
07/12/2023
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'কাবুলিওয়ালা'-র সঙ্গে অনেকেরই নস্ট্যালজিয়া জড়িয়ে আসছে। এই ছোট গল্পটি প্রকাশিত হয় ১৮৯২ সালে। এরপর বাংলা এবং হিন্দি, দুই ভাষাতেই এই গল্প অবলম্বনে ছবি তৈরি হয়েছে।
প্রথম কাবুলিওয়ালাকে পর্দায় আনেন উপমহাদেশের কিংবদন্তি পরিচালক তপন সিংহ। ১৯৫৭ সালে সিনেমাটি প্রকাশিত হয়। এবং সেখানে নাম ভুমিকায় অভিনয় করেন আরেক কিংবদন্তি অভিনেতা ছবি বিশ্বাস। এবং সেটি জিতে নেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ১৯৬১ সালে পরিচালক হেমেন গুপ্তের পরিচালনায় হিন্দি ভাষায় নির্মিত হয় কাবুলিওয়ালা, আর সেখানে মূল চরিত্রে অভিনয় করেন বলরাজ সাহনি।
এর বহুবছর পর এদেশে জনপ্রিয় নির্মাতা কাজী হায়াতের পরিচালনায় ইম্প্রেস টেলিফিল্ম ঘরানায় ২০০৬ সালে প্রকাশ পায় মান্না অভিনীত কাবুলিওয়ালা। এবং দর্শক মহলে সেটি ভীষণ জনপ্রিয়তা পায়।
এবার ফের বড়পর্দায় ফিরছে কাবুলিওয়ালা। সুমন ঘোষের পরিচালনায় ছবিটিতে মূল ভুমিকায় অভিনয় করতে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। এই ডিসেম্বরেই মুক্তি পাবে সিনেমাটি।
আজ রাজনীতির কারণে হয়তো বাংলার কিছু মানুষ তার প্রাপ্য সম্মানটা দিচ্ছে না
কিন্তু মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী থাকবে বাংলা এবং হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে
তার অবদান অবাধ
এটা বললে চলবে না বাঙালি
উনি আমাদের একের পর এক ছবি দিয়ে চলেছেন আশা করি যতদিন বেঁচে থাক আছেন আমাদের এভাবেই মন জয় করবেন
তাতে নাইবা ডাকা হল বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ইত্যাদি ইত্যাদিতে
❤️ মিঠুন চক্রবর্তী ❤️