Journey with Sujoy

Journey with Sujoy Fashion Photographer, Travel Photographer/Videographer,

এক দিনে অযোধ্যা দর্শন: রাম মন্দির আর সরযূ নদীর তীরেঅযোধ্যার নাম শুনলেই সবার মনে আসে রাম মন্দির আর তার পবিত্রতা। যারা কলক...
15/08/2025

এক দিনে অযোধ্যা দর্শন: রাম মন্দির আর সরযূ নদীর তীরে

অযোধ্যার নাম শুনলেই সবার মনে আসে রাম মন্দির আর তার পবিত্রতা। যারা কলকাতা থেকে খুব কম সময়ে অযোধ্যা ঘুরে আসতে চান, তাদের জন্য এক দিনের এই ভ্রমণ হতে পারে একটি দারুণ অভিজ্ঞতা। সকালে পৌঁছে রাতে ফেরা, এই রকম একটি ঝটিকা সফরে অযোধ্যা ঘোরার জন্য আমি কিছু টিপস দিচ্ছি।

যাত্রা শুরু:

আমরা কলকাতা থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেসে রওনা দিয়েছিলাম, যেটি সকাল ১১:৪৫ মিনিটে ছাড়ে। পরের দিন সকালে ৬:২১ মিনিটে আমরা পৌঁছে যাই অযোধ্যা। পুরো রাতের জার্নিতে কোনো ক্লান্তি ছিল না। রাতের কলকাতা এক্সপ্রেসে ফেরার টিকিটও আমরা আগে থেকে কেটে রেখেছিলাম। এই ট্রেনটি অযোধ্যা থেকে রাত ৭:৫৬ মিনিটে ছাড়ে এবং পরের দিন দুপুর ৩:৪০ মিনিটে কলকাতায় পৌঁছায়। সব মিলিয়ে টিকিটের খরচ হয়েছিল জনপ্রতি প্রায় ₹৮৯০ টাকা।

অযোধ্যায় এক দিন:

সকালে অযোধ্যা পৌঁছেই আমরা তিনজন মিলে একটি ডরমেটরি ঠিক করে নিলাম। যা মাথা পিছু মাত্র ৩০০ টাকা করে ভাড়া নিয়েছিল। আমাদের উদ্দেশ্য ছিল শুধু ফ্রেশ হওয়া আর দিনের বেলায় একটু বিশ্রাম নেওয়া। তাই এইরকম একটি সাশ্রয়ী ডরমেটরি আমাদের জন্য যথেষ্ট ছিল।

একটু ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়লাম। প্রথমেই ব্রেকফাস্ট সেরে নিলাম। এরপর আমাদের প্রধান গন্তব্য ছিল শ্রী রাম মন্দির। রাম মন্দিরের দর্শন করে মনটা এক অন্যরকম শান্তিতে ভরে গিয়েছিল। এর স্থাপত্য এবং পবিত্র পরিবেশ সত্যিই অসাধারণ। রাম মন্দির দর্শনের পর আমরা গেলাম শ্রী হনুমান গড়ি মন্দিরে পুজো দিতে। এটিও অযোধ্যার একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান।

পুজো দেওয়ার পর আমরা একটু হেঁটে লতা মঙ্গেশকর চকে গেলাম। সেখানে ছবি তুললাম এবং কিছুক্ষণ বসলাম। এই চত্বরটি খুবই সুন্দর এবং পরিষ্কার-পরিচ্ছন্ন। এখানেই আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম। অযোধ্যায় খাবারের দাম খুবই যুক্তিসঙ্গত, তাই পেট ভরে খাওয়া নিয়ে কোনো চিন্তা নেই।

এরপর আমরা গেলাম সরযূ নদীর তীরে। নদীর পাড়ে বসে কিছু সময় কাটানো এক অসাধারণ অভিজ্ঞতা। নদীর পাশে বসে লাইট অ্যান্ড সাউন্ডে রামায়ণ সম্পর্কিত কাহিনী দেখতে দেখতে দিনের ক্লান্তি দূর হয়ে গেল।

কিছু গুরুত্বপূর্ণ টিপস:

