Tuhina Prakashani

Tuhina Prakashani A twenty five years old publishing house known for best historical novels, bengali literature books

06/02/2025

দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতা লোকোমাতা রানি রাসমনির বংশধর বর্তমানে দক্ষিণেশ্বর মন্দির কমিটির সম্পাদক শ্রদ্ধেয় কুশল চৌধুরী মহোদয় আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৫ এ তুহিনা প্রকাশনী .........

During the Book launch of Respected writer and Journalist Dr. Partha Chattopadhyay at Tuhina Prakashani stall at Stall N...
05/02/2025

During the Book launch of Respected writer and Journalist Dr. Partha Chattopadhyay at Tuhina Prakashani stall at Stall No. 133. The book “Yes I can” is a translation of his famous best selling book in Bengali titled “হ্যাঁ “.

31/01/2025
স্টল ১৩৩ ও ১৩৪ ।সকলকে রইলো আমন্ত্রণ ।
29/01/2025

স্টল ১৩৩ ও ১৩৪ ।সকলকে রইলো আমন্ত্রণ ।

26/01/2025
২০২৪ এর বইমেলার একটি সুন্দর দৃশ্য আমাদের স্টলের সামনে । লেখক ও পাঠক ।দিল্লী শহরের কাছে একটা বাগান বাড়িতে পাওয়া গেছে কিছু...
20/01/2025

২০২৪ এর বইমেলার একটি সুন্দর দৃশ্য আমাদের স্টলের সামনে । লেখক ও পাঠক ।

দিল্লী শহরের কাছে একটা বাগান বাড়িতে পাওয়া গেছে কিছু আট থেকে দশ বছর বয়েসি শিশুর দেহাবশেষ। তাদের দেহ টুকরো টুকরো করে পুঁতে রাখা হয়েছে মাটির তলায়। বাগান বাড়ির মালিক একজন সমাজকর্মী যার কাজ অনাথ শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। সে ছাড়াও বেশ কিছু মানুষের আশা যাওয়া রয়েছে ওই বাগান বাড়িতে। তাদের মধ্যেই কি কেউ ঘটাল এই নৃশংস হত্যাকাণ্ড? নাকি এর পেছনে রয়েছে অন্য কোন গভীর কারণ?

তদন্ত করতে গিয়ে পার্থ স্যার দেখতে পান যে আজ থেকে কিছু বছর আগে ঘটা কিছু হত্যাকাণ্ডের সাথে অনেক মিল রয়েছে এই হত্যাগুলোর। কী সেই মিল? দিল্লী পুলিশ আর পার্থ স্যার কি পারবেন সেই অপরাধীকে ধরতে?

ভারতবর্ষে ঘটে যাওয়া দুটি সত্যি ঘটনার দারা অনুপ্রাণিত পার্থ স্যার সিরিজের দ্বিতীয় এই রহস্য উপন্যাস।বহু মানুষ সংগ্রহ করেছেন ।
জেলা বইমেলায় পাওয়া যাচ্ছে এবং পাওয়া যাবে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ।

দাম: ২০০ টাকা

এ ছাড়াও এর প্রথম পর্ব ড: পার্থর ডায়েরিও পাওয়া যাচ্ছে ।

মানুষ রহস্য ভালোবাসে। যে জিনিস সাধারণভাবে দেখে বোঝা যায় না ,যার পেছনে মাথা খাটাতে হয় তা নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই।...
11/01/2025

মানুষ রহস্য ভালোবাসে। যে জিনিস সাধারণভাবে দেখে বোঝা যায় না ,যার পেছনে মাথা খাটাতে হয় তা নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই।আমাদের রোজকার জীবনে এরকম অনেক ঘটনা ঘটে যা রহস্য রেখে যায়। পত্র পত্রিকায় আমরা রোজ এরকম অনেক খবর দেখি । আর তা যদি অপরাধ সংক্রান্ত হয় তাতে আমাদের উৎসাহ আরও বেড়ে যায় । চর্চা চলতে থাকে পথে ঘাটে, চায়ের দোকানে ।

সাম্প্রতিক কালে ঘটা এমন কিছু রহস্য যা অনেক সময় উদঘাটিত হয়েছে এবং অনেক সময় হয়নি তার উপর ভিত্তি করে কল্পনার সাহায্যে লেখক কৌশিক মজুমদার একটি ধারাবাহিক কাহিনীর রচনা করেছেন । এখনও সেই ধারাবাহিকের দুটি খণ্ড প্রকাশিত হয়েছে ।

