Rinkur Paakshala

Rinkur Paakshala নতুন নতুন রান্না করতে ভাল লাগে

02/09/2025

❤লাউ তো অনেক রকম করে ⭕বানিয়ে ছো এই ভাবে একবার বানিয়ে দেখো এক দম অন্যরকম 🧿👇👇

🧿নিচে 4 টি জনপ্রিয় ও সুস্বাদু আচার তৈরির সম্পূর্ণ রেসিপি দেওয়া হলো❌ প্রতিটি আচারই ঘরে বসেই সহজে তৈরি করা যায ❤👇👇👇1)❤রসু...
02/09/2025

🧿নিচে 4 টি জনপ্রিয় ও সুস্বাদু আচার তৈরির সম্পূর্ণ রেসিপি দেওয়া হলো❌ প্রতিটি আচারই ঘরে বসেই সহজে তৈরি করা যায ❤👇👇👇

1)❤রসুনের আচারের রেসিপি ❤👇

উপকরণ :❤👇

আস্ত রসুন ১ কেজি
সরিষার তেল ১ লিটার
পাঁচফোড়ন ২টেবিল চামচ
আদা ও রসুন বাটা ১টেবিল চামচ
নুন স্বাদমতো
তেতুল/আলু বোখারা ৩০ গ্রাম
হলুদ ২ চা চামচ
লঙ্কা ২চা চামচ
ধনে গুড়া ২ চা চামচ
ভিনিগার ২ টেবিল চামচ
মৌরি গুড়ো ২ টেবিল চামচ
চিনি স্বাদমতো
শুকনো লঙ্কা ৫/৬ টি

প্রস্তুতকরণ :❤👇

প্রথমত রসুনগুলোকে খোসা ছারিয়ে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে। তারপর একটি প্যান গরম করে প্রথমত সরিষার তেল দিয়ে পাঁচফোড়ন দিব। তাইলে পাঠ করুন গুলো হালকা ভিজে এতে শুকনো লঙ্কা গুলো দিয়ে দেব। তারপর গোটা রসুনগুলো তেলে ছেড়ে দেবো। তারপর আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া গুড়ো নুন দিয়ে ভালোভাবে নেরে দেবো । তারপর তেতুল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। রসুনগুলো সিদ্ধ হয়ে আসলে এতে স্বাদমতো চিনি ভিনিগার দিয়ে দেব। তারপর চিনি থেকে যে জল বের হবে শুকিয়ে নিতে হবে। তারপর রসুনগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে গ্যাসের আঁচ বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল রসুনের আচার।
একটি কাঁচের জারে এটি সংরক্ষণ করে রাখা যাবে প্রায় ৬ মাস। মাঝে মাঝে রোদে দিলে আরো বেশি দিন সংরক্ষণ করা যাবে।
তারপর বিভিন্ন খাবারের সাথে পরিবেশন করুন।
2) ❤কাঁচা লঙ্কার আচারঃ❤👇

উপকরণ:❤👇
* বড় কাঁচা লঙ্কা – ২০০ গ্রাম
* রসুন কুচি – ১০ কোয়া
* সরিষার তেল – ১ কাপ
* মেথি ও কালোজিরা – ১ চা চামচ করে
* নুন – ১ চা চামচ
* সরিষা গুঁড়া – ১ চা চামচ
* ভাজা মসলা – ১ চা চামচ

** প্রণালি:❤👇
১. লঙ্কা পরিষ্কার করে শুকিয়ে নিন।
২. তেল গরম করে সব মসলা ও রসুন দিন।
৩. শেষে লঙ্কা দিয়ে নাড়ুন।
৪. ঠাণ্ডা হলে বোতলে ভরে রোদে রাখুন ২-৩ দিন।

❤3). লেবুর আচারঃ❤👇

উপকরণ:❤👇

* বড় পাতিলেবু – ৫টি (টুকরো করে কাটা)
* নুন – ২ টেবিল চামচ
* চিনি – ১/২ কাপ
* কালোজিরা – ১ চা চামচ
* শুকনা লঙ্কার গুঁড়া – ১ টেবিল চামচ
* সরিষার তেল – ১/২ কাপ

