22/10/2024
وَٱلَّذِينَ يُؤْذُونَ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ بِغَيْرِ مَا ٱكْتَسَبُوا۟ فَقَدِ ٱحْتَمَلُوا۟ بُهْتَٰنًا وَإِثْمًا مُّبِينًا
যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে।
সূরা আল আহ্যাব
আয়াত নং (৫৮)
_বড়ো কষ্টের সাথে বলতে হয় এই যুব সমাজ কত নারী কত পুরুষ কে মিথ্যে ভালোবাসা প্রেম নামক হারাম এই সম্পর্ক দিয়ে কত মানুষের মন কে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করেছে, প্রিয় ভাই ও বন আল্লাহ হুকুম কে ভুলে যেওনা আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলেছেন যে কোনো মুনিন নারী অথবা পুরুষ কে কষ্ট দিলে তাকে আজবের মধ্যে গ্রেফতার করা হবে, সেখানে এই হাতের মোবাইল দিয়ে কত নারিকে কাঁদিয়েছি কত পুরুষ কে কাঁদিয়েছি মিথ্যে ও বদনাম দিয়েছি, প্রিয় দিনি ভাই-বোন এখনো সময় আছে রবের নিকটে নিজের মস্তক কে সুফে দাও।_
একমাত্র কাফির ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না।"
إِنَّهُۥ لَا يَا۟يْـَٔسُ مِن رَّوْحِ ٱللَّهِ إِلَّا ٱلْقَوْمُ ٱلْكَٰفِرُونَ
-- সূরা ইউসুফ : ৮৭
-- পারা: ১২
📚✍️M.T.H.Gazi
_গ্রুপ এডমিন_তারিফ হোসেন ▬▬▬▬◄◄●►►▬▬▬▬
_আপনিও ইসলামের প্রচারক হন পোস্ট গুলো নিয়মিত শেয়ার jকরুন_
*নবী (সাঃ) বলেছেন,*
_"প্রচার করো আমার পক্ষ থেকে যদি তা একটি মাত্র আয়াতও হয়_ *(সহীহ বুখারীঃ৩৪৬১)❤️🌸*
https://chat.whatsapp.com/EGSl5kIfvXG0JACJJk2wC7