
11/05/2025
#কিশলয়
দুইদিন ( ১০.০৫.২৫ এবং ১১.০৫.২৫ ) ব্যাপী অনুষ্ঠিত Kisholoy Birati Foundation দ্বারা পরিচালিত কমিউনিটি কিচেনের আজ ছিল দ্বিতীয় অর্থাৎ শেষ দিন।এই দুইদিনে আমরা মোট ৫৫০ জন মানুষকে দুপুরের আহার প্রদান করেছি। বিরাটিবাসী এবং আমাদের শুভাকাঙ্খীদের ছাড়া এই পরিকল্পনা হয়তো কখনোই সাফল্যমণ্ডিত হতে পারতো না।
এই অনুষ্ঠানটি আমাদের সংগঠনের সকলের সাহায্য ছাড়া সম্ভবই হতো না। তাই কিশলয়ের পুরো টিমকে শুধু একটাই কথা বলার- 'আমরা পেরেছি, সবাই হাতে হাত রেখে পেরেছি।' ♥️
আপনাদের সকলের শুভেচ্ছা ভালোবাসা এবং আশীর্বাদ একান্ত কাম্য 😊🙏🏻