Democratic Indians

Democratic Indians A platform for the people , of the people and by the people of India. Raise your voices

যা শুধু জল্পনা ছিল, তাই এবার বাস্তব। পিটিআই সূত্রে খবর—ভারত-পাকিস্তান যুদ্ধকালীন উত্তেজনার আবহে স্থগিত হয়ে গেল IPL 2025।...
09/05/2025

যা শুধু জল্পনা ছিল, তাই এবার বাস্তব। পিটিআই সূত্রে খবর—ভারত-পাকিস্তান যুদ্ধকালীন উত্তেজনার আবহে স্থগিত হয়ে গেল IPL 2025।

পহেলগাঁও হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে পাল্টা প্রত্যাঘাত। দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আগেই জানিয়েছেন—"অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি।" পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে ভারত, আর তারই প্রতিক্রিয়ায় বাড়ছে উত্তেজনা।

এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে ধর্মশালায় পাঞ্জাব বনাম দিল্লির ম্যাচ বাতিল হওয়ায় অনেকেই জানতেন—এটা কেবল শুরু।
আজকের লখনউ সুপার জায়ান্টস বনাম আরসিবি ম্যাচ-সহ সব ম্যাচই আপাতত স্থগিত।
BCCI-এর এক কর্তা স্পষ্ট বললেন—
"যখন দেশ যুদ্ধ করছে, তখন অন্যত্র ক্রিকেট খেলা দৃষ্টিকটূ।"

এখন প্রশ্ন—আইপিএলের বাকি ম্যাচগুলো আদৌ হবে কি?
প্রাথমিকভাবে শোনা যাচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে ২০ জুন থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজের পর আইপিএলের প্লে-অফ সহ বাকি ম্যাচগুলি আয়োজন করা হতে পারে। তবে এই মুহূর্তে সবটাই অনিশ্চিত।

ক্রিকেট শুধু খেলা নয়, এটা আবেগ।
কিন্তু দেশ যখন সংকটে, তখন জাতীয় স্বার্থই সবার আগে।

জয় হিন্দ! ভারত মাতা কি জয়!

সেনাবাহিনীতে হার মানার পর পাকিস্তান এবার কুখ্যাত পথে! কুপওয়াড়া, বারামুলা, উরি, পুঞ্চ, মেন্ধর, আখনুর—সীমান্তবর্তী গ্রামগ...
09/05/2025

সেনাবাহিনীতে হার মানার পর পাকিস্তান এবার কুখ্যাত পথে! কুপওয়াড়া, বারামুলা, উরি, পুঞ্চ, মেন্ধর, আখনুর—সীমান্তবর্তী গ্রামগুলোতে লাগাতার গোলাবর্ষণ। ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন ১৬ জন নিরীহ ভারতীয়—তাঁদের মধ্যে রয়েছে ৫টি শিশু ও ৩ জন মহিলা। মন্দির, মসজিদ, গুরুদ্বার—কিছুই রেহাই পায়নি পাকিস্তানের গোলার আঘাত থেকে।

'অপারেশন সিঁদুর'-এ ভারতীয় সেনার পাল্টা প্রত্যাঘাতে তছনছ হয়ে গেছে পাকিস্তানের আত্মবিশ্বাস!
ভারতের ড্রোন হামলায় ধ্বংস লাহৌরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। টার্গেট রাওয়ালপিণ্ডি, করাচি, গুজরানওয়ালা, অটক সহ একাধিক শহর।

S-400 আকাশ প্রতিরক্ষা, ভারতীয় সেনার শান—মাঝ আকাশেই গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাক সেনার হামলার অপচেষ্টা!

রক্ষা নেই, রেহাই নেই পাকিস্তানের জন্য—ভারত বুঝিয়ে দিল, সীমান্তে নাশকতার জবাব চরমভাবে দেওয়া হবে।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ঘোষণা করেছেন—‘অপারেশন সিঁদুর’-এ এখন পর্যন্ত ১০০+ জঙ্গির মৃত্যু।
দেশের সব বিরোধী দল একজোট হয়ে বলেছে—"দেশের প্রশ্নে আমরা একসাথে!"

