Udvash Prakashana

Udvash Prakashana Book Publisher.

এই মুহূর্ত থেকে চাইলেই অর্ডার করতে পারেন। বইয়ের নামঃ  ভূতঃএকটি সচিত্র ইতিহাস মূল গ্রন্থ : পিটার হাইনিংবাংলা অনুবাদ : সুপ...
23/02/2025

এই মুহূর্ত থেকে চাইলেই অর্ডার করতে পারেন।
বইয়ের নামঃ ভূতঃএকটি সচিত্র ইতিহাস
মূল গ্রন্থ : পিটার হাইনিং
বাংলা অনুবাদ : সুপ্রতীম বন্দ্যোপাধ্যায়।
মুদ্রিত মূল্য - ৭০০/-
২৫% ছাড়ে এই মুহূর্তে বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন উদ্ভাসের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে (6291152385)।

🔴🔴জরুরি বিজ্ঞপ্তি🔴🔴 #অফিসিয়াল_পোস্ট #উদ্ভাস_প্রকাশনামূলত দুটো বিষয় নিয়ে কথা বলার জন্যই এই পোস্ট। প্রথমত, ১/- র অফারটায় ই...
29/12/2024

🔴🔴জরুরি বিজ্ঞপ্তি🔴🔴
#অফিসিয়াল_পোস্ট
#উদ্ভাস_প্রকাশনা

মূলত দুটো বিষয় নিয়ে কথা বলার জন্যই এই পোস্ট।
প্রথমত, ১/- র অফারটায় ইতিমধ্যেই প্রায় দেড় শতাধিক মানুষ ওয়েবসাইটে অর্ডার করেছেন। সেগুলো এবার একে একে প্যাক হচ্ছে। আমাদের এখন ৩-৪ দিনে কমিটেড শিপিং হলেও,আমরা এটা লক্ষ্য করছি, এতগুলো পার্সেল ৩-৪ দিনে শিপ করার ক্ষেত্রে সামান্য কিছু অসুবিধা আছে। যেমন পাঠকরা অনেক আশা নিয়ে অর্ডার করেছেন। আমাদের প্রথম লক্ষ্য হল তাদের হাতে বুকমার্ক গুলোকে সঠিকভাবে পৌঁছে দেওয়া। এছাড়াও অসংখ্য পাঠক বুকমার্কের সাথে সাথে আমাদের ক্রাইম জার্নাল সিরিজের বইগুলো, রহস্য লহরী সিরিজের বইগুলো ইত্যাদি ইত্যাদি অর্ডার করেছেন। সেক্ষেত্রে তাড়াহুড়ো করে বই গুলো কোনমতে ডেলিভারি করা কাম্য নয়। এতে পাঠকরা যে আশা করে বই গুলো অর্ডার করেছেন, সেগুলো অক্ষত অবস্থায় পাওয়ার সম্ভাবনা কম থাকে। এছাড়াও ইন্ডিয়া পোস্টে ইদানীং ৩০/৩৫ টার বেশি পার্সেল নিতেও চায় না (বছর শেষে প্রত্যেকেই তাদের প্রিয়জনকে নানান উপহার পাঠান, প্রচুর কোম্পানি ক্লোসিং থাকে, নানান চিঠিপত্র, শুভেচ্ছাবার্তা ইত্যাদি পাঠানো হয় এই সময়। ফলত পোস্টে খানিক চাপ থাকে) তাই আমরা ঠিক করেছি, পুরো অর্ডারটাকে ৫ দিনে ভাগ করে পাঠাবো। অর্থাৎ প্রথম দিন ৩৫ টা, তার পরের দিন ৩৫ টা.....এইভাবে। এভাবে পার্সেল পাঠালেও মোটামুটি ৩ তারিখের মধ্যে আমরা প্রত্যেককে ট্র‍্যাকিং পাঠিয়ে দিতে পারবো। আপাতত কাল থেকে পার্সেল পাঠানো শুরু হচ্ছে। আশা করি আমাদের পাঠকরা এই বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনা করে আমাদের পাশে থাকবেন। কমিটমেন্ট তো রাখতেই হবে, তবে এক্ষেত্রে কমিটমেন্টের পাশাপাশি আরও জরুরি হল, পাঠকদের হাতে বুকমার্ক সংকলনটা অথবা বইগুলো সম্পূর্ণ অক্ষত অবস্থায় পৌঁছে দেওয়া।

