বাংলার কথা

বাংলার কথা বাংলার প্রত্যেক স্তরের মানুষের প্রতি

19/07/2024

বাঙালির মাটি আজ রক্তাক্ত, নির্বিকার প্রশাসন!!

প্রশাসনের বর্বরতা!
প্রশাসনের নির্মমতা!
ধিক্কার!!

দুটি রাষ্ট্রে বিভক্ত একটি দেশের একটি নদী। বাঙালীর লড়াইয়ের সব রক্ত এইসব নানান নদীতেই এসে মেশে। আপোষহীন বাঙালির মনে এই ভরা বর্ষায় তুফান তোলে নদী। সেই তুফানে ফ্যাসিবাদী হাসিনার সরকারের সকলরকম ধ্বংস কামনা করি। বাংলাদেশের সকল লড়াইরত মানুষকে কুর্নিশ। সকল শহীদের সেলাম।
এই লড়াই শুধু কোটা বিরোধী আন্দোলনের লড়াই নয়। এই লড়াই দীর্ঘদিন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বর্বরতার বিরুদ্ধে ক্রোধ। এই লড়াই উপমহাদেশীয় নিপীড়ন থেকে মুক্তি খোঁজার লড়াই।

#বাংলাদেশ #বাংলাদেশসরকার

19/07/2024

শিক্ষা!!
তফাৎ ছিল, তফাৎ আছে, তফাৎ থাকবে!!

#বাংলাদেশ #বাংলাদেশসরকার

10/09/2023

বেআইনী বিলেতি মদের রমরমা, কারখানায় হানা আবগারি দপ্তরের!

জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর: একেবারে বিলেতি মদের আসল লেবেল ও বোতল ব্যবহার করে তৈরি হচ্ছিল নকল বিলেতি মদ। রীতিমতো ঘর ভাড়া করে অবৈধ কারখানা গড়ে উঠেছিল হরিরামপুরে। সেখান থেকেই রম রমিয়ে এলাকার বিভিন্ন প্রান্তে পৌঁছে যেত নকল বিলেতি মদ। হরিরামপুর, বংশীহারী, গঙ্গারামপুর, বালুরঘাট ,তপন, হিলি কুমারগঞ্জ সহ জেলার বিভিন্ন ব্লকে পৌঁছে যেত নকল এই বিলেতি মদ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে আবগারি দপ্তরের দুই দিনাজপুর সহ মালদা ও উত্তর দিনাজপুরের বিশেষ টিম নকল বিলেতি মদের কারখানায় হানা দেয়। ঘটনাস্থলে পৌঁছেই চক্ষু চারকগাছ আবগারি দপ্তরের আধিকারিকদের। উদ্ধার হয় ৩৭৫ এমএলএর ম্যাকডয়েল নাম্বার ওয়ান লাক্সারি, ইম্পিরিয়াল ব্লু এর ২৬ বোতল সিলপ্যাক নকল মদ। এছাড়াও ২০০ লিটার স্পিরিট, নকল হলগ্রাম, লেবেল,স্টিকার নকল মদের বোতল কেমিক্যাল সহ অন্যান্য সামগ্রী। সমগ্র নকল মদ রেডি হলে এর বাজার মূল্য প্রায় ১১ লক্ষ টাকা।
হরিরামপুর এর চোপা এলাকায় গড়ে ওঠা এই নকল বিলেতি মদের কারখানা থেকে মনোরঞ্জন বর্মন নামক বছর ৪৫ এর এক ব্যক্তিকে আটক করে আফগারি দপ্তর। যদিও আগেভাগেই ফেরার হয় মূল অভিযুক্ত সহ চক্রের অন্যান্য পান্ডারা। শনিবার নির্দিষ্ট ধারায় মামলার রুজু করে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয় ধৃত ব্যক্তিকে। আফগারি দপ্তরের আধিকারিক সঞ্জীব সুপ্পা জানিয়েছেন "এই ধরনের নকল বিলেতি মদ স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত হানিকারক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নকল বিলেতি মদ পশ্চিমবঙ্গ ছাড়িয়ে অন্যান্য রাজ্যে রপ্তানি হতো কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে আধিকারিকদের পক্ষ থেকে।

দেশের নাম নিয়ে কী বলছে ভারতীয় সংবিধান?দেশের নাম নিয়ে কী বলছে সংবিধান?দেশের নাম হিসেবে 'India' এবং 'ভারত' দুইয়েরই উল্লে...
07/09/2023

দেশের নাম নিয়ে কী বলছে ভারতীয় সংবিধান?

