24/08/2024
গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণ রঙ্গে।
সেই সব স্থান হেরিব আমি প্রণয় ভক্ত সঙ্গে।।
হরে কৃষ্ণ, সমস্ত ভক্তদের জ্ঞাতার্থে জানানো হচ্ছে যে আগামী *২৬শে ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১০:৩৫ হাওড়া থেকে পুরী সুপার ফাস্ট এক্সপ্রেসে করে জগন্নাথ পুরী ধামের উদ্দেশ্যে রওনা হব**
যাতায়াত খরচ, তিনবেলা প্রসাদ, আসা ও যাওয়া ট্রেনের টিকিট, বাস ভাড়া, অটো ভাড়া, ধাম দর্শণসহ
*টিকিট কাটার শেষ সময়সীমা আগস্টের ২৯ তারিখ। তাই ২৮ তারিখের মধ্যে ৫০% টাকা জমা দিতে হবে। সাথে আপনার নাম বয়স, ঠিকানা, আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে।**
আসন সংখ্যা অতি সীমিত
🎀 *যাত্রা* : ২৬শে ডিসেম্বর বৃহস্পতিবার
🎀 *প্রস্থান* : ২৯শে ডিসেম্বর রবিবার
🎀 আপনি কি অংশ গ্রহন করতে ইচ্ছুক
🎀 এখনই যোগাযোগ করুন - ৭৬৮৭০৫৫৩৫৯
**দর্শনীয় স্থানসমূহ*
ভগবান নীলমাধব, সাক্ষী গোপাল, ভুবনেশ্বর ইসকন মন্দির, লিঙ্গরাজ মন্দির, বিন্দু সরোবর, অনন্ত বাসুদেব মন্দির, আলালনাথ, গুপ্ত বৃন্দাবন, সোনার গৌরাঙ্গ, শ্রী জগন্নাথ দেবের মন্দির, অক্ষয় বট, গুন্ডিচা মন্দির ও মাসির বাড়ি, নরেন্দ্র সরোবর, ইন্দ্রদ্যুম্ন সরোবর, যজ্ঞনৃসিংহ মন্দির, জগন্নাথ বল্লভ উদ্যান, সার্বভৌম ভট্টাচার্যের গৃহ এবং গঙ্গামাতা গৃহ, পরমানন্দ পুরী কুয়া, গম্ভীরা, শ্বেত গঙ্গা, শ্রী নীলকন্ঠেশ্বর মহাদেব, যমেশ্বর মহাদেব, মার্কণ্ডেয় সরোবর, সিদ্ধ বকুল, হরিদাস ঠাকুরের সমাধি, ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুঠির, ইসকন পুরী মন্দির, টোটা গোপীনাথ, চটক পর্বত, ছোট হরিদাসের ভজন কুটির, স্বর্গদ্বার, মহাসমুদ্র, ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের জন্মস্থান আরো অনেক কিছু।