Biswa Bangla Online

Biswa Bangla Online বিশ্ব বাংলা অনলাইন

07/07/2025

একসঙ্গে চারটি সন্তানের জন্ম দিয়ে নজির বললেন হাওড়া বাগনানের এক মহিলা।

এক ই সঙ্গে চার সন্তানের জন্ম দিলেন হাওড়ার বাগনান থানা এলাকার বীরকুলের গৃহবধূ সঙ্গীতা অধিকারী। জানা গিয়েছে গত শুক্রবার সকালে সাত মাসের প্রসব বেদনা নিয়ে ভর্তি বাগনানের একটি নার্সিং হোমে ভর্তি হন সঙ্গীতা।
এরপর রাতে তিনি পর পর চার সন্তানের জন্ম দেন।আর নর্মাল ডেলিভারি হয়।এটি একটি নজিরবিহীন ঘটনা বলে জানিয়েছেন চিকিৎসক থেকে শুরু করে নার্সিং হোম কর্তৃপক্ষ।

06/07/2025

সেনা মানে হ্রাসভারি।ছোট ঘটনায়ও একাধিক বার উতপ্ত হতে দেখা গিয়েছে সেনা কর্মীদের।এবার বারাসাতে এমনি ঘটনা। গাছ কাটা কে কেন্দ্র করে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তাড়া অবসরপ্রাপ্ত সেনাকর্মীর।

ঘটনাস্থল বারাসাত পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড ঘোলা কাজীপাড়া। অভিযোগ, ঝড়ে হেলে পড়া গাছ কেটে দেওয়ার প্রতিবাদ জানাতে আগ্নেয়াস্ত্র এবং কাটারি উঁচিয়ে তাড়া। শুক্রবার ভারী বৃষ্টিপাতে হোসেন আলী জমির একটি নিম গাছ হেলে পড়ে তার প্রতিবেশী অবসরপ্রাপ্ত সেনা কর্মী জহুরুল ইসলামের জমিতে।
অভিযোগ সেই গাছ না জানিয়েই নির্মূল করে দেন অবসরপ্রাপ্ত সেনা কর্মী। গাছ কাটার প্রতিবাদ জানাতে প্রথমে দু পক্ষের মধ্যে কথা কাটাকাটি এবং পরবর্তীতে আগ্নেয়াস্ত্র ও কাটারি উচিয়ে প্রতিবাদী ও তার পরিবারের উপর আক্রমণ করতে যায় অবসরপ্রাপ্ত সেনা কর্মী।
এর আগেও এলাকার একাধিক পরিবারের সঙ্গে বচসায় জড়িয়েছে সেনা কর্মী ও তার পরিবার।
শনিবার সকালে অধিকারী পরিবারের সঙ্গেও একই ঘটনা। ভীত সন্ত্রস্ত হোসেন আলী এবং তার পরিবার নিরাপত্তাহীনতার দাবিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মী জহুরুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন বারাসাত থানায়।

05/07/2025

নাবালিকা কে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেফতার তার সৎ বাবা

নাবালিকা ছাত্রীকে লাগাতার ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে পকসো আইনে গ্রেপ্তার বাবা।

উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহাকুমার হাড়োয়া থানার। এলাকার ঘটনা বছর ৩২ এর মিন্টু পারুই। বিবাহিত এক বছর আগেই স্ত্রী ছেড়ে চলে যায় পরে বিবাহ বিচ্ছেদ এক গৃহবধূকে বিয়ে করে তার একটি কন্যা সন্তান ছিল। দীর্ঘ দিন ধরে মিন্টু পাড়ুই বিবাহিত স্ত্রী ও তার কন্যা সন্তানকে নিয়ে সংসার করতো।
এর মধ্যেই দিদি বাইরে বেরোনোর সুযোগে তার কন্যা সন্তানকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ এমনকি এই কথা বাইরে বেরোলে তাকে প্রাণে মারার হুমকি দেয়।