দেশের নাম নিয়ে কী বলছে সংবিধান?

দেশের নাম হিসেবে 'India' এবং 'ভারত' দুইয়েরই উল্লেখ রয়েছে। দেশের সংবিধানের ১ নং অনুচ্ছেদে লেখা রয়েছে, 'ইন্ডিয়া, অর্থাৎ ভারত, রাজ্যের সমষ্টি'। অর্থাৎ 'India' এবং 'ভারত', দুই নামেই সাংবিধানিক সিলমোহর রয়েছে। প্রয়োজন এবং সুবিধা অনুযায়ী ব্যবহার করা যেতে পারে দুই নামই। তাই দেশের নাম শুধুমাত্র 'ভারত' করতে গেলে, সংবিধানে সংশোধন ঘটাতে হবে।
সূত্রে জানা যায়, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার সংসদে সেই মর্মে বিলও আনতে চলেছেন। তবে তাদের এই চেষ্টারই বিরোধিতা করছেন বিরোধী শিবির সহ একাধিক সাধারণ মানুষ।


নামের আমি নামের তুমি, নাম দিয়ে যায় চেনা! কেন স্বাধীনতার এতো বছর পর দেশের নাম বদলের হিড়িক? অতি সম্প্রতি বিজেপি বিরোধী ...
07/09/2023

নামের আমি নামের তুমি, নাম দিয়ে যায় চেনা!

কেন স্বাধীনতার এতো বছর পর দেশের নাম বদলের হিড়িক?

অতি সম্প্রতি বিজেপি বিরোধী জোটের নামকরণ হয়েছে I.N.D.I.A, দেশের অনুকরণেই। সেই নিয়ে আগাগোড়া বিরোধী জোটকে আক্রমণ করে আসছে বিজেপি এবং কেন্দ্রে তাদের সরকার। বিরোধীদের সঙ্গে সরাসরি মুজাহিদিন, PFI-এর মতো সন্ত্রাসী সংগঠনের তুলনা টেনেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই শুধুমাত্র নামের জোরেই যাতে বিরোধীরা লোকসভা নির্বাচনে বাড়তি সুবিধা না পেয়ে যায়, তার জন্যই দেশের নাম পাল্টানোর এই উদ্যোগ বলে দাবি রাজনৈতিক মহলের।

"হিন্দু রাষ্ট্র হবে চাঁদ" অখিল ভারতীয় হিন্দু মহাসভার মন্তব্য ঘিরে উত্তাল দেশ! বাংলার কথা ওয়েব ডেস্ক;   ভারতের চন্দ্রযা...
29/08/2023

"হিন্দু রাষ্ট্র হবে চাঁদ" অখিল ভারতীয় হিন্দু মহাসভার মন্তব্য ঘিরে উত্তাল দেশ!