এই কাহিনীর মূল চরিত্র দুজন ।প্রথমজন অপরাধ ও অপরাধী বিশেষজ্ঞ পার্থ মুখার্জি এবং দ্বিতীয় একজন বেকার যুবক যে বাংলা সাহিত্য নিয়ে পড়াশুনা করেছে যার নাম কৌশিক । গল্পগুলিতে কৌশিকের পার্থ স্যারের সাথে পরিচয় তারপর ওনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করা এবং সেই সূত্রে ওনার বিভিন্ন কেসের সাথে জড়িয়ে পড়া এই নিয়েই এগিয়েছে কাহিনী । গল্পতে যেমন রয়েছে অপরাধ এবং অপরাধীর মনকে বুঝে তার কাছে পৌছনোর চেষ্টা, তার সাথে রয়েছে এই সমাজ, এখনকার যুবক যুবতীদের জীবন এবং এই সময়কালকে ধরার চেষ্টা । সাম্প্রতিককালে প্রকাশিত গোয়েন্দা ও থ্রিলার কাহিনীগুলোর মধ্যে বিশেষ জনপ্রিয় হয়েছে এই উপন্যাস ও চরিত্র ।
এই ধারাবাহিকের দুটি বই আমাদের প্রকাশনা থেকে প্রকাশিত এবং পাওয়া যাচ্ছে বিভিন্ন জেলা বইমেলায় আমাদের দোকানে এবং আসন্ন কলকাতা বইমেলায়।
যারা থ্রিলার পড়তে ভালোবাসেন তাদের অবশ্যই পড়া উচিত এই বই কারণ শেষ পাতা অবধি রুদ্ধশ্বাস উত্তেজনা রেখে গেছে এই কাহিনী দুটি ।

দাম : ২৫০/২০০
প্রকাশনা: তুহিনা প্রকাশনী

আমাদের থেকে সরাসরি সংগ্রহ করতে নীচে দেওয়া লিংকে গিয়ে অর্ডার করুন ।

https://www.tuhinaprakashani.com/product-page/dr-parthar-diary

https://www.tuhinaprakashani.com/product-page/ekta-gach-ekti-pran

অরিন্দম আচার্যের নতুন উপন্যাস "ধূসর পায়রা" থেকে নেওয়া একটি অংশ -"অফিস থেকে বেরিয়ে ইন্টারন্যাশানাল ফাইন্যান্স ব্যাঙ্ক ব...
01/01/2025

অরিন্দম আচার্যের নতুন উপন্যাস "ধূসর পায়রা" থেকে নেওয়া একটি অংশ -

"অফিস থেকে বেরিয়ে ইন্টারন্যাশানাল ফাইন্যান্স ব্যাঙ্ক বা আইএফবির পিছনে একটা চায়ের দোকানে রাখা বেঞ্চের উপর বসতে গিয়ে গল্পটা আবার মনে পড়ল। এমন এক চায়ের দোকানের কথাই বলেছিলেন চঞ্চলবাবু। যেখানে সুগত লাহিড়ী, সুপর্ণ শেখর রায় আর প্রেম রড্রিগেজের মতন সহকর্মীরা আড্ডা দিত। এমন একটা চায়ের দোকানেই কত সুখ দুঃখের কথা আলোচনা করত ওরা। কত ব্যক্তিগত কথা অন্তরঙ্গতার মাধ্যমে বিনিময় হত। অনেকদিন ভেবেছি সেই চঞ্চলবাবুর কাছে শোনা ঘটনাগুলো নিয়ে একটা উপন্যাস বা নিদেন একটা বড় গল্প লিখে ফেলি। আজকাল গল্পের বড় আকাল চলছে। শহরের মানুষগুলো কেমন যেন বড় ছাপোষা হয়ে গেছে। সারাদিন সংসারের আবর্তনচক্রে পড়ে জীবনের রোমাঞ্চ হারিয়ে ফেলছে। সেদিন প্রকাশকের দপ্তরে গিয়ে কথাটা পাড়তেই তিনি একটা সিগারেট এগিয়ে দিয়ে বললেন, নাও নাও, মস্তিষ্কে খানিক ধোঁয়া দিয়ে চাঙ্গা কর। তোমার গল্পের দরকার বলে কি দেশশুদ্ধ লোক পাপ করবে নাকি?

