বিবেকের কাঠগড়া

বিবেকের কাঠগড়া Mirror of Souls

06/08/2024

বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রতি সমানুভূতি রাখলেও, মানুষ হিসাবে বিচলিত বোধ করছি...
কদিন আগে যে ছাত্র ভাইটি বুক পেতে শাসকের গুলি খেয়েছিল! যাঁরা জীবন যৌবন বিপন্ন করে, শাসকের রক্ত চক্ষুর পরোয়া না করে, কোটা বিরোধী আন্দোলনে শামিল হয়েছিলো,
লাখো শিক্ষিত বেকার দের সামনে মেধার ভিত্তিতে সুযোগ তৈরি করার দাবী নিয়ে যাঁরা শাসকের বন্দুকের সামনে ঝাঁপিয়ে পড়তে দ্বিধাবোধ করেন নি...
গতকালের পর থেকে সেই তাদের হাতেই এই আন্দোলনের রাশ আছে তো?
নাকি সুযোগ সন্ধানী, সর্বগ্রাসী মৌলবাদ সু কৌশলে ছাত্রদের হাত থেকে নিয়ন্ত্রণ কেড়ে নিতে সক্ষম হয়েছে???
বিভিন্ন সংবাদ মাধ্যম তথা সমাজ মাধ্যমে উঠে আসা খণ্ডচিত্র গুলো কিন্তু মোটেও স্বস্তিকর নয়...
বেঁচে থাক আন্দোলন, বেঁচে থাকুক মনুষ্যত্ব,
নিপাত যাক সব ধরনের ধান্দাবাজ মৌলবাদ...



18/06/2024

প্রেম চিরন্তন, শরীর নশ্বর...

মন বড়ই অদ্ভুত এক জায়গা, সেখানে যন্ত্রের থেকেও জটিলতা বেশী, আবার সন্তের থেকেও সরলতা বেশী..
হ্যাঁ সত্যিই তো, সত্যিই এর ব্যাপকতা বা গভীরতা মাপা কঠিন কম্ম।
অনেক ধরনের আবেগের বহিঃপ্রকাশ ঘটায় আমাদের মন। তবে প্রেমকে কি আমরা আবেগের বহিঃপ্রকাশ বলবো? হ্যাঁ
প্রেম একধরনের বিশেষ আবেগ বৈকি!! শরীর দিয়ে তাকে বাঁধাও যায়না আর মাপাও যায়না....
কিন্তু মনের সাথে শরীরের তো যোগ থাকবেই, তাই প্রেমের সাথেও শারীরবৃত্তীয় যোগাযোগ থাকা টা অপরাধের নয়, কিন্তু গোল বাঁধে প্রকাশভঙ্গিমায়, তাইতো যত সহজে আমরা বলতে পারি, প্রস্রাব পেয়েছে, বা বিষ্ঠা ত্যাগের ইচ্ছে হয়েছে, ততো সহজে বলতে পারিনা, বীর্য ত্যাগের ইচ্ছা হয়েছে... সেখানেই শরীরবৃত্তীয় আর মনোপ্রবৃত্তিগত পারস্পরিক অদ্ভুত এক দ্বন্দ্ব। সামাজিক নিয়মের আর ব্যবহারিক প্রয়োগের দ্বন্দ্ব.!!!
তাই যতো সহজে মানুষ হাগা পেয়েছে বলতে পারে, ততো সহজে সেক্সে পেয়েছে বলতে পারেনা।
কিন্তু সবশেষে বলতেই হবে, শারীরবৃত্তীয় চাহিদার চাইতে, মানসিক আবেগের স্থায়িত্ব কার্যতই অনেক বেশী, আর তার গুরুত্বও অপরিসীম, আর সে একটু হলেও বেশী শক্তিশালী!
তাইতো জীবনের ঘটনার ঘনঘটায়, অতি আকাঙ্ক্ষিত লাস্যময়ী সেই তন্বীর হাতছানি কিংবা বহু আকাঙ্খিত সুঠাম দেহের যুবকের সান্নিধ্য প্রায় প্রাপ্ত হওয়ার মুহূর্তেও, পুরোনো কোনো স্মৃতির আবহে বুকের বাম দিক টা তে হঠাৎ ই কেমন একটা অজানা তীব্রতা অনুভূত হয়, সেই কোন আনমনা বিকালে কোনো এক সুমনার গভীর কাজল কালো চোখে একদৃষ্টে তাকিয়ে থাকার কথা ভেবে, অথবা ভিড় ট্রেনে নিজের জীবন বিপন্ন করে যে বছর পঁচিশের যুবকটি একেবারেই অচেনা সহযাত্রী যুবতীকে নিজের বাহুডোরে আগলে রেখেছিল যাতে সে পা পিছলে পড়ে না যায়!! ...
তার কথা ভেবে চোখের কোন দুটো কেমন চিক চিক করে ওঠে...এখানেই মন জিতে যায়, তুচ্ছ শরীরের কাছে।
আদপে মান আর হুঁশ থাকলেই বোধয় অযাচিত কাউকে মন ও দেওয়া যায় না আর শরীরবৃত্তীয় চাহিদা কেও জয় করে ফেলা যায়...
তবে সত্যিকারের প্রেম এক কঠিনতম কম্ম..
তবু
প্রেম বাঁচুক শাশ্বত হয়ে, থাকলো ই না হয় পাঁজরের অন্তরালেই...

