Kisholoy Birati Foundation

Kisholoy Birati Foundation খাদ্য,শিক্ষা,বস্ত্র
লড়াইয়ের তিন অস্ত্র..❤️

   #কিশলয় দুইদিন ( ১০.০৫.২৫ এবং ১১.০৫.২৫ ) ব্যাপী অনুষ্ঠিত Kisholoy Birati Foundation  দ্বারা পরিচালিত কমিউনিটি কিচেনের ...
11/05/2025



#কিশলয়


দুইদিন ( ১০.০৫.২৫ এবং ১১.০৫.২৫ ) ব্যাপী অনুষ্ঠিত Kisholoy Birati Foundation দ্বারা পরিচালিত কমিউনিটি কিচেনের আজ ছিল দ্বিতীয় অর্থাৎ শেষ দিন।এই দুইদিনে আমরা মোট ৫৫০ জন মানুষকে দুপুরের আহার প্রদান করেছি। বিরাটিবাসী এবং আমাদের শুভাকাঙ্খীদের ছাড়া এই পরিকল্পনা হয়তো কখনোই সাফল্যমণ্ডিত হতে পারতো না।

এই অনুষ্ঠানটি আমাদের সংগঠনের সকলের সাহায্য ছাড়া সম্ভব‌ই হতো না। তাই কিশলয়ের পুরো টিমকে শুধু একটাই কথা বলার- 'আমরা পেরেছি, সবাই হাতে হাত রেখে পেরেছি।' ♥️

আপনাদের সকলের শুভেচ্ছা ভালোবাসা এবং আশীর্বাদ একান্ত কাম্য 😊🙏🏻

   #কিশলয় দুইদিন ব্যাপী অনুষ্ঠিত Kisholoy Birati Foundation দ্বারা পরিচালিত কমিউনিটি কিচেনের আজ ছিল প্রথম দিন। আজ আমরা ম...
10/05/2025



#কিশলয়


দুইদিন ব্যাপী অনুষ্ঠিত Kisholoy Birati Foundation দ্বারা পরিচালিত কমিউনিটি কিচেনের আজ ছিল প্রথম দিন। আজ আমরা মোট ২৫০ জন মানুষকে দুপুরের আহার প্রদান করেছিলাম। বিরাটিবাসী এবং আমাদের শুভাকাঙ্খীদের ছাড়া এই পরিকল্পনা হয়তো কখনোই সাফল্যমণ্ডিত হতে পারতো না।

আমাদের এই কমিউনিটি কিচেন কাল ও চলবে বিরাটি বনিক মোড় সংলগ্ন আচার্য প্রফুল্লচন্দ্র সাধারণ পাঠাগার প্রাঙ্গণে, এবং কালকের জন্যও কুপন বিতরণ করা হবে এই পাঠাগার প্রাঙ্গণেই সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত।

আপনাদের সকলের শুভেচ্ছা ভালোবাসা এবং আশীর্বাদ একান্ত কাম্য 😊🙏🏻

   আজ এবং আগামীকাল ব্যাপী অনুষ্ঠিত, কিশলয় বিরাটি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত community kitchen এর রান্নার প্রস্তুতি চলছে ...
10/05/2025





আজ এবং আগামীকাল ব্যাপী অনুষ্ঠিত, কিশলয় বিরাটি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত community kitchen এর রান্নার প্রস্তুতি চলছে জোরকদমে।

কুপন বিতরণ চলছে এবং দুপুর ১ টা থেকে খাদ্য বিতরণ এর অনুষ্ঠানটি শুরু হতে চলেছে, আপনাদের সকলের আশীর্বাদ এবং শুভ কামনা একান্ত কাম্য 😊🙏🏻

"আমার মুক্তি সর্বজনের মনের মাঝেদুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে"কবিগুরুর নির্দেশিত পথেই মানুষের সেবায় আজ কিশলয় ব্রতী। তাই...
09/05/2025

"আমার মুক্তি সর্বজনের মনের মাঝে
দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে"

কবিগুরুর নির্দেশিত পথেই মানুষের সেবায় আজ কিশলয় ব্রতী। তাই ২৫শে বৈশাখের পূণ্যলগ্নে সেই মহামানবের আবির্ভাব দিবসে সকল রবীন্দ্র-অনুরাগীদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা 🙏

 #কিশলয়    #অন্নদাতা  বিরাটির বণিক মোড় ও স্টেশনে আমাদের "অন্নদাতা" এর পোস্টার।
08/05/2025

#কিশলয়

#অন্নদাতা

বিরাটির বণিক মোড় ও স্টেশনে আমাদের "অন্নদাতা" এর পোস্টার।

 #কিশলয়    #অন্নদান বিরাটি কিশলয়ের এই নতুন উদ্যোগে সামিল হতে পারেন আপনিও,দুদিন ব্যাপী আমরা আয়োজন করছি পিছিয়ে পড়া মানুষদে...
08/05/2025

