27/08/2023
মুখ্যমন্ত্রীর নির্দেশ কে বুড়ো আঙুল, রাজ্যে রমরমিয়ে চলছে বেআইনি বাজি কারখানার!
বাংলার কথা ওয়েব ডেস্ক; চার মাসে চারটি বড় বিস্ফোরণ বাজি কারখানায়। এগরা, বজবজ, দুবরাজপুর, ইংরেজ বাজারের পর এবার দত্তপুকুরের ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ হারিয়েছে বহূ মানুষ। রবিবার সকালে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের এক বাজি কারখানায় বিস্ফোরণ। এই ঘটনায় ইতিমধ্যে কমপক্ষে ৮ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে দাবি স্থানীয়দের, তবে আরও বাড়তে পারে মৃতের সংখ্যা।
গত বিস্ফোরণের পর মুখ্যমন্ত্রী বেআইনি বাজি কারখানা বন্ধের নির্দেশ দিয়েছিলেন প্রশাসনকে। তবে সেই নির্দেশ যে একেবারেই মানা হয়নি, আজকের ঘটনা তারই প্রমাণ। পুলিশ-প্রশাসন তো মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর কথাই মানছে না। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আর এই বাজি কারখানা কার বা কাদের নির্দেশে চলছিল, তা দেখতে হবে। শাসক দলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন এলাকাবাসীরা। গত মে মাস থেকে অগস্ট অবধি যে চারটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে, তা হলো পূর্ব মেদিনীপুরের এগরা, মৃতের সংখ্যা ৯।দক্ষিণ ২৪ পরগনার বজবজ, মৃতের সংখ্যা ৩। দুবরাজপুর। মালদহের ইংরেজবাজার মৃতের সংখ্যা ২। অভিযোগ, প্রতিটি কারখানাতেই বেআইনিভাবে বাজি তৈরি হচ্ছিলো। অদ্ভুত ভাবে প্রতিবার স্থানীয় তৃণমূল নেতা-নেত্রীর নাম জড়িয়েছে ঘটনার সঙ্গে।
অন্যদিকে, এদিন দত্তপুকুরের ঘটনায় স্থানীয়দের অভিযোগের আঙুল সরাসরি প্রশাসনের দিকে। ফের স্থানীয় বাসিন্দাদের মুখে উঠে আসছে স্থানীয় তৃণমূল নেতা-নেত্রীদের নাম। তাহলে কি স্থানীয় রাজনৈতিক নেতাদের মদতেই গজিয়ে উঠছে বেআইনি বাজি তৈরির কারখানা? গ্রিন ক্র্যাকার বাদ দিয়ে বাংলায় আর কোনও বাজি পোড়ানো যাবে না বলে আগেই নিয়ম জারি করা হয়েছে। তবে কি মুখ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করেই স্থানীয় ও প্রশাসনের মদতে চলছে বেআইনি বাজির রমরমা ব্যাবসা? উঠছে প্রশ্ন।