24/11/2025
‘হিরোগিরি’, ‘রংবাজ’, ‘চ্যালেঞ্জ ২’, ‘বিন্দাস’-সহ তাঁর ঝুলিতে রয়েছে একগুচ্ছ ছবি। দুঁদে খলনায়ক হিসাবে এক সময় টলিপাড়ায় পরিচিত ছিলেন অভিনেতা সুরজিৎ সেন। কিন্তু পাঁচ বছর হল তাঁকে দেখা যায় না পর্দায়। তার পরে আবার চর্চায় অভিনেতা।
ব্যারাকপুরের বাসিন্দা অভিনেতা সুরজিৎ। পাঁচ বছর হল অভিনয় থেকে দূরে রয়েছেন। এখন কী ভাবে দিন চলে তাঁর? সুরজিৎ বলেন, “১৯৯৮ সাল থেকে ২০২০ অবধি অভিনয় করে মাত্র পাঁচ লক্ষ টাকা উপার্জন করতে পেরেছি। তা হলেই বুঝুন কী অবস্থা!” ব্যারাকপুরে মুদির দোকান খুলেছেন অভিনেতা। আপাতত সেই দোকান থেকেই তাঁর সংসার চলে। পরিবারে রয়েছেন মা-বাবা। স্ত্রীর প্রসঙ্গে কথা উঠতেই তা এড়িয়ে গেলেন সুরজিৎ। বলেন, “আমি কোনও মন্তব্য করতে চাই না।”