহা দেখা দিতে পারে। নিজের ইগো খুব বেশি বৃদ্ধি পেতে দেবেন না। কর্ম ব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে।

২. বৃষ রাশি :- বন্ধুর কারণে কর্মক্ষেত্রের জটিলতা কাটতে পারে। স্বাস্থ অবনতি হতে পারে। আজ কোনো সম্পত্তি বিক্রয়ের আগে মাতা , পিতার সাথে পরামর্শ করুন। স্ত্রীর জন্য খরচ বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের অবনতির কারণে মানসিক চাপ আসবে। নিজের অভিজ্ঞতার মাধ্যমে পরিবারের লোকের সমস্যার সমাধান করতে পারবেন।

৩. মিথুন রাশি :- আজ সারা দিন নানা দিক থেকে কাজের সুযোগ পেতে পারেন। আজ পরিবারের সাথে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন। নিজের কোনো কাছের লোকের দুঃসংবাদে ভেঙে পড়তে পারেন। বাড়ির খরচ বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ অবনতি হতে পারে। র্মক্ষেত্রে মনোমালিন্য হবে ফলে আপনার বদনামী হতে পারে।

৪. কর্কট রাশি :- আজ আপনার বুদ্ধির ভুলে হাতের কাজ ফসকে যেতে পারে। আজ মানুষের সাথে বুদ্ধি করে কথা বলুন। ভাই ভাই বিবাদ হতে পারে। অতিরিক্ত কাজের চাপের জন্য শারীরিক ক্লান্তি আসতে পারে। টাকা একটু ভেবে চিনতে খরচ করুন। জীবনে উন্নতি আসলেও নিজেকে সংযম রাখুন।

৫. সিংহ রাশি :- কর্মক্ষেত্রের জটিলতা কেটে যাবে। ফটকা অর্থ উপার্জনের পূর্বে চিন্তা করুন। বেশি অর্থলাভের আসার কারণে ঝামেলা হতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতির দিকে যাবে। শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কোনো খারাপ খবর পেতে। পারেন। বাড়ির খরচ বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ অবনতি হতে পারে।

৬. কন্যা রাশি :- আজ পরিবারের সদস্যদের সাথে সুন্দর ভালোবাসার মুহূর্ত কাটান। ব্যবসায় লাভের মুখ দেখতে পাবেন। যারা বেকার তাদের নতুন চাকরির সুযোগ আসতে পারে। আজ পুরানো বন্ধুদের সাথে দেখা হতে পারে। কর্মক্ষেত্রে বদনাম আসতে পারে। আজ বাড়িতে অতিথি আসতে পারে।

৭. তুলা রাশি :- আজ বাসস্থান পরিবর্তন হতে পারে। দিনটি অলসতার মধ্যে দিয়ে কাটবে। সময়ের গুরুত্ব উপলব্ধি করে আজ আপনি সবার থেকে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন। বাইরের কাজ কর্ম লাভ দেবে। আর্থিক পরিস্থিতির উন্নতির দিকে যাবে।

৮. বৃশ্চিক রাশি :- আজকে আপনার আমোদপ্রমোদ এবং মজার দিন। আকিজ কারো থেকে কোনো ভালো উপহার পেতে পারেন। আজ প্রেমের জট খুলে যেতে পারে। আজ সংসারের দায়িত্ব পালন করতে না পারায় সাংসারিক অশান্তি হতে পারে। আজ বুকের যন্ত্রনায় কষ্ট পেতে পারেন। আজ সন্তানের জন্য কষ্ট পেতে পারেন।

৯. ধনু রাশি :- আজ বাড়ির তৈরীর জন্য শুভ সময়। অতিরিক্ত রাগের কারণে আপনার ক্ষতি হতে পারে। বিপদে মাথা ঠান্ডা রাখুন। আজ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। হঠাৎ কোনো রোগে ভুগতে পারেন। বিবাহিত জীবনে অশান্তি দেখা দিতে পারে। ব্যবসায় উন্নতির লক্ষণ রয়েছে। আজ টাকা - পয়সায় ব্যাপারে কোনো মানুষের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করা সঠিক কাজ হবে না।

১০. মকর রাশি :- ভাইয়ের সাথে সম্পত্তি নিয়ে বিবাদ দেখা দিতে পারে। নতুন চাকরি হতে পারে। সংসারে প্রচুর অর্থ ব্যায় হতে পারে। ভালো সঙ্গে থাকার জন্য মানসিক শান্তি লাভ। পাওনাদাররা ঝামেলা করতে পারে। আজ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। আজ আপনার অর্থ চুরি যেতে পারে।

১১. কুম্ভ রাশি :- আজ ব্যবসায় কোনো প্রকার বিবাদ থেকে সাবধান থাকুন। নিজের স্ত্রীর জন্য পরিবারের লোকের সাথে বিবাদ হতে পারে। আজ আপনার শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। আপনি আপনার প্রিয় মানুষটির কাছ থেকে ভালোবাসা পেতে পারেন।

১২. মীন রাশি :- নাটকের সাথে যুক্ত ব্যাক্তিদের ভালো সময়। আজ নিজের লোকেদের সাথে বুঝে কথা বলুন। আজ নিজের সাস্থের দিকে খেয়াল রাখুন।আজ যুবক - যুবতীরা প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। কোনো আইনি ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। আজ বন্ধুর সাথে মতপাথক্য দেখা দিতে পারে।

অভিনেতা ভিক্টর ব্যানার্জির শিক্ষাগত যোগ্যতা জানলে কপাল উঠবে চোখভিক্টর ব্যানার্জি বাঙ্গালী হিন্দু জমিদার পরিবারে জন্মগ্রহ...
19/07/2025

অভিনেতা ভিক্টর ব্যানার্জির শিক্ষাগত যোগ্যতা জানলে কপাল উঠবে চোখ
ভিক্টর ব্যানার্জি বাঙ্গালী হিন্দু জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন, যে পরিবার উত্তরপাড়ার রাজা এবং চাঁচলের রাজা বাহাদুরের বংশধর। তিনি শিলং থেকে স্কুল পাশ করেন। পরে সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।
তিনি এমন একজন অভিনেতা যিনি একাধারে ইংরেজি ভাষা, হিন্দি ভাষা, বাংলা ভাষা এবং অসমীয়া ভাষায় অভিনয় করেছেন। তিনি বিশিষ্ট পরিচালক যেমনঃ রোমান পোলান্‌স্কি, জেমস আইভরি, স্যার ডেভিড লিন, জেরি লন্ডন, রোনাল্ড নিয়েম , সত্যজিৎ রায়, মৃণাল সেন, শ্যাম বেনেগাল এবং রাম গোপাল বর্মা, এদের সঙ্গে কাজ করেছেন।
২০২২ সালে তিনি পদ্মভূষণ পুরস্কার লাভ করেন।

Address

Behala

Alerts

Be the first to know and let us send you an email when News Bharat 24hrs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Bharat 24hrs:

Share