Pran Patrika Digital

Pran Patrika Digital First of All

বিধায়ক ও দুই ব্লকসভাপতি উপস্থিতে শুভ উদ্বোধন জাগোবাংলার বুকস্টল দক্ষিণ বারাসত অটোস্ট্যান্ডেমোমিন আলি লস্কর জয়নগর:জয়নগ...
20/10/2023

বিধায়ক ও দুই ব্লকসভাপতি উপস্থিতে শুভ উদ্বোধন জাগোবাংলার বুকস্টল দক্ষিণ বারাসত অটোস্ট্যান্ডে

মোমিন আলি লস্কর জয়নগর:

জয়নগর থানার অন্তর্গত জয়নগর এক নম্বর ব্লকে দক্ষিণ বারাসত অঞ্চলের দক্ষিণ বারাসত অটোস্ট্যান্ডে জয়নগর কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ দাসের ও জয়নগর এক নম্বর ব্লকে ব্লক সভাপতি এবং জয়নগর দুই নম্বর ব্লকের সভাপতির উপস্থিতে ফিতে কেটে জাগোবাংলার বুকস্টল শুভ উদ্বোধন অনুষ্টিত করলেন।

বিধায়ক বলেন—তৃনমুল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমরা জাগোবাংলার বুকস্টল প্রতি বছর ষষ্টীর দিন উদ্বোধন করে থাকি। আমাদের দলের সভানেত্রী মমতা ব্যানার্জি পার্টি সদস্য ও সদস্যাদের কাছে আমার পার্টির পক্ষথেকে সবাইকে শুভ শারদীয়ার শুভেচ্ছার এবং অভিনন্দ জানাই। বিধায়ক বিশ্বনাথ দাস ফিতে কেটে জাগোবাংলার বুকস্টল শুভ উদ্বোধন করলেন। বিধায়ক জাগোবাংলার বুকস্টল থেকে জয়নগর এক নম্বর ব্লকে সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস সহ একাধিক নেতাকর্মী হাতে তুলে দিলেন বই।

উপস্থিত ছিলেন জয়নগর কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর এক নম্বর ব্লকে সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস, জয়নগর ব্লকে যুবসভাপতি তুহিন বিশ্বাস, জেলা পরিষদ নবনির্বাচিত সদস্যা বন্দনা নস্কর,বন ও ভূমি সংস্কার কর্মদক্ষ শুকুর আলী মোল্লা, হরিনারায়নপুর অঞ্চলের প্রাক্তন উপপ্রধান মোস্থাকিম মোল্লা, জয়নগর দুই নম্বর ব্লকের সভাপতি সহ একাধিক বিশিষ্ট নেতৃত্বরা

মৃত্যুকে সঙ্গী করে ভগ্নদশা কাঠের সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াতমোমিন আলি লস্কর, জয়নগর  দক্ষিণ ২৪ পরগনার জেলার জ...
07/10/2023

মৃত্যুকে সঙ্গী করে ভগ্নদশা কাঠের সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত

মোমিন আলি লস্কর, জয়নগর

দক্ষিণ ২৪ পরগনার জেলার জয়নগর এক নম্বর ব্লকে শ্রীপুর গ্রাম পঞ্চায়েত ও হরিনারায়নপুর গ্ৰাম পঞ্চায়েত মধ্যস্থ গৌঁড়েরহাট খালের উপর রয়েছে একটি কাঠের সেতু। গত তিন বছর আগে শেষ দপ্তরের উদ্যোগে তৈরি করা হয় একটি কাঠের সেতু।

একবছর না যেতে যেতেই কাঠের সেতুর জরাজীর্ণ হয়ে পড়ে। আর জীবনের ঝুঁকি নিয়ে নিত্যদিন যাতায়াত এলাকাবাসী ও স্কুলের পড়ুয়াদের ভগ্নদশা কাঠের সেতুর উপর দিয়ে। ভগ্নদশা প্রায় কাঠের সেতুটি। এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষের কাছে।

রায়নগর, উত্তরপাড়া নিজ, উত্তরপাড়া আবাদ, সহ একাধিক গ্রামের মানুষদের যেতে হয় এই ভগ্নদশা কাঠের সেতুর উপর দিয়ে। ভগ্নদশা কাঠের সেতুর উপর দিয়ে যাতায়াত করেন হাজার হাজার মানুষ।

ভগ্নদশা কাঠের সেতুর ওপর দিয়ে পারাপার করতে গিয়ে ঘটছে দুর্ঘটনা । শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের ও হরিনারায়নপুর গ্ৰাম পঞ্চায়েতের বাসিন্দাদেরকে যাতাযাতের করতে হয় এই ভগ্নদশা কাঠের সেতুর উপর দিয়ে প্রতিনিয়ত। বারবার স্থানীয় প্রশাসনকে সমস্যা কথা জানিয়ে ও কোন ও সুরাহা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।তাই এই ভগ্নদশা কাঠের সেতুর উপর দিয়েই পারাপার করা ছাড়া আর কোন উপায় নেই।পারাপার হতে গিয়ে অনেকেই খালের জলে পড়ে যান।ভগ্নদশা কাঠের সেতুটি এখন মরণ ফাঁদ এলাকাবাসীর।

আর এমনই চিত্র দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর এক নম্বর ব্লকে হরিনারায়নপুর গ্ৰাম পঞ্চায়েতের রায়নগর গ্ৰামের ও শ্রীপুর গ্ৰাম পঞ্চায়েত উওরপাড়া আবাদ মধ্যস্থ গৌঁড়েরহাট খালের উপর ভগ্নদশা কাঠের সেতুটি। আর মৃত্যুকে সঙ্গী করে নিত্যদিন যাতায়াত করতে হচ্ছে দু,পারের স্থানীয় বাসিন্দাদের। জীবনের ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে যাতায়াত করতে হচ্ছে, স্থানীয় বাসিন্দাদেরকে ও স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে।

এ প্রসঙ্গে নিয়ে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বলেন —দ্রুত সংস্কারের কাজ করা হবে। এবং সদ্য নির্বাচিত জয়নগর এক নম্বর ব্লকের ব্লক সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস বলেন —এ বিষয়ে আমাদের জানা আছে আমরা প্রপোজাল পাঠিয়েছি ফান্ডে টাকা নেই টাকা এলে আমরা খুব শীঘ্রই এই কাজটি শুরু করব।

Address

Subudhipur, Baruipur Kulpi Road, South 24 Paragans, Pin , (W. B). Ph. No-7908905185
Kolkata
7000144

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pran Patrika Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pran Patrika Digital:

Share