এটা গেল প্রথম বিষয়। এবার আসি দ্বিতীয় বিষয়ে। ১/- র অফারটা দেওয়ার পর থেকে প্রচুর পাঠক প্রতিদিন আমাদের ম্যাসেজ অথবা ফোন করে জিজ্ঞাসা করছেন, অফারটা আর আছে কিনা অথবা অফারটা আর দেওয়া হবে কিনা। বহু পাঠক বলেছেন আমরা অফারট সম্পর্কে জানতাম না, বহু পাঠক/পাঠিকা বলেছেন আমরা জেনেও ওয়েবসাইটে সময় মতো অর্ডার করে উঠতে পারিনি। তাদের প্রত্যেককে একে একে বলার চাইতে আমরা অফিসিয়াল পোস্ট করে জানানোটাই শ্রেয়তর মনে করলাম। এতে করে সবাই জানতে পারবেন। অফারটা আপাতত আর নেই। মানে অফারটা ২৫ তারিখ রাতে দেওয়া হয়েছিল। এই মুহূর্তে অফারটা আর দেওয়া হচ্ছে না। তবে ভবিষ্যতে আমরা আবার চেষ্টা করব, যাতে অফারটা বাকিদের জন্য আবার আনা যায়। তবে সেটা এই মুহূর্তে নয়। আগে আমরা ইতিমধ্যেই অর্ডার করা পার্সেল গুলো সুষ্ঠুভাবে ডেলিভার করব, তারপর ভেবে দেখব। সময় সুযোগ অনুযায়ী নিশ্চয়ই আমরা আবার আমাদের পাঠকদের জন্য এই অফারটা আনার চেষ্টা করব। তবে এই মুহূর্তে আমাদের প্রথম কর্তব্য, ইতিমধ্যেই ওয়েবসাইটে অর্ডার করা পার্সেল গুলো যত শীঘ্র সম্ভব ডেলিভার করা। এছাড়াও আমাদের এই সপ্তাহেই আরও একটা বই প্রকাশের কথা ছিল। আপাতত সেটাকেও আমরা কিছুটা পিছিয়ে দিচ্ছি।

আশা করি, পাঠকরা আমাদের পাশে থাকবেন। সমস্ত পাঠক/পাঠিকাকে ইংরেজি নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। নতুন বছর, সকলের ভালো কাটুক। 😊

 #শার্লক_হোমস_কমিকউদ্ভাসের ক্রাইম জার্নাল সিরিজটি মূলত একটা কমিক/গ্রাফিক সিরিজ। এই সিরিজের আওতায় সেকালের দুষ্প্রাপ্য হার...
24/11/2024

#শার্লক_হোমস_কমিক
উদ্ভাসের ক্রাইম জার্নাল সিরিজটি মূলত একটা কমিক/গ্রাফিক সিরিজ। এই সিরিজের আওতায় সেকালের দুষ্প্রাপ্য হারিয়ে যাওয়া কমিক গুলোকে বাংলায় অনুবাদ করে একে একে প্রকাশ করা হচ্ছে এই সিরিজে। এখনও অবধি এই সিরিজের আওতায় ৬ টি শার্লক হোমসের কমিক্স এবং ১ টি গ্রাফিক্স সংকলন (A Study in Scarlet) প্রকাশিত হয়েছে। বইগুলো মূলত বড় সাইজে (২১/২৮ সেমি) কালার কিংবা সাদা কালো কমিক। প্রতিটি বই সদ্য ডিজিটালি ছেপে এসেছে। একবার আমাদের ওয়েবসাইটে গিয়ে বই গুলো সম্পর্কে খোঁজ খবর করতে পারেন।
পোস্টে রইল প্রতিটি বইয়ের ভিডিও।