এদিকে দেশের প্রতিটি বিমানবন্দরে জারি হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। SLPC চালু, দর্শকদের প্রবেশ নিষিদ্ধ, প্রস্তুত এয়ার মার্শালরা।

ভারত শান্তি চায়, কিন্তু জবাব দিতে জানে।
জয় হিন্দ! ভারত মাতা কি জয়!

সীমান্তে একের পর এক পাক ড্রোন হামলার চেষ্টা, আর তারই মাঝে দেশজুড়ে কড়া সতর্কতা।দিল্লির লাল কেল্লা, কুতুব মিনার-সহ নানা ঐত...
09/05/2025

সীমান্তে একের পর এক পাক ড্রোন হামলার চেষ্টা, আর তারই মাঝে দেশজুড়ে কড়া সতর্কতা।
দিল্লির লাল কেল্লা, কুতুব মিনার-সহ নানা ঐতিহাসিক জায়গায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। চলছে CC ক্যামেরায় কড়া নজরদারি। পর্যটকদের নিরাপত্তায় একেবারে কোনও খামতি রাখতে চাইছে না দিল্লি পুলিশ।

এদিকে, চণ্ডীগড় ও মোহালিতে আকাশপথে হামলার আশঙ্কায় এয়ারফোর্স স্টেশনের তরফে জারি হল রেড অ্যালার্ট। বাজতে শুরু করেছে এয়ার রেড সাইরেন। বাসিন্দাদের ঘরের মধ্যে থাকার নির্দেশ। এমনকি ব্যালকনিতেও বের হওয়ায় নিষেধাজ্ঞা।

গতকাল রাতভর সীমান্তের নানা প্রান্তে পাকিস্তান চালিয়েছে ড্রোন হামলার চেষ্টা — ভারতীয় সেনা গুলি করে নামিয়েছে ৫০টি পাক ড্রোন! L70 আর্টিলারি, ZU 23 MM গান, সিলিকা অ্যান্টি মিসাইল সিস্টেম দিয়ে প্রতিরোধ। উধমপুর, জম্মু, পাঠানকোট, সাম্বা— সব জায়গায় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে শত্রুর ড্রোন।

রাজস্থানের শ্রীগঙ্গানগরে পাক ড্রোন ধ্বংস, জয়সলমেরে মিলল মর্টার শেল — এলাকায় বন্ধ করা হয়েছে যান চলাচল। সীমান্তে গুলির লড়াইয়ে নিহত ৭ জইশ জঙ্গি, বিএসএফের তৎপরতায় ব্যর্থ জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা।

পাকিস্তানের লাহোর, করাচি, রাওয়ালপিণ্ডি সহ ১৬টি শহরে ভারতের ত্রিমুখী প্রত্যাঘাত! স্থল, নৌ ও বায়ুসেনার যুগ্ম অপারেশনে চূড়ান্ত ধ্বংস।
ভারত জানিয়ে দিল — জবাব দেওয়া হবে, তাও একসাথে, সঠিকভাবে, শক্ত হাতে।

জয় হিন্দ!

08/05/2025

বালোচিস্তানের কোয়েটা শহর ছেড়ে পালাল পাক সেনা

প্রথমে লাহোর, তারপর করাচি—একটার পর একটা বিস্ফোরণে তছনছ পাকিস্তানের শহরগুলি। লাহোরের ওয়ালটন বিমানবন্দর, করাচি, শেখপুরা, র...
08/05/2025

প্রথমে লাহোর, তারপর করাচি—একটার পর একটা বিস্ফোরণে তছনছ পাকিস্তানের শহরগুলি। লাহোরের ওয়ালটন বিমানবন্দর, করাচি, শেখপুরা, রাওয়ালপিন্ডি, নারওয়াল, উমপকোট—সব জায়গায় বিস্ফোরণের খবর! পাকিস্তানি সংবাদমাধ্যম জানাচ্ছে, আক্রমণ চালানো হয়েছে ড্রোন দিয়ে।

