Biswa Bangla Online

Biswa Bangla Online বিশ্ব বাংলা অনলাইন

23/09/2025

প্রবল বৃষ্টির জেরে উল্টোডাঙ্গা স্টেশন থেকে নেমে রাস্তায় আসলে ই মনে হচ্ছে দিঘার সমুদ্র যেন উঠে এসেছে

নিম্নচাপের জেরে ৬ ঘণ্টায় বৃষ্টিতে কলকাতা সহ অনন্য জেলাতেও ২৫০ মিলিমিটার বৃষ্টি, এটা রেকর্ড এখানেই শেষ নয় আগামী ২ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সমস্ত জেলায়।

আবহাওয়া দপ্তর সূত্রের খবর দুই ২৪ পরগনা,দুই মেদিনীপুর,হুগলি, হাওড়া ,কলকাতা, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলিতে রয়েছে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা।

আগেই জানিয়েছিলাম আবহাওয়া দপ্তর পুজোতে ভাসতে পারে কলকাতা । কারণ এই নিম্নচাপ গেলে , আরেকটা নিম্নচাপ আসার কথা ২৬ তারিখ নাগাদ দ্বিতীয় নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে । তবে আশার কথা, এটা ওড়িশা আর অন্ধ্রপ্রদেশের দিকে চলে যাওয়ার সম্ভাবনা বেড়েছে । তবে তাতেও বৃষ্টি হবে হালকা বা মাঝারি ।

এর মধ্যে সকাল থেকেই ভোগান্তির মুখে ট্রেন যাত্রীরা। বন্ধ রয়েছে শিয়ালদা শাখায় ট্রেন চলাচল।
ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন জেলায়। জলমগ্ন একাধিক রাস্তা এবং ট্রেন লাইন জল। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফৎ থেকে জারি করা হয়েছে লাল সতর্কবার্তা।
সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে জলমগ্নের ভয়াবহ ছবি।
কখন স্বাভাবিক হবে পরিস্থিতি ট্রেন বাস পরিষেবা, কখন নামবে রাস্তা থেকে জল তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

23/09/2025

কলকাতায় রাতভর বৃষ্টি, তার জেরে সমগ্র কলকাতা, জলমগ্ন আর এতেই মানুষের ভোগান্তি অফিসযাত্রী থেকে সাধারণ মানুষদেরও এই জলের দুর্ভোগের শেষ নেই। কোথাও কোমর সমান জল কোথাও আবার হাঁটু সমান জল

নিম্নচাপের জেরে ৬ ঘণ্টায় বৃষ্টিতে কলকাতা সহ অনন্য জেলাতেও ২৫০ মিলিমিটার বৃষ্টি, এটা রেকর্ড এখানেই শেষ নয় আগামী ২ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সমস্ত জেলায়।

আবহাওয়া দপ্তর সূত্রের খবর দুই ২৪ পরগনা,দুই মেদিনীপুর,হুগলি, হাওড়া ,কলকাতা, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলিতে রয়েছে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা।

আগেই জানিয়েছিলাম আবহাওয়া দপ্তর পুজোতে ভাসতে পারে কলকাতা । কারণ এই নিম্নচাপ গেলে , আরেকটা নিম্নচাপ আসার কথা ২৬ তারিখ নাগাদ দ্বিতীয় নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে । তবে আশার কথা, এটা ওড়িশা আর অন্ধ্রপ্রদেশের দিকে চলে যাওয়ার সম্ভাবনা বেড়েছে । তবে তাতেও বৃষ্টি হবে হালকা বা মাঝারি ।

তারি মধ্যে সকাল থেকেই ভোগান্তির মুখে ট্রেন যাত্রীরা। বন্ধ রয়েছে শিয়ালদা শাখায় ট্রেন চলাচল।

গভীর নিম্নচাপের যে শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রাজ্যের বিভিন্ন জেলায়। জলমগ্ন একাধিক রাস্তা এবং ট্রেন লাইন।

ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে লাল সতর্কবার্তা।

সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে জলমগ্নের ভয়াবহ ছবি।

তারি মধ্যে অস্বস্তিতে ফেলেছে শিয়ালদহ স্টেশনে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায়।