১। শার্লক হোমস এবং বাস্কারভিলের কুকুর কমিকটির মুদ্রিত মূল্য - ৫০০/-
২। শার্লক হোমস এবং বোহেমিয়ার কেলেংকারী কমিকটির মুদ্রিত মূল্য - ৪০০/-
৩। দ্য এডভেঞ্চার অফ দ্য ক্রুকড ম্যান কমিকটির মুদ্রিত মূল্য - ৫০০/-
৪। দ্য এডভেঞ্চার অফ দ্য ডেডলি ইনহেরিটেন্স কমিকটির মুদ্রিত মূল্য - ৪৫০/-
৫। দ্য ফাইনাল কার্টেন ও লাভ থায় নেইবর কমিকটির মুদ্রিত মূল্য - ৪৫০/-
৬। শার্লক ম্যানিয়া (A Study in Scarlet) সংকলনটির মুদ্রিত মূল্য - ৬০০/-
৭। শার্লক হোমস এবং অ্যা স্টাডি ইন স্কারলেট - ৫০০/-
৮। দ্য ফাইনাল প্রবলেম এবং দ্য এডভেঞ্চার অফ দ্য এম্পটি হাউস, একত্রে দুটো কমিক সংকলনের মুদ্রিত মূল্য - ৫০০/-

ভালো লাগলে ২৫% অফে বইগুলো অর্ডার করতে পারেন নীচের লিংকে ক্লিক করে।

অর্ডার করার লিংক 👇
https://udvash.in/?page_id=337

★এখন থেকে আমাদের ৩-৪ দিনে কমিটেড ডেলিভারি। উদ্ভাসের থেকে বই অর্ডার করে দীর্ঘ অপেক্ষা করার দিন শেষ!! যে কোনো মূল্যের বই অর্ডার করুন, আর ৩-৪ দিনের মধ্যে ট্র‍্যাকিং আইডি হাতে পেয়ে যান।★

এছাড়াও সরাসরি আমাদের অফিসিয়াল WhatsApp নম্বরে যোগাযোগ করেও বইগুলো অর্ডার করতে পারেন।
আমাদের অফিসিয়াল WhatsApp নম্বর 6291152385

24/11/2024

#বুকমার্ক
#অদ্ভুত_লোক
#গগনেদ্রনাথ_ঠাকুর
"অদ্ভুত লোক" সিরিজটায় গগন ঠাকুর মোট ১৬ টা ব্যঙ্গচিত্র এঁকেছিলেন। প্রতিটিই আজ প্রায় কিংবদন্তী হয়ে গেছে!! সেই ১৬ টি ব্যঙ্গচিত্রকে একত্রিত করে ১৬ টি বুকমার্কের সেট উপস্থাপন করা হল। বাঙালি (তথা সারা ভারত এবং বিশ্বে বহুল চর্চিত এবং আলোচিত) মাত্রই এই ব্যঙ্গচিত্র গুলোর সাথে কম বেশি পরিচিত!! ব্যঙ্গচিত্র গুলো তৎকালীন সামাজিক প্রেক্ষাপটের ওপর অঙ্কিত হলেও, আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং গবেষণার উল্লেখযোগ্য উপাদান হিসেবে বিবেচিত। এই ১৬ টা ব্যঙ্গচিত্রকে এক সাথে বুকমার্ক হিসেবে পেলে বইপ্রেমী মানুষ মাত্রই মাথায় করে রাখবে!!

ব্যঙ্গচিত্র সংকলনটির নাম "অদ্ভুত লোক"
শিল্পী - শ্রী গগনেন্দ্রনাথ ঠাকুর

৪/৬ ইঞ্চি মাপের ৩০০ Gsm কার্ড বোর্ডে প্রিমিয়াম কোয়ালিটির ১৬ টা বুকমার্ক!!

১৬ টি বুকমার্কের মুদ্রিত মূল্য : ১৫০/-

🔴🔴শিপিং ফ্রি🔴🔴

তবে আর দেরি কিসের? আজই অর্ডার করুন উদ্ভাসের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে। এখন কিন্তু আমাদের ৩/৪ দিনে কমিটেড ডিস্প্যাচ!!
আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর - 6291152385

14/03/2024

উদ্ভাসে এবার সেক্সটন ব্লেক!!
রইল ফার্স্ট লুক ভিডিও...