বাংলার কথা ওয়েব ডেস্ক; ভারতের চন্দ্রযান ৩ চাঁদের যে অংশে অবতরণ করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই জায়গাটির নাম রেখেছেন শিবশক্তি। এবার অখিল ভারতীয় হিন্দু মহাসভার সাধু স্বামী চক্রপাণি মহারাজ দাবি করেন, "চাঁদ কে হিন্দুরাষ্ট্র হিসাবে ঘোষণা করা হোক, এ জন্য সংসদে বিল আনুন ভারত সরকার। আইন করে ভারত চাঁদকে হিন্দুরাষ্ট্র ঘোষণা করে মালিকানা দাবি করুক"। তার কথা অনুযায়ী, চাঁদ এখন ভারতের। চাঁদের যে অংশে চন্দ্রযান অবতরণ করে সেই জায়গাটিই হোক চাঁদের রাজধানী।
তিনি আরও বলেন, "অন্য কোনও ধর্ম দাবি করে বসার আগে চাঁদকে হিন্দুরাষ্ট্র ঘোষণা করা জরুরি। ভারত সরকারের উচিত কোনও জঙ্গি যাওয়ার আগে চাঁদের মালিকানা দাবি করা"। করোনার সময় তিনি বলেন , "গো-মুত্র পান করলে করোনা থেকে মুক্তি মিলবে। করোনা ঠেকাতে গো-মূত্র গোটা বিশ্বে রফতানি করা হোক। তাতে বিপুল আয়ও হবে"।
অন্যদিকে, এই বিতর্কিত বক্তব্যের জেরে ফের খবরের শিরোনামে এই সাধু। বিজেপি সমর্থিত এই সাধু এমন এক বক্তব্য করেন কিভাবে? একজন সুস্থ্য মস্তিষ্কের মানুষ কি সত্যিই এই ধরনের কথা বলতে পারেন? এই সকল মন্তব্যের জেরেই কি ধর্মীয় বিদ্বেষ জন্মায় মানুষের মনে? উঠছে প্রশ্ন!!

মুখ্যমন্ত্রীর নির্দেশ কে বুড়ো আঙুল, রাজ্যে রমরমিয়ে চলছে বেআইনি বাজি কারখানার! বাংলার কথা ওয়েব ডেস্ক;   চার মাসে চারটি ...
27/08/2023

মুখ্যমন্ত্রীর নির্দেশ কে বুড়ো আঙুল, রাজ্যে রমরমিয়ে চলছে বেআইনি বাজি কারখানার!

বাংলার কথা ওয়েব ডেস্ক; চার মাসে চারটি বড় বিস্ফোরণ বাজি কারখানায়। এগরা, বজবজ, দুবরাজপুর, ইংরেজ বাজারের পর এবার দত্তপুকুরের ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ হারিয়েছে বহূ মানুষ। রবিবার সকালে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের এক বাজি কারখানায় বিস্ফোরণ। এই ঘটনায় ইতিমধ্যে কমপক্ষে ৮ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে দাবি স্থানীয়দের, তবে আরও বাড়তে পারে মৃতের সংখ্যা।
গত বিস্ফোরণের পর মুখ্যমন্ত্রী বেআইনি বাজি কারখানা বন্ধের নির্দেশ দিয়েছিলেন প্রশাসনকে। তবে সেই নির্দেশ যে একেবারেই মানা হয়নি, আজকের ঘটনা তারই প্রমাণ। পুলিশ-প্রশাসন তো মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর কথাই মানছে না। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আর এই বাজি কারখানা কার বা কাদের নির্দেশে চলছিল, তা দেখতে হবে। শাসক দলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন এলাকাবাসীরা। গত মে মাস থেকে অগস্ট অবধি যে চারটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে, তা হলো পূর্ব মেদিনীপুরের এগরা, মৃতের সংখ্যা ৯।দক্ষিণ ২৪ পরগনার বজবজ, মৃতের সংখ্যা ৩। দুবরাজপুর। মালদহের ইংরেজবাজার মৃতের সংখ্যা ২। অভিযোগ, প্রতিটি কারখানাতেই বেআইনিভাবে বাজি তৈরি হচ্ছিলো। অদ্ভুত ভাবে প্রতিবার স্থানীয় তৃণমূল নেতা-নেত্রীর নাম জড়িয়েছে ঘটনার সঙ্গে।
অন্যদিকে, এদিন দত্তপুকুরের ঘটনায় স্থানীয়দের অভিযোগের আঙুল সরাসরি প্রশাসনের দিকে। ফের স্থানীয় বাসিন্দাদের মুখে উঠে আসছে স্থানীয় তৃণমূল নেতা-নেত্রীদের নাম। তাহলে কি স্থানীয় রাজনৈতিক নেতাদের মদতেই গজিয়ে উঠছে বেআইনি বাজি তৈরির কারখানা? গ্রিন ক্র্যাকার বাদ দিয়ে বাংলায় আর কোনও বাজি পোড়ানো যাবে না বলে আগেই নিয়ম জারি করা হয়েছে। তবে কি মুখ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করেই স্থানীয় ও প্রশাসনের মদতে চলছে বেআইনি বাজির রমরমা ব্যাবসা? উঠছে প্রশ্ন।

নেক্সট ডেস্টিনেশন সূর্য! বাংলার কথা ওয়েবডেস্ক; ইতিমধ্যেই চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে পৃথিবী জুড়ে সাড়া ফেলেছে ভারতের চন্দ্র...
26/08/2023

নেক্সট ডেস্টিনেশন সূর্য!