** প্রণালি:❤👇
১. লেবুর টুকরোগুলোতে নুন মেখে রোদে দিন ২ দিন।
২. তারপর মসলা ও চিনি মিশিয়ে তেলে ভেজে নিন।
৩. ঠাণ্ডা হলে বোতলে ভরে আরও ৩-৪ দিন রোদে দিন।

❤4). মিশ্র সবজির আচার (মিক্স ভেজিটেবল)❤👇

উপকরণ:❤👇

* গাজর, ফুলকপি, শিম, কাঁচালঙ্কা – ১ কাপ করে
* নুন – ২ টেবিল চামচ
* চিনি – ১ কাপ
* ভিনেগার – ১ কাপ
* সরিষার তেল – ১ কাপ
* গরম মসলা – ১ চা চামচ

** প্রণালি:❤👇
১. সবজি গুলো হালকা সিদ্ধ করে জল ঝরিয়ে নিন।
২. তেলে মসলা ও ভিনেগার দিয়ে নেড়ে সবজি মেশান।
3. ঠাণ্ডা হলে বোতলে ভরে রোদে রাখুন ২ দিন।
゚ ゚

❤ধুমকেতু দেখতে আমিই হয়তো 😍বাকি ছিলাম তাই দেখে ফেলাম👇❤
02/09/2025

❤ধুমকেতু দেখতে আমিই হয়তো 😍বাকি ছিলাম তাই দেখে ফেলাম👇❤

♥️আপনারা আপনাদের মতামত জানাবেন⭕👇
02/09/2025

♥️আপনারা আপনাদের মতামত জানাবেন⭕👇

01/09/2025

❤ঝিঙগের এই রান্না টা করে⭕ নিলে আর কি চাই বলুন তো❤👇♥️👇👇

🧿যদি কারুর মুখের স্বাদ বদলাতে ❌চাই শুধু এই রকম  ভর্তা  ⭕থাকলেই থালা ভর্তি ভাত নিমিষেই শেষ হয়ে যাবে❤❤👇1)❤👇চুনো মাছ ভর্তাউ...
01/09/2025

🧿যদি কারুর মুখের স্বাদ বদলাতে ❌চাই শুধু এই রকম ভর্তা ⭕থাকলেই থালা ভর্তি ভাত নিমিষেই শেষ হয়ে যাবে❤❤👇

1)❤👇চুনো মাছ ভর্তা

উপকরণঃ ❤👇
চুনো মাছ এক কাপ
পেঁয়াজ কুঁচি ১ টেবিল চামচ
রসুন কুচি ২ চা চামচ
কাঁচা লঙ্কা ৪টি
ধনেপাতা কুঁচি ১ টেবিল চামচ
নুন পরিমাণমতো।

প্রণালিঃ ❤👇
চুনো মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। মাছ, পেঁয়াজ কুঁচি, রসুন কুঁচি, কাঁচা লঙ্কা অল্প তেলে কড়াইতে হালকাভাবে ভাজুন। ভাজা হলে নুন ও ধনেপাতা দিয়ে বেটে ভর্তা তৈরি করুন।

❤2)👇টমেটো ভর্তা👇

উপকরণঃ👇❤
ছোট টমেটো ২৫০ গ্রাম
পেঁয়াজ মিহি কুঁচি ১ টেবিল চামচ
শুকনা মরিচ ২টা
ধনেপাতা কুঁচি ২ টেবিল চামচ
লবণ পরিমাণমতো
চিনি ১ চা চামচ
সরষের তেল ১ টেবিল চামচ
লেবুর রস ১ টেবিল চামচ।

প্রণালিঃ 💖👇
শুকনা লঙ্কা তাওয়ায় ভেজে বিচসহ গুঁড়ো করে নিতে হবে। টমেটোর গায়ে তেল লাগিয়ে তাওয়ার ওপর ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে তুলে সব দিক সমানভাবে পুড়িয়ে নিতে হবে। ঠাণ্ডা হলে খোসা ছাড়িয়ে চটকে পেঁয়াজ, লঙ্কা, লবণ, তেল, চিনি, লেবুর রস, ধনেপাতা দিয়ে মেখে ভর্তা করতে হবে।