আমি বললাম, না না, তা কেন? আমি বলতে চাইছি, গল্পের ইন্ধন পাবার মতন কোন জীবন ঠিক নজরে পড়ছে না। যাক গে, তোমার সেই চঞ্চলবাবুর সিনিয়ারের কেসটার কী হল?

প্রকাশক বললেন, একটু পরই আসবে। তাকেই জিজ্ঞাসা করো।

সত্যি বলতে কী, অনেকদিন পর আবার সেই ঘটনাগুলো মনে পড়ল বলে বেশ একটা রোমাঞ্চকর অনুভূতি হচ্ছিল। সেই সঙ্গে মনে পড়ছিল সুগত লাহিড়ীর ছোটবেলার কথা, তার বিশ্ববিদ্যালয়ে পড়ার দিনগুলোর কথা, সেই মধুজার সঙ্গে আলাপ হওয়ার গল্প। মনে হল আর একবার ঝালিয়ে নি। প্রশ্নও করলাম চঞ্চল বাবুকে, তা চঞ্চলবাবু, সেই যে সেই ছেলেটির নাম বলেছিলেন না, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নেতা না কে! কী যেন নাম?

চঞ্চলবাবু বললেন, আহা, প্রসেনজিৎ পাত্র। মনে নেই, সেই যে যেবার সুগত আর সুপর্ণকে পুলিশে ধরল, সেদিন প্রসেনজিৎএর সঙ্গে দেখা হয়েছিল। বলেছিলাম তো ট্র্যাজিক গল্পটা। শুধু তো ট্র্যাজেডি না, প্রচন্ড শেমফুল। সামাজিক লজ্জা বলা যায়! সুপর্ণর আর কী – ল্যাংটার নেই বাটপাড়ের ভয়। কিন্তু সুগতর কথাটা ভাবুন। না হয় সেদিন থানার বড়বাবুর জন্য ছাড়া পেয়েছিল, কিন্তু লজ্জা তো আর আটকানো যাবেনা?

আমি বললাম, কিন্তু সেই বেশ্যাটাকে পুলিশ ধরল না কেন?

চঞ্চলবাবু চোখ ঘুরিয়ে বললেন, বোঝেন তো সব। এরা সব লাইনের মাল। ধরা তো পড়ে শুধু সাধারণরা। এই যে মৃত্তিকা ঘোষাল এবং মিঠুন সাহার ব্যক্তিগত ঝামেলা আইনি রূপ পেল, সেখানে আসলে ফাঁসল কে? সুগত লাহিড়ী। কপাল বুঝলেন, কপাল।

আমি বললাম, তা শেষটা কী হল? সেটা শোনা যে খুব দরকারি। ভাবছি এটাই গল্প হিসাবে নামিয়ে দেব।

চঞ্চলবাবু বললেন, তাই নাকি? করতেই পারেন। বন্ধু হিসাবে একটা গল্প না হয় বলেই রাখলাম।

আমি বললাম, বেশ, তবে বলুন গল্পের শেষটা কী?

উনি বললেন, না মশাই। এই গল্পের শেষ আমার জানা নেই। শুধু এটুকু শুনেছি, সুগতবাবুর জীবন বড় প্যাথেটিক। বেশ অনেকদিন লোকটাকে অবজার্ভ করতে করতে ওর প্রতি একটা টান অনুভব করেছিলাম। কিছুটা যেন মায়া পড়ে গেছিল। সেই মানুষ যখন কেচ্ছা কেলেঙ্কারির পাকচক্রে বিশ্রী জীবনবোধের অভিজ্ঞতা পায়, মনে বড় আঘাত লাগে। মনে হয়, এটা তো ঠিক বাঞ্ছনীয় ছিল না।

কথাটা আমারও মনে বড় লাগল। তাই তো, বেশ ধারাবাহিকভাবে শুনছিলাম সুগত, সুপর্ণ, মধুজা, মৃত্তিকা, ক্যারোলিনের মায়াময় অবিশ্বাস ভরা অদ্ভুত জগতের গল্প। সুগতর চরিত্র কেমন যেন বড় কাছের, বড় আপন বলে মনে হচ্ছিল। উত্তর কলকাতার নোনাধরা ছোট আস্তানার থেকে ধীরে ধীরে ভাগ্য আর পরিশ্রমের সহায়তায় সে নিজেকে সমাজের একটা বিশেষ মানুষ হিসাবে প্রতিষ্ঠা করতে পেরেছিল। তার মধ্যে প্রাণ ছিল, প্রেম ছিল, ভালবাসা ছিল, মায়া মমতা স্নেহ ছিল আর ছিল সবাইকে আপন করে নিতে পারার মতন নৈসর্গিক হাসি ভরা মুখখানা। আজকের পৃথিবীতে এই ধরণের লোকের সংখ্যা যে বড় একটা চোখে পড়ে না, সেটা আমি ভাল করেই বুঝতে পেরেছি।

