
27/04/2025
পেহেলগামে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। নিরপরাধ মানুষের উপর এমন বর্বরতা কোনো সভ্য সমাজে কখনোই গ্রহণযোগ্য নয়। হত্যা, হিংসা কিংবা সন্ত্রাস কখনো কোনো ন্যায় প্রতিষ্ঠা করতে পারে না — বরং মানবতার হৃদয়ে ক্ষত তৈরি করে। আমরা আহত ও নিহত সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের পরিবারগুলোর প্রতি সমবেদনা প্রকাশ করি। এ সময় আমাদের উচিত ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে একে অপরের পাশে দাঁড়ানো, শান্তি ও মানবতার পক্ষে কথা বলা। সহিংসতার নয়, ভালোবাসা আর সহানুভূতির পৃথিবী গড়ে তুলুক আমাদের প্রত্যেকের কণ্ঠ। আসুন, আমরা ঘৃণা নয় — ভালোবাসার বার্তা ছড়িয়ে দিই। 🌎💖🕊️💔"
"