Tarif Hossen

Tarif Hossen এই পেজ আপনাদের স্বাগতম অভিনন্ধন পেজ টা কে ফলো দিয়ে রাখুন আপনার উপকার হবে ইনশাআল্লাহ

22/10/2024

وَٱلَّذِينَ يُؤْذُونَ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ بِغَيْرِ مَا ٱكْتَسَبُوا۟ فَقَدِ ٱحْتَمَلُوا۟ بُهْتَٰنًا وَإِثْمًا مُّبِينًا

যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে।

সূরা আল আহ্‌যাব
আয়াত নং (৫৮)

_বড়ো কষ্টের সাথে বলতে হয় এই যুব সমাজ কত নারী কত পুরুষ কে মিথ্যে ভালোবাসা প্রেম নামক হারাম এই সম্পর্ক দিয়ে কত মানুষের মন কে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করেছে, প্রিয় ভাই ও বন আল্লাহ হুকুম কে ভুলে যেওনা আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলেছেন যে কোনো মুনিন নারী অথবা পুরুষ কে কষ্ট দিলে তাকে আজবের মধ্যে গ্রেফতার করা হবে, সেখানে এই হাতের মোবাইল দিয়ে কত নারিকে কাঁদিয়েছি কত পুরুষ কে কাঁদিয়েছি মিথ্যে ও বদনাম দিয়েছি, প্রিয় দিনি ভাই-বোন এখনো সময় আছে রবের নিকটে নিজের মস্তক কে সুফে দাও।_
একমাত্র কাফির ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না।"
إِنَّهُۥ لَا يَا۟يْـَٔسُ مِن رَّوْحِ ٱللَّهِ إِلَّا ٱلْقَوْمُ ٱلْكَٰفِرُونَ

-- সূরা ইউসুফ : ৮৭
-- পারা: ১২

📚✍️M.T.H.Gazi
_গ্রুপ এডমিন_তারিফ হোসেন ▬▬▬▬◄◄●►►▬▬▬▬

_আপনিও ইসলামের প্রচারক হন পোস্ট গুলো নিয়মিত শেয়ার jকরুন_
*নবী (সাঃ) বলেছেন,*
_"প্রচার করো আমার পক্ষ থেকে যদি তা একটি মাত্র আয়াতও হয়_ *(সহীহ বুখারীঃ৩৪৬১)❤️🌸*

https://chat.whatsapp.com/EGSl5kIfvXG0JACJJk2wC7

১২. দুঃখের সাথেই রয়েছে সুখ إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًاঅবশ্যই দুঃখের সাথে সুখ আছে।” (৯৪-সূরা আল ইনশিরাহ: আয়াত ৬)আহার ক...
09/10/2024

১২. দুঃখের সাথেই রয়েছে সুখ
إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا

অবশ্যই দুঃখের সাথে সুখ আছে।” (৯৪-সূরা আল ইনশিরাহ: আয়াত ৬)

আহার করার পর পুনরায় ক্ষুধা লাগে, পান করার পর পুনরায় পিপাসা জাগে। অস্থিরতার পর ঘুম আসে। অসুস্থতার পর সুস্থতা আসে, পথ হারার পর পথ খুঁজে পাবে আর রাতের পর দিন আসবে এটাই নিয়ম।

"সম্ভবত আল্লাহ বিজয় ঘটাবেন অথবা তার ইচ্ছানুযায়ী কোন সিদ্ধান্ত নিবেন।" (সূরা-৫ মায়িদা: আয়াত-৫২)

অন্ধকার রাত্রিতে এক আলোকিত সুপ্রভাতের আগমনের সংবাদ জানাও, যে প্রভাতের আলো পাহাড় ও উপত্যকাসমূহে ছড়িয়ে পড়বে। দুঃখ-পীড়িতদেরকে এমন ত্বরিত প্রশান্তির শুভসংবাদ দাও যা নাকি তাদের কাছে আলোর গতিতে বা একপলকে পৌঁছে যাবে, যদিও বা আপনি মরুভূমিকে মাইলকে মাইল বিস্তৃত দেখছেন, তবুও জেনে রাখুন যে, এই দূরত্বের পরেও পর্যাপ্ত পরিমাণ ছায়াঘেরা অনেক সবুজ অবারিত মাঠ রয়েছে।

