THE RNA NEWZ"

THE RNA NEWZ" THE RNA NEWZ is an online news page. Social, political, entertainment, sports, cultural news on multiple issues are published.

23/05/2022

কাঁথি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েনের পরে কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ বেজ করলেন বিতর্কিত মন্তব্য। যা নিয়ে জেলার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

কর্মীদের উপর হামলার প্রতিবাদে রবিবার বিকালে ভূপতিনগরের সুশীলা মোড় থেকে তৃণমূলের প্রতিবাদ মিছিল হয়। তারপরে পথসভা হয়। সেই সভা মঞ্চ থেকে ভগবানপুরে বিজেপি কে কোন কর্মসূচি করতে না দেওয়ার নিদান দেন তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের সভাপতি তথা কাঁথি ৩পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ বেজ। যা নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে জেলা জুড়ে।
উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরি,রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি,জেলা তৃণমূলের চেয়ারম্যান অভিজিৎ দাস,প্রাক্তন বিধায়ক অর্ধেন্দু মাইতি,জেলা শ্রমিক সংগঠনের নেতা বিকাশ বেজ,প্রমুখ।

22/05/2022

মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়ের পর এবার অর্জুন সিং । প্রায় তিন বছর পর তৃণমূলে ফিরলেন ভাটপাড়ার দাপুটে নেতা তথা বিজেপি সাংসদ। রবিবার ক্যামাক স্ট্রিটে তৃণমূল সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে জোড়াফুল পতাকা হাতে নিলেন তিনি। আর তারপরই বদলে ফেললেন নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবি। সূত্রের খবর, সোমবারই অর্জুন সিং নবান্নে গিয়ে দেখা করবেন মুখ্যমন্ত্রী তথা দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

22/05/2022

শুভেন্দু অধিকারীকে হুশিয়ারী দিলেন কাঁথি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন। বার বার বিতর্কিত মন্তব্য করে ঘরে - বাইরে প্রশ্নের মুখে পড়েছেন এই তৃণমূল নেতা। রাজ্যের বিরোধী দলনেতা ছাড়াও প্রধান মন্ত্রী ও দেশের স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধেও কুৎসিৎ মন্তব্য করেছেন।শুনুন প্রদীপ গায়েনের সেই বিতর্কিত বক্তব্য।

22/05/2022

তৃণমূলে যোগদেওয়া শুধু সময়ের অপেক্ষা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে ঢুকলেন সাংসদ অর্জুন সিং।

21/05/2022
21/05/2022

তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে শনিবার সকালে ভূপতিনগর থানার সুশীলা মোড় থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল বেরোয়। ছিলেন একাধিক বিধায়ক,জেলা সভাপতি। মিছিলে যোগ দেওয়ার জন্যে বিজেপি কর্মীরা আসছিলেন গাড়িতে করে। সেইসময় মাধাখালি ব্রিজের কাছে বিজেপি কর্মীদের গাড়িতে হামলা চালায়,কর্মীদের মারধর করা হয় বলে তৃণমূলের বিরুদ্ধে ওঠে অভিযোগ। পাল্টা প্রতিরোধ করতে গেলে বিজেপি কর্মীদের সঙ্গে হাতাহাতি শুরু হয়। এই খবর ছড়িয়ে পড়তেই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

19/05/2022
সিবিআই দফতরে অনুব্রত মণ্ডল।
19/05/2022

সিবিআই দফতরে অনুব্রত মণ্ডল।

প্রয়াত হলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি  পূর্ব মেদিনীপুর : প্রয়াত হলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্র...
18/05/2022

প্রয়াত হলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি

পূর্ব মেদিনীপুর : প্রয়াত হলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস (৫৫)। আজ বিকেলে তমলুক জেলা সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, গলায় ক্যানসার আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ আচমকাই তাঁর অবস্থার অবনতি হলে তড়িঘড়ি তাঁকে তমলুক জেলা সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বিকেল নাগাদ সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। তিনি দিঘার পদিমা গ্রামের বাসিন্দা। দেবব্রতর পরিবারে তাঁর স্ত্রী ও এক ছেলে বর্তমান।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র। দীর্ঘ ১৫ বছর রামনগর ১ ব্লকের সভাধিপতি ছিলেন দেবব্রত। সেখানে তাঁর কর্মকান্ড ব্যাপক সাড়া ফেলে। সেই সময় সেরা ব্লকের শিরোপা জিতেছিল রামনগর ১ ব্লক। এরপর দেবব্রতকে জেলা পরিষদের আনা হয়। প্রথমে তিনি ছিলেন জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ। এরপর তিনি সরাসরি জেলা পরিষদের সভাধিপতির আসনে বসেন।

রাজনীতিবিদ হিসেবে দেবব্রত বরাবরই নরম স্বভাবের মানুষ ছিলেন। তিনি বরাবরই বিতর্কের বাইরেই থাকতেন। তবে সম্প্রতি জেলা পরিষদের তরফে ক্যান্টিনে বিপুল টাকার বকেয়ার ঘটনা প্রকাশ্যে আসায় সমালোচনা শুরু হয়েছিল। সূত্রের খবর, দেবব্রত দীর্ঘদিন ধরেই গলার ক্যানসারে আক্রান্ত ছিলেন। মাঝে বেশ কিছু সময় চিকিৎসার জন্য ভীনরাজ্যে কাটিয়েছেন তিনি। তবে শেষ পর্যন্ত এই মারণ রোগের কাছে আত্মসমর্পণ করতে হল তাঁকে।

18/05/2022

Address

224/A RAJ DANGA MAIN Road
Kolkata
700107

Alerts

Be the first to know and let us send you an email when THE RNA NEWZ" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share