❤3) মুসুর ডালের ভর্তা👇

উপকরণঃ 👇❤
সেদ্ধ করে রাখা মসুর ডাল ১ কাপ
পেঁয়াজ কুঁচি ১ চা চামচ
কাঁচালঙ্কা কুঁচি ২ চা চামচ
ঘি ২ চা চামচ
নুন পরিমাণমতো

প্রস্তুত প্রণালীঃ ❤👇
সেদ্ধ করে রাখা মসুর ডালের সাথে পেঁয়াজ কুঁচি, কাঁচালঙ্কা কুঁচি, লবণ ও ঘি দিয়ে ভালোভাবে চটকিয়ে নিয়ে তৈরি করে নিন মজাদার ডাল ভর্তা।

4)❤কচু চিংড়ি ভর্তা👇

❤উপকরণঃ 👇
কচু সিদ্ধ-১ কাপ
চিংড়ি মাছ-আধা কাপ
পেঁয়াজ কুচি-আধা কাপ
কাঁচা লঙ্কা কুচি-২ টেবিল চামচ
নুন-স্বাদমতো
সরিষার তেল-৩ টেবিল চামচ।

❤প্রনালিঃ 👇
সামান্য সরিষার তেল দিয়ে চিংড়িগুলো হালকা ভেজে নিন। কচু সিদ্ধ বাদে বাকি সব উপকরণ শিল বাটায় মিহি করে বেটে নিন। এবার সব উপকরণ সরিষার তেল দিয়ে মেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

5)❤ কালোজিরা ভর্তা👇

উপকরনঃ 💖
কালোজিরার আধা কাপ
রসুনের কোয়া ২ টেবিল-চামচ
কাঁচালঙ্কা ৮টি
পেঁয়াজ কুঁচি ৪ টেবিল-চামচ
নুন পরিমাণমতো
সরিষার তেল ২ টেবিল-চামচ

প্রনালীঃ
রসুন,পেঁয়াজ,কাঁচালঙ্কা কাঠখোলায় ভেজে নিতে হবে। তেল বাদে সব উপকরণ বেটে তেল দিয়ে মেখে ভর্তা করুন।

💖💗👇👇👇🙂
01/09/2025

💖💗👇👇👇🙂

31/08/2025

,⭕নিরামিষ দিনে এই রান্নাটা ❌করলে দারুন লাগে ❤️

👇❤️4 ধরনের কোফতা কারির রেসিপি একসঙ্গে দারুন স্বাদের ❤️👇❤1…মোচার কোফতা👇উপকরণ:👇❤১টা মোচা, পরিমাণমতো বেসন, ২টো আলু, ১ চা চা...
31/08/2025

👇❤️4 ধরনের কোফতা কারির রেসিপি একসঙ্গে দারুন স্বাদের ❤️👇

❤1…মোচার কোফতা👇

উপকরণ:👇❤
১টা মোচা,
পরিমাণমতো বেসন,
২টো আলু,
১ চা চামচ লঙ্কাবাটা,
৫ টেবিল চামচ পেঁয়াজ বাটা,
২ টেবিল চামচ আদা বাটা,
১ চামচ হলুদবাটা,
পরিমাণমতো কিশমিশ,
২ টেবিল চামচ টক দই,
১ চা চামচ গরম মশলা,
১ চা চামচ জিরে,
পরিমাণমতো তেল ও ঘি,
পরিমাণমতো তেজপাতা,
নুন ও চিনি