আপনি যদি দেখেন যে, রশি শুধু কষছে আর কষছেই তবে জেনে রাখুন যে, এটা অচিরেই পটু করে ছিড়ে যাবে। কান্নার পর হাসি, ভয়ের পর সান্ত্বনা এবং উদ্বিগ্নতার পর প্রশান্তি আসে। যখন ইব্রাহীম (আঃ)-কে আগুনে ফেলা হল তখন তার প্রভুর সাহায্য পাওয়ার কারণে তিনি আগুনের তাপ অনুভব করেননি।

قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَىٰ إِبْرَاهِيمَ

“আমি (আল্লাহ) বললাম: হে আগুন! তুমি ইব্রাহীমের জন্য শীতলতা প্রদানকারী ও নিরাপত্তা দানকারী হয়ে যাও।” (২১-সূরা আল আম্বিয়া: আয়াত-৬৯)

সাগরতো মূসা (আঃ)-কে ডুবাতে পারেনি; কেননা, তিনি অত্যন্ত আত্মপ্রত্যয়ী দৃঢ় ও সৎভাবে বলেছিলেন-

كَلَّا إِنَّ مَعِيَ رَبِّي سَيَهْدِينِ

“কখনও নয়; নিশ্চয় আমার সাথে আমার প্রভু আছেন, তিনি আমাকে পথ দেখাবেন।” (২৬-সূরা আশ শোয়ারা: আয়াত-৬২)

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর (রাঃ)-কে গুহাতে বলেছিলেন যে, আল্লাহ তাদের সাথে আছেন, তারপর তাদের উপর শান্তি ও প্রশান্তি অবতীর্ণ হয়েছিল।

যারা দুর্দিনের শিকার তারাতো শুধু দুর্দশা ও দুর্ভাগ্যই দেখে। এর কারণ এই যে, তারা কেবল ঘরের দেয়াল ও দরজাই দেখতে পায়, যখন নাকি তাদের সামনে যে বাধার প্রাচীরসমূহ আছে সেগুলোর বাইরে তাদের তাকানো উচিত।

অতএব, হতাশ হবেন না; অবস্থা একই রকম থাকা অসম্ভব। দিনগুলো ও বছরগুলো পালা করে ঘুরে ঘুরে আসে, ভবিষ্যৎ অদৃশ্য আর প্রতিদিনই আল্লাহ্ তায়ালার কিছু কাজ করার থাকে। আপনি তো এটা জানেন না, তবে এমনটা হতে পারে যে, আল্লাহ তায়ালা পরবর্তীতে নতুন কিছু আনবেন। আর অবশ্যই, কষ্টের সাথে আরাম আছে।

হোয়াটস্যাপ গ্ৰুপ লিংক - ( দিন আর দুনিয়া আল্লাহ জন্য) https://chat.whatsapp.com/EGSl5kIfvXG0JACJJk2wC7

*কুরআনের ভাষায় নবী অবমাননার শাস্তি*কুরআনে কারীমে গুস্তাখে রাসূলের উপর আল্লাহর অভিশম্পাত বর্ষিত হবে মর্মে ঘোষণা হয়েছে।ই...
09/10/2024

*কুরআনের ভাষায় নবী অবমাননার শাস্তি*

কুরআনে কারীমে গুস্তাখে রাসূলের উপর আল্লাহর অভিশম্পাত বর্ষিত হবে মর্মে ঘোষণা হয়েছে।
ইরশাদ হচ্ছে-

إِنَّ الَّذِينَ يُؤْذُونَ اللَّهَ وَرَسُولَهُ لَعَنَهُمُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأَعَدَّ لَهُمْ عَذَابًا مُهِينًا [٣٣:٥٧

যারা আল্লাহ ও তাঁর রসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের প্রতি ইহকালে ও পরকালে অভিসম্পাত করেন এবং তাদের জন্যে প্রস্তুত রেখেছেন অবমাননাকর শাস্তি। {সূরা আহযাব-৫৭}

