26/10/2025
একটা ভিডিওর বক্তব্য সামাজিক মাধ্যমে ঘুরছে। সেখানে বলা হয়েছে যে বিজেপি ভোট পেলে তৃণমূলের সুবিধা, তাই বিজেপিকে ভোট না দিয়ে বামেদের দ্বিতীয় স্থানে আনতে হবে রাজ্যের মানুষকে, আগামী ২০২৬-এর নির্বাচনে।। তাহলে পরের নির্বাচনে অর্থাৎ ২০৩১-এ বাম, কংগ্রেস ও অন্যান্যরা (interestingly এই অন্যদের সম্বন্ধে পরিষ্কার কিছু বলা হয় নি) সরকার গড়বে, তৃণমূল সরকারের অবসান হবে।।
২০১১ ও ২০১৬-তে বামেরা-ই দ্বিতীয় স্থানে ছিল কিন্তু মানুষ তো ওদের কিছুই (অবশ্যই ঘাস, অন্য কিছু নয়) ছিঁড়তেও দেখে নি।। অতএব, আসলে বামেরা Fish Fry-এর নমক"হালাল" হয়ে তৃণমূলকে ২০২৬-এ জেতানোর জন্য প্রচার শুরু করে দিয়েছে।। গতবারের "No vote to BJP" এবারে এরা অন্যভাবে আনতে চাইছে যাকে বলে "Old wine in new bottle"
ওহো, ওটা কার ভিডিও সেটাই তো বলা হয় নি।। ওটা ছিল কচি পাঁঠা থুড়ি যুবনেতা সৃজনের।।