বেশ কয়েকবার তার বিরুদ্ধে লাগাতার ধর্ষণের পরে বলে অভিযোগ তার শারীরিক অবস্থার অবনতি হলে পুরো বিষয়টা তার মাকে বলে। মা নির্যাতিরা কন্যা সন্তানকে নিয়ে গিয়ে সোজা হাড়োয়া থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ।

পক্স আইনে বাবাকে গ্রেফতার করে হাড়োয়া ধানের পুলিশ ধূত মিন্টুকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে নাবালিকা ছাত্রীর মেডিকেল পরীক্ষা বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে অন্যদিকে আদালতে তার জবানবন্দী নেবেন ম্যাজিস্ট্রেট স্বামীর যাতে কঠোর শাস্তি হয় তার দাবি জানিয়েছেন।

04/07/2025

লগ্নির নামে ট্রেড ইনভেস্টমেন্ট ফান্ডে মোটা টাকা প্রতারণার শিকার এক ব্যক্তি।গ্রেফতার ১ প্রতারক।

দফায় দফায় ৫৪,২৪,০০০ টাকা অনলাইনে লক্ষী লাভের আশায় বিনিয়োগ করেন অশোনগরের বাসিন্দা সুব্রত মন্ডল। প্রথম দফায় কিছু অর্থের বিনিয়োগে যথেষ্ট লাভ তুলে নিতে চাইলে আরো টাকা বিনিয়োগ করতে বলা হয় অভিযোগকারীকে।সেই মোতাবেক প্রায় ৫৪,২৪,০০০ টাকা বিনিয়োগের পর লাভের অঙ্ক গিয়ে দাড়ায় প্রায় দেড় কোটি টাকায়। সেই টাকা তুলতে গেলে অনলাইন অ্যাপ বন্ধ হয়ে যায়।এরপর ট্রেড ইনভেস্টমেন্ট এজেন্টের সঙ্গে কথা বলে সেই টাকা তুলতে চাইলে , হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি অনলাইন অ্যাপ ইন্সটল করতে বলা হয়। অভিযোগ সেখান থেকেই হাতিয়ে নেয়া হয় তার লগ্নির টাকা। গোটা ঘটনার বিষয়ে বারাসাত সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা প্রতারিত যুবক। পুলিশ তদন্ত নেমে, গতকাল গভীর রাতে পাক স্টিট এলাকা থেকে প্রতারক নূর আহমেদকে গ্রেফতার করে। পাশাপাশি ১০ লক্ষ টাকা উদ্ধার করে তার থেকে। আজ অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বারাসাত জেলা আদালতে পেশ করা হয়েছে। পুলিশে হেফাজত মঞ্জুর হলে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে প্রকাশ্যে আসতে পারে আরো কে কে এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত।

02/07/2025

গত দেড় মাসে ১৭ লক্ষ টাকার চুরি যাওয়া জিনিস উদ্ধার করে তাদের হাতে ফিরত দিল মধ্যমগ্রাম থানার পুলিশ।
পরিচারিকার কাজ করতে এসে ঘর থেকে প্রায় ১২ লক্ষ টাকার সোনা চুরি করে বাড়িতে মাটির তলায় পুতে রেখেছিল।

তদন্ত নেমে পুলিশ সেই পরিচারিকাকে গ্রেপ্তার করে তার বাড়ির মাটির তলা থেকে সোনা উদ্ধার করে। এছাড়া বেশ কিছু বাড়িতে গ্যাস সিলিন্ডার এসির পাইপ চুরি করেছিল কানাই ও কৃষ্ণ নামের চোর। চুরি করে বাড়িতে না থেকে কানাই হাসপাতালে পেশেন্ট পার্টিদের সঙ্গে ঘুমাতো কৃষ্ণ দমদম রেলস্টেশনে।
যাতে পুলিশ ধরতে না পারে, মোবাইল ব্যবহার করত না। এছাড়াও সাইবার প্রতারণার শিকার হয় দুজন। তাদেরও টাকা উদ্ধার করে মধ্যমগ্রাম থানার পুলিশ।খোয়া যাওয়া আমানত ফিরে পেয়ে খুশি প্রত্যেকেই।