মাঝখানে যেন খানিক নিজের গাফিলতিতেই প্রকাশকের দপ্তরে আসা বন্ধ করেছিলাম। তার মধ্যে যে কাহিনীর একটা পরিণতি হয়ে যাবে আর আমার গল্পমালার তার কেটে যাবে, সেটা খেয়ালই করিনি। আর খেয়াল করিনি বলেই আমাদের চেনাজানা পৃথিবীর জটিলতা থেকে কোন এক ফাঁকে সুগত হাঁটতে শুরু করেছিল তার স্বপ্নমাখা সীমাহীন নতুন জগতের অনির্দিষ্ট লক্ষ্যে।

নির্বান্ধব অবস্থায় সেই পথে হাঁটতে হাঁটতে হয়তো সে তার মেয়ে টিঙ্কার আঁকা ধূসর পায়রাটাকে ডেকে একদিন প্রশ্ন করেছিল, হ্যাঁ গা, তুমি তো শহর, রাজ্য, দেশ ছাড়িয়ে পৃথিবীর দুস্তর প্রান্তে ঘোরাফেরা কর। সেখানে কি কারুর খোঁজ পেয়েছ, যে আমার মতন নির্বান্ধব জীবন অতিবাহিত করে? যে আমার মতন নগন্য মানুষের কথা শোনার ইচ্ছা প্রকাশ করে? যে আমার মতন মানুষের কর্মকে বিশ্বাস করে? যদি পাও, তবে আমাকে খবর দিতে দ্বিধা করো না। তোমার কাছ থেকে এটুকু উপকার পেলে আমি চিরঋণী হয়ে থাকব।"

উপন্যাসঃ ধূসর পায়রা
প্রকাশকঃ তুহিনা প্রকাশনী
প্রচ্ছদঃ কৃষ্ণেন্দু মন্ডল
মূল্যঃ 400টাকা
তুহিনার ওয়েবসাইট থেকে বা 9123701662এ whatsapp করে বই সংগ্রহ করতে পারেন। এছাড়া আমাজন এবং বইমেলা অনলাইন বাজারেও পাওয়া যাচ্ছে - লিঙ্ক নিচে

DHUSAR PAYARA https://amzn.eu/d/9n71sMj

https://boimela.in/product/dhusar-payara/

“বালি সেকাল থেকে একাল” প্রকাশিত হবে ৮ জানুয়ারি বালি লাইব্রেরি ময়দানে। উদ্বোধন করবেন জেলার গ্রন্থাগার মন্ত্রী জনাব সিদ্...
01/01/2025

“বালি সেকাল থেকে একাল” প্রকাশিত হবে ৮ জানুয়ারি বালি লাইব্রেরি ময়দানে। উদ্বোধন করবেন জেলার গ্রন্থাগার মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী ।
বইটির মূল্য ৭০০/-
প্রিবুকিং করলে ৫০০/- পাওয়া যাবে।
অর্ডার করতে ৯৮৩০৫৩২৮৫৮ নম্বরে যোগাযোগ করুন ।

আগামীকাল ১লা জানুয়ারি কল্পতরু শুভ লগ্নে দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দিরে তুহিনা প্রকাশনীর বই প্রকাশিত হতে চলেছে। সকল...
31/12/2024

আগামীকাল ১লা জানুয়ারি কল্পতরু শুভ লগ্নে দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দিরে তুহিনা প্রকাশনীর বই প্রকাশিত হতে চলেছে। সকলকে সাদর আমন্ত্রণ 🙏
স্থান: দক্ষিণেশ্বর কালী মন্দির
সময়: দুপুর ৩:৩০ টে

ভূমিকা একটি বই প্রকাশ করতে গেলে যে সবসময় ভূমিকা লেখার দরকার হয়, তা ঠিক না। তবে লিখলে খারাপ লাগে না। তেমনই ‘বিছানায় আমি এ...
30/12/2024

