Bengali vlog Rup

Bengali vlog Rup Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bengali vlog Rup, KOLKATA.
(1)

হ্যালো বন্ধুরা আমি শুভ্রা, এটা আমার ডেইলি লাইফ ব্লগ পেজ,, আমার ছেলের নামে পেজটি খুলেছি,,, সবাই একটু পাশে থেকে সাপোর্ট করো 💖... সিম্পল ভিডিও প্রতিদিনের জীবনের আমি যেগুলো করে থাকি,, তোমাদের ভালো লাগবে আশা করি 😊https://www.youtube.com/

এঁকে যত দেখি তনুশ্রীশঙ্কর আর শ্রীনন্দাশংকরের প্রতি সম্মান বেড়ে যায়। আমি শ্রীনন্দাশংকরের রিলগুলো রেগুলার দেখি। পারলে আপনা...
20/07/2025

এঁকে যত দেখি তনুশ্রীশঙ্কর আর শ্রীনন্দাশংকরের প্রতি সম্মান বেড়ে যায়। আমি শ্রীনন্দাশংকরের রিলগুলো রেগুলার দেখি। পারলে আপনারাও দেখবেন খুঁজে।

এদিকে ইনি একেবারে টিপিক্যাল অসভ্য,নীচ,রিগ্রেসিভ মহিলা। একবার নয়, একশ বার,হাজারবার বলব।
এম এ পড়ার সময় এনুয়াল ফাংশন ইউনিভার্সিটিতে। উদ্বোধনী নৃত্য আনন্দধারা বহিছে ভুবনে। লাল ব্লাউজ সবাই বাড়ি থেকেই এনেছিল। আমার একগাদা লাল ব্লাউজের মধ্যে তাড়াতাড়িতে দু সাইজ ছোট ব্লাউজ নিয়ে চলে গেছি। পরতে গিয়ে দেখি সে গায়ে ঢুকবে না কোনমতেই। স্টেজে ওঠার পাঁচ মিনিট আগে দু নম্বর মার্কেট থেকে নতুন ব্লাউজ কিনে এনে দিয়েছিল এক সহপাঠীই, পুরুষ সহপাঠী।

সেই ছোটবেলা থেকে নাচের ড্রেস মেক আপ সরবরাহ করেন জয়দেব কাকু। ছদ্মাবরণ ড্রেসেস,চাকদার। দুটো নাচের মাঝে হয়ত দশ মিনিটের গ্যাপও নেই। অস্বাভাবিক দ্রুততায় ড্রেস চেঞ্জ করায় কাকু ও তার সহকারীরা। একজনের নয়, একাধিক মেয়ের।

আমার মাজদিয়ার বাড়ির সহায়িকা উন্নতি আমারই বয়সী। মা রান্না করতে না পারলে বাড়ি থেকে খাবার অবধি সে এনে দিয়ে যায়, আমার সন্তান হওয়ার খবরে তার খুশি বলার নয়। সে নিছক "কাজের লোক" নয়।

আমি স্লিভলেসে স্বচ্ছন্দ নই, পরি না। কারণ আমার মনে হয় আমি ক্যারি করতে পারি না। কিন্তু রাস্তায় সেই মেয়েগুলোকে দেখি হাঁ করে, যারা কী সুন্দর স্লিভলেস জামাকাপড় ক্যারি করে!

স্যানিটারি ন্যাপকিন বাবা ই আনত। আমার কন্যাসন্তান হলেও তার বাবাই আনত নিশ্চিত। আমরা ও আমাদের মত আপামর মধ্যবিত্ত বাঙালি পরিবার ও তাদের মহিলারা বোধহয় খুবই সাবস্ট্যান্ডার্ড। তাই এসব নোংরা কাজকর্ম পুরুষ সদস্যদের দিয়ে করায়। ভবিষ্যতেও করাবে। নিজের পুত্রসন্তানকেও সেভাবেই বড় করব,যাতে সে তার মা-বোন,বান্ধবী,পথচলতি অপরিচিতাকে মানুষ হিসেবে দেখতে শেখে। এটা ছেলেদের করতে নেই,ওটা মেয়েদের কাজ- এসব হীনপ্রবৃত্তি নিয়ে যেন সে কোনদিন না বেড়ে ওঠে।

নীচতা ইজ অলওয়েজ নীচতা। শিল্পসত্ত্বা,পদ্মশ্রী, পদবীর ওজন কোনকিছু দিয়েই তা ঢাকা যায় না।

সবচেয়ে হাস্যকর ওঁর পোস্টের নীচে যাঁরা "একদম ঠিক বলেছেন" লিখছেন, ওঁর সমর্থনে পোস্ট দিচ্ছেন তাঁরাও তাঁদের প্রয়োজনে স্ত্রী-কন্যার স্যানিটারি ন্যাপকিন কিনে আনেন বা স্বামী-বাবাকে বলেন কিনে এনে দিতে। এত হিপোক্রিসি নিয়ে রাতে ঘুম হয় দাদা দিদিরা?