আইএসপিআরের দাবি, ১২টি হেরন ড্রোন একসঙ্গে ৯টি জায়গায় হামলা চালিয়েছে। পাকিস্তান সরাসরি দোষারোপ করেছে ভারতকে।

পহেলগাঁও হামলার জবাবে ভারতের ‘অপারেশন সিঁদুর’ তছনছ করে দেয় পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি। সেই প্রত্যাঘাতের পর থেকেই উত্তেজনা চরমে। সীমান্তে গোলাবর্ষণ, মর্টার হামলা বেড়েই চলেছে।

জম্মুর পুঞ্চে ১৩ জনের মৃত্যু, কুপওয়ারার কারনাহ-সহ একাধিক এলাকা আক্রান্ত। আর তারই মাঝে পাকিস্তানের ১০টিরও বেশি শহরে পরপর বিস্ফোরণ!

আসন্ন দিনগুলোতে কী অপেক্ষা করছে উপমহাদেশের জন্য? পরিস্থিতির দিকে নজর রাখা জরুরি।

পাকিস্তানের ষড়যন্ত্র আবারও সামনে এল। দেশের অন্তত ১৫টি গুরুত্বপূর্ণ সেনা ছাউনি ছিল তাদের হামলার লক্ষ্যবস্তু। কিন্তু সময়মত...
08/05/2025

পাকিস্তানের ষড়যন্ত্র আবারও সামনে এল। দেশের অন্তত ১৫টি গুরুত্বপূর্ণ সেনা ছাউনি ছিল তাদের হামলার লক্ষ্যবস্তু। কিন্তু সময়মতো গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ভারতীয় সেনা, RAW ও অন্যান্য নিরাপত্তা সংস্থা মিলে সেই ভয়ঙ্কর পরিকল্পনা বানচাল করে দিয়েছে।

এ যেন ২৬/১১ বা উরি হামলার ছায়া ফিরিয়ে আনার চেষ্টা!
কিন্তু এবার ভারত ছিল প্রস্তুত। জবাবও দিয়েছে কড়া হাতে — Operation Sindoor-এর মতো প্রত্যাঘাত তার প্রমাণ।

এই ঘটনার পরে সর্বদল বৈঠক ডাকা হয় দিল্লিতে।
সব রাজনৈতিক দল একসঙ্গে সেনার পাশে দাঁড়ালেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা।
এই সময়, যখন দেশ একজোট হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছে, তখন নেতাদের ঐক্য আরও স্পষ্ট হওয়া দরকার, তাই না?

ভারত আবারও দেখিয়ে দিল — আমরা কখনো ভয় পাই না, আর ষড়যন্ত্রের জবাব দিতে জানি।

Operation Sindoor-এর মাধ্যমে পাকিস্তানের ভিতরে ঢুকে সফলভাবে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। গোটা দেশ জুড়ে প্রশংসার ঝ...
08/05/2025

Operation Sindoor-এর মাধ্যমে পাকিস্তানের ভিতরে ঢুকে সফলভাবে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। গোটা দেশ জুড়ে প্রশংসার ঝড় উঠেছে সেনার সাহসিকতা আর বীরত্ব নিয়ে।

এই প্রেক্ষিতে আজ সর্বদল বৈঠক ডাকল কেন্দ্র। উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সহ কেন্দ্রের শীর্ষ মন্ত্রীরা। বিরোধীদের পক্ষ থেকে ছিলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গে, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ওয়েইসি সহ বহু নেতা। সবাই একবাক্যে সেনার পাশে থাকার বার্তা দিলেন।

কিন্তু প্রশ্ন একটাই — প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কই?
দেশের ঐক্য দেখানোর এই মঞ্চে, প্রধানমন্ত্রীর অনুপস্থিতি কেবল চোখে পড়ছে না, কানে বাজছে!
এর আগেও এমন হয়েছিল। এবারও!

কংগ্রেস নেতা পবন খেরা বলেন, "বিশ্বকে বার্তা দিতে হলে, প্রধানমন্ত্রীর নিজের উপস্থিতি দরকার।"
খড়গে বললেন, "উনি হয়ত নিজেকে সংসদের ঊর্ধ্বে মনে করেন!"