কখন স্বাভাবিক হবে এই ট্রেন পরিষেবা কখন নামবে? রাস্তা থেকে জল তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

22/09/2025

মাননীয়া মুখ্যমন্ত্রী প্রতিটি দুর্গাপুজোর ক্লাব গুলিকে এক লক্ষ দশ হাজার টাকার অনুদান দেবার ঘোষণা করেছিলেন
আজকে সেই স্বপ্ন পূরণ করলেন জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রাম ও শহর মিলিয়ে ২৮১ টি ক্লাব কর্তৃপক্ষের হাতে এই চেক তুলে দেওয়া হল কলতান অপেক্ষা গৃহে
উপস্থিত ছিলেন হাবরা পৌরসভার পৌরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা পঞ্চায়েত সভাপতি নে হালআলি মন্ডল হাবড়া থানার আইসি অনুপম চক্রবর্তী হাবরা ভিডিও হাবরা হাসপাতাল সুপার ও বারাসাত জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও পঞ্চায়েতের মেম্বার ও হাবরা পৌরসভার কাউন্সিলার গণ ও বিভিন্ন ক্লাবের সম্পাদক ও সদস্য গণ

22/09/2025

সোনার অলংকার কোন মহিলারা পছন্দ না করেন আর এই সোনার অলংকার এর একমাত্র বিশ্বস্ত ও ভরসার প্রতিষ্ঠান হলো তানিশ
তানিশ এর আবাহন এ অলংকার এর উপরে রয়েছে বিশেষ ছাড়

21/09/2025

প্রাক্তন জামাইর হাতে শ্বশুরমশাই খুন হলেন গ্রেফতার প্রাক্তন জামাই

প্রাক্তন শ্বশুর কে খুন করে পালিয়ে গিয়ে শেষ রক্ষা হল না,অবশেষে পুলিশের জালে ধরা দিলো অভিযুক্ত প্রাক্তন জামাই। ঘটানাটি ঘটেছে নিউ ব্যারাকপুর থানা এলাকায়।

: নিউ ব্যারাকপুরে প্রৌঢ়কে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন জামাই। ধারালো অস্ত্র দিয়ে প্রৌঢ়কে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রাক্তন জামাইয়ের বিরুদ্ধে।
ধৃত অভিযুক্ত গুনধর প্রাক্তন জামাইকে শুক্রবার দুপুরে নিউ বারাকপুর থানা থেকে ব্যারাকপুর মহকুমা আদালতে হাজির করা হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নিউ ব্যারাকপুর থানার লেনিনগড় অঞ্চলে বুধবার রাতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লেনিনগড় জি-ব্লকের বাসিন্দা রনজিত রায়ের(পেশায় রং মিস্ত্রি) বড় মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল মছলন্দপুরের বাসিন্দা দীপঙ্কর হালদারের। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ লেগেই ছিল। অভিযোগ, তরুণীর ওপরে ক্রমাগত অত্যাচার চালাত স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজন। তারপরই দুজনের মধ্যে সম্পর্কের বিচ্ছেদ হয়,তাদের ডিভোর্স হয়ে যায়। দশ বারো বছর আগে মেয়েটি তার স্বামীর অত্যাচার অশান্তি সহ্য করতে না পেরে তাদের দশ বছরের ছেলে কে নিয়ে বাবা মায়ের কাছে থাকতে শুরু করে।