পদ্ধতি:❤👇
প্রথমে মোচা ছাড়িয়ে কু চি করে কে টে নিন। এবার মোচাটা কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখুন। তারপর ভাল করে ধুয়ে নিয়ে মোচা সেদ্ধ করে নিন। জল ছড়িয়ে রাখবেন। এবার আলুগুলো ডুমো ডুমো করে কে টে নিন এবং লাল-লাল করে ভেজে নিন। আলুগুলো ভেজে তুলে রাখুন। এবার ভাজা আলু আর
সেদ্ধ করে রাখা মোচা ভাল করে মেখে নিন। এবার এতে অর্ধেক পেঁয়াজবাটা, লঙ্কা, আদাবাটা, নুন, চিনি, কিশমিশ, গরম মশলা মিশিয়ে দিন। মোচাটা ভাল করে মেখে নিন। এবার ছোট ছোট বল বানিয়ে নিন। কড়াইতে তেল গরম করুন। এবার এতে মোচার বলগুলো ভাল করে ভেজে নিন।
ওই কড়াইতে সামান্য ঘি ও তেল গরম করুন। এবার এতে বাকি পেঁয়াজবাটা, লঙ্কা, আদাবাটা, কিশমিশ, গরম মশলা, হলুদ বাটা ও টক দই দিয়ে দিন। স্বাদমতো নুন ও চিনি মেশান। কোফতাতেও নুন ও চিনি দিয়েছেন, তাই স্বাদ বুঝে চিনি ও নুন ব্যবহার করুন। মশলাটা ভাল করে কষে নিন। এবার এতে ভেজে রাখা আলু দিয়ে দিন। আলু সেদ্ধ হয়ে এলে এতে ভেজে রাখা মোচার বলগুলো দিয়ে দিন। ভাল করে মিশ্রণটা কষিয়ে নিন। কোফতা কারি মাখা মাখা হয়ে এলে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন মোচার কোফতা।

❤3…ছানার কোফতা👇

উপকরণ:👇❤
ছানা
ময়দা
হলুদ গুঁড়ো
লঙ্কা গুঁড়ো
কাজু বাদাম
কিশমিষ
চালমগজ বাটা
আদা বাটা
তেল
নুন
চিনি
জিরে গুঁড়ো
গোটা জিরে
কাঁচা লঙ্কা
দারুচিনি
গরম মশলা গুঁড়ো

পদ্ধতি👇❤
প্রথমেই ছানার জল ঝরিয়ে মেখে নিন। একদম নরম ও মিহি করে মাখবেন। এর পর ছানার মিশ্রণ হাতে নিয়ে এটিকে বলের আকার দিন। এবং তেলে ভেজে নিন ছানার কোফতা গুলি।
এবার কড়াইয়ে আরও একটু তেল দিন। তেল গরম হলে তাতে দারুচিনি ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। সুন্দর গন্ধ বের হলে, তাতে টক দই ও চালমগজ বাটা দিয়ে দিন।
এরপর এতে একে-একে জিরে গুঁড়ো, আদা ও লঙ্কা বাটা, পরিমাণমতো নুন, চিনি দিয়ে কষাতে থাকুন। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত কষাতে থাকুন।
তেল ছেড়ে দিলে তাতে কিশমিশ ও কাজু বাদাম দিন। এবার এই মশলার মধ্যে ছানার কোফতাগুলি দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা কষে গেলে সামান্য জল দিন। ঝোল ফুটে গেলে নামিয়ে নিন। গরম-গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ছানার কোফতা।

❤4…কাঁচকলার কোফতা কারি👇

উপকরণ:
৪-৫ টি কাঁচকলা
২টো আলু,
১ টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা
২ চা-চামচ পেঁয়াজ বাটা
১ চা-চামচ আদা বাটা
১ টেবিল চামচ রসুন বাটা
২ টেবিল চামচ পেঁয়াজ কু চি
৩ টেবিল চামচ বেসন
১/২ চামচ গরম মশলার গুঁড়ো
১ চামচ চারমগজ দানা বাটা
২ টো গোটা টমেটো
১/২ চামচ জিরে গুঁড়ো
স্বাদ মতো নুন
সামান্য চিনি
১টা এলাচ , ২টো লবঙ্গ ও ১টা দারুচিনি
১/২ ছোট চামচ হলুদ গুঁড়ো
১/২ চামচ লঙ্কার গুঁড়ো
২ চামচ ঘি আর ২ চামচ সর্ষের তেল