01/07/2025

অশোকনগর থেকে ধরা পড়লো সিম জালিয়াতির তিন পান্ডা

সিমকার্ড প্রতারণা চক্রের ৩ অভিযুক্তকে গ্রেফতার করলো বারাসাত সাইবার থানা। প্রত্যেকেরই বাড়ি অশোক নগর থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, সাধারন মানুষের কাছ থেকে নথি দিয়ে পোর্ট করিয়ে দেওয়ার নাম করে নতুন সিম তুলে তা সাইবার অপরাধীদের হাতে মোটা টাকা বিক্রি করতো।

গ্রাহককে জানাতে বায়োমেট্রিক জনিত সমস্যার কারণে সিম পোর্ট করা সম্ভব হচ্ছে না । এই সমস্ত এলাকায়। গিয়ে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় কুড়িটির বেশি সিম কার্ড ও তিনটি মোবাইল।
ধৃতদের গ্রেপ্তার করে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বারাসাত আদালতে পেশ করা হল।

01/07/2025

যেই বাড়িতে তিন সদস্য পুলিশের চাকরি করেন আর সেই বাড়িতেই চুরি চোর চুরি করে যাবার সময় ঘরে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দিয়ে যায় ঘরে

বাড়ীর তিন সদস্য পুলিশ আর সেই বাড়িতেই চুরি, চুরি করে পালানোর সময় বাড়িতে আগুন লাগিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা

হাওড়া জগতবল্লভপুর মুন্সিরহাট ধসা জেলেপাড়া এলাকার ঘটনা।গতকাল জগৎবল্লভপুর এলাকার পুলিশ কর্মীর বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে বেশ কয়েকজন বাড়িতে ঢোকে বলে অভিযোগ।
এবং বাড়ির আলমারির ভিতরে থাকা যাবতীয় সোনার গহনা ও নগদ টাকা আনুমানিক দুই থেকে তিন লক্ষ টাকার সামগ্রী চুরি করে পালানোর সময় বাড়িতে রাখা কেরোসিন তেল দিয়ে ঘরের ভিতরে আগুন লাগিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

পাশাপাশি পরিবার সূত্রে জানা যায়, প্রায় তিরিশ হাজারের বেশি নগদ টাকা এবং লক্ষাধিক টাকার গহনা চুরি করে পালানোর সময় কেরোসিন তেল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়। এবং সেই আগুনে পুড়ে যায় একাধিক দরকারি কাগজপত্র।
একই বাড়ির তিন জন ব্যক্তি বর্তমানে পুলিশে কর্মরত। পুলিশের বাড়িতে এই চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।গোটা বিষয়টি খতিয়ে দেখছে জগৎবল্লভপুর থানার পুলিশ।

30/06/2025

সন্তানের জন্ম দিয়েই বেডে শুয়ে পরীক্ষা দিলেন মহিলা

সকালে কন্যা সন্তানের জন্ম দিয়ে তিন ঘণ্টা পর হাসপাতালের বেডে বসে কলেজের ষষ্ঠ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা দিল মা। কলেজ সূত্রে জানা গিয়েছে,
পরীক্ষার্থীর নাম মরিয়ম খাতুন। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের দক্ষিণ তালসুর গ্রামে।মরিয়ম হরিশ্চন্দ্রপুর কলেজের ছাত্রী।

পরীক্ষা সেন্টার পড়েছিল সামসী কলেজে।
তিনটি পরীক্ষা সামসী কলেজে দিয়েছে। বুধবার ছিল শেষ দিন দর্শন বিষয়ের পরীক্ষা। মঙ্গলবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হয় পরীক্ষার্থী। বুধবার সকাল দশটার সময় ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন মা।