অভিযোগ কেন ডিভোর্স করা হল, এই নিয়ে দীপঙ্কর মাঝেমাঝেই নিউ ব্যারাকপুরে রনজিতের বাড়িতে এসে হুমকি দিত বলে অভিযোগ। বুধবার রাতে হঠাৎ করে দীপঙ্কর হাজির হয় প্রাক্তন শ্বশুরবাড়িতে। রনজিৎ বাবু তখন বিছানায় শুয়ে ছিলেন। শ্বাশুড়ী বাথরুমে গিয়েছিলেন। হাতের কাছে রণজিৎ বাবুকে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় দীপঙ্কর। রক্তাক্ত অবস্থায় রনজিৎ বাবু প্রাক্তন জামাই কে ধরার চেষ্টা ও করেছিল। ধরতে না পেরে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে ঘোলা পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রনজিৎ বাবুকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনা কে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় ।খবর পেয়েই ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী পৌঁছে যায়। এলাকায় ব্যাপক অভিযান চালানো হয়। তদন্তকারী অফিসাররা তিনটে ভাগে এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতেই গোবরডাঙা থানার মছলন্দপুর আউট পোস্ট এলাকা থেকে অভিযুক্ত দীপঙ্কর হালদার (৩২) কে গ্রেপ্তার করে নিউ ব্যারাকপুর থানায় নিয়ে আসে।দীপঙ্কর পেশায় দীনমজুর। থানার তদন্তকারী অফিসার তদন্তে নেমে জানতে পেরেছে , দশ বারো বছর আগে মছলন্দপুর নিবাসী দীপঙ্কর হালদারের সাথে চাদঁপুর লেনিনগড় জি ব্লকের রনজিৎ রায়ের বড় মেয়ের বিবাহ হয়। বিয়ের দেড় বছর পর থেকে দাম্পত্য কলহ শুরু হয়। নানাভাবে অত্যাচার করত মেয়ে টির প্রতি।বেশ কিছু বছর এইভাবেই চলার পর উভয়ের মধ্যে ছাড়াছাড়ি হয়।

মেয়ে টি অত্যাচার সহ্য করতে না পেরে তার নিজের দশ বছরের ছেলে কে নিয়ে বাবা মায়ের কাছে চলে আসে। এরপর অন্যত্র বিয়ে ও করে। দীপঙ্কর মাঝে মধ্যে ই ছেলের টানে শ্বশুরবাড়ি দেখা করতে আসলে তার প্রতি দুর্ব্যবহার ও করা হয় বলে অভিযোগ।

সেই আক্রোশেই বুধবার রাতে লেনিনগড় জি ব্লকে দীপঙ্কর ধারালো অস্ত্র দিয়ে শ্বশুরকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে নিউ বারাকপুর থানার পুলিশ বৃহস্পতিবার রাতে মছলন্দপুর আউট পোস্ট এলাকা থেকে দীপঙ্কর হালদার (৩২) কে গ্রেপ্তার করে।
শুক্রবার দুপুরে ধৃত দীপঙ্কর কে পুলিশ হেফাজতে আবেদনে ব্যারাকপুর মহকুমা আদালতে হাজির করা হয়।

20/09/2025

বানিপুর মহিলা কলেজে ডি আই এফ আইয়ের প্রতিবাদ সভা নিয়ে বিজেপির মন্ডল সভাপতি দেবজ্যোতি দাম কি বললেন আসুন শুনে নেওয়া যাক

20/09/2025

ফের আবারো ভিন রাজ্যে কাজে গিয়ে এক শ্রমিকের মৃত্যু ঘিরে এলাকায় শোকের ছায়া

ফের ভিন রাজ‍্যে কাজে গিয়ে মৃত্যু বাঙালি শ্রমিকের।মৃতের নাম অভিজিৎ ওরফে রাজু পোদ্দার(34)।ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে উত্তর 24 পরগনার জেলা সদর বারাসতে।খবর পাওয়ার পর থেকে নিহতের বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেছেন পাড়া-প্রতিবেশীরা।
শোকস্তব্ধ পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূল নেতা গোপাল রায়।তিনি ভিন রাজ‍্যে বাঙালি পরিযায়ী শ্রমিকের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন।

পরিবার সূত্রে খবর,শুক্রবার মৃত ওই পরিযায়ী শ্রমিকের নিথর দেহ কেরালা থেকে ট্রেনে করে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়েছে।সম্ভবত রবিবার তাঁর দেহ পৌঁছনোর কথা বারাসতের বাড়িতে।