তারপর তাদের হত্যার স্পষ্ট নির্দেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামীন বলেন-

مَلْعُونِينَ ۖ أَيْنَمَا ثُقِفُوا أُخِذُوا وَقُتِّلُوا تَقْتِيلًا [٣٣:٦١] سُنَّةَ اللَّهِ فِي الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلُ ۖ وَلَنْ تَجِدَ لِسُنَّةِ اللَّهِ تَبْدِيلًا [٣٣:٦٢

অভিশপ্ত অবস্থায় তাদেরকে যেখানেই পাওয়া যাবে, ধরা হবে এবং প্রাণে বধ করা হবে। যারা পূর্বে অতীত হয়ে গেছে, তাদের ব্যাপারে এটাই ছিল আল্লাহর রীতি। আপনি আল্লাহর রীতিতে কখনও পরিবর্তন পাবেন না। [সূরা আহযাব-৬১-৬২}

অন্যত্র ইরশাদ হচ্ছে-

فَإِنْ تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ ۗ وَنُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ [٩:١١]وَإِنْ نَكَثُوا أَيْمَانَهُمْ مِنْ بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوا فِي دِينِكُمْ فَقَاتِلُوا أَئِمَّةَ الْكُفْرِ ۙ إِنَّهُمْ لَا أَيْمَانَ لَهُمْ لَعَلَّهُمْ يَنْتَهُونَ [٩:١٢]أَلَا تُقَاتِلُونَ قَوْمًا نَكَثُوا أَيْمَانَهُمْ وَهَمُّوا بِإِخْرَاجِ الرَّسُولِ وَهُمْ بَدَءُوكُمْ أَوَّلَ مَرَّةٍ ۚ أَتَخْشَوْنَهُمْ ۚ فَاللَّهُ أَحَقُّ أَنْ تَخْشَوْهُ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ [٩:١٣]

অবশ্য তারা যদি তওবা করে, নামায কায়েম করে আর যাকাত আদায় করে, তবে তারা তোমাদের দ্বীনী ভাই। আর আমি বিধানসমূহে জ্ঞানী লোকদের জন্যে সর্বস্তরে র্বণনা করে থাকি। আর যদি ভঙ্গ করে তারা তাদের শপথ প্রতিশ্রুতির পর এবং বিদ্রুপ করে তোমাদের দ্বীন সম্পর্কে, তবে কুফর প্রধানদের সাথে যুদ্ধ কর। কারণ, এদের কেন শপথ নেই যাতে তারা ফিরে আসে। তোমরা কি সেই দলের সাথে যুদ্ধ করবে না; যারা ভঙ্গ করেছে নিজেদের শপথ এবং সঙ্কল্প নিয়েছে রসূলকে বহিস্কারের? আর এরাই প্রথম তোমাদের সাথে বিবাদের সূত্রপাত করেছে। তোমরা কি তাদের ভয় কর? অথচ তোমাদের ভয়ের অধিকতর যোগ্য হলেন আল্লাহ, যদি তোমরা মুমিন হও। {সূরা তওবা-১১-১৩}
আল্লামা জালালুদ্দীন সুয়ুটি (রহঃ) এ আয়াতের দ্বারা দলিল দিয়ে বলেন- যে ব্যক্তি ইসলাম বা কুরআনের বিরুদ্ধে খারাপ মন্তব্য করে, অথবা রাসূল সাঃ এর ব্যাপারে মন্দ কথা বলে ঐ ব্যক্তিকে হত্যা করা হবে। {মাহাসিনুত তাওয়ীল-৫/১৪২}

* ইসলামে নবী অবমাননার শাস্তিঃ একটি প্রমাণিক পর্যালোচনা*ভূমিকা H.T.H. Gazi একজন মুসলমানের কাছে রাসূল সাঃ নিজের প্রাণের চে...
08/10/2024