পদ্ধতি:❤👇
প্রথমে কাঁচাকলা গুলি ভাল করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। আলু ছোট-ছোট করে কে টে সেদ্ধ করে নিন। সেদ্ধ করা কাঁচকলর মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লঙ্কা কু চি ও স্বাদমতো নুন দিয়ে ভাল করে মেখে নিন। এবার মিশ্রণটি হাতের তালুতে নিয়ে আলতো করে চেপে কোফতার আকারে গড়ে নিন।
এবার কড়াইয়ে তেল গরম করুন। এবার ওই তেলে হাতে গড়ে নেওয়া কোফতা ভাজতে দিন। ডুবো তেলে ভেজে তুলে নিন।
কড়াইয়ে ফের তেল গরম করতে দিন। গরম তেলে লবঙ্গ, এলাচ, দারুচিনি ও তেজপাতা ফোড়ন দিন। এরপর তাতে পেঁয়াজ, আদা ও রসুন বাটা যোগ করুন। টমেটো বাটা ও চারমগজ দিন। পরিমাণমতো নুন ও চিনি যোগ করুন। এবার আস্তে আস্তে নাড়তে থাকুন। গ্রেভি একটু ঘন হয়ে আসলে তাতে ভেজে রাখা কোফতা গুলি দিয়ে দিন। ২ মিনিট পর সামান্য জল দিয়ে ঢেকে দিন। ১০ মিনিট পর ঢাকনা খুলে একটু ঘি ও গরম মশলা ছড়িয়ে দিন। ব্যাস তৈরি আপনার কাঁচকলার কোফতা। গরম-গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন।

❤👇5…লাউয়ের কোফতা কারি👇

উপকরণ:
লাউ: বড় বাটি (গ্রেট করা)
আলু: 2টো (সিদ্ধ করে মাখা)
আদা বাটা: 2 চামচ
ধনে গুঁড়ো: 2 চামচ
জিরে গুঁড়ো: 2 চামচ
হলুদ গুঁড়ো:1/2 চা চামচ
কাশ্মিরী লঙ্কা গুঁড়ো: 2 চামচ
গরম মশলা গুঁড়ো: 2 চামচ
কাঁচালঙ্কা কুঁ চি: 2 চামচ
বেসন: 2 টেবিল চামচ
চালের গুঁড়ো: 2 টেবিল চামচ
খোয়া ক্ষীর: 1/2 কাপ
নারকেলের দুধ: 1 কাপ
নুন ও চিনি: স্বাদমতো
সাদা তেল: পরিমাণ মতো

পদ্ধতি:❤👇
লাউ ভালো করে কুরিয়ে নিন। এবার লাউয়ে নুন মাখিয়ে ১ ঘণ্টা রেখে দিন।
জল একেবারে চেপে চেপে বের করে নিন। এরপর সিদ্ধ আলু, বেসন, চালের গুঁড়ো, কাঁচালঙ্কা, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন ও চিনি যোগ করে ভালো করে মেখে নিন।
ছোট ছোট টু করো করে কে টে নিয়ে প্রত্যেকটি টুকরো গোল করে কোফতার আকারে দিন।
কোফতাগুলি ছাঁকা তেলে ভেজে তুলে রাখুন। এবার কড়াইতে ২ টেবিল চামচ মতো তেল নিয়ে তা গরম করে নিন। তেল গরম হয়ে গেলে তাতে আদা বাটা, হলুদ, লঙ্কা, জিরে দিন। এরপর স্বাদ অনুসারে নুন-মিষ্টি দিয়ে ভালো করে কষতে থাকুন।
মশলা থেকে তেল ছাড়তে থাকলে নারকেলের দুধ ও খোয়া ক্ষীর দিয়ে ভালো করে নাড়তে থাকুন। ভালোভাবে ফুটে গেলে তার মধ্যে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে আরও মিনিট দুয়েক ফুটিয়ে নিন।
গ্রেভি বেশ মাখা মাখা হলে কাঁচালঙ্কা দিয়ে নামিয়ে নিন। খেয়াল রাখবেন, এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে।











30/08/2025
30/08/2025

⭕তালের বড়া এতো সহজ❌ আগে জানা ছিল না খুব সহজ❤👇👇

🧿❤️4 ধরনের চিকেনের রেসিপি একসাথে চিকেন প্রমিদের জন্য ⭕আর অতিথি এলে বানিয়ে দিন এই ভিন্ন স্বাদের চিকেন ❤️👇👇♥️1…ঘি রোস্ট চ...
30/08/2025