ভিন রাজ‍্যে বাংলা ভাষায় কথা বলায় কখনও বাঙালি পরিযায়ী শ্রমিকের হেনস্থা কিংবা আক্রান্ত হওয়ার অভিযোগ।আবার কখনও 'বাংলাদেশি' তকমা দিয়ে পরিযায়ী শ্রমিকের উপর চড়াও হয়ে খুনের চেষ্টার অভিযোগ।এই ধরণের অমানবিক ঘটনা বারবারই সামনে এসেছে।এ নিয়ে রাজ‍্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমে সরবও হয়েছেন।
বিজেপি শাসিত রাজ‍্যের দিকে আঙুল তুলে গেরুয়া শিবিরকে নিশানা করতেও ছাড়েননি তিনি।কিন্তু তার পরেও ভিন রাজ‍্যে বাঙালি শ্রমিকের হেনস্থা কিংবা মৃত্যুর ঘটনা থেমে থাকেনি।সেই আবহেই আবারও প্রকাশ‍্যে এল ভিন রাজ‍্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা।জানা গিয়েছে,মৃত অভিজিতের বাড়ি বারাসতের নেতাজি পল্লীতে।
পরিবারে বৃদ্ধ বাবা-মা,দাদা ছাড়াও তাঁর স্ত্রী এবং এক বছরের সন্তান রয়েছে।বেশি রোজগেরের আশায় দিন পনেরো আগে তিনি কেরালায় গিয়েছিলেন নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতে।কেরালার তুতকুড়ি জেলার ত্রি-চন্দুর এলাকায় একটি বেসরকারি সংস্থার উদ্যোগে মন্দির নির্মাণের কাজ করছিলেন ওই পরিযায়ী শ্রমিক।

কাজ করতে গিয়ে হঠাৎই পা-পিছলে তিন তলা থেকে পড়ে যান তিনি।মাথায় গুরুতর আঘাত লাগে তাঁর।সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।বৃহস্পতিবার সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিজিৎ।ঘটনার কথা জানতে পেরে শোকের আবহ তৈরি হয়েছে পরিবারের মধ্যে।

19/09/2025

বানিপুর মহিলা কলেজে থ্রেড কালচার নিয়ে ডিওয়াইএফআইয়ের এক প্রতিবাদ মিছিল করেন আজ দুই নম্বর গেট থেকে কলেজ অব্দি এই মিছিল যায়

এবার আসুন শুনে নেওয়া যাক ডি ওয়াইফাই এর নেতৃত্বরা কি বললেন

19/09/2025

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারাসাতে এসে দুঃস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দিলেন

বারাসাতে উদ্বাস্তু কল্যাণ সমিতির বস্ত্র দান অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী।

এদিন বারাসাতে উদ্বাস্তু কল্যাণ সমিতির বস্ত্রদান অনুষ্ঠানে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এবং দুঃস্থ মানুষের হাতে তুলে দিলেন বস্ত্র। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাসাত বিজেপির সাংগঠনিক সভাপতি রাজীব পোদ্দার। এদিনের এই অনুষ্ঠান বারাসাতের সুবাস ইনস্টিটিউটের সভাপক্ষে আয়োজিত হয়।

18/09/2025

বকেয়া টাকার দাবিতে পি এইচ ই ডিভিশনে বিক্ষোভ দেখালেন কন্টাকটার দের পক্ষ থেকে

জল জীবন মিশন সহ অন্যান্য কাজের বকেয়া টাকা দাবিতে PHE বারাসাত ডিভিশনে বিক্ষোভ কন্টাকটার অ্যাসোসিয়েশনের।

জল জীবন মিশন ও পঞ্চায়েত ইলেকশনের কাজ সহ অন্যান্য কাজে দীর্ঘদিনের বকেয়া টাকা দাবিতে বারাসাত pHE ডিভিশনে বিক্ষোভ কন্টাক্টার অ্যাসোসিয়েশনের। তাদের দাবি একাধিকবার উচ্চ পদস্থ আধিকারিকদের জানানো সত্বেও কোনরকম শুরুহা না পেয়ে পুজোর আগে ফের তারা এই অবস্থার বিক্ষোভ করতে বাধ্য হয়েছেন।
এছাড়াও তারা আরো বলেন যতদিন না তাদের এই সমস্যার সমাধান হচ্ছে তারা বারবার এই অবস্থান বিক্ষোভ চালাবে। তাদের আরো দাবি প্রায় গোটা রাজ্যে 7000 কোটি টাকারও বেশি টাকা বকেয়া রয়েছে ।

