31/08/2025
https://youtube.com/?si=sYJ987X5AO6lOUIi
[Official YouTube Channel of *Perennial Records*]
কিংবদন্তি শিল্পী হৃদয়রত্ন হেমন্ত মুখোপাধ্যায় সশরীরে আমাদের মধ্যে নেই আজ প্রায় ৩৬ বছর হয়ে গেল। কিন্তু তিনি আছেন ভারতীয় তথা বাঙালির অন্তরে চির-উজ্জ্বল এক আসনে সসম্মানে বিরাজিত হয়ে চিরন্তনরূপে। তাঁর গান আমাদের চিরকালীন সম্বল, বেঁচে থাকার রসদ। মানুষের প্রতি তাঁর অগাধ ভালোবাসা, সহমর্মিতা আমাদের বারবার মনে করায় যে মানুষের মধ্যেই ঈশ্বর বর্তমান। গানে গানে দেশ-বিদেশ জয় করে আসা এমন এক অজাতশত্রু বাঙালি বিশ্বমানবকে আমরা মাথায় করে রেখেছি সবসময় - একথা সত্য হলেও মেনে নিতেই হবে যে মঞ্চানুষ্ঠানে তাঁকে আমরা এখন আর সশরীরে পাই না কালের নিষ্ঠুর নিয়মে। সেই অভাবকে খানিকটা মেটাবার জন্যই এই সেপ্টেম্বরে অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায়ের প্রয়াণমাসে 'পেরেনিয়াল রেকর্ডস'-এর এক বিশেষ নিবেদন 'সরাসরি হেমন্ত মুখোপাধ্যায়' সিরিজ। বিভিন্ন পর্বে এই সিরিজে আমরা উপস্থাপন করব কালের গর্ভ থেকে তুলে আনা বিগত শতকের বিভিন্ন সময়ে হেমন্ত মুখোপাধ্যায় কর্তৃক পরিবেশিত বেশ কিছু রবীন্দ্রনাথের গানের সম্পূর্ণ অনুষ্ঠান। প্রতিটি পর্বে শুধুমাত্র আপনাদের জন্য থাকবে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া একেকটি অনুষ্ঠানের সম্পূর্ণ রেকর্ডিং আমাদের স্বর্ণখনি থেকে। নিঃসন্দেহে এই নিবেদন হয়ে উঠবে এক অভাবনীয় ঐতিহাসিক ও অদ্বিতীয় উদ্যোগ। এই নিবেদন আপনারা শুনতে পাবেন আগামীকাল অর্থাৎ ১লা সেপ্টেম্বর থেকে শুধুমাত্র 'Perennial Records' এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এবং অবশ্যই এই উদ্যোগে আমরা পাশে চাই আমাদের প্রিয় শ্রোতাদের। তাই দেরী না করে সাবস্ক্রাইব করুন আমাদের Official YouTube Channel 'Perennial Records', এবং Notification পাওয়ার জন্য ক্লিক করে রাখুন Bell Icon-টি। সঙ্গে থাকুন এবং চোখ রাখুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নীচের লিংকে:
https://youtube.com/?si=IyllzlNYGXLlkV4T