আমরা সমর্থন করি সেনাকে। সমর্থন করি দেশের সুরক্ষাকে।
কিন্তু প্রশ্ন তোলা কি ভুল, যখন দেশের প্রধান নেতা নিজেই পিছিয়ে থাকেন এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে?

যখন দেশবাসী গভীর ঘুমে, তখনই আকাশ গর্জে উঠল—রাতের অন্ধকার চিরে রাফাল ও সুখোইয়ের ধ্বংসাত্মক স্ট্রাইক!‘অপারেশন সিঁদুর’-এ ধু...
07/05/2025

যখন দেশবাসী গভীর ঘুমে, তখনই আকাশ গর্জে উঠল—
রাতের অন্ধকার চিরে রাফাল ও সুখোইয়ের ধ্বংসাত্মক স্ট্রাইক!
‘অপারেশন সিঁদুর’-এ ধুলিসাৎ পাকিস্তান ও POK-এর জইশ, লস্কর ও হিজবুলের ঘাঁটি।

মাত্র ২৫ মিনিটের নিখুঁত পরিকল্পনায় ভারত ধ্বংস করল ৯টি জঙ্গি শিবির।
জবাব পহেলগাঁওয়ের ২৬ জন শহিদের রক্তের!

সূত্র বলছে,
নিহত ১৪ জন জইশ প্রধান মাসুদ আজহারের পরিবারভুক্ত।
গুরুতর আহত তার ভাই রউফ আসগর।
নিহত মাসুদের ভাইয়ের ছেলে হুজাইফাও।
প্রত্যাঘাতে ব্যবহৃত হয়েছে স্ক্যাল্প মিসাইল ও হ্যামার স্মার্ট বম্ব, যেগুলি গভীর বাঙ্কার গুঁড়িয়ে দিতে সক্ষম।

কিন্তু পাকিস্তানের জবাব?
মুরিদকে ফুটবল স্টেডিয়ামে সেনা ও পুলিশের তত্ত্বাবধানে জঙ্গিদের রাষ্ট্রীয় শেষকৃত্য!
জঙ্গিদের কফিন মোড়া পাকিস্তানের জাতীয় পতাকায়!
দেশের প্রশ্ন—
শহিদদের মর্যাদা কি জঙ্গিদের দিচ্ছে পাকিস্তান?
এই ছবি কি প্রমাণ নয় যে, পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসের সরাসরি যোগ আছে?

এখন প্রশ্ন একটাই—
এই প্রত্যাঘাত কি যথেষ্ট? আরও কী হওয়া উচিত?
ভারতের এ হুংকারে কাঁপছে ইসলামাবাদ।
আপনার ভাবনা কী? ভারত ঠিক করেছে তো?

কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত।

#ভারতের_প্রত্যাঘাত #জঙ্গি_ঘাঁটি_ধ্বংস #শহিদের_বদলা #ভারত_পাকিস্তান

কিছু একটা যে ঘটতে চলেছে, তার আঁচ আগেই পাওয়া গিয়েছিল।শেষমেশ, মধ্যরাতে পাকিস্তানের মাটিতে পরপর জঙ্গিঘাঁটিতে বিধ্বংসী স্ট...
07/05/2025

কিছু একটা যে ঘটতে চলেছে, তার আঁচ আগেই পাওয়া গিয়েছিল।
শেষমেশ, মধ্যরাতে পাকিস্তানের মাটিতে পরপর জঙ্গিঘাঁটিতে বিধ্বংসী স্ট্রাইক চালাল ভারতীয় বায়ুসেনা।
'অপারেশন সিন্দুর'-এর অধীনে ধ্বংস হল একাধিক সন্ত্রাসবাদী ঘাঁটি।

ভারতের এই হামলার জবাবে চরম সুরে প্রতিক্রিয়া পাকিস্তানের।
পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বললেন—
“ভারত যুদ্ধ চাপিয়ে দিয়েছে। গোটা দেশ সেনার পাশে। শত্রুর উদ্দেশ্য সফল হতে দেব না আমরা।”

পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইশাক দারের অভিযোগ—
“ভারত আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। বাহাওয়ালপুর, কোটলি, মুজফ্ফরাবাদে নিরীহ নাগরিকদের নিশানা করা হয়েছে। মহিলা-শিশুরাও শহিদ হয়েছেন।”

তাঁর আরও অভিযোগ—
“ভারতের এই আগ্রাসন আন্তর্জাতিক আইন, রাষ্ট্রপুঞ্জের ৫১ নম্বর ধারা ও কূটনৈতিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন।”
তিনি দাবি করেন, ভারত সন্ত্রাসবাদের অজুহাত তুলে আঞ্চলিক শান্তি বিপন্ন করছে এবং দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘাত উসকে দিচ্ছে।

পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে—
“আমরাও সময় ও স্থান বুঝে জবাব দেব। নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় দেশ ঐক্যবদ্ধ।”

ভারতের এই সিদ্ধান্তকে আপনি সমর্থন করেন? যুদ্ধের পথে এগিয়ে যাচ্ছে উপমহাদেশ?
আপনার মতামত কমেন্টে জানান!

#ভারত_পাকিস্তান #আন্তর্জাতিক_রাজনীতি #সন্ত্রাসবিরোধী_অভিযান

হিন্দু পর্যটকদের উপর বর্বর জঙ্গি হামলায় কেঁপে উঠেছে পহেলগাঁও। সারা দেশ জুড়ে প্রতিবাদের ঝড়, বদলার দাবি উঠছে আন্তর্জাতি...
05/05/2025

হিন্দু পর্যটকদের উপর বর্বর জঙ্গি হামলায় কেঁপে উঠেছে পহেলগাঁও। সারা দেশ জুড়ে প্রতিবাদের ঝড়, বদলার দাবি উঠছে আন্তর্জাতিক মহলেও। এই প্রেক্ষাপটে ভারতের পাশে দৃঢ়ভাবে দাঁড়াল রাশিয়া।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানালেন—
“সন্ত্রাস দমনে ভারতের পাশে রয়েছে রাশিয়া।”
তিনি হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কড়া ভাষায় নিন্দা করেছেন এই কাপুরুষোচিত হামলার।

এদিকে ভারতের প্রতিরক্ষা শক্তি আরও মজবুত হচ্ছে।
ভারতের হাতে এসেছে রুশ ক্ষেপণাস্ত্র ‘ইগলা-এস’, যা নিমেষে ধ্বংস করতে পারে শত্রুপক্ষের বিমান, হেলিকপ্টার ও ড্রোন।
পাশাপাশি ফ্রান্সের সঙ্গে ২৬টি রাফাল মেরিন জেট কেনার চুক্তিও সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রী লাগাতার করছেন নিরাপত্তা বৈঠক। সেনা, নৌ ও বায়ুসেনার প্রধানদের সঙ্গে পরিস্থিতি নিয়ে চলছে উচ্চ পর্যায়ের আলোচনা।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের হুঁশিয়ারি—
“দেশের দিকে চোখ তুলে তাকালে তার যোগ্য জবাব দেওয়া হবে।”

এই হামলার বিরুদ্ধে আপনার কণ্ঠস্বর কী? কী হওয়া উচিত ভারতের পরবর্তী পদক্ষেপ?
কমেন্টে জানাতে ভুলবেন না!

#ভারত_বিরোধী_হামলা #সন্ত্রাসের_জবাব

দিঘার নতুন জগন্নাথ মন্দিরকে ‘ধাম’ বলায় ওড়িশায় উঠেছে প্রবল আপত্তি।পুরীর সেবায়েতদের দাবি, একমাত্র সহস্রাধিক বছরের পুরনো প...
05/05/2025

দিঘার নতুন জগন্নাথ মন্দিরকে ‘ধাম’ বলায় ওড়িশায় উঠেছে প্রবল আপত্তি।
পুরীর সেবায়েতদের দাবি, একমাত্র সহস্রাধিক বছরের পুরনো পুরীর মন্দিরই ‘জগন্নাথ ধাম’ হতে পারে। এমনকি অভিযোগ উঠেছে, দিঘার মন্দিরে ব্যবহৃত বিগ্রহ তৈরিতে নাকি পুরীর নবকলেবরের নিম কাঠ ব্যবহার করা হয়েছে!