ভূমিকা

একটি বই প্রকাশ করতে গেলে যে সবসময় ভূমিকা লেখার দরকার হয়, তা ঠিক না। তবে লিখলে খারাপ লাগে না। তেমনই ‘বিছানায় আমি একা’ উপন্যাসের জন্য ভূমিকা হিসাবে কিছু না লিখতেই পারতাম, তবে মনে হল খানিক গৌরচন্দ্রিকা দিলে ভালোই হয়। কারণ এই কাল্পনিক উপন্যাসটিকে ঠিক আদ্যন্ত কল্পনার মোরকে ঢেকে রাখা যায় না, যেহেতু সেখানে নিজের কিছুটা অভিজ্ঞতা আর কিছুটা শোনা কথার কারসাজি আছে। কাহিনীতে যে ছয় সাতটি পাত্রপাত্রী আছে, তারা সবাই কাল্পনিক। কিন্তু আমার জানা জগতে পুরুষ নারীর বিচিত্র স্বভাব ও চরিত্রকে কাল্পনিক পাত্রপাত্রীর ছায়ার সঙ্গে মিশিয়ে দেওয়ার প্রয়োজন বোধ করেছি। তাতে বাস্তবতা প্রকাশ পায় বলেই মনে হয়।

আজ থেকে প্রায় দুই দশক আগে সিকিমের নামচি বাজারে একজন বয়স্ক মহিলার সঙ্গে আমার আলাপ হয়েছিল। তিনি ছিলেন সেখানকার স্থানীয় একটি স্কুলের শিক্ষিকা। বয়সের বিস্তর পার্থক্য থাকলেও মহিলার সঙ্গে আমার আলাপ বন্ধুত্বে উন্নীত হয়েছিল খুব অল্পসময়ের মধ্যেই। তাতে অবশ্য আমার কৃতিত্ব কিছুই নেই। সেই শিক্ষিকা তাঁর মিশুকে স্বভাব দিয়ে এবং উদার মনের সাহায্যে আমাকে বেশ আপন করে নিয়েছিলেন। তাঁর বাড়ি এবং আমাদের হোটেলের অবস্থান এমন ছিল যে পদব্রজে ঘরের বাইরে বেরলে সারাদিনে একবার অন্তত তাঁর সঙ্গে সাক্ষাৎ হয়ে যেত। সুতরাং প্রতিদিনই অল্পবিস্তর গল্প হত। গল্পগুলোর বিষয় ছিল মূলত তাঁর দীর্ঘ জীবনের অভিজ্ঞতা নিয়ে ঘেরা।

তারপর যা হয়। ভ্রমণ শেষে তাঁর সঙ্গে আর যোগাযোগ রইল না। সময়ের নিষ্ঠুরতার কারণে ভুলেই গেছিলাম সেই মহিলার কথা। কিন্তু তাঁর কাছ থেকে শোনা গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনা মনে বেশ দাগ কেটেছিল। তেমনই ছিল একটি মেয়ের কথা। ভদ্রমহিলার ভাষায় সেই মেয়েটি নাকি তাঁদের বিদ্যালয়ে শিক্ষিকা হয়ে এসেছিলেন। অল্প বয়সে সেই মেয়েটি তাঁর ব্যক্তিজীবনের একটি কলঙ্কময় অভিজ্ঞতা থেকে নিজেকে সরিয়ে রাখার জন্যই শহর থেকে দূরে নামচি বাজারে চলে এসেছিলেন। কাল্পনিক উপন্যাস হলেও যেকোন গল্পে অভিজ্ঞতা আর শোনা কথাকে প্রচ্ছন্ন ভিত বানাতেই হয়। তেমনই মহিলার কাছ থেকে শোনা তাঁর সহকর্মীণীর জীবনের কিছু কিছু ঘটনা ‘বিছানায় আমি একা’ উপন্যাসকে গড়ে তুলতে যথেষ্ট সাহায্য করেছে।

https://www.tuhinaprakashani.com/product-page/bichanaye-ami-eka

এবং
https://www.amazon.in/dp/B09QYTB386/ref=cm_sw_r_apan_glt_i_NBZB3SNPSYAQQMCR8269

Address

12C, Bankim Chatterjee Street
Kolkata
700073

Opening Hours

Monday 10:30am - 6pm
Tuesday 10:30am - 6pm
Wednesday 10:30am - 6pm
Thursday 10:30am - 6pm
Friday 10:30am - 6pm
Saturday 10:30am - 6pm

Telephone

+919830532858

Alerts

Be the first to know and let us send you an email when Tuhina Prakashani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tuhina Prakashani:

Share

Category