🧿❤️4 ধরনের চিকেনের রেসিপি একসাথে চিকেন প্রমিদের জন্য ⭕আর অতিথি এলে বানিয়ে দিন এই ভিন্ন স্বাদের চিকেন ❤️👇👇

♥️1…ঘি রোস্ট চিকেন♥️👇

ঊপকরন👇♥️
চিকেনের লেগপিস
ঘি
দই
কাশ্মীরী লাল লঙ্কা
গোটা ধনে, জিরে, মৌরি
আদা কু চি
রসুন
গোলমরিচ

প্রনালী:👇♥️

চিকেনের টু করো ধুয়ে নিয়ে ওর মধ্যে নুন, হলুদ আর টকদই মাখিয়ে ৪০ মিনিট রেখে দিন। প্যানে শুকনো লঙ্কা, ধনে, মৌরি, জিরে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এবার মিক্সিং জারে এই সব শুকনো মশলা নিয়ে ওর মধ্যে সামান্য আদা কুচি, লেবুর রস, রসুনেরর কোয়া, সামান্য নুন আর জল দিয়ে ভাল করে পেস্ট করে নিন। এবার কড়াইতে ঘি দিয়ে তার মধ্যে পেঁয়াজের স্লাইস দিয়ে নেড়ে নিন। এবার ওর মধ্যে চিকেনের টুকরো দিয়ে দিন। খানিকক্ষণ নাড়াচাড়া করে লঙ্কার পেস্ট মিশিয়ে দিন। বেশ মাখা মাখা হয়ে এলে সামান্য জল দিন। মিষ্টি স্বাদের জন্য মিশিয়ে দিন আখের গুড়। প্রয়োজন হলে চেখে নিয়ে একটু নুন মিশিয়ে দিন। উপর থেকে কারিপাতা ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন।

2…বাটার চিকেন♥️👇

উপকরণ – ♥️👇
হাড় ছাড়া মুরগির মাংস – ৮০০ গ্রাম, পেঁয়াজ – ১টি,
রসুন -৩-৪টি,
আদা – ১ ইঞ্চি,
টম্যাটো পিউরি হাফ কাপ,
গরমমশলা ১ চা চামচ,
ধনেগুঁড়ো হাফ চা চামচ,
চিনি ১ চা চামচ,
শুকনো লঙ্কাগুঁড়ো হাফ চা চামচ, শুকনো মেথিপাতা গুঁড়ো ১ চা চামচ, বাটার অল্প,
কাজুবাদাম বাটা ৪ টেবিল চামচ,
ঘি হাফ কাপ,
তেল ৩ টেবিল চামচ,
নুন পরিমাণমতো,
ফুড কালার কমলা (ইচ্ছে হলে),
কাঁচা লঙ্কা চেরা ২-৩টি

প্রণালী –♥️👇
পেঁয়াজ, রসুন ও আদা একসঙ্গে বেটে নিন। এতে তেল মেশান। পরে গরমমশলা, ধনে ও জিরেগুঁড়ো ভালো করে মিশিয়ে বেশি আঁচে ৪ মিনিট রান্না করে নিন। এরপর এর সঙ্গে টম্যাটো পিউরি, কাজুবাদাম বাটা, শুকনো লঙ্কাগুঁড়ো, অল্প চিনি, বাটার, মেথিগুঁড়ো এবং মুরগির মাংস মেশান। এখানেই ইচ্ছে হলে ফুড কালার দিন, না চাইলে নাও দিতে পারেন। ঢাকনা দিয়ে ৬ মিনিট উচ্চ আঁচে রান্না করুন। এরপর ভালো করে ঘি মেশান। আবার বেশি আঁচে ২ মিনিট রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে সুগন্ধ বেরোতে থাকলে উপর থেকে অল্প গরমমশলা ছড়িয়ে দিন। পরিবেশনের জন্য বাটার চিকেনের উপর থেকে ছড়িয়ে দিতে পারেন চেরা কাঁচা লঙ্কা। সেইসঙ্গে উপর থেকে একটু ক্রিম ছড়িয়ে দিতে পারেন। গরম ভাত বা বাটার তন্দুরির সঙ্গে খেতে দারুণ লাগে বাটার চিকেন।