এই বিতর্কের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় সোজা সুরে জবাব দিলেন মুর্শিদাবাদের সভা থেকে—
“আমি কালীঘাটে স্কাইওয়াক করলে প্রশ্ন হয় না, কালীপুজো করলে হয় না। তাহলে এখন জগন্নাথ ধাম নিয়ে এত গায়ে লাগছে কেন?”

বিজেপিকে নিশানা করে বললেন—
“আমাদের নিমগাছ চুরি করতে হয় না। আমার বাড়িতেই চারটে নিমগাছ আছে। আমাদের মূর্তি মার্বেলের ছিল। মূর্তি তো কেনাও যায়।”

তাঁর অভিযোগ— বাংলা বলার ‘অপরাধে’ ওড়িশায় পরিযায়ী শ্রমিকদের মারধর করা হচ্ছে!
“বাংলা ভাষাকে অপমান কেন? আমার কাছে খবর আছে— বাংলা বলায় শ্রমিকদের মারা হচ্ছে।”

শেষে হুঁশিয়ারি:
“হিংসার কোনও ওষুধ নেই। শকুনি মামা হবেন না!”

সেইসঙ্গে সম্পর্ক রক্ষার বার্তা—
“প্রাকৃতিক দুর্যোগে আমরা ওড়িশার পাশে থাকি, ওড়িশাও আমাদের বন্ধু।”

আপনার মতামত কী? জগন্নাথ ধাম শুধুই পুরীর? নাকি দিঘাও তার অধিকার পেতে পারে?
কমেন্টে জানান!

#বাংলা_ওড়িশা #ধর্ম_ও_রাজনীতি

কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর এবার পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার।আজ কেন্দ্...
03/05/2025

কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর এবার পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার।
আজ কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রক ঘোষণা করল—পাকিস্তানে উৎপন্ন বা সেখান থেকে আমদানিযোগ্য সব পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি!
কেন?
জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থেই এই কড়া পদক্ষেপ।

কি কি প্রভাব পড়বে পাকিস্তানে?

সিমেন্ট, জামাকাপড়, কৃষিপণ্য রফতানির উপর ভরসা করে পাকিস্তান।

ভারতের বাজার হারালে পাকিস্তানের অর্থনীতি আরও ভেঙে পড়বে।

২০২৪-২৫ অর্থবর্ষে যেখানে ভারত মাত্র $4.2 লাখ ডলারের পণ্য আমদানি করেছে পাকিস্তান থেকে, সেখানে আগের বছর ছিল $2.86 মিলিয়ন! অর্থাৎ আগেই কমে এসেছিল আমদানি। এবার সম্পূর্ণ নিষেধাজ্ঞা!

এটাই প্রথম নয়!

পুলওয়ামার পর ২০০% শুল্ক চাপিয়েছিল ভারত।

পাকিস্তানকে দেওয়া বাণিজ্য অগ্রাধিকারও বাতিল হয়েছিল।

এবার বন্ধ করা হলো সিন্ধু জলচুক্তি, বাতিল করা হলো পাকিস্তানিদের ভিসাও—চিকিৎসার ভিসাও নয়!

পাকিস্তান পাল্টা শিমলা চুক্তি স্থগিত করলেও, সীমান্তে বারবার অস্ত্রবিরতি লঙ্ঘন করছে তারাই!

ভারত আর চুপ থাকবে না।
সন্ত্রাসের মদতদাতাদের জবাব এবার অর্থনীতি দিয়েই!

Address

J. N. S Lane
Kolkata
700036

Telephone

+917439173404

Alerts

Be the first to know and let us send you an email when Democratic Indians posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Democratic Indians:

Share