23/09/2025
প্রবল বৃষ্টির জেরে উল্টোডাঙ্গা স্টেশন থেকে নেমে রাস্তায় আসলে ই মনে হচ্ছে দিঘার সমুদ্র যেন উঠে এসেছে
নিম্নচাপের জেরে ৬ ঘণ্টায় বৃষ্টিতে কলকাতা সহ অনন্য জেলাতেও ২৫০ মিলিমিটার বৃষ্টি, এটা রেকর্ড এখানেই শেষ নয় আগামী ২ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সমস্ত জেলায়।
আবহাওয়া দপ্তর সূত্রের খবর দুই ২৪ পরগনা,দুই মেদিনীপুর,হুগলি, হাওড়া ,কলকাতা, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলিতে রয়েছে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা।
আগেই জানিয়েছিলাম আবহাওয়া দপ্তর পুজোতে ভাসতে পারে কলকাতা । কারণ এই নিম্নচাপ গেলে , আরেকটা নিম্নচাপ আসার কথা ২৬ তারিখ নাগাদ দ্বিতীয় নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে । তবে আশার কথা, এটা ওড়িশা আর অন্ধ্রপ্রদেশের দিকে চলে যাওয়ার সম্ভাবনা বেড়েছে । তবে তাতেও বৃষ্টি হবে হালকা বা মাঝারি ।
এর মধ্যে সকাল থেকেই ভোগান্তির মুখে ট্রেন যাত্রীরা। বন্ধ রয়েছে শিয়ালদা শাখায় ট্রেন চলাচল।
ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন জেলায়। জলমগ্ন একাধিক রাস্তা এবং ট্রেন লাইন জল। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফৎ থেকে জারি করা হয়েছে লাল সতর্কবার্তা।
সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে জলমগ্নের ভয়াবহ ছবি।
কখন স্বাভাবিক হবে পরিস্থিতি ট্রেন বাস পরিষেবা, কখন নামবে রাস্তা থেকে জল তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।