International Hindu News

International Hindu News বিষ্ণু গরুর,শুদোষণ চক্র, বিষ্ণু গদা Let all Hindu journalists tell the world about the plight of Hindus

  সম্প্রতি ভারতে এক লাইভ ডিবেটে সেখানকার এক মুসলিম নেতা জ্ঞানবাপী শিবলিঙ্গকে জলের ফোয়ারা আখ‍্যা ও হিন্দু দেব-দেবী সম্পর্...
22/06/2022



সম্প্রতি ভারতে এক লাইভ ডিবেটে সেখানকার এক মুসলিম নেতা জ্ঞানবাপী শিবলিঙ্গকে জলের ফোয়ারা আখ‍্যা ও হিন্দু দেব-দেবী সম্পর্কে নানা উষ্কানীমূলক বাজে কথা বলে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় আর এর জবাবে শ্রদ্ধেয় নুপুর শর্মাও চুপ করে থাকেন নি।তিনিও রেফারেন্স সহ এই ঘটনার প্রতিবাদ করেন কিন্তু বিজেপির কেন্দ্র থেকে নুপুর শর্মাকে ধর্মীয় অনুভূতির অভিযোগে ৬ বছরের জন‍্য সাসপেন্ড করেন এবং তার বাড়ির ঠিকানাসহ যাবতীয় পার্সোনাল তথ‍্য গণমাধ্যমে প্রকাশ করে তার জীবনকে হুমকির মধ‍্যে ফেলে দিয়েছে পক্ষান্তরে হিন্দু ধর্ম নিয়ে কুটুক্তি করা ওই মুসলিম নেতার কোনো শাস্তির ব‍্যবস্থা বিজেপি করে নাই। আবার এদিকে ভারতের সুন্নি মুসলিম সংগঠন থেকে প্রকাশ‍্যে নুপুর শর্মাকে কতল ও ধর্ষনের হুমকি দিয়েছে এবং তার মাথার দাম ১কোটি টাকা ধার্য করেছে কিন্তু বিজেপি চুপ!

আজ শ্রদ্ধেয় তপন ঘোষের একটা কথা খুব মনে পরছে।তিনি বলেছিলেন যে,হিন্দুদের উচিৎ রাজনীতিকে গায়ের জামা বানানো,গায়ের চামড়া বানানো উচিত নয়।

আসুন আমরা নুপুর শর্মাকে সাপোর্ট করি। কারণ,তিনিই প্রকৃত একজন সনাতনী,যিনি ধর্মের অপমান মেনে নেন নি। নিজের জীবন বিপন্ন হবে জেনেও প্রতিবাদ করেছেন। ধর্মের জন‍্য সবকিছু ত‍্যাগ করা চলে কিন্তু ধর্মকে কোনোকিছুর জন‍্য ব‍্যবহার করা চলে না।

আসুন সবাই বিজেপির এই সিদ্ধান্তকে প্রতিবাদ জানাই এবং হিন্দুত্ববাদী শ্রদ্ধেয় নুপুর শর্মাকে সর্বোচ্চ সাপোর্ট করে বিজেপিকে বুঝিয়ে দেই যে,আপামর হিন্দু রাজনীতির জন‍্য নিজ ধর্মকে অপমান করে না,ক্ষমতার লোভে ধর্ম নিয়ে ব‍্যবসা করে না।

20/06/2022

বন্যার থিদের পাশে ইসকন

12/06/2022

তীর্থ ধাম দর্শন

30/03/2022

Hare Krishna 🙏🕉️

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when International Hindu News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share