29/07/2025
আজ ইন্টারন্যাশনাল টাইগার ডে বা আন্তর্জাতিক বাঘ দিবস| প্রতি বছর ২৯ জুলাই এই দিন পালিত হয়। দিনটি প্রথম ঘোষণা করা হয় ২০১০ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ‘টাইগার সামিট’-এ। বাঘ আছে এমন 13টি দেশ অংশ গ্রহণ করেছিল| তার মধ্যে ভারতও ছিল | তাদের লক্ষ্য ছিল ২০২২ সালের মধ্যে বন্য বাঘের সংখ্যা দ্বিগুণ করা। বর্তমানে ভারতে মোট 50 টি অভয় অরণ্য আছে আর বাঘের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার| বাঘদের নাম ও নম্বর দিয়ে শনাক্ত করার প্রথা ভারতে ২০০৬ সাল থেকে চালু হয়| তবে একসময় বাঘ নয় সিংহ ছিল ভারতের জাতীয় পশু | বাঘ প্রায় সমগ্র ভারতে পাওয়া যায়, সিংহ শুধু গুজরাটে গিরে দেখাযায়।তাই ১৯৭৩ সালে, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে রয়্যাল বেঙ্গল টাইগার কে জাতীয় পশুর মর্যাদা দেওয়া হয়|
#বৈঠকখানার_গল্প
ছবি - নিজস্ব - XYLO(টাডোবা আন্ধেরি টাইগার রিসার্ভ ফরেস্ট)