বাংলার কথা ওয়েবডেস্ক; ইতিমধ্যেই চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে পৃথিবী জুড়ে সাড়া ফেলেছে ভারতের চন্দ্রযান-৩, ফের ইতিহাসের পাতায় স্থান পেলো ভারত। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) ঘোষণা করেছে যে ২ রা সেপ্টেম্বর সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিতে চলেছে "আদিত্য-এল ১"। "আদিত্য-এল ১" মিশনটি ইসরো পিএসএলভি রকেটের মাধ্যমে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র, শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হবে।

যাদবপুরের ঘটনা কে কেন্দ্র করে, প্রতিবাদের নামে ফুটেজ খাওয়া ! শুধুমাত্র লাইমলাইটের তলায় আসার জন্যই কি পুলিশের বাসের পিছ...
25/08/2023

যাদবপুরের ঘটনা কে কেন্দ্র করে, প্রতিবাদের নামে ফুটেজ খাওয়া !
শুধুমাত্র লাইমলাইটের তলায় আসার জন্যই কি পুলিশের বাসের পিছনে ঝুলন্ত অবস্থায় থানায় যাচ্ছেন ABVP সমর্থরা?
এ্যারেস্ট হওয়ার এতো ইচ্ছা?
পরে জোর জবরদস্তি তাদের বাসের পিছন থেকে নামান পুলিশ কর্তারা।
নেই পুলিশি অনুমতি, নেই প্রতিবাদের তেজ, শুধুমাত্র মিডিয়ায় মুখ দেখানোর জন্য এ কেমন আন্দোলন?
মৃত্যু নিয়ে নোংরা রাজনীতি,
ধিক্কার ABVP !!




রাজনীতির রঙে চাপা পরছে মৃত্যুর আসল রহস্য! কাদের মদতে গান-আড্ডার আড়ালে চলতো মাদক সেবন?সব জেনেও কেন চুপ ছিল কতৃপক্ষ? এতো ...
22/08/2023

রাজনীতির রঙে চাপা পরছে মৃত্যুর আসল রহস্য!
কাদের মদতে গান-আড্ডার আড়ালে চলতো মাদক সেবন?
সব জেনেও কেন চুপ ছিল কতৃপক্ষ?
এতো সহজেই দায় ছেড়ে দিতে পারেন কি হোস্টেল কতৃপক্ষ?
বাম ও অতি বাম ছাত্র সংগঠনের দাবি তারা মাদক সেবন ও ব়্যাগিং এর বিরুদ্ধে। তবে ক্যাম্পাস মাদক সেবন করতো কারা?
কারাই বা ব়্যাগিং করতো ছাত্র-ছাত্রীদের?


"আই কার্ড, সিসিটিভি ও কোর্ড ওফ কনড্যাক্ট আমরা যাদবপুরে লাগু হতে দেবোনা। ক্যাম্পাসে প্রবেশ করতে দিতে হবে বহিরাগত দের" হুঁ...
19/08/2023

"আই কার্ড, সিসিটিভি ও কোর্ড ওফ কনড্যাক্ট আমরা যাদবপুরে লাগু হতে দেবোনা। ক্যাম্পাসে প্রবেশ করতে দিতে হবে বহিরাগত দের"
হুঁশিয়ারি বাম ছাত্র সংগঠনের!
কিভাবে হয় এতো ঔদ্ধত্য? পড়ুয়া মৃত্যুর পরেও কিভাবে এতো ঔদ্ধত্য আসে কমরেড?

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when বাংলার কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলার কথা:

Share