
20/10/2023
বিধায়ক ও দুই ব্লকসভাপতি উপস্থিতে শুভ উদ্বোধন জাগোবাংলার বুকস্টল দক্ষিণ বারাসত অটোস্ট্যান্ডে
মোমিন আলি লস্কর জয়নগর:
জয়নগর থানার অন্তর্গত জয়নগর এক নম্বর ব্লকে দক্ষিণ বারাসত অঞ্চলের দক্ষিণ বারাসত অটোস্ট্যান্ডে জয়নগর কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ দাসের ও জয়নগর এক নম্বর ব্লকে ব্লক সভাপতি এবং জয়নগর দুই নম্বর ব্লকের সভাপতির উপস্থিতে ফিতে কেটে জাগোবাংলার বুকস্টল শুভ উদ্বোধন অনুষ্টিত করলেন।
বিধায়ক বলেন—তৃনমুল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমরা জাগোবাংলার বুকস্টল প্রতি বছর ষষ্টীর দিন উদ্বোধন করে থাকি। আমাদের দলের সভানেত্রী মমতা ব্যানার্জি পার্টি সদস্য ও সদস্যাদের কাছে আমার পার্টির পক্ষথেকে সবাইকে শুভ শারদীয়ার শুভেচ্ছার এবং অভিনন্দ জানাই। বিধায়ক বিশ্বনাথ দাস ফিতে কেটে জাগোবাংলার বুকস্টল শুভ উদ্বোধন করলেন। বিধায়ক জাগোবাংলার বুকস্টল থেকে জয়নগর এক নম্বর ব্লকে সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস সহ একাধিক নেতাকর্মী হাতে তুলে দিলেন বই।
উপস্থিত ছিলেন জয়নগর কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর এক নম্বর ব্লকে সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস, জয়নগর ব্লকে যুবসভাপতি তুহিন বিশ্বাস, জেলা পরিষদ নবনির্বাচিত সদস্যা বন্দনা নস্কর,বন ও ভূমি সংস্কার কর্মদক্ষ শুকুর আলী মোল্লা, হরিনারায়নপুর অঞ্চলের প্রাক্তন উপপ্রধান মোস্থাকিম মোল্লা, জয়নগর দুই নম্বর ব্লকের সভাপতি সহ একাধিক বিশিষ্ট নেতৃত্বরা