28/03/2025
মুঘল, অমুকের বিরিয়ানি , ধর্ম সঙ্কট , শার্টের বোতাম এইগুলো যখন ট্রেন্ড করছে তখন খানিক শান্ত ভাবেই পাশ হয়ে গেল Digital personal data protection act 2025 । আপনার ডেটা এখন আরও সুরক্ষিত। আপাতদৃষ্টিতে আপনি এটুকু জেনেই খুশি থাকবেন। যেটা জানবেন না সেটা.....
*RTI ( যেটা ছিল ঠিকই তবে বাড়ির ছোট ছেলের মত , তবুও ছিল তো) ক্ষমতায় পুরোপুরি নিয়ন্ত্রণ শাসকের।
কেন? এই act প্রতিটি নাগরিকের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সুনিশ্চিত করে ঠিকই সেই সঙ্গে আপনার তথ্য জানবার অধিকারকেও নিয়ন্ত্রণ করবে। RTI তৈরি হয়েছিল , শাসন ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্য। সংবাদিক , RTI activist কিংবা সচেতন কোন নাগরিকের ক্ষেত্রে দুর্নীতিকে প্রকাশ্যে তুলে আনার একটা হাতিয়ার ছিল RTI। অদূরে সেটা আর হচ্ছে না। এই act বলছে , স্বচ্ছতা পরে।
ধরুন , আপনি দুর্নীতি করেছেন। আপনার বিরুদ্ধে প্রমাণ স্বরূপ কিছু তথ্য আমার হাতে এসেছে। কিন্তু সেই তথ্য ব্যবহার করে সেই দুর্নীতির কথা প্রকাশ্যে আনতে গেলে আমাকে আপনার সচেতন অনুমতি নিতে হবে। নচেৎ ..... নচেৎ আর কিছুই না....... ডিউ তো পার্সোনাল ডাটা লিক আমার জরিমানা হবে। হবে তো হবে কত হবে? হাজার! লক্ষ না মশাই ২৫০ কোটি। সেটা ৫০০ কোটিও হতে পারে।
মোদ্দা কথা , আপনি দুর্নীতি করবেন। আপনাকে আমি জিজ্ঞেস করব , আপনার দুর্নীতির কেচ্ছা কি জনসমক্ষে আনতে পারি ? অমনি আপনি লক্ষী সোনার মতো উত্তরা বলবেন হ্যাঁ নিশ্চই। তাই না!
ইলেক্টোরাল বন্ডে কে বা কারা , কাকে বা কাদের কত টাকা দিল , কোন কোটিপতি কোন ব্যাংক থেকে কত টাকা নিয়ে হঠাৎ উবে গেল , উন্নয়নের খাতে বরাদ্দ হওয়া টাকা কার হাত দিয়ে কোথায় ভ্যানিশ হল , সে কে? সেটা জানার অধিকার আপনার আর থাকবে না।
অবশ্য প্রয়োজন কি..... আমরা দুর্নীতি হজমে অভ্যস্ত।