
09/05/2025
যা শুধু জল্পনা ছিল, তাই এবার বাস্তব। পিটিআই সূত্রে খবর—ভারত-পাকিস্তান যুদ্ধকালীন উত্তেজনার আবহে স্থগিত হয়ে গেল IPL 2025।
পহেলগাঁও হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে পাল্টা প্রত্যাঘাত। দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আগেই জানিয়েছেন—"অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি।" পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে ভারত, আর তারই প্রতিক্রিয়ায় বাড়ছে উত্তেজনা।
এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে ধর্মশালায় পাঞ্জাব বনাম দিল্লির ম্যাচ বাতিল হওয়ায় অনেকেই জানতেন—এটা কেবল শুরু।
আজকের লখনউ সুপার জায়ান্টস বনাম আরসিবি ম্যাচ-সহ সব ম্যাচই আপাতত স্থগিত।
BCCI-এর এক কর্তা স্পষ্ট বললেন—
"যখন দেশ যুদ্ধ করছে, তখন অন্যত্র ক্রিকেট খেলা দৃষ্টিকটূ।"
এখন প্রশ্ন—আইপিএলের বাকি ম্যাচগুলো আদৌ হবে কি?
প্রাথমিকভাবে শোনা যাচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে ২০ জুন থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজের পর আইপিএলের প্লে-অফ সহ বাকি ম্যাচগুলি আয়োজন করা হতে পারে। তবে এই মুহূর্তে সবটাই অনিশ্চিত।
ক্রিকেট শুধু খেলা নয়, এটা আবেগ।
কিন্তু দেশ যখন সংকটে, তখন জাতীয় স্বার্থই সবার আগে।
জয় হিন্দ! ভারত মাতা কি জয়!