এরপর দেড়টার সময় হাসপাতালের বেড়ে বসে পরীক্ষা দেয় মরিয়ম। পরীক্ষা ভালো হয়েছে বলে জানায় সে। স্বামী সামির হোসেন বলেন,মঙ্গলবার সামসি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পরীক্ষা দেওয়ার পরই স্ত্রীর প্রসব বেদনা ওঠে। তারপর রাতে তাঁকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসি। বুধবার সকালে সিজার অপারেশন ছাড়াই এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছে।
কলেজে বিষয়টি জানালে হাসপাতালে পরীক্ষা দেওয়ার সুবন্দোবস্ত করে দেন। মা ও শিশু সুস্থ আছে। হাসপাতালে এদিন পরীক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন হরিশ্চন্দ্রপুর কলেজের অধ্যক্ষ ড.ভূপেন ঘিমিরে। তিনি বলেন,সদ্যোজাত কন্যা সন্তানকে জন্ম দিয়ে ভালোই পরীক্ষা দিয়েছেন মরিয়ম।

29/06/2025

আমার সঙ্গে ওই চোরটারও ছবি আছে ।
ছবি যে কোন লোকের সঙ্গে থাকতে পারে তিনি কি করেন তিনি চোর না ডাকাত সেটা দেখার তো আমার কাজ নয়।
বিজেপির তিন মহিলা নেত্রী বড় বড় কথা বলেন তারা উত্তর প্রদেশ বিহার এই রাজ্যে গিয়ে রাতে কিলোমিটার হেঁটে দেখাক ।

আমাদের রাজ্যে রাত দুটোর সময়ও মা-বোনেরা রাস্তায় ঘুরতে পারে অশোকনগরে একুশে জুলাই এর পথসভায় এসে এই কথাই বলে গেলেন দেবাংশু ভট্টাচার্য

28/06/2025

সাবধান রাতের অন্ধকারে এই এলাকার রাস্তা দিয়ে যাওয়ার আগে চোখ কান খোলা রেখে যাবেন" নইলে পড়তে পারেন বড়সড়ো বিপদে।

তবে এই এলাকার নাগরিকরা অত্যন্ত সচেতন" কোন মানুষ যদি বিপদে পড়ে দ্রুত এগিয়ে আসেন তারা।

সম্প্রীতি ঘটে যাওয়া এমন একটি ভয়ঙ্কর ঘটনা সামনে আসতেই" ছিঃ ছিঃ রব গোটা এলাকায়।

জানা যায় উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার অন্তর্গত কুমড়া গ্রাম পঞ্চায়েতের হসপিটাল মাঠ এলাকায় এক ব্যক্তিকে রাতের অন্ধকারে প্রাণে মারার চেষ্টা করে দুষ্কৃতীরা। তাকে বাঁচাতে গেলে আক্রান্ত হয় আরো একজন। তবে স্থানীয়দের তৎপরতায় আহত দের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাবরা স্টেট জেনারেল হসপিটালে।

জানা যায় গুরুতর আহত ব্যক্তির নাম কৃষ্ণ গাইন বয়স তার 50 বছর বাড়ি হাবরা থানার অন্তর্গত কুমড়া গ্রাম পঞ্চায়েতের কুমড়া এলাকায়। অপর আরেক ব্যক্তির নাম বিজয় হালদার তিনি কুমড়া গ্রাম পঞ্চায়েতের কাশীপুর এলাকার বাসিন্দা।

কুমরা বাজার থেকে হসপিটাল মাঠে এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে টাকা নিয়ে রাস্তায় উঠতেই আচমকা হামলা চালায় একদল দুষ্কৃতী।