#কিশলয়

#অন্নদান

বিরাটি কিশলয়ের এই নতুন উদ্যোগে সামিল হতে পারেন আপনিও,দুদিন ব্যাপী আমরা আয়োজন করছি পিছিয়ে পড়া মানুষদের জন্য মধ্যাহ্নভোজন, যা অনুষ্ঠিত হবে বিরাটির আচার্য্য প্রফুল্ল চন্দ্র সাধারণ পাঠাগারে,এই দুদিনে আমরা মোট ৪০০+ মানুষকে আহার প্রদান করবো।

ভবিষ্যতে সারা পেলে এই ধরনের কর্মসূচি আমরা আরো করতে চাই,আপাতত শুরুটা দুদিন দিয়েই হোক।

 #কিশলয়    #অন্নদান কিশলয় বিরাটি ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ১০ ও ১১ ই মে ব্যবস্থা করা হয়েছে মধ্যাহ্নভোজনের।দুদিন ব্যাপী এ...
08/05/2025

#কিশলয়

#অন্নদান

কিশলয় বিরাটি ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ১০ ও ১১ ই মে ব্যবস্থা করা হয়েছে মধ্যাহ্নভোজনের।

দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে আমরা প্রায় ৪০০+ জন মানুষের হাতে তুলে দেবো অন্ন।

অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে, মাত্র দুদিন কেনো!!???

কারন আমাদের ফান্ড সীমিত, সেইটুকুর মধ্যেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন।

খাবার বিতরণ করা হবে কুপনের মাধ্যমে,কুপন দেওয়ার সময় সকাল ৯-১১ টা পর্যন্ত,আগে আসার ভিত্তিতে কুপন পাবেন,একদিনে মোট ২০০ টি কুপন বিতরণ করা হবে।( সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য এই আয়োজন,তা বাদে বাকিরা আশা করি কুপন সংগ্রহ করবেন না)।

কুপন দেখিয়ে খাবার সংগ্রহ করার সময় দুপুর ১২ টা থেকে ২ টো পর্যন্ত।

আপনার পরিচিত কারুর কুপনের প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে,এছাড়া আমাদের প্রচার গাড়ি কাল বিরাটি জুড়ে ঘুরবে সন্ধ্যে ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত, চাইলে সেখান থেকেও কুপন সংগ্রহ করতে পারেন।

কুপনের জন্য যোগাযোগ করুন।

কিশলয় বিরাটি ফাউন্ডেশন - 8981756333
অর্ণব বকসী - 8013775122
শুভম ব্যাপারী - 9874867267

 #কিশলয়    কিছু মানুষ আমাদের চারিদিকে সত্যিই আছেন যারা তাদের ব্যক্তিগত কিছু  প্রাপ্তির আনন্দ সকলের সাথে ভাগ করতে ভালোবাস...
30/04/2025

#কিশলয়


কিছু মানুষ আমাদের চারিদিকে সত্যিই আছেন যারা তাদের ব্যক্তিগত কিছু প্রাপ্তির আনন্দ সকলের সাথে ভাগ করতে ভালোবাসেন।🟢 শ্রী খুরশিদ আলম মহাশয়-ও এর ব্যতিক্রম নন।

তাই তার হাত ধরেই কিশলয় টিম এবারে পৌঁছে গিয়েছিল বারাসাত স্টেশন ও স্টেশন সংলগ্ন এলাকায়।

গত ১৩ ই এপ্রিল, ৬ টা বেজে ৩০ মিনিটে শ্রী খুরশিদ আলম মহাশয় ও কিশলয় বিরাটি ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে প্রায় ৩০জ‌ন মানুষের হাতে রাত্রিভোজের খাবার তুলে দেওয়া হয় ।

খাদ্য তালিকায় ছিল ফ্রাইড রাইস,চিলি চিকেন এবং পানীয় জল।

আমাদের এই পুরো প্রোগ্রামটি যার সহায়তায় সম্পন্ন হয়েছে তিনি শ্রী খুরশিদ আলম মহাশয়।কিশলয়ের পক্ষ থেকে তাকে বিশেষভাবে ধন্যবাদ,ওনার সহায়তায় আমরা আমাদের কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি।

কিশলয়ের মাধ্যমে আপনারা যদি আপনার কোনো স্বরণীয় দিন পিছিয়ে পড়া মানুষদের সাথে উদযাপন করতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন,আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনার প্রয়োজন মতো ব্যবস্থা করে দেওয়ার।

আমাদের যোগাযোগ নম্বর - 8981756333

আমাদের ইমেইল আইডি - [email protected]

ধন্যবাদ।

 #কিশলয়   কিশলয় প্রথম থেকেই মানুষের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ ।কিশলয়ের টিম এবারে পৌঁছে গেছিলো বারাসাত ও বিরাটি রেলওয়...
18/04/2025

#কিশলয়


কিশলয় প্রথম থেকেই মানুষের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ ।

কিশলয়ের টিম এবারে পৌঁছে গেছিলো বারাসাত ও বিরাটি রেলওয়ে স্টেশনে।

গত ৪ ঠা এপ্রিল, ৭টা বেজে ৩০ মিনিটে 🟢 শ্রী সুমন চক্রবর্তী মহাশয় ও কিশলয় বিরাটি ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে প্রায় ৬০জ‌ন বৃদ্ধ বৃদ্ধাদের হাতে রাত্রিভোজের খাবার তুলে দেওয়া হয় ।