প্রণম্য হিপোক্রিটের দল।
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
সংগৃহীত(Facebook )

10/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

08/07/2025

খেতে খেতে কথা বলতে নেই 🤣🤣 ゚viralシfypシ゚viralシalシ

বৃষ্টির দিনে এক কাপ চা আর পছন্দের বই, এর চেয়ে বেশি আর কী লাগে? ☕📚        ゚viralシfypシ゚viralシalシ     🥰
08/07/2025

বৃষ্টির দিনে এক কাপ চা আর পছন্দের বই, এর চেয়ে বেশি আর কী লাগে? ☕📚 ゚viralシfypシ゚viralシalシ 🥰

শ্রীকৃষ্ণ" হল হিন্দুধর্মের একজন প্রধান দেবতা ভগবান কৃষ্ণকে বোঝাতে ব্যবহৃত একটি নাম । তিনি বিষ্ণুর অষ্টম অবতার এবং স্বয়ং...
06/07/2025

শ্রীকৃষ্ণ" হল হিন্দুধর্মের একজন প্রধান দেবতা ভগবান কৃষ্ণকে বোঝাতে ব্যবহৃত একটি নাম । তিনি বিষ্ণুর অষ্টম অবতার এবং স্বয়ং পরমেশ্বর ঈশ্বর হিসেবেও সম্মানিত। কৃষ্ণ সুরক্ষা, করুণা, কোমলতা এবং প্রেমের দেবতা হিসেবে তাঁর ভূমিকার জন্য পরিচিত। তিনি ভগবদগীতার মতো হিন্দু ধর্মগ্রন্থের একটি কেন্দ্রীয় ব্যক্তিত্ব এবং তাঁর কৌতুকপূর্ণ শৈশব, একজন যোদ্ধা হিসেবে তাঁর ভূমিকা এবং ধর্ম ও ভক্তি সম্পর্কে তাঁর শিক্ষার জন্য তিনি বিখ্যাত।
এখানে আরও বিস্তারিতভাবে দেখুন:
বিষ্ণুর অবতার:
কৃষ্ণ হিন্দুধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ দেবতা এবং তাঁকে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার (অবতার) হিসেবে বিবেচনা করা হয়।
ধর্মগ্রন্থের কেন্দ্রীয় চরিত্র:
তিনি মহাভারতে, বিশেষ করে ভগবদ গীতায়, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যেখানে তিনি গভীর দার্শনিক এবং আধ্যাত্মিক শিক্ষা প্রদান করেন।
বিভিন্ন চিত্রায়ন:
হিন্দু পুরাণ ও শিল্পকলায় কৃষ্ণকে বিভিন্নভাবে চিত্রিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে একজন খেলাধুলাপ্রিয় শিশু, একজন ঐশ্বরিক প্রেমিক, একজন রসিক এবং একজন বীর যোদ্ধা।
প্রতীকবাদ:
তিনি প্রায়শই প্রেম, করুণা এবং সুরক্ষার সাথে যুক্ত।
জন্মাষ্টমী:
প্রতি বছর কৃষ্ণের জন্ম জন্মাষ্টমী হিসেবে পালিত হয়, যা একটি প্রধান হিন্দু উৎসব।
জীবন ও শিক্ষা:
বৃন্দাবনে শৈশব থেকে শুরু করে কুরুক্ষেত্র যুদ্ধে তাঁর ভূমিকা পর্যন্ত কৃষ্ণের জীবনকাহিনী ধর্ম (ধার্মিক আচরণ), কর্ম এবং আত্ম-উপলব্ধির পথের শিক্ষায় পরিপূর্ণ।
পূজা:
তিনি অসংখ্য ভক্তি (ভক্তিমূলক) সম্প্রদায়ের কেন্দ্রবিন্দু, যা ধর্মীয় শিল্প, সঙ্গীত এবং কবিতার সম্পদ তৈরি করেছে ❤️🙏(হরে কৃষ্ণ 🙏) ゚viralシfypシ゚viralシalシ

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bengali vlog Rup posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share