রক্তাক্ত অবস্থায় কৃষ্ণ গাইন কে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা । নিয়ে যাওয়া হয় হাবরা স্টেট জেনারেল হসপিটালে পরবর্তীতে ঘটনার সম্পূর্ণ বিবরণ জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয় হাবরা থানায়। অভিযোগ পাওয়া মাত্রই তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে হাবরা থানা পুলিশ।

এমন ঘটনাটি ঘটেছে ২৫ শে জুন বুধবার রাত ১১টা সময় কুমড়া হসপিটাল মাঠ এলাকায়।

দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে আহত দুই ব্যক্তি এখন দেখার প্রশাসন কি উদ্যোগ নেন ।

27/06/2025

আচার্য প্রফুল্লচন্দ্র সমবায় উপনিবেশের দুর্গা পুজোর শুভ সূচনা আরম্ভ হল আজ খুঁটি পূজার মাধ্যমে পঁচাত্তর তম বর্ষে পদার্পণ করতে চলেছে এই পুজো

খুঁটি পূজার মাধ্যমে শুভ সূচনা হলো আজ ৭৫ তম বর্ষে পদার্পণ করল উপস্থিত ছিলেন হাবরা পৌরসভার পৌর প্রধান নারায়ণ চন্দ্র সাহা উপ পৌরপ্রধান সিতাংশু @ঝন্টুদাস কাউন্সিলার সুজিত বিশ্বাস মেন্টর ধিমান রায় ও এলাকার গুণী ব্যক্তিগণ এই পুজোর সম্পাদক পার্থ চক্রবর্তী বলেন আমরা মার্চ মাস থেকেই এই পুজোর সমারহো আরম্ভ করেছি এবারকার থিম বার্সেলোনার একটি চার্জ অনুকরণে তৈরি হচ্ছে প্যান্ডেলটি 100 ফুট উচ্চতায় তৈরি হবে। এবং আলোর কারুকার্য থাকবে

26/06/2025

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করলো মছলন্দপুর তদন্ত কেন্দ্রের আধিকারিক ।


প্রতি বছর ২৬শে জুন বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস । বৃহস্পতিবার সকালে ভূদেব স্মৃতি বালিকা বিদ্যালয় ছাত্রীদের নিয়ে হাতে প্লাকার্ড ও মাদ ক বিরোধী দিবসের ব্যানার নিয়ে মছলন্দপুর তদন্ত কেন্দ্রের পুলিশ পথে নেমে প্রচার করেন।এই দিবস পালনের মূল উদ্দেশ্য হলো মাদকের অপব্যবহার রোধ এবং অবৈধ মাদক পাচার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
একই সাথে, মাদকাসক্তির ভয়াবহ পরিণতি সম্পর্কে মানুষকে অবহিত করা এবং সুস্থ ও মাদকমুক্ত জীবনযাপনে উৎসাহিত করা এই দিবসের অন্যতম লক্ষ্য।
দিবসের গুরুত্ব মাদকাসক্তি যে একটি ভয়াবহ সামাজিক ব্যাধি এবং এর কুফল সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা।

জাতিসংঘের মতে, মাদকাসক্তি কেবল ব্যক্তিকেই নয়, পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ক্ষতিগ্রস্ত করে। এটি অপরাধ বৃদ্ধি করে, জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলে এবং অর্থনৈতিক অগ্রগতিতে বাধা সৃষ্টি করে।

তাই এই দিনে বিভিন্ন দেশ, সংস্থা এবং ব্যক্তি মাদকবিরোধী প্রচারাভিযান, সেমিনার, ওয়ার্কশপ এবং জনসচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করে।
মছলন্দপুর তদন্ত কেন্দ্রের আধিকারিক বিপ্লব সরকার পথে নেমে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার এবং একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ প্রজন্মের জন্যে

Address

Kolkata
700001

Alerts

Be the first to know and let us send you an email when Biswa Bangla Online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Biswa Bangla Online:

Share