29/12/2024
🔴🔴জরুরি বিজ্ঞপ্তি🔴🔴
#অফিসিয়াল_পোস্ট
#উদ্ভাস_প্রকাশনা
মূলত দুটো বিষয় নিয়ে কথা বলার জন্যই এই পোস্ট।
প্রথমত, ১/- র অফারটায় ইতিমধ্যেই প্রায় দেড় শতাধিক মানুষ ওয়েবসাইটে অর্ডার করেছেন। সেগুলো এবার একে একে প্যাক হচ্ছে। আমাদের এখন ৩-৪ দিনে কমিটেড শিপিং হলেও,আমরা এটা লক্ষ্য করছি, এতগুলো পার্সেল ৩-৪ দিনে শিপ করার ক্ষেত্রে সামান্য কিছু অসুবিধা আছে। যেমন পাঠকরা অনেক আশা নিয়ে অর্ডার করেছেন। আমাদের প্রথম লক্ষ্য হল তাদের হাতে বুকমার্ক গুলোকে সঠিকভাবে পৌঁছে দেওয়া। এছাড়াও অসংখ্য পাঠক বুকমার্কের সাথে সাথে আমাদের ক্রাইম জার্নাল সিরিজের বইগুলো, রহস্য লহরী সিরিজের বইগুলো ইত্যাদি ইত্যাদি অর্ডার করেছেন। সেক্ষেত্রে তাড়াহুড়ো করে বই গুলো কোনমতে ডেলিভারি করা কাম্য নয়। এতে পাঠকরা যে আশা করে বই গুলো অর্ডার করেছেন, সেগুলো অক্ষত অবস্থায় পাওয়ার সম্ভাবনা কম থাকে। এছাড়াও ইন্ডিয়া পোস্টে ইদানীং ৩০/৩৫ টার বেশি পার্সেল নিতেও চায় না (বছর শেষে প্রত্যেকেই তাদের প্রিয়জনকে নানান উপহার পাঠান, প্রচুর কোম্পানি ক্লোসিং থাকে, নানান চিঠিপত্র, শুভেচ্ছাবার্তা ইত্যাদি পাঠানো হয় এই সময়। ফলত পোস্টে খানিক চাপ থাকে) তাই আমরা ঠিক করেছি, পুরো অর্ডারটাকে ৫ দিনে ভাগ করে পাঠাবো। অর্থাৎ প্রথম দিন ৩৫ টা, তার পরের দিন ৩৫ টা.....এইভাবে। এভাবে পার্সেল পাঠালেও মোটামুটি ৩ তারিখের মধ্যে আমরা প্রত্যেককে ট্র্যাকিং পাঠিয়ে দিতে পারবো। আপাতত কাল থেকে পার্সেল পাঠানো শুরু হচ্ছে। আশা করি আমাদের পাঠকরা এই বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনা করে আমাদের পাশে থাকবেন। কমিটমেন্ট তো রাখতেই হবে, তবে এক্ষেত্রে কমিটমেন্টের পাশাপাশি আরও জরুরি হল, পাঠকদের হাতে বুকমার্ক সংকলনটা অথবা বইগুলো সম্পূর্ণ অক্ষত অবস্থায় পৌঁছে দেওয়া।
এটা গেল প্রথম বিষয়। এবার আসি দ্বিতীয় বিষয়ে। ১/- র অফারটা দেওয়ার পর থেকে প্রচুর পাঠক প্রতিদিন আমাদের ম্যাসেজ অথবা ফোন করে জিজ্ঞাসা করছেন, অফারটা আর আছে কিনা অথবা অফারটা আর দেওয়া হবে কিনা। বহু পাঠক বলেছেন আমরা অফারট সম্পর্কে জানতাম না, বহু পাঠক/পাঠিকা বলেছেন আমরা জেনেও ওয়েবসাইটে সময় মতো অর্ডার করে উঠতে পারিনি। তাদের প্রত্যেককে একে একে বলার চাইতে আমরা অফিসিয়াল পোস্ট করে জানানোটাই শ্রেয়তর মনে করলাম। এতে করে সবাই জানতে পারবেন। অফারটা আপাতত আর নেই। মানে অফারটা ২৫ তারিখ রাতে দেওয়া হয়েছিল। এই মুহূর্তে অফারটা আর দেওয়া হচ্ছে না। তবে ভবিষ্যতে আমরা আবার চেষ্টা করব, যাতে অফারটা বাকিদের জন্য আবার আনা যায়। তবে সেটা এই মুহূর্তে নয়। আগে আমরা ইতিমধ্যেই অর্ডার করা পার্সেল গুলো সুষ্ঠুভাবে ডেলিভার করব, তারপর ভেবে দেখব। সময় সুযোগ অনুযায়ী নিশ্চয়ই আমরা আবার আমাদের পাঠকদের জন্য এই অফারটা আনার চেষ্টা করব। তবে এই মুহূর্তে আমাদের প্রথম কর্তব্য, ইতিমধ্যেই ওয়েবসাইটে অর্ডার করা পার্সেল গুলো যত শীঘ্র সম্ভব ডেলিভার করা। এছাড়াও আমাদের এই সপ্তাহেই আরও একটা বই প্রকাশের কথা ছিল। আপাতত সেটাকেও আমরা কিছুটা পিছিয়ে দিচ্ছি।
আশা করি, পাঠকরা আমাদের পাশে থাকবেন। সমস্ত পাঠক/পাঠিকাকে ইংরেজি নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। নতুন বছর, সকলের ভালো কাটুক। 😊