23/05/2022
কাঁথি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েনের পরে কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ বেজ করলেন বিতর্কিত মন্তব্য। যা নিয়ে জেলার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।
কর্মীদের উপর হামলার প্রতিবাদে রবিবার বিকালে ভূপতিনগরের সুশীলা মোড় থেকে তৃণমূলের প্রতিবাদ মিছিল হয়। তারপরে পথসভা হয়। সেই সভা মঞ্চ থেকে ভগবানপুরে বিজেপি কে কোন কর্মসূচি করতে না দেওয়ার নিদান দেন তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের সভাপতি তথা কাঁথি ৩পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ বেজ। যা নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে জেলা জুড়ে।
উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরি,রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি,জেলা তৃণমূলের চেয়ারম্যান অভিজিৎ দাস,প্রাক্তন বিধায়ক অর্ধেন্দু মাইতি,জেলা শ্রমিক সংগঠনের নেতা বিকাশ বেজ,প্রমুখ।