3…কাজু চিকেন♥️👇

উপকরণ:♥️👇
চিকেন
পেঁয়াজ বাটা
রসুন বাটা
আদা বাটা
জিরে গুঁড়ো
শুকনো লঙ্কা গুঁড়ো
দই
কাজুবাদাম বাটা
এলাচ
দারুচিনি
নুন
হলুদ গুঁড়ো
উষ্ণ গরম জল
সাদা তেল
এলাচ বাটা ও দারুচিনি

প্রনালী:♥️👇
প্রথমেই চিকেনটা ভাল করে ধুয়ে নিন। এবার তাতে পেঁয়াজ বাটা, রসুন বাটা ও জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো ও মিষ্টি দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিন। ৩০ মিনিট রাখলেই হবে।
এবার একটি প্যানে জল গরম করে নিন। তাতে সাদা তেল দিয়ে দিন। এবার তাতে দারুচিনি, এলাচ ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিন। তারপর তাতে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে কষাতে থাকুন।
কষানোর সময় প্রয়োজনে সামান্য জল দিতে পারেন। এবার একে-একে তাতে কাজুবাদাম বাটা ও পরিমাণমত নুন ও চিনি দিয়ে কষাতে থাকুন। ঝাল খেতে চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। মশলা কষে এলে আঁচ নিভিয়ে দিন। গরম-গরম পরিবেশন করুন কাজু চিকেন।

4…আফগানি মুর্গ♥️👇

উপকরণ♥️👇
মুরগির মাংস: ১ কেজি
পেঁয়াজ: ২টি
রসুন: ৮-১০ কোয়া
আদা কু চি: ২ চা চামচ
ধনেপাতা: আধ কাপ
কাঁচালঙ্কা: ২-৩টি
কাজুবাদাম: ৩ টেবিল চামচ
টক দই: আধ কাপ
তেল: ১ কাপ
ফ্রেশ ক্রিম: ২ টেবিল চামচ
কাসুরি মেথি: ১ টেবিল চামচ
গোলমরিচের গুঁড়ো: ২ চা চামচ
নুন: স্বাদ অনুযায়ী
লেবুর রস: ১ টেবিল চামচ

প্রণালী♥️👇
প্রথমে মুরগির মাংসের টু করোগুলো ভাল করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন।
তার পর মিক্সিতে বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা, কাজুবাদাম, কাঁচালঙ্কা এবং ধনেপাতার মিশ্রণ দিয়ে দিন।
সঙ্গে ফেটিয়ে রাখা টক দই এবং ফ্রেশ ক্রিমও দিয়ে দিন। আধঘণ্টা থেকে ৪৫ মিনিট ম্যারিনেট করে রাখুন।এ বার কড়াইতে তেল গরম হতে দিন। চাইলে মাখনও দিতে পারেন।
তেল গরম হলে ম্যারিনেট করা মাংসের টু করোগুলো আলাদা করে তুলে কড়াইতে দিন। দইয়ের মিশ্রণ এখন দেওয়া যাবে না।মাংসগুলো একটু ভাজা হলে এ বার উপর থেকে ওই মিশ্রণ অল্প অল্প করে দিতে থাকুন। এই সময়ে সামান্য নুনও দিয়ে দিন।
মাংস কষতে কষতে তেল ছেড়ে আসবে। অল্প কিছু ক্ষণ কড়াই চাপা দিয়ে রাখুন। তাতে মাংস ভাল ভাবে সেদ্ধ হবে।নামানোর আগে উপর থেকে একটু মাখন দিয়ে দিন। চাইলে কাঠকয়লার দমও দেওয়া যায়।
পরিবেশন করার আগে উপর থেকে ফ্রেশ ক্রিম ও মেথির গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি আফগানি মুর্গ।

Address

Kolkata
700059

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rinkur Paakshala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share