সচিত্র মাসিক রহস্য লহরী সিরিজ বক্সসেট!! সাথে রয়েছে ৪ টি আকর্ষণীয় বুকমার্ক এবং এবং সেক্সটন ব্লেক ফটোফ্রেম!!

বই: শ্রী দীনেন্দ্রকুমার রায় প্রণীত, রহস্য লহরী (বক্সসেট)।
এতে যে ৫ টি উপন্যাস রয়েছে :
১। ঝোপে ঝোপে নেকড়ে
২। নেকড়ের আস্ফালন
৩। ডাক্তারের মুষ্টিযোগ
৪। ডাক্তারের হাতে দড়ি
৫। চার-দুনোর চাতুরী
মুদ্রিত মূল্য : ৯৯৫/-
৩৫% ছাড়ে বইটি এক্ষুনি অর্ডার করতে আমাদের What'sApp করুন 6291152385 এই নম্বরে!!
বইটি সম্পর্কে আরও তথ্য পেতে সরাসরি যোগাযোগ করুন 6291152385 এই নম্বরে।

৩০% ছাড় চলবে আজ রাত ১০ টা অবধি!! যাঁরা এখনো নিতে ইচ্ছুক। কিন্তু অর্ডার করে উঠতে পারেননি। তাঁরা আর দেরি না করে এক্ষুনি অর...
13/02/2024

৩০% ছাড় চলবে আজ রাত ১০ টা অবধি!! যাঁরা এখনো নিতে ইচ্ছুক। কিন্তু অর্ডার করে উঠতে পারেননি। তাঁরা আর দেরি না করে এক্ষুনি অর্ডার করে ফেলুন।
৩০% ছাড়ে বইটি আজই অর্ডার করতে WhatsApp করুন 6291152385 এই নম্বরে।

10/02/2024

উদ্ভাসে এবার শার্লক হোমস!!
রইল ফার্স্ট লুক ভিডিও...
ক্রাইম জার্নাল কমিক সিরিজের প্রথম বই।
বই : বাস্কারভিলের কুকুর
মূল গল্প : স্যার আর্থার কোনান ডয়েল।
বাংলা অনুবাদ : হর্ষ বর্ধন
মুদ্রিত মূল্য : ৩৫০/-
৩০% ছাড়ে বইটি এক্ষুনি অর্ডার করতে আমাদের What'sApp করুন 6291152385 এই নম্বরে!!
অফারটি (৩০% ছাড়!!) কেবল মাত্র ১৩ তারিখ রাত ১০ টা অবধিই প্রযোজ্য।
বইটি সম্পর্কে আরও তথ্য পেতে সরাসরি যোগাযোগ করুন 6291152385 এই নম্বরে।

প্রকাশনীর অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ কিছু কাজের জন্য বেশ কিছু দিন ধরেই "উদ্ভাসের" কোন আপডেট দেওয়া সম্ভব হয়নি। তার জন্য আমর...
04/07/2023

প্রকাশনীর অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ কিছু কাজের জন্য বেশ কিছু দিন ধরেই "উদ্ভাসের" কোন আপডেট দেওয়া সম্ভব হয়নি। তার জন্য আমরা ক্ষমা প্রার্থী 🙏। তবে এবার থেকে "উদ্ভাসের" সমস্ত আপডেট আপনারা নিয়মিত পাবেন "উদ্ভাসের" অফিসিয়াল ফেসবুক প্রোফাইল, পেজ, অফিসিয়াল ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল থেকে।
আমাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ🙏।
সমস্ত ডিটেল নিচে দেওয়া হল।

ইউটিউব লিংক :
https://www.youtube.com/@উদ্ভাশপ্রাকাশানা

অফিসিয়াল প্রোফাইল লিংক :
https://www.facebook.com/profile.php?id=100071237093327

অফিসিয়াল ওয়েবসাইট লিংক:
http://udvash.rf.gd/

Address

Belghoria
Kolkata
700056

Alerts

Be the first to know and let us send you an email when Udvash Prakashana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Udvash Prakashana:

Share

Category