Colours News Bangla

Colours News Bangla In search of truth

02/08/2025

এবার রাজনীতিতে পা রাখছেন ভাই জান
#ভাইরালভিডিওシভিডিও #বর্ধমান

02/08/2025

সোলাঙ্কির নতুন রূপ
#ভাইরালভিডিওシভিডিও #বর্ধমান

বসপ্তাহান্তে শিয়ালদা ডিভিশনে অত্যাবশ্যকীয় কাজ চলবে। সেই কারণে আগামী শনিবার এবং রবিবার শিয়ালদা শাখায় ২৪টি লোকাল ট্রেন বাত...
01/08/2025

বসপ্তাহান্তে শিয়ালদা ডিভিশনে অত্যাবশ্যকীয় কাজ চলবে। সেই কারণে আগামী শনিবার এবং রবিবার শিয়ালদা শাখায় ২৪টি লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শনিবার রাত ১০ টা ৫০ মিনিট থেকে রবিবার ভোর ৫ টা ৫০ মিনিট পর্যন্ত দমদম জংশন স্টেশনের আওতাধীন ডাউন লাইনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলবে। যাত্রীদের সুরক্ষার স্বার্থে সেই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে পূর্ব রেলের তরফে দাবি করা হয়েছে। আবার কাজের জন্য ব্যান্ডেল স্টেশনে কাজের জন্য শনিবার ছ'টি লোকাল ট্রেন বাতিল থাকবে।

তিনি বলিউডের বাদশা। কোটি কোটি ভক্তের চোখের মণি। হাজারো পুরস্কারের মালিক। তবে এতদিন অধরা ছিল জাতীয় পুরস্কার। এবার সেই সম্...
01/08/2025

তিনি বলিউডের বাদশা। কোটি কোটি ভক্তের চোখের মণি। হাজারো পুরস্কারের মালিক। তবে এতদিন অধরা ছিল জাতীয় পুরস্কার। এবার সেই সম্মানে ভূষিত শাহরুখ খান। সুপারহিট ‘জওয়ান’ ছবির জন্য কিং খান পেলেন সেরা অভিনেতার পুরস্কার। তবে তিনি একা নন। একরইরকম ভাবে ‘টুয়েলভথ ফেল’ ছবিতে দর্শকদের মন জয় করে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন বিক্রান্ত মাসে। সেরা অভিনেত্রী বেছে নেওয়া হয়েছে রানি মুখোপাধ্যায়কে। ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য।

01/08/2025

আট বছর পর মহিষাসুরমর্দিনী রূপে পায়েল
#বর্ধমান #ভাইরালভিডিওシভিডিও

01/08/2025

রাজা মধুবনীর সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে
#বর্ধমান

ভারতের অর্থনীতিকে মৃত বলে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যে সহমত পোষণ করলেন রাহুল গান্ধী। লো...
31/07/2025

ভারতের অর্থনীতিকে মৃত বলে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যে সহমত পোষণ করলেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা বলেন, ভারতের অর্থনীতিকে হত্যা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সত্য তুলে ধরার জন্য ট্রাম্পকে ধন্যবাদও জানিয়েছেন রাহুল।

পরের মরশুমে কেকেআরে খেলবেন কেএল রাহুল! চলতি ইংল্যান্ড সফরে দুরন্ত ফর্মে থাকা ভারতীয় ওপেনারকে দলে নিতে আগ্রহী নাইট শিবির,...
31/07/2025

পরের মরশুমে কেকেআরে খেলবেন কেএল রাহুল! চলতি ইংল্যান্ড সফরে দুরন্ত ফর্মে থাকা ভারতীয় ওপেনারকে দলে নিতে আগ্রহী নাইট শিবির, এমনটাই শোনা যাচ্ছে ক্রিকেটমহলে কান পাতলে। সম্প্রতি কোচের পদ থেকে চন্দ্রকান্ত পণ্ডিতকে ছাঁটাই করেছে কেকেআর। তারপরেই সম্ভবত টিম ঢেলে সাজাতে চাইছে নাইটরা। সেজন্যই রাহুলকে এবার দলে নিতে ঝাঁপাচ্ছে কেকেআর, এমনটাই সূত্রের খবর।

31/07/2025

দু বছর পর টেলিভিশনে কামব্যাক সোলাঙ্কির
#ভাইরালভিডিওシভিডিও

30/07/2025

সাইয়ারা টাইটেল ট্র্যাক ঘিরে ঝড় নেট দুনিয়ায়
#ভাইরালভিডিওシভিডিও

চোটের জন্য ওভাল টেস্ট থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। বুধবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছ...
30/07/2025

চোটের জন্য ওভাল টেস্ট থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। বুধবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, ডান কাঁধে চোটের জন্য সিরিজের পঞ্চম টেস্টে স্টোকস খেলতে পারবেন না। তাঁকে ছাড়াই ওভালে নামতে বাধ্য হচ্ছে ইংল্যান্ড। সবমিলিয়ে চতুর্থ টেস্টের প্রথম একাদশে চারটি পরিবর্তন করা হয়েছে।

ভাল টেস্টে ইংল্যান্ডের প্রথম একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জেকব বেথেল, জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন এবং জোশ টাঙ্গ। অর্থাৎ স্টোকস ছাড়াও ম্যাঞ্চেস্টার টেস্টের তিন সদস্যকে প্রথম একাদশে রাখল না ইংল্যান্ড - জোফ্রা আর্চার, লিয়াম ডাউসন এবং ব্রাইডন কার্স।

জাপান, রাশিয়ার পর আমেরিকাতেও শুরু হয়ে গেল সুনামি। ক্যালিফর্নিয়া এবং হাওয়াই উপকূলে আছড়ে পড়ল প্রলয় ঢেউ। ইতিমধ্যেই সেখান...
30/07/2025

জাপান, রাশিয়ার পর আমেরিকাতেও শুরু হয়ে গেল সুনামি। ক্যালিফর্নিয়া এবং হাওয়াই উপকূলে আছড়ে পড়ল প্রলয় ঢেউ। ইতিমধ্যেই সেখানকার উপকূলবর্তী বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাজানো হচ্ছে সাইরেনও। এই পরিস্থিতিতে সেখানে বসবাসকারী ভারতীয়দের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে ক্যালিফর্নিয়ার ভারতীয় দূতাবাস। পাশাপাশি, জারি করা হয়েছে অ্যাডভাইজারিও।

জানা গিয়েছে, এদিন ক্যালিফর্নিয়ার অ্যারিনা কোভ উপকূলে অতিকায় ঢেউ আছড়ে পড়ে। যার উচ্চতা ছিল ১.৬ ফুট। এছাড়াও সুনামির কবলে পড়েছে ক্যালিফোর্নিয়ার ক্রেসেন্ট সিটি এবং মন্টেরি। তবে আমেরিকার অন্যান্য উপকূলগুলিতেও জারি করা হয়েছে সতর্কতা। আমেরিকার ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তরফে বাসিন্দাদের উপকূলবর্তী অঞ্চলগুলিতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ক্যালিফর্নিয়ার ভারতীয় দূতাবাসের তরফে ইতিমধ্যেই ভারতীয়দের জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেটি হল +১-৪১৫-৪৮৩-৬৬২৯।

Address

Kolkata
700033

Telephone

+919339498394

Website

Alerts

Be the first to know and let us send you an email when Colours News Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Colours News Bangla:

Share