খাদ্য তালিকায় ছিল ফ্রাইড রাইস, চিকেন কারি এবং পানীয়।

আমাদের এই পুরো প্রোগ্রামটি যার সহায়তায় সম্পন্ন হয়েছে তিনি শ্রী সুমন চক্রবর্তী মহাশয়।তিনি তার স্ত্রী স্বর্গীয় পায়েলি চক্রবর্তী-র জন্মদিন উপলক্ষ্যে উক্ত আয়োজনটি করতে সহায়তা করেছেন।
কিশলয়ের পক্ষ থেকে তাকে বিশেষভাবে ধন্যবাদ,ওনার সহায়তায় আমরা আমাদের কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি।

কিশলয়ের মাধ্যমে আপনারা যদি আপনার কোনো স্বরণীয় দিন পিছিয়ে পড়া মানুষদের সাথে উদযাপন করতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন,আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনার প্রয়োজন মতো ব্যবস্থা করে দেওয়ার।

আমাদের যোগাযোগ নম্বর - 8981756333

আমাদের ইমেইল আইডি - [email protected]

ধন্যবাদ।

 #কিশলয় শুভ নববর্ষের অফুরন্ত প্রীতি ও শুভেচ্ছা জানাই। এই নতুন বছরে আপনার জীবনে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। পুরোনোকে বিদা...
15/04/2025

#কিশলয়

শুভ নববর্ষের অফুরন্ত প্রীতি ও শুভেচ্ছা জানাই। এই নতুন বছরে আপনার জীবনে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। পুরোনোকে বিদায় জানিয়ে আসুক নতুন আলো, আশা ও আনন্দ।

কিশলয়ের পক্ষ থেকে সকলকে জানাই শুভ পয়লা বৈশাখ।

 #কিশলয়   দীর্ঘ ২৮৬ দিন পর পৃথিবীর বুকে পা রাখলেন সুনীতা উইলিয়ামস। যান্ত্রিক গোলযোগের জন্য স্পেস স্টেশনে আটকে পড়েছিলেন ত...
19/03/2025

#কিশলয়


দীর্ঘ ২৮৬ দিন পর পৃথিবীর বুকে পা রাখলেন সুনীতা উইলিয়ামস।

যান্ত্রিক গোলযোগের জন্য স্পেস স্টেশনে আটকে পড়েছিলেন তিনি ও তার সতীর্থ উইলমোর।

অবশেষে space X এর সহায়তায় ফিরলেন তিনি।

ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামসের জন্য আমরা গর্বিত।

 #কিশলয়   কিশলয় নিজেদের জন্মলগ্ন থেকেই মানুষের পাশে থাকার একটা ক্ষুদ্র প্রয়াস চালাচ্ছে,তার মধ্যেও আমাদের মূল উদ্দেশ্য ছো...
16/03/2025

#কিশলয়


কিশলয় নিজেদের জন্মলগ্ন থেকেই মানুষের পাশে থাকার একটা ক্ষুদ্র প্রয়াস চালাচ্ছে,তার মধ্যেও আমাদের মূল উদ্দেশ্য ছোটো ছোটো শিশুদের পাশে থাকা,কারন তাদের হাত ধরেই এ সমাজ ভবিষ্যতের জন্য বাসযোগ্য হয়ে উঠবে।

কিশলযয়ের এবারের গন্তব্য ছিল রানীগঞ্জের আমড়াসূতা গ্রামে।

উত্তর কোলকাতার অন্যতম পুজা কমিটি "সেন্ট্রাল ক্যালকাটা জগদ্ধাত্রী পূজা ওয়েলফেয়ার ফাউন্ডেশন" ও কিশলয় বিরাটি ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে প্রায় ৯১ টি শিশুর জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

সাথে শিক্ষণ সামগ্রী হিসেবে পেন্সিল, কল, স্কেল এবং রবার প্রদান করা হয়।

খাদ্য তালিকায় ছিল ভাত, ডাল, আলুভাজা , সবজি, মাংস, চাটনি, পাঁপড় ও মিষ্টি।

আমাদের এই পুরো প্রোগ্রামটি যার সহায়তায় সম্পন্ন হয়েছে তিনি শ্রী অমিত দাস মহাশয়।
কিশলয়ের পক্ষ থেকে তাকে বিশেষভাবে ধন্যবাদ,ওনার পরিচালনায় আমরা আমাদের কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি।

কিশলয়ের মাধ্যমে আপনারা যদি আপনার কোনো স্বরণীয় দিন পিছিয়ে পড়া মানুষদের সাথে উদযাপন করতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন,আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনার প্রয়োজন মতো ব্যবস্থা করে দেওয়ার।

আমাদের যোগাযোগ নম্বর - 8981756333

আমাদের ইমেইল আইডি - [email protected]

ধন্যবাদ।

Address

Kolkata
700051

Telephone

+918981756333

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kisholoy Birati Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kisholoy Birati Foundation:

Share