হাঁটা: অযোধ্যায় মন্দির চত্বরে গাড়ি চলাচল সীমিত। তাই বেশিরভাগ জায়গায় হেঁটেই ঘুরতে হয়। তাই আরামদায়ক জুতো পরা খুব জরুরি।
হোটেল: অযোধ্যায় হোটেল ভাড়া কিছুটা বেশি। কিন্তু আমাদের মতো অল্প সময়ের জন্য থাকলে সাশ্রয়ী মূল্যে হোটেল খুঁজে নেওয়া সম্ভব।
খাবার: অযোধ্যার খাবারের দাম তুলনামূলকভাবে কম। তাই বাইরে খাওয়া নিয়ে বাজেট নিয়ে চিন্তা করতে হবে না।

সন্ধ্যা হওয়ার আগেই আমরা আমাদের হোটেল থেকে ব্যাগপত্র নিয়ে রেলস্টেশনের দিকে রওনা দিলাম। রাতের ট্রেনে কলকাতার উদ্দেশ্যে ফিরে আসাটা যেন একটা স্বপ্নের মতো ছিল। যারা এক দিনের জন্য অযোধ্যা ঘুরতে চান, তাদের জন্য এই ভ্রমণটি একটি স্মরণীয় অভিজ্ঞতা হতে পারে।

আপনি যদি এইরকম একটি ছোট ট্রিপের পরিকল্পনা করেন, তাহলে এই তথ্যগুলি আপনার কাজে লাগতে পারে। আপনার যদি আরও কিছু জানার থাকে, তাহলে জিজ্ঞাসা করতে পারেন।

Ayodhya in a Day: A Spiritual Journey from Kolkata

This is a one-day travel guide for those who want to visit Ayodhya from Kolkata and explore the key highlights like the Ram Mandir and the Saryu River.

The Journey:

The journey begins from Kolkata on the Jammu Tawi Express, which departs at 11:45 PM. The train arrives in Ayodhya the next morning at 6:21 AM, allowing for a full day of sightseeing without feeling tired from the overnight journey. For the return trip, you can book a ticket on the Kolkata Express, which leaves Ayodhya at 7:56 PM and reaches Kolkata at 3:40 PM the following day. The round-trip ticket cost is approximately ₹890 per person.

One Day in Ayodhya:

Accommodation: Upon arrival, it's a good idea to find a budget-friendly dormitory to freshen up and leave your belongings. A dormitory can be a great option for a short stay, costing as little as ₹300 per person.

Breakfast and Temples: After freshening up, grab a quick breakfast and head straight to the Shri Ram Mandir. The peaceful and spiritual atmosphere of the temple is truly an unforgettable experience. Afterward, visit the Shri Hanuman Garhi Temple, another important and must-visit pilgrimage site in Ayodhya.

Lunch and Leisure: After visiting the temples, take a short walk to Lata Mangeshkar Chowk. This beautiful and clean area is perfect for taking photos and relaxing for a while. You can have lunch here, as the food in Ayodhya is very reasonably priced.

Evening at the River: In the afternoon, make your way to the banks of the Saryu River. Spending some time by the river is a wonderfully serene experience. You can also watch a light and sound show about the Ramayana, which helps to wash away the day's fatigue.

Key Tips for the Trip:

Walking: Be prepared to walk a lot. Vehicles are often restricted near the temple complexes, so comfortable footwear is essential.
Hotels: Hotel accommodations can be a bit expensive, but if you're only staying for a short time, you can easily find affordable options like dormitories.
Food: Food is generally inexpensive in Ayodhya, so you don't have to worry too much about your budget when eating out.

By evening, head back to the train station to catch your train back to Kolkata. This one-day trip to Ayodhya is a memorable experience for anyone looking for a quick and spiritually enriching getaway.

If you're planning a short trip like this, these tips should be helpful. Is there anything else you'd like to know?

এটা আমাদের গল্প ছবির ৫০ দিন উদযাপন | Celebrating 50 days of 'eta amader golpo'.
24/06/2024

এটা আমাদের গল্প ছবির ৫০ দিন উদযাপন | Celebrating 50 days of 'eta amader golpo'.

Address

Kolkata

Telephone

+917980222391

Website

Alerts

Be the first to know and let us send you an email when Journey with Sujoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Journey with Sujoy:

Share

Category