Tapan Karan

Tapan Karan জীবনের ফার্স্ট লড়াইটা জিতেছে তাই আজ তোমার অস্তিত্ব।

🎓 MBBS Admissions Open for 2025–26Step into a transformative medical education experience at Santiniketan Medical Colleg...
05/07/2025

🎓 MBBS Admissions Open for 2025–26
Step into a transformative medical education experience at Santiniketan Medical College, Bolpur — Approved by the National Medical Commission (NMC) and Affiliated to WBUHS.
At Santiniketan Medical College, we are committed to nurturing the next generation of medical professionals through:
✔ A Fully Functional, Modern Teaching Hospital.
✔ Distinguished Faculty with National and International Expertise.
✔ Digitally Enabled Classrooms and World-Class Library Facilities.
✔ Immersive Learning via Virtual Reality & Metaverse Technology.
✔ Opportunities for Advanced Research in Digital Healthcare.
✔ Serene, Student-Friendly Campus Environment.
✔ Premium Hostel Accommodation and Hygienic Canteen Services.
📍 Location: Bolpur, Birbhum, West Bengal – 731204
📞 Admissions Helpline: +91-
🌐 Website: www.smcbangla.com
Begin your journey toward a distinguished medical career with Santiniketan Medical College — where academic excellence meets compassionate care.

01/07/2025

*অজানা_ডায়েরি*
(তপু)

দেখতে দেখতে জীবনের অনেকগুলো বছর কাটিয়ে ফেললাম জানিনা আর কত পথ চলা বাকি আছে?
হারানো সুর গুনতে থাকি স্মৃতিগুলো আঁকড়ে থাকার চেষ্টা করি, হয়তো কখনো কখনো হয়ে ওঠে না। একের পর এক দিন নিজের ছন্দে নিজেকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। এভাবেই তো বোধহয় একটা দিন শেষ হয় একটা সপ্তাহ শেষ হয়ে যায়। একটা মাস শেষ হয়। একটা বছর জীবন থেকে হারিয়ে যায়। এটাই তো জীবন এই ছোট্ট জীবন কালে কতজনকে ভাঙতে দেখলাম, কত সম্পর্ক তাসের ঘরের মতো ভেঙে যেতে দেখলাম। বুঝতে পারছি না এ ভাঙ্গা গড়ার সম্পর্কের আলিঙ্গনে সামাজিক দায়বদ্ধতা নিয়ে কতদিন আর চলতে হবে। মানুষ এত নিষ্ঠুর কি করে হয় ,তাদের বুঝি প্রাণ থাকে না, কি জানি? জীবনে চলার পথ হয়তো এভাবেই রচিত? এই তিক্ত সামাজিক পরিবেশ কোথাও যেন একবার মনে করিয়ে দেয়, জীবনটা শুধুই লড়াই লড়াই লড়াই, তখনই গা-টা ছমছম করে ওঠে, জীবনের ছোট থেকেই হারাতে শুরু করেছি হারানোর সুর, ব্যথা ,যন্ত্রণা সবই এখনও কানে বাজে অনুভব করি তখন চোখের জল আসে। সকালে ঘুম থেকে উঠে নিজের কাজকর্ম করতে করতে পেটের ভাতের জন্য ইনকাম করতে হয়। তারপর সন্ধ্যে কিছু আপনজনকে নতুন করে চেনার চেষ্টা তারপরে রাতের খাবার খেয়ে ঘুম। আবার একই ভাবেই পরের দিন শুরু এভাবেই চলে আসছি। জানি ফ্যামিলির কিছু দায়বদ্ধ থাকে , মায়ের বয়স হচ্ছে, সবই বুঝি তবুও দিনের শেষে কোথাও যেন মনে হয় সবই ঠিকঠাক চলছে শুধু নিজেই ভুল। এত তিক্ততার অভিজ্ঞতা নিতে নিতে অভিমানীদের অভিমানটাই ভুলে যেতে হয় তখন শুধু ইচ্ছে হয় একটাই বেঁচে থাকার লড়াই। যেখানেই শেষ হয়ে যায় তোমার জীবনের ইচ্ছে স্বপ্ন ক্যারিয়ার সব জ্বলাঞ্জলি দিতে হয়। বেঁচে থাকার অঙ্গীকার নিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথকে পাথেয় করে এগিয়ে যেতে হবে ভালোবেসে। এটাই হয়তো জীবনের সবথেকে বড় মোটিভেশন। আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগে এত তিক্ততা চোখে ,একটি বারের মত মনে হয় না সমাজটা তোমায় ভালোবাসে! ধর্ষণ , বিচ্ছেদ, মারামারি হানাহানি, ঘৃণা এই সবুজ সতেজ সমাজটাকে কুরে কুরে খাচ্ছে। এভাবেই হয়তো দিন গুনতে গুনতে শেষ নিঃশ্বাসের দিনটা চলে আসবে।

25/06/2025
16/06/2025

দিল্লির প্রেস ক্লাবে “পজিটিভ বার্তা”-কে এশিয়া বুক অফ রেকর্ডস-এর দ্বারা সম্মানিত করা হয়েছে। এই প্ল্যাটফর্মটি ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিচ্ছে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা মলয় পিট-এর হাতে সম্মান তুলে দেন দেশের বিশিষ্ট ব্যক্তিরা।
আপনিও যুক্ত হোন আমাদের এই ইতিবাচক যাত্রায়।
সমাজে আশার আলো ও পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে –
👉 আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন : https://www.youtube.com/
👉 এবং Positive Barta টিভি অ্যাপটি ডাউনলোড করুন : https://play.google.com/store/apps/details?id=com.smc.PositiveBartaTV&pli=1
পজিটিভ বার্তা – কথায় নয়, কার্যে বদলের দৃঢ় সংকল্প।

14/06/2025
13/06/2025

আগামীকাল, ১৪ জুন ২০২৫, নতুন দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় এশিয়া বুক অফ রেকর্ডস-এর পক্ষ থেকে Positive বার্তা'কে সম্মাননা প্রদান করা হবে। দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে “Positive বার্তা: ইতিবাচকতা ও ক্ষমতায়নের এক আন্দোলন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। শিক্ষা, স্বাস্থ্য, গণমাধ্যম ও নাগরিক সমাজের বিশিষ্টজনেরা এতে অংশ নেবেন।
অনুষ্ঠানটি সরাসরি আমার ফেসবুক প্রোফাইলে দেখা যাবে।

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tapan Karan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tapan Karan:

Share