তারা এখন নিরুপায় তাদের সংসার চালানো দায় হয়ে উঠেছে। শুধু তাদের না তাদের কর্মচারীদের বকেয়া টাকা মেটাতে পারছেন না কন্টাক্টারেরা। তারা আরো জানান যতদিন না বকেয়া টাকা ফেরত পাচ্ছেন তারা কোনরকম সরকারি কর্মসূচির সাথে যুক্ত থাকবেন না।

18/09/2025

বিশ্বকর্মা পূজো উপলক্ষে সম্প্রীতির বার্তা তুলে ধরলেন বারাসাত থানার পুলিশ প্রশাসন।

বাবা বিশ্বকর্মার আরাধনা বারাসাত থানা। বারাসাত থানায় চালকদের উদ্যোগে এবারে ২৮ বছরে পদার্পণ করল এই পুজো। তবে পুজোতে রয়েছে মিরাজ, সুব্রত, আমিরুল ,বাপি, গিয়াস, শুভরা। জাত ধর্ম না ভেবে সাড়ম্বরে মিলিত হয়ে পূজোর জোগাড়ে দেখা গেল টুপিধারীদের। সকলে মিলিত হয়ে চলছে এই সম্প্রীতির পুজো।

17/09/2025

মোবাইল তুলতে গিয়ে মর্মান্তিক পরিনিতি হল এক ব্যক্তির বিশ্বকর্মা পূজোর আগেই জলে ডুবে মৃত্যু হল

বিশ্বকর্মা পুজোর আগের দিন মেদিয়ায় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা

মোবাইল তুলতে গিয়ে মর্মান্তিক পরিণতি: বিশ্বকর্মা পুজোর আগেই জলে ডুবে মৃত্যু।
বিশ্বকর্মা পুজোর আগের দিন সন্ধ্যায় মোবাইল তুলতে গিয়ে মর্মান্তিক পরিণতি ঘটল এক ব্যক্তির।
উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার অন্তর্গত মেদিয়ায় কঙ্কনা বাওরের জলে ডুবে মৃত্যু হয়েছে ৫৭ বছর বয়সী বিশ্বজিৎ দে-র। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
মৃত বিশ্বজিৎ দে গোবরডাঙ্গা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বার্মা কলোনির বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি মেদিয়ার একটি অ্যালুমিনিয়াম কারখানায় কাজ করতেন। বৃহস্পতিবার, বিশ্বকর্মা পুজোর আগের দিন কারখানার পুজোর প্রস্তুতি সেরে তিনি বাড়ির দিকে রওনা দিয়েছিলেন। পথে কঙ্কনা বাওরের পাশে একটি বসার জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় অসাবধানতাবশত তার মোবাইল ফোন পকেট থেকে বাওরের জলে পড়ে যায়।
মোবাইলটি উদ্ধারের জন্য তিনি জলে নামেন, কিন্তু আর উঠে আসতে পারেননি। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন এবং চারঘাট তদন্ত কেন্দ্রে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও রাতের অন্ধকারে উদ্ধারকাজ চালানো সম্ভব হয়নি।
শুক্রবার, বিশ্বকর্মা পুজোর দিন সকালে পশ্চিমবঙ্গ সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্টের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। কচুরিপানা ভর্তি বাওরের জলে প্রায় বেশ কিছুক্ষণ তল্লাশির পর তারা বিশ্বজিৎ দে-র নিথর দেহ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বারাসাত হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বক্তব্য, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে বাওরের কাছে যেতে হলে রাস্তার পাশে থাকা গ্রিল টপকে যেতে হয়। তবে কেন এবং কীভাবে এই ঘটনা ঘটলো, তা খতিয়ে দেখছে পুলিশ। পুজোর আনন্দের দিনে এমন শোকাবহ ঘটনায় স্তব্ধ এলাকাবাসী।

Address

Kolkata
700001

Alerts

Be the first to know and let us send you an email when Biswa Bangla Online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Biswa Bangla Online:

Share