23/03/2024

প্রকৃতি আর পুরুষের মধ্যে কে শ্রেষ্ঠ, কে বেশী, কে কম!!! এই ধারণা কিংবা আলোচনা হয়তো অর্থহীন।
নারী ও পুরুষ একে অন্যের পরিপূরক। দুজনেরই প্রথম অস্তিত্ব নির্ভর করে, তারা কতটা "মান আর হুঁশ" সম্পন্ন তার উপর। আজকাল কেমন একটা যেনো নির্বোধ প্রতিযোগিতা চলছে মানুষের এই দুই লিঙ্গ সত্তার মধ্যে।
আবারও বলছি নারী ও পুরুষ উভয়েই সমান। কিন্তু তর্কের খাতিরে যদি "চুল চেরা" অথবা "উনিশ - বিশের" ফারাক করতে হয়, তাহলে কিন্তু নারী/প্রকৃতিই ২০ আর পুরুষ ১৯! যারা এই তত্ত্বে বিশ্বাসী বা যারা জানেন কিংবা জীবন বোধ যাদের এটা বুঝতে শিখিয়েছে তারা এবং যারা আর্থ সামাজিক ব্যাবহারিক তথা পারিবারিক বিচার বোধের কারণে এটা বুঝতে বা মানতে চান না তাদের উদ্দ্যেশ্যে আমার একটাই প্রশ্ন? শরীর তত্ত্ব আর মনস্তত্ত্বে ভিন্ন ভাবে গঠিত এবং সৃষ্ট দুটি ভিন্ন লিঙ্গের মানুষ এর গঠন (শারীরিক এবং মানসিক) কি ভিন্ন হবে না ?
?
কিন্তু গল্পটা (বাস্তবিক) যখন একসাথে, পাশাপাশি পথ চলার, তখন পুরুষ কে স্মরণে রাখতে হবে যে ১০০ kg ওজনের ভার নিজের কাঁধে তোলার ক্ষমতা রাখলেও, "২০৬ টা হাড় ভাঙা"র সমান প্রসব যন্ত্রণা সহ্য করার ক্ষমতা সৃষ্টিকর্তা আমাদের দেননি!
আর ওহে তন্বী খেলাধুলা থেকে শুরু করে যেখানে যেখানে শারীরিক বল তথা সক্ষমতার বিষয় সেখানে তোমাকেও জানতে ও মানতে হবে যে মেরি কমের সাথে পাড়ার "প্যাংলা তপনে"র কিম্বা ঝুলন গোস্বামী র সাথে পাড়ার মন্টুর তুলনা করে আত্ম তৃপ্তি পাওয়ার কিছুই নেই সমক্ষেত্রের মাইক টাইসন কিংবা মোঃ শামী এর পাশে রেখে তুলনা করতে হয়।

আর একটা কথা শরীর তত্ত্বে যেহেতু একটি পুরুষ বীজ টাও বাইরে ই বোপন করে আর নারী গ্রহণ করে , তাই মনস্তত্ত্বে ও তার প্রভাব পড়বেই, তাই ধৈর্য্য, সূক্ষ্মতা, বেঁধে রাখা, ধরে রাখা এই সকল মানসিক ও ব্যাবহারিক বিষয়ে মেয়েরা স্বাভাবিক অর্থেই এগিয়েই থাকবে।
কিন্তু গোল বাঁধে "role play" টা না বুঝলেই।

আজকের আর্থ সামাজিক ব্যাবহারিক জীবনে বহু মেয়েই পুরুষের "পায়ে জুতো গলাতে" গিয়ে নিজের স্বকীয় শ্রেষ্ঠত্ত কে ভুলতে বসেছে। উদাহরণ আর দিচ্ছিনা, চারপাশে সচেতন মন আর দৃষ্টি নিয়ে তাকালেই হয়তো আমরা বুঝতে পারবো।

পরিশেষে একটা প্রস্তাব রইলো "পুরুষ আর প্রকৃতির" মধ্যে যে আদৌ রেষারেষি থাকা উচিত নয়, সেই বিষয়ে প্রশ্ন ও মতামত থাকলে কমেন্ট করবেন। আগে আমরা মানুষ তারপর আমাদের, লিঙ্গ গত পরিচয়।

06/02/2024

গতকাল সারাদিন ধরে মানুষ হিসাবে বিভিন্ন অনুভূতির মাধ্যমে সময় কেটেছে, কিন্তু যাঁরা কালকের দিনটিকে, তাদের আন্তরিক শুভেচ্ছা বার্তা ও ভালোবাসার দ্বারা আমার কাছে স্মরণীয় করে তুলেছেন, আমি আপ্লুত বোধ করেছি! তাঁদের প্রত্যেকের প্রতি যথাযথ স্থানে আমার, আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা ও ভালোবাসা জানাই।
প্রকৃত অর্থে ভালোবাসা বিনিময় করতে জানলে, গোটা পৃথিবীই তার কাছে নিজের পরিবারসম।
আমি আমার এই পরিবারের প্রতি কৃতজ্ঞ।
🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

09/10/2023

Address

Kolkata
700119

Telephone

+919836469959

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিবেকের কাঠগড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share