* ইসলামে নবী অবমাননার শাস্তিঃ একটি প্রমাণিক পর্যালোচনা*

ভূমিকা H.T.H. Gazi

একজন মুসলমানের কাছে রাসূল সাঃ নিজের প্রাণের চেয়ে, নিজের সন্তানের চেয়ে, নিজের মা-বাবার চেয়ে এবং তার যাবতীয় সম্পদ থেকে প্রিয়। যদি কোন ব্যক্তির এমন মোহাব্বত না থাকে, তাহলে লোকটি প্রকৃত মুসলমানই নয়। রাসূল সাঃ হাদীসে ইরশাদ করেন-

عن أنس قال قال النبي صلى الله عليه و سلم : ( لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين

অনুবাদ- হযরত আনাস রাঃ বলেন, রাসূল সাঃ ইরশাদ করেছেন, কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না সে তার পিতা-মাতা, এবং তার সন্তান ও সমস্ত মানুষ থেকে আমাকে বেশি মোহাব্বত করবে। {সহীহ বুখারী, হাদীস নং-১৫, সহীহ মুসলিম, হাদীস নং-১৭৭}

নাস্তিক্যতা এক জিনিস, আর ধর্মকে কটাক্ষ্য করা, রাসূলকে গালাগাল দেয়া, অশ্লিলভাবে উপস্থাপন করা ভিন্ন জিনিস। রাসূল সাঃ কে যারা গালি দেয়, অপমানিত করে, অসম্মানজনক কথা বলে বা লিখে, সে মুরতাদ। সে তওবা না করলে হত্যা করা ইসলামের বিধান। এরকম কুলাঙ্গারের এ পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার নেই। আল্লাহ রাব্বুল আলামীনের সৃষ্টির মাঝে যিনি শ্রেষ্ঠ সৃষ্টি, তার যে কুৎসা রটায় এমন কুলাঙ্গারের আল্লাহর এ ধরিত্রীতে বেঁচে থাকার কোন অধিকার নেই।
এ বিধান শুধু ইসলামে নয়, রহিত ও বিকৃত ধর্ম ইহুদী ও খৃষ্টান ধর্মেও আছে।

04/09/2024

একজন পিতার সমতুল্য মানুষ কে কয়েকজন হিন্দু মারধর করলো এটাই কী হিন্দুত্ব ?
এটা কী আপনাদের ধর্মের শিক্ষা ?যদি এটা আপনাদের ধর্মের শিক্ষা হয় তাহলে দীক্ষার জানাই এমন ধর্মকে

ছাত্র সমাজ এক হলে আপনার গদি থাকবে তো দিদি??
22/08/2024

ছাত্র সমাজ এক হলে আপনার গদি থাকবে তো দিদি??

09/08/2024

প্রশ্নঃ - স্বাধীনতা সংগ্রামে সর্ব প্রথম কে আন্দোলন করেন এবং জিহাদি ফতোয়া গোষণা করেন ?

উত্তর:- ১৭৬৩খ্রিস্টাব্দে শাহ্ আবদুল আযীয মুহাদ্দিসে দেহলভী রহ. যখন দেখলেন যে, বড় বড় প্রদেশসমূহের ওপর ইংরেজদের একচ্ছত্র শাসন প্রতিষ্ঠিত হয়ে গেছে। তখন তাঁর অন্তর বিদগ্ধ হতে থাকে। ১৭৭২ খ্রিস্টাব্দে তিনি ইংরেজদের বিরুদ্ধে মুসলমানদের অন্তরে বিদ্রোহের বিজ বপন করেন।
নির্ভীক মুজাহিদ শাহ আবদুল আযীয মুহাদ্দিসে দেহলভী রহ. দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, 'এ ভারত উপমহাদেশে ইংরেজদের শাসন চলছে। আর তাদের শাসন চলার অর্থ হলো, দেশ রক্ষা, জননিয়ন্ত্রণ বিধি, রাজস্ব, খেরাজ, ট্যাক্স, ওশর, ব্যবসায়ী পণ্য, দুর্নীতি দমন বিধি, বিচারকার্জ ইত্যাদিতে তারা নিরভূগ ক্ষমতার অধিকারী। এ সকল ব্যাপারে মুসলমানদের কোনো অধিকার নেই। তারা জুমা ও ঈদের নামায, আযান, গরু জবাই করা এ সকল বিধানের

ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি না করলেও স্বাধীনতার মৌলিক বিষয়গুলোর (মানবাধিকার, বাকস্বাধীনতা, নাগরিক অধিকার ইত্যাদি) প্রত্যেকটিই ছিনিয়ে নিয়েছে।

মসজিদসমূহ বেপরোয়াভাবে ধ্বংস করে জনগণের নাগরিক স্বাধী ছিনিয়ে নেয়া হচ্ছে। এমনকি মুসলমান হোক কিংবা হিন্দু, পাসপোর্ট ও পারমা ব্যতীত কাউকে শহরে প্রবেশের সুযোগ দেয়া হচ্ছে না। সাধারণ প্রবাসী ও হাবসায়ীদেরকে শহরে আসা যাওয়াদয়ের মতিও দেশের স্বার্থে কিংবা জনগণের মায়ারিক অধিকারের ভিত্তিতে না দিয়ে নিজেদের স্বার্থেই দেয়া হচ্ছে। বিশিষ্ট ব্যক্তিবর্গ যেমন সুজাউল মুলুক, বেলায়েতী বেগম প্রমুখ ইংরেজদের অনুমতি ঝাড়া কোনো লোক বাহির থেকে দেশের ভিতরে প্রবেশ করতে পারছে না। দিল্লি থেকে কলকাতা পর্যন্ত তাদেরই শাসন চলছে। অবশ্য হায়দারাবাদ, লখনৌ ও রামপুরের শাসকরা ইংরেজদের বশ্যতা স্বীকার করে নেয়ায় সেখানে সরাসরি তাদের আইন চালু নেই, তারপরও গোটা দেশের ওপরই 'দারুল হরব' বা শত্রু কবলিত দেশের হুকুম বর্তায়।

সুতরাং এ পরিস্থিতিতে ইংরেজ শক্তির বিরুদ্ধে জিহাদ করা এবং মূল লক্ষ্যে উপনীত না হওয়া পর্যন্ত এ জিহাদ অব্যাহত রাখা প্রতিটি নাগরিকের ওপর ফরজ।

✍🏻 Group Creator
এগুলো হলো চেপে রাখা ইতিহাস যা আমাদের যুব সমাজ জানেইনা তাই সবার কাছে অনুরোধ করবো এগুলো কে সমস্ত গ্রুপ সেন্ট করার জন্য
📲📥✅🔊 9735372458
--------------------------------
_*বিঃদ্র:-* আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য নিচে দেওয়া নাম্বারে হোয়াটস্যাপে মেসেজ করুন,

9735372458

https://chat.whatsapp.com/EGSl5kIfvXG0JACJJk2wC7

_গ্রুপ এডমিন_ ✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻
▬▬▬▬▬▬◄◄●►► ▬▬▬▬▬▬

_আপনিও ইসলামের প্রচারক হন পোস্ট গুলো নিয়মিত শেয়ার করুন_
*নবী (সাঃ) বলেছেন,*
_"প্রচার করো আমার পক্ষ থেকে যদি তা একটি মাত্র আয়াতও হয়_ *(সহীহ বুখারীঃ৩৪৬১)❤️🌸*

ভালোবাসা সুন্দর যদি হালাল হয় প্রেম টা ও জায়েয যদি স্ত্রীর সাথে হয়
21/07/2024

ভালোবাসা সুন্দর যদি হালাল হয়
প্রেম টা ও জায়েয যদি স্ত্রীর সাথে হয়

দল আর রাজনৈতিক আন্দোলন নয় এটা তাই সকলেই আসুন.
18/07/2024

দল আর রাজনৈতিক আন্দোলন নয় এটা তাই সকলেই আসুন.

09/07/2024

আল্লাহ আমাকে তুমি হিফাজত করো আমার চরিত্রকে তুমি রক্ষা করো সম্মান কে তুমি বৃদ্ধি করো
🤲🤲

30/06/2024

এই কিরাত শুনলে ঈমান দৃঢ় হবে ইনশা-আল্লাহ

Address

Dholahat
Kolkata
743399

Alerts

Be the first to know and let us